নমষ্কার।
সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।দীপাবলি হল আলোর উৎসব,সবার মনে এবং জীবনে অন্ধকার মুছে গিয়ে আলোয় ভরে উঠুক।এই কমনাই করি।পুজো মানেই আনন্দ হইহুল্লোর। পুজোর এই কটিদিন সবরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধুমাত্র মেতে উঠা।
যদিও আমাদের বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পার্বণ তবুও দূর্গা ও কালিপুজোর অনুভূতি গুলো একেবারেই আলাদা।যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।
এই যেমন পুজো আসলেই মনে হয় যে ছোটো বেলায় কতোই মজা করতাম।সব ভাইবোনেরা মিলে,মামাবাড়ি গিয়ে।মামার ছেলেমেয়ে,মাসির ছেলেমেয়ে,পিসির ছেলেমেয়ে,জেঠুর ছেলেমেয়ে,আমি আর ভাই সবাই এক যায়গায় হয়ে গেলেই ব্যস আর কাউকেই লাগতো না।পুরো ভারতীয় ক্রিকেট টিম হয়ে যেত।আর আমি ছিলাম দলের মাথা মেয়েদের মধ্যে আমি বড়ো আর সবার কাছে প্রিয় তাই আমার কথা সবাই শুনতো দাদা হোক বা ভাই।যাই হোক অনেক বক বক করলাম।
কালিপুজো বা দীপাবলি এই পুজো হল আলোর রশনাই।চারিদিকে লাইটিং করা হয়।দূর্গা পুজো যেমন কোলকাতায় বিখ্যাত তেমনই কালি পুজো আমাদের বারাসাত বিখ্যাত।গত ২ বছর করনার জন্য সেভাবে পুজো হয়নি তাই এ বছর অনেক বড়ো বড়ো পুজো হয়েছে।সেই নিয়ে পরে একদিন বলব,তবে আজকে যেটা নিয়ে বলব সেটা হল আমার পাড়ার পুজো।
চতুরদশির রাত ১২ টার সময় ঠাকুর নিয়ে আসে সবাই মিলে।আমাবশ্যা তিথিতে এই পূজার অনুষ্ঠান আরম্ভ হয়।রাত১০:৩০ সে পুজো আরম্ভ হয় এবং সারা রাত ধরে চলে।কালি পুজোর আগের দিন বৃষ্টি হওয়ায় ভালোই ঠান্ডা লাগছিল।
সারা রাত জেগে পুজো দেখার মজাই আলাদা।তারপর যগ্য হয়েছিল।পুজো শেষে প্রসাদ খাওয়া।পুজো শেষ হয় ভোর ৪ নাগাদ।
পরের দিন ছিল ভাতৃদ্বয়।তারপরের দিন বিসর্জন।মাকে বরণ করে হয় সিন্দুর খেলা।
তারপর মন খারাপের দিন গোনা,"আসছে বছর আবার হবে।"
। ধন্যবাদ।
আসলেই দিদি আমাদের বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পার্বণ , তবে দূর্গা ও কালিপুজোর অনুভূতি একটু বেশিই ৷ এসব পুজোয় সবাই সব কিছু ভুলে আনন্দ গুলো উপভোগ করি ৷ আপনি আপনার ভাই বোন সবাই মিলে কালি পূজার দিনটি দারুণ ভাবে উপভোগ করেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা আমার পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীপাবলিতবে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। পূজার মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে পেরে খুব ভালো লাগলো। বিশেষ করে প্রতিমার আলোচিত্র গুলো বেশ দুর্দান্ত হয়েছে । এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ দাদা পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit