আজ - ২৯,জ্যৈষ্ঠ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, অনেক কথাই বলে ফেললাম এবার মুল বিষয়বস্তুতে ফিরে আসে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে - "জীবনে যদি সবসময় সহজ কাজটি করা হয় তাহলে জীবনটা কঠিন হয়ে পড়ে, আর জীবনে যদি কঠিন কাজটি করা হয় তাহলে জীবনটা খুব সহজ হয়ে পড়ে।"
জীবনকে আমরা যেভাবে গড়ে তুলব জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে। জীবনে আমরা যদি সবসময় সহজ কাজটি করি তাহলে জীবন আমাদের জন্য কঠিন হয়ে পড়বে আর আমরা যদি জীবনকে সহজ করতে কঠিন কাজটি করি তাহলে জীবনটা সহজ হয়ে পড়বে। জীবন হচ্ছে একটা অংক বইয়ের মত, যেখানে সবথেকে কঠিন অংক টি করলে বাকি অংকগুলোকে খুব সহজ মনে হবে। আর যদি বইয়ের সব থেকে সহজ অংকটি করা হয় তাহলে বাকি অংকগুলোকে খুব কঠিন মনে হবে। তাই আমাদের অংক বইয়টিকে সহজ করতে কঠিন অংকটি করতে হবে। এবং জীবনকে সহজ করতে কঠিন কাজটি করতে হবে।
আমাদের এই ছোট্ট জীবন চলার পথে নানা সময় নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং সেসব পরিস্থিতি মানিয়ে নিতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেই সব সমস্যার সমাধান তখনই করতে পারব যখনই আমরা সেটির মোকাবেলা করতে জানব। জীবনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদের কঠিন হতে হবে এবং জীবনটা খুব শক্ত করে গড়ে তুলতে হবে। জীবনকে যদি আমরা শক্ত ভাবে গড়ে তুলতে পারি তাহলে আমরা যেকোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে পারব । জীবনকে সহজ করতে কঠিন কাজটি করতে হবে। আর জীবনকে কঠিন করে তুলতে সহজ কাজেই যথেষ্ট।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
তো চলুন, জীবনের সবসময় সহজ কাজ গুলো কিভাবে আমাদের জীবনকে কঠিন করে তোলে এবং কঠিন কাজ গুলো কিভাবে আমাদের জীবনকে সহজ করে তোলে। তার একটি উদাহরণ গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি-
নুরুদ্দিন এবং আরাফ দুই বন্ধু। একই এলাকায় তাদের বসবাস একই সাথে তাদের চলাফেরা সব সময়। স্কুল, কলেজ লাইফ তারা একসাথে পার করেছে। কিন্তু কলেজ থাকা অবস্থায় নুরুদ্দিনের বাবা হঠাৎ মারা যায়। তাদের পরিবারে তার বাবা ছিল একমাত্র উপার্জন কারি। বাবা মারা যাওয়ার পর নুরুদ্দিনকেই তার পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। বহুকষ্টে সে তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে এবং লেখাপড়া চালিয়ে গিয়েছে। বর্তমানে সে একটি সরকারি প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ে চাকরি করছে। এবং বেশ ভাল ভাবে জীবনযাপন পার করছে। আর অন্যদিকে আরাফ হচ্ছে তার বাবার একমাত্র সন্তান। এবং তাদের বিশাল ব্যবসা। বেশ ভালোভাবেই দিন কাটছিল তার। কিন্তু ভাইরাস আসার পর তাদের ব্যবসা-বাণিজ্যের অবস্থা একেবারে তলানিতে এসে পৌঁছেছে। কিন্তু তবুও তাদের সঞ্চিত অর্থ এবং বাড়ি থাকার কারণে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মতো ভালোই কাটছিল। কিন্তু আরাফের এসব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল। কেননা সে কখনো এভাবে তার জীবনযাপন করে নি।
আজ নুরুদ্দিনের জীবনটা খুব সহজ হয়ে উঠেছে কেননা সে জীবনে এর চেয়ে বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর অন্যদিকে আরাফের জীবন কঠিন হয়ে পড়েছে কেননা সে জীবনটাকে সবসময় সহজ ভাবে পরিচালিত করেছে। তাই বলছি, কঠিন কাজ গুলো মানুষের জীবনকে সহজ করে তোলে এবং সহজ কাজ গুলো মানুষের জীবনকে কঠিন করে তুলে।
তো আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুচ্ছেদটি পরে ভালো লাগলো ,আসলে আমরা যখন যেই পরিস্থিতি থাকি না কেন ,সব অবস্থায় পরিস্থিতি মোকাবেলা করা উচিত। তাহলেই জীবন সুন্দর হয়। গল্পটা পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের কঠিন পরিস্থিতি গুলো বাস্তবতা সম্পর্কে অনেক ধারণা দেয় ।যেমন আপনি অনেকগুলো উদাহরণের মাধ্যমে তুলে ধরলেন আসলেই কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে সেই জীবনে সফল। জীবনকে সহজ করে তোলে আর সহজ ভাবে জীবন যাপন করলে কঠিন পরিস্থিতি সে কখনোই মোকাবেলা করতে পারে না ।যেটাকে মেনে নিতেই হবে অনেক ভালো কিছু বাস্তবতা তুলে ধরলেন ভাইয়া পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়ে আমি অনেক কিছুই জানতে পারলাম এবং অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হলাম। আমাদের জীবনের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হলে অবশ্যই নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে আরো শক্তভাবে গড়ে তুলতে হবে। আপনি অনেক সুন্দর ভাবে দুই বন্ধুর উদাহরণ এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করে তারা সবকিছুকেই সহজে গ্রহণ করতে পারে। আর যারা নিজের বাস্তব জীবনের কষ্টগুলো উপলব্ধি করতে পারে না তারা কখনোই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে নিজেকে মানিয়ে নিতে পারে না। অনেক সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক কথা বলছেন ভাইয়া জীবনকে আমরা যেভাবে গড়ে তুলব জীবন সেভাবেই গড়ে উঠবে,এটা হলো ছোট বাচ্ছাদের মত আমরা যা শিখাব তাই শিখবে ।আমরা হয়ত ভাবি যে কঠিন কাজ স্কিপ করে যাবো আর সহজ গুলো শান্তি নিয়ে করব। এটা ভুল সিদ্ধান্ত কঠিন আজ না হয় কাল করতেই হবে, তাই সময় থাকতে কঠিন কাজ গুলো করলে পরবর্তী সময় শান্তিতে কাটান যায় ।ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাইটেলটা পড়ে বিষয়টা ঠিক ক্লিয়ার হয়নি।পরে নিচের গল্পটি পড়ে কন্সেপ্টটি একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কঠিন কাজ জীবনকে সহজ করে তোলে এবং সহজ কাজ জীবন কে কঠিন করে তোলে। কথাটার গভীরতা অনেক এবং অনেক বড় অর্থ। এতো বড় কথা কথা যে এতো সহজে বলা যায় এটা চিন্তার বাইরে। আপনার শেয়ার করা গল্প থেকে অনেক কিছু শেখার আছে। সত্যি কঠিন সময় মানুষ কে শক্তিশালী করে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই জীবুনে যারা স্ট্রাগল করে তারাই অনেক দূর এগোতে পারে। এটা সর্বক্ষেত্রেই সত্য। নুরুদ্দিন ভাইয়া নিজেকে স্ট্রাগল এর মধ্য দিয়ে নিয়েছে। তাই আজ সে শক্ত একটি অবস্থানে। আমাদের এটাই করা উচিৎ। কঠিন কাজ গুলোকে নিয়ে স্ট্রাগল করলেই আমরা অনেক দূর এগোতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাই অপেক্ষার প্রহর গুলোই মনে হয় ভাল ছিল। প্রত্যেকটা মুহূর্ত একটা অন্যরকম উত্তেজনা কাজ করতো। ঘড়ির কাঁটায় যখন আটটা বাজে উপক্রম তখন সেই ভালোলাগাগুলো অন্যরকম একটি মাত্রয় চলে গিয়েছিল। কিন্তু তারপর কেমন যেন সময় গুলো দ্রুত পার হয়ে গেল। বারবার মনে হচ্ছিল সময়টা বুঝি শেষ না হলেই ভালো হতো।
আমরা পরের কথাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলেই জীবনটা যদি আমরা সহজভাবে নেই তাহলে আমাদের চলার পথ অনেকটা কঠিন হয়ে যায়। আর যদি আমরা কঠিন কাজ গুলো অনেক শক্ত হাতে মোকাবেলা করতে পারি তাহলে আমাদের জীবনে চলার পথ আর বন্ধুর হবে না। ধন্যবাদ ভাইয়া মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit