বিদ্যানন্দ ফাউন্ডেশন কে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ডোনেশন প্রদান।

in hive-129948 •  2 years ago 

আজ - ২২ ই, আষাঢ় | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





আপনারা সবাই জানেন যে, সিলেটের বন্যার্তদের সহায়তার জন্য, আমার বাংলা ব্লগের পক্ষ থেকে @tangera ম্যাডাম ১৬ দিন আগে একটি ফান্ড রেইসিং ক্যাম্পেইনের পোস্ট করেন। পোস্টটির লিংকঃ https://steemit.com/hive-129948/@tangera/7mojke এই Fundraising campaign টি প্রায় এক সাপ্তাহ ধরে চলে। এ ক্যাম্পেইন টিতে আমরা আপনাদের বেশ সাড়া পেয়েছি।

ক্যাম্পেইনটি হতে মোট আমরা ৭৩৩০.২৭ Steem সংগ্রহ করতে পেরেছি। তার মধ্যে ৫৫০০ স্টিম ডোনেশনের জন্য রেখে বাকি স্টিম গুলো @abb-charity একাউন্ট এ পাওয়ার আপ করা হয়েছে। Fundraising campaign টির অডিট রিপোর্ট আপনারা পাবেন এই লিংকটিতে।

যেহেতু এটি একটি ডোনেশন ক্যাম্পেইন ছিল, তাই এর স্বচ্ছতা বজায় রাখতে, ডোনেশন ক্যাম্পইন হতে প্রাপ্ত ৫৫০০ স্টিম, কিভাবে বাংলা টাকায় কনভার্ট করে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যাংক একাউন্টে পৌছে দেওয়া হল তার বিস্তারিত বর্ণনা আমি নিচে তুলে ধরছিঃ

প্রথমে steem গুলো আমার অ্যাকাউন্ট থেকে poloniex exchange সাইট এ ট্রানস্ফার করি। এরপর steem গুলোকে USDT তে কনভার্ট করে USDT গুলো Advanch Cash এ ডিপোজিট করি।


Screenshot_73.png


Screenshot_74.png

এরপর Advance Cash হতে আমার ব্যংক একাউন্টে Usd withdraw করি।


Screenshot_78__01.png

আমার ব্যাংক একাউন্টে সর্বমোটঃ ১,১১,২৪৮/- টাকা জমা হয়।


Screenshot_20220703_190840__01.jpg

যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডোনেশনের টাকাগুলো আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর মাধ্যমে সিলেটে বন্যার্তদের সহায়তা জন্য দিব। তাই আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর হেড অফিসে যোগাযোগ করি, তাদের সাথে কথা বলি কিভাবে সহজেই টাকাগুলো তাদের হাতে তুলে দিতে পারি, তারা আমাদের জানান তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে দিলে সবচেয়ে ভালো হয়, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আমাদের দেন।গতকাল আমরা তাদের ব্যাংক একাউন্টে ১,১১,১১৫/- টাকা প্রেরণ করি। এবং রাতের মধ্যেই তারা আমাদের অবগত করে যে আমাদের টাকা তারা বুঝে পেয়েছেন।


Screenshot_20220705-221833.jpg

IMG_20220705_114045__01__01__01.jpg


IMG_20220705_114308__01__01.jpg


Screenshot_20220705_235222.jpg

যারা আমাদের আবেদনে সাড়া দিয়ে স্টিম ডোনেশন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবারো প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য।

সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো কাজ।
আমার ব্লগ সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দের মাধ্যমে। এটা অনুকরণীয় হয়ে থাকবে।
জয় হোক মানুষের।
মানুষ মানুষের জন্য।

অনেক ভালো লাগলো ভাই। সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে। কারণ এই ডোনেশনের কিছু ভাগীদার আমি নিজেও। সিলেটের মত মানুষদের সাহায্য করতে পেরেছি আসলে ভালো লাগতেছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই।

খুব ভালো লাগছে এই পোস্টটি দেখে। অল্প কিছু দিয়ে হলেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটি ভেবে ভালো লাগছে। আর আপনি কিভাবে ক্যাশ ডিপোজিট করেছেন তাও বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনে যে টাকা দিয়েছেন তার প্রমাণও দিয়েছেন।

অনেক ভালো একটি কাজ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ করেছেন আবার ডিটেলস এ সবকিছু এখানে তুলে ধরেছেন খুব সুন্দর ভাবে।আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশনটা অনেক ভালো একটি প্রতিষ্ঠান যেটার উপর ভরসা করা যায় এবং মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে মানুষকে সহযোগিতা করে আসছে।

সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলেই অনেক আনন্দিত। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডোনেশন একত্রিত হয়ে বেশ ভালো একটি এমাউন্ট তৈরি হয়েছে। আশা করছি অসহায় মানুষগুলোর পাশে একটু হলেও আমরা দাঁড়াতে পেরেছি। অল্প কিছু পরিমাণে অর্থ দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

বিদ্যানন্দ ফাউন্ডেশন যে টাকাটা পেয়েছে তার প্রমাণ এই পোস্টের মাধ্যমে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া দেখে সত্যি খুব ভালো লাগছে। আর এইটা ভেবে ভালো লাগছে যে অল্প কিছু দিয়ে হলেও বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরেছি।

আমার বাংলা ব্লগের মাধ্যমে বন্যার্তদের পাশে ক্ষুদ্রতম সহযোগিতার হাত বাড়িয়ে খুবই ভালো লাগছে। এবং কি আমাদেরকে সম্পূর্ণ প্রসেসিং গুলা বিদ্যানন্দ ফাউন্ডেশনে ব্যাংকে টাকা ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমাদের মাঝে তুলে ধরার জন্য, আপনাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম।

আমরা আবারো প্রমাণ করতে পেরেছি মানুষ মানুষের জন্য। এটা দেখে খুব ভালো লাগছে বন্যা দুর্গত এলাকায় সাহায্যার্থে যে ফান্ড রেইজিং ক্যাম্পেইন করা হয়েছিল সেখানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছি। এই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অর্থগুলো আপনার মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনে সিলেট বাসীর সাহায্যে পৌঁছে গেছে। এই ক্যাম্পেইন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।

খুব ভালো লাগছে এই পোস্টটি দেখে। আমাদের সবার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বন্যার্ত মানুষগুলোর অনেকটাই উপকার হবে আশা করি। সামান্য কিছু অর্থ দিয়ে তাদের কিছুটা হলেও উপকার হবে এটা ভেবে অনেক ভালো লাগছে।

মানুষ মানুষের জন্য এই স্লোগানের সাথে এগিয়ে চলেছে আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ এর চ্যারিটি সাইট @abb-charity. বন্যার্তদের সহোযোগিতায় যখন কমিউনিটির পক্ষথেকে আমাদের আহবান করা হলো। তখনই মনে হলো কিছুটা হলেও দেশের অন্যপ্রান্ত থেকে পাশে দাড়ানোর সুযোগ পাবো।
ধন্যবাদ আমার বাংলা ব্লগ তুমি দীর্ঘজীবি হও।
ধন্যবাদ প্রিয় দাদা আমাদের ছোট ছোট অগ্রগতিতে প্রভাবক হয়ে মহীরুহ তে পরিণত করার জন্য।
ধন্যবাদ প্রিয় আরিফ ভাই যথাস্থানে পৌঁছাতে বিশেষ অবদানে।

সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো , আমাদের প্রতিষ্ঠাতা ও পরিবারের সকল সদস্যদের কে । যাদের সহযোগিতায় এই ক্যাম্পেইনটা খুবই ভাল ভাবে সম্পন্ন হয়েছে । আমি বা আমরা বিশ্বাস করি, এইরকম প্রত্যেকটা কাজের পাশে আমার বাংলা ব্লগ থাকবে, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী ।

প্রথমে ধন্যবাদ জানাবো দাদাকে যার জন্য এই ক্যাম্পেইন শুরু হয়েছিলো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি অ্যামাউন্ট ডোনেশন করা সম্ভব হয়েছে বন্যার্তদের জন্য। বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।

প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সবার প্রিয় দাদাকে, যার উদ্যোগে এই ক্যাম্পেইন করা হয়েছিল। আসলে আমরা সবাই একটি পরিবার আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যরা এই ক্যাম্পেইনে যোগদান করেছে। আসলে ভালো কাজের অংশিদার হতে পেরে খুবই ভালো লাগে। তাই যেকোনো ভালো কাজের অংশিদার হতে চাই। পরবর্তীতে আরো ভালো কিছু করা হবে আমার বাংলা ব্লগের পক্ষ থেকে, এ আশায় করি।

মানুষ মানুষের জন্য। সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার বাংলা ব্লগ এর পাশাপাশি আমিও কৃতজ্ঞ। আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিম কন্ট্রিবিউট করেছি পাশাপাশি অফিশিয়ালি একদিনের বেতন ২০০০ দিয়েছি । ধন্যবাদ প্রিয় আমার বাংলা ব্লগ ধন্যবাদ এবিবি চ্যারিটি।

ভীষণ গর্ব বোধ করছি আজ সত্যি। এই মহৎ কাজের সাথে ছোট পরিসরে হলেও তো নিজেকে জড়াতে পেরেছি। এটাই সার্থকতা। আমাদের এই পরিবার টা নিয়ে যত বলবো ততোই কম হবে। ভালোবাসার এই বন্ধন টা যেন অটুট থাকে। এটাই চাওয়া।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়ানো না যায় তাহলে সত্যিই দুনিয়াটা আর মানুষের বসবাসযোগ্য থাকবেনা।তাই আমাদের সবসময় এই ধরণের মানসিকতা নিয়েই চলা উচিত।আপনাকে ধন্যবাদ আরিফ ভাই,আপনি শেষটা সুন্দর করলেন।

অনলাইন থেকে অর্জিত টাকা যে বাস্তব জীবনেও কাজে লাগানো যায় এই ডোনেশনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।

মানুবিক কাজে আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত। কিছু দিয়ে হলেও সহায্য করতে পেরেছি ওজন্য আমি অনেক খুশি। বিপদ আমাদের সবারই হতে পারে তাই সকলের বিপদে মানুষের পাশে থাকা উচিত। ধন্যবাদ ভাই আপনার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য। শুভকামনা রইলো আপনার জন্য। 💓💓

মানুষ মানুষের জন্য। সত্যিই খুব ভালো উদ্যোগ। সত্যিই খুব ভালো লাগে যে এমন ভালো একটি কমিউনিটিতে কাজ করতে পেরে। সবার জন্য শুভ কামনা রইলো 🤲

এটা খুবই ভালো খবর যে আমাদের কমিউনিটির সকলের দেওয়া টাকাগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশন বুঝে পেয়েছেন।আপনি বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন,ভালো লাগলো দেখে।ধন্যবাদ ভাইয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



অনেক ভালো উদ্যোগ মানবতার উৎকৃষ্ট নিদর্শন তখনই দেখতে পাওয়া যায় যখন মানুষ একটা মানুষের পাশে দাঁড়িয়ে কঠিন সময়ে সহায়তা প্রদান করেন। এই মানুষগুলোর সহায়তা কখনোই বিফলে যায় না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। নিজেকে অনেক ভালো লাগে যখন কোন মানুষের উপকার করতে পারি। শুভকামনা রইল যারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং শুভকামনা রইল যে এই উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ দাদা।

এই সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমার বাংলা ব্লগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম গ্রহণ এবং তাতেও সাড়াও দেয় সবাই। আমি বিশ্বাস করি ভবিষ্যৎ এ কঠিন পরিস্থিতি মোকাবেলায় এবিবি চ্যারিটি এগিয়ে আসবে। কিভাবে টাকা বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পাঠিয়েছেন পুরো ডিটেইলস আমাদের সাথে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কর্তৃক অনেক ভালো একটি উদ্যোগ নেয়া হয়েছে এবং এই ফান্ড সিলেট বন্যাকবলিত মানুষদের মাঝে বিতরণ করতে ফেরে আমার বাংলা ব্লগবাসি অনেক বেশি আনন্দিত।

এমন মহৎ একটি কাজের সাথে আমি যুক্ত হতে পেরেছি এটা ভাবলেই আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে আমরা সকলে এই ধরনের ভালো কাজের সাথে আরও বেশি বেশি সম্পর্কিত হতে পারব।

প্রথমত আমি খুবই আনন্দিত কারন আমি এমন একটা প্ল্যাটফর্ম এ দাড়িয়ে যেখানে মানুষের সুখে দুঃখে সমানভাবে ব্যতীত হওয়ার সুযোগ থাকে আবার আনন্দিত হওয়ার সুযোগ থাকে, আপনাদের এই মহান উদ্যোগ আল্লাহ পাক কবুল করুক, এটা ভালো কাজ নিঃসন্দেহে। ভালো কাজের মধ্য দিয়ে আমরা জাতিগতভাবে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা রাখি। আপনাদের প্রতি দোয়া রইল আপনারা সুস্থ থাকেন এবং সুন্দর মনোভাব মনোভাব নিয়ে প্রত্যেক মানুষের মন জয় করুন করুণা নয় সহযোগিতার মাধ্যমে । মানুষের জন্য "ভালোবাসা অবিরাম "

এটা খুবই ভাল একটি উদ্যোগ ছিল এবং যারা যারা এই কঠিন সময়ে সাড়া দিয়েছে তাদের সবাইকে জানাই হাজারো সালাম, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আমার বাংলা ব্লগ ভালোর দলে, খুব সুন্দর এবং নির্ভুলভাবে ডোনেশনের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জানতে পারলাম, খুবই ভালো লাগলো এরকম একটি উদ্যোগের সাথে শরিক হতে পেরে খুবই ভালো লাগছে।। ধন্যবাদ জানাই এডমিন প্যানেলের সকলকে।

@moh.arif আমি এই গ্রুপে নতুন কিন্তু আমি ৩ টা পুস্ট করেছি কিন্তু এগুলা গ্রুপে দেখা যাচ্ছে না কেনো?

good post , it is really helpful for me and other people