শীতকালটা হয়ে উঠুক সকলের জন্য উপভোগ্য।

in hive-129948 •  29 days ago 

আজ- ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000044715.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকল? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত আসবে বলে অবশেষে এসেই গেল। এখন রাতের দিকে অনেকটা ঠান্ডা পড়ে। তবে শীতের সেই আসল প্রকৃত রূপ সেটা এখনো প্রকাশ পায়নি। এখনো ফ্যান চালিয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমানো হয়। কেননা এখনো হাড় কাঁপানো সেই ঠান্ডাটা পড়া শুরু করেনি। তবে শুনেছি গ্রামের দিকে নাকি প্রচুর ঠান্ডা পড়া শুরু করেছে।

সাধারণত এমনিতেই শহর অঞ্চলে শীত কম এবং শীত আসলেও দেরিতে করে আসে এবং অল্প সময়ের মধ্যে চলে যায়। এবার ও এর ব্যতিক্রম ঘটেনি সেই গতানুগতিক নিয়ম অনুসারেই শহরাঞ্চলের শীত পড়ছে। আসলে শহর অঞ্চলে ঘনবসতি, দূষণ এবং পর্যাপ্ত পরিমাণের গাছপড়ার অভাবে ঠান্ডাটা কম অনুভব হয়। তবে গ্রামের দিকে এর চিত্রটা পুরাই উল্টো। গ্রামাঞ্চলে একেবারে শীতের শুরু থেকে শেষ অব্দি ঠান্ডা থাকে।

শীতকালটা নিঃসন্দেহে আমাদের অনেকেরই প্রিয় ঋতু তবে এই শীতের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আশ্রয়হীন, বস্ত্রহীন তাদের কাছে শীতকালটা আনন্দের নয় বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

দূরে কোথাও নয় বরং আমরা আমাদের আমাদের আশেপাশে রাস্তাঘাটে এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা কিনা রাস্তার ধারে থাকে। এ ঠান্ডায় খোলা আকাশের নিচে ওই রাস্তার ধারে তারা জীবন যাপন পার করে। তো চিন্তা করেন তাদের ওই রাতগুলো এ প্রচন্ড শীতের মধ্যে কেমন ভাবে কাটে। আমরা যেখানে কাঁথা গায়ে দিয়ে ফ্যান চালিয়ে আরাম আইসে শীতকালটাকে উপভোগ করি সেখানে ওরা শীতের প্রকোপে কষ্টের দিন যাপন করে। আমরা চাইলে এই শীতকালটাকে একা উপভোগ না করে প্রত্যেকটা মানুষকে নিয়ে উপভোগ করতে পারি, একটু একটু সহযোগিতার মাধ্যমে।

প্রত্যেকে যদি প্রত্যেকের সাধ্য মত নিজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কোন মানুষ এই শীতের রাতে আর কষ্ট করতে হবে না।

সামনে আসছে ইংরেজি নতুন বছর অথচ এই দিনটিকে ঘিরে আমরা কত টাকাই না বিনা হিসাবে খরচ করি আনন্দ উল্লাস এর নামে। অনেক টাকার বাজি ফানুস উড়িয়ে আমরা এই দিনটিকে উদযাপন এর মধ্যে দিয়ে কাটাতে চাই। অথচ আমরা অন্যের সহযোগিতা কিংবা অন্যকে দেওয়ার ক্ষেত্রে কতই না কঞ্জুস হয়ে যায় কতইনা হিসেবি হয়ে যায়। যদি অন্যের খুশিতে নিজেকে খুশি হওয়া যায় তাহলে সেই খুশিটাই সবথেকে বড় খুশি ।

তাই কিছু নির্দিষ্ট কিংবা সরকারের অনুদানের অপেক্ষায় না থেকে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ওই সকল আশ্রয়হীন মানুষগুলোকে সহযোগিতা করতে পারে যাতে শীতের রাতেও তারা আমাদের মত কিছুটা উষ্ণ থাকতে পারে।

আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই ভাই কিছু কিছু মানুষ অহেতুক কতো টাকা পয়সা নষ্ট করে থাকে,কিন্তু অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে অনেক হিসাব করে থাকে। যাইহোক আমাদের সবার উচিত অসহায় মানুষদেরকে শীতকালে বেশি বেশি সাহায্য সহযোগিতা করা। যাতে করে তারা শীতটা মোটামুটি ভালোভাবে পার করতে পারে। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।