আজ- ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আর মাত্র দুইদিন , এরপর ই আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি । সত্যিই সময় খুব দ্রুতই চলে যাই। দেখতে দেখতে কিভাবে তিনটি বছর চলে গেল । আপনারা সকলে নিশ্চয় জানেন যে, আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে , দাদা আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটরদের জন্য, স্পেশাল ডাই কনটেস্ট এর আয়োজন করেছেন। সত্যি বলতে বেশ অনেকদিন হলো আমি কোন ডাই প্রজেক্ট তৈরি করছি না । আসলে ডাই প্রজেক্ট করা বেশি সময় সাপেক্ষ এবং খুব কষ্টসাধ্য ব্যাপার । তবে এখন কিছুটা ফ্রি সময় পাচ্ছি বলেই , দাদার স্পেশাল কনটেস্টে টিতে অংশগ্রহণ করতে পারছি । জানিনা কেমন হয়েছে তবে আমি আমার সর্বোচ্চ টি দিয়ে চেষ্টা করছি ভালো কিছু করার ।
আমি যে প্রজেক্টে টি তৈরি করেছি সেটা হলো ডিসকো বল । চলুন তাহলে নিচে বর্ণনা করি কিভাবে এটা আমি তৈরি করেছি :
প্রয়োজনীয় উপকরণ :
১. হুক টাইপ স্ক্র ।
২. ফোমের বল।
৩. ফেব্রিক রং ( সাদা )
৪. সাদা গাম ।
৫. তুলি ।
৬. গোল সাইজের ছোট আয়না ।
৭. চেইন ( সিলভার কালার )
৮. আর্ট পেপার।
ধাপ - ০১ :
প্রথমে ফোমের বল গুলোতে ক্রু ঢুকিয়ে ভালোভাবে ছবির মত করে সেট করে নিতে হবে ।
ধাপ - ০২ :
এরপর একটি বাটিতে সাদা গাম এবং সাদা রং মিশিয়ে নিতে হবে । মিশিয়ে নেওয়ার পর বলগুলোতে আস্তে আস্তে অল্প অল্প করে তুলি দিয়ে গাম এবং রংয়ের মিশ্রণটি লাগিয়ে , সাথে সাথেই কাচের আয়নাগুলো সুন্দর ভাবে বসিয়ে দিতে হবে ।
ধাপ - ০৩ :
এরপর একটি আর্ট পেপার নিয়ে, আর্ট পেপার টি বৃত্তাকার আকৃতিতে কেটে নিতে হবে । কেটে নেওয়ার পর ছবির মতো করে যে কোন ধরণের আয়না বা পোস্টার ওই শেপে কেটে নিয়ে আঠা দিয়ে শেপ টিতে লাগিয়ে দিতে হবে।
ধাপ - ৪ :
এরপর ছোট ছোট কিছু আয়না সার্কেলটির চারপাশে সুন্দর করে ডিজাইন করে লাগিয়ে দিতে হবে।
ধাপ - ৫ :
এরপর তৈরি কৃত বল গুলো গোলাকার শেপে লাগানোর জন্য বিভিন্ন দৈর্ঘ্য এ চেইন টিকে কেটে নিতে হবে । কেটে নেওয়ার পর চেইনগুলো বৃত্তাকার শেফটিতে লাগিয়ে বলগুলো স্থায়ীভাবে সেট করে নিতে হবে ।
এভাবেই তৈরি করে ফেললাম আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার স্পেশাল ডাই প্রজেক্ট টি, পুরো প্রজেক্টটি কমপ্লিট করার পর কিছু ছবি নিচে দেওয়া হলো :
সকলকে ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি এই ডাই প্রজেক্টটা তৈরি করেছেন প্রতিযোগিতার জন্য। ডিসকো বলের এই ডাই প্রজেক্ট আমার কাছে দারুন লেগেছে। আপনার হাতের এই কাজটার প্রশংসা না করে পারছি না। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সময় নিয়ে পুরো কাজটি সম্পন্ন করেছেন আপনি এটা দেখেই বুঝতে পেরেছি। এই প্রতিযোগিতার জন্য এখন আপনাদের কাছ থেকেও সুন্দর সুন্দর ডাই দেখতে পাচ্ছি, সত্যি ভালোই লাগতেছে। এক কথায় অসাধারণ লেগেছে এই ডাইটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি ডাই প্রোজেক্ট করেছেন ভাই, দেখতে কিন্তু ভালোই লাগছে, শুভকামনা ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই ডাই প্রজেক্ট তৈরি করতে প্রচুর সময় লাগে। যাইহোক তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার ডাই প্রজেক্টটি আসলেই দারুণ হয়েছে। বল গুলোর মধ্যে আয়না বসিয়ে দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ইউনিক লেগেছে ভাই আপনার এই প্রজেক্টটি, অবশ্যই প্রশংসার দাবিদার আপনি। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বল গুলোর সাথে কাচের আয়নার টুকরো লাগিয়ে নিতে তো অনেক সময় লেগেছে। ভিন্ন আইডিয়া নিয়ে উপস্থাপন করেছেন ভাই দারুন লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি দেখছি শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, দারুণ কিছু করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাই দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে আমরা তৃতীয় বর্ষপূর্তি উৎসবের আনন্দে মেতে ওঠার মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছি। তার পাশাপাশি আপনাদের প্রতিযোগিতায় নতুন কিছু তৈরি দেখতে পাব সেটা অপেক্ষায় ছিলাম। আজকে ডিসকো বল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ জাষ্ট অসাধারন হয়েছে ভাইয়া। এমন একটি জিনিষ তৈরী করেছেন যেটা অনেক দিন বাসায় থাকবে। আর জিনিষটা ঘরের দেওয়ালে লাগালে দেখতেও অনেক সুন্দর লাগবে। হালকা আলোতে বেশি সুন্দর দেখা যায়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৩য় বর্ষপূর্তি উপলক্ষে বেশ দারুণ উৎসব উৎসব রব চলছে পুরো কমিউনিটি তে। তার সাথে আপনার তৈরি করা এই ABB- ডিস্কো বল এর ডাই দেখে মনটা আরো খুশিতে ভরে গেল! আমি তো কল্পনা করে ফেলছি বর্ষপূর্তির দিন ডিজে গান চলছে আর সেখানে এই ডিস্কো বল এ নানা রকম আলোর রিফ্লেকশন হচ্ছে! 😍😍 দারুণ হয়েছে আপনার ডাই প্রজেক্ট টি। দাদাকে ধন্যবাদ, তার জন্যই আমরা এমন দারুণ দারুণ প্রজেক্ট দেখতে পাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট ছোট বলগুলোতে ফলস মিরর লাগানোর কারনে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ গুলো দেখে সত্যিই মুগ্ধ হচ্ছি। বেশ ইউনিক জিনিস শেয়ার করছেন সবাই। আপনার এই ওয়ালমেটটা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ছোট ছোট বলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় দুর্দান্ত হয়েছে ভাইয়া আপনার এই ডাই প্রজেক্টটি। আমি তো দেখেই মুগ্ধ হলাম। ডিসকো বল গুলো কে দেখতে অসম্ভব ভালো লাগতেছে। ছোট ছোট আয়নাগুলো অনেক বেশি সুন্দর। আর এগুলো আপনি পুরোটার ভেতর ব্যবহার করেছেন, যার কারণে দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে। আপনার করা পুরো কাজটা দেখেই চোখ ফেরানো যাচ্ছিল না। পুরো ডাইটা কিন্তু সত্যি অনেক স্পেশাল হয়েছে। এই সময়টাতে আলাদা রকম একটা উৎসব দেখে বাংলা ব্লগে। সবার তৈরি সুন্দর সুন্দর ডাই দেখতে ভালো লাগতেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর করলেও খুব সুন্দর হয়েছে কিন্তু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিসকো বল অসাধারণ হয়েছে ভাইয়া। এই কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে বোঝাই যাচ্ছে। অবশেষে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। তবে আপনার তৈরি করা এই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার ডাই পোস্টটি আমার কাছে অসাধারণ লেগেছে। খুবই আনকমন ডাই পোস্ট শেয়ার করেছেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে বরাবরই মুগ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এই ক্রিয়েটিভিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবির আর কোন চিন্তা রইল না। আপনি এমন জিনিস বানিয়ে ঘর সাজিয়ে রাখবেন। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরিফ ভাই দেখছি বাড়িতেই আমার বাংলা ব্লগের ডিজে বানিয়ে নিয়েছেন। দারুন হয়েছে ভাই। কাঁচ গুলো লাগাতে যে কতটা সময় লেগেছে তার একটা আন্দাজ করতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সময় অনেক দ্রুত চলে যায়।আর diy করা অনেক সময়ের বিষয়।আপনি অসাধারণ একটি diy আমাদেরকে উপহার দিয়েছেন।একদম ব্যতিক্রমধর্মী diy তৈরি করেছেন, দেখেই মন জুড়িয়ে গেল।বিশেষ করে তরমুজ বলটি দারুণ, অসাধারণ ডিসকো বল তৈরি করেছেন।লাইটিং করাতে আকর্ষণীয় লাগছে দেখতে, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit