রমজান মাস চলে এসেছে। সারা দিন রোজা রেখে সবার শরীর ই কিছুটা দুর্বল হয়ে যায়। বুটের ডাল কিন্ত আমাদের শরীরের অনেক ধরনের ঘাটতি পূরণে সাহায্য করে থাকে। এমনকি সেহরীতে সকলেই চায় একটু স্পেশাল ভিন্ন ধরনের খাবার। তাই আপনাদের জন্য আমি চলে এলাম ঝটপট বানিয়ে ফেলার জন্য বুটের ডাল দিয়ে মুরগির মাংস।
লাইফস্টাইল ডেস্ক : গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে মাংস আর ডালের এই পদটি খেতে বেশ লাগে। অনেকে রাঁধতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। বুট সেদ্ধ হতে হতে মুরগি হয়তো বেশি সেদ্ধ হয়ে যায়! অথবা মশলার ব্যবহারে ভুল। সুস্বাদু এই পদটি রান্না করতে চাইলে জেনে নিতে হবে এর রন্ধন প্রণালি। চলুন জেনে নেয়া যাক-
উপকরণ:
মুরগির মাংস – ১ কাপ
বুটের ডাল – ১ কাপ
পেঁয়াজ পাতলা চাকা করে কাটা – ১ কাপ
কাঁচা মরিচ চেরা – ৪ টি
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
ধনিয়া গুঁড়া – ২ চা চামচ
জিরা গুঁড়া – ২ চা চামচ
মরিচ গুঁড়া – ২ চা চামচ
হলুদ – ২ চা চামচ
লবণ – স্বাদমতো
সয়াবিন তেল – ১ কাপ
গোটা জিরা – হাফ চা চামচ
তেজপাতা – ১ টি
দারুচিনি – ২ ফালি
থেতলানো সাদা এলাচ – ৪ টি।
প্রণালি:
একটি পাতিলে বুটের ডাল ভালোভাবে ধুয়ে তার মধ্যে ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ, কাঁচা মরিচ, ১ চা চামচ করে আদা ও রসুন বাটা, ধনিয়া ও জিরা গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া, লবণ ও তেল আর আন্দাজমতো পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। এবার আঁচ কমিয়ে ২০ মিনিট রান্না করুন।
মুরগি ছোট টুকরা করে কেটে নিয়ে ধুয়ে নিন। প্যানে তেল দিন। তেল গরম হলে হাফ পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হলে বাকি সব মশলা একে একে দিয়ে আঁচ কমিয়ে মশলা গুলো ভেজে নিন। এবার মুরগির টুকরাগুলো দিন। আঁচ একটু বাড়িয়ে দিয়ে মাংস গুলো ভেজে নিন। আন্দাজ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে বুটের ডালের মধ্যে মাংসগুলো ঢেলে দিন। ৫ মিনিট রান্না করে নামিয়ে রাখুন ।
অন্য একটি পাতিলে বাকি তেল দিন, তেল গরম হলে বাকি পেঁয়াজ দিন । পেঁয়াজ বাদামি হলে আস্ত জিরা দিন। জিরা ফুটলে ডালগুলো ঢেলে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
বরাবরই বুটের ডাল দিয়ে যে কোন মাংস রান্না করলে ভীষণ সুস্বাদু হয় খেতে।আপনি বুটের ডাল দিয়ে মুরগির মাংসের চমৎকার রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে শেয়ার করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুরগির মাংস বিভিন্ন পদ্ধতিতে রান্না করা দেখেছি। কিন্তু বুটের ডাল দিয়ে এই প্রথম দেখলাম। রেসিপিটি আমার কাছে একদমই ইউনিক মনে হয়েছে। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল। ইউনিক একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit