"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ || শেয়ার করো তোমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।steemCreated with Sketch.

in hive-129948 •  last year  (edited)

Contest_43_Final.jpg

অনলাইন ইনকাম এই শব্দটি শোনার সাথে সাথে অনেকেরই শুধুমাত্র হয়তো স্টিমিটের কথাই মনে পড়ছে। কারণ আমাদের কমিউনিটির সবাই কমবেশি স্টিমিটের মাধ্যমেই প্রথম অনলাইন ইনকাম শুরু হয়েছে। কিন্তু যারা অনলাইন ইনকাম শব্দের সাথে আরেকটু পুরানো কিংবা আরো আগে থেকে অনলাইনে ইনকামের সাথে জড়িত, তাদের কাছে অনলাইন ইনকাম মানে শুধুমাত্র স্টিমিট নয়। যেমন স্টিমিটের আসার আরো পাঁচ সাত বছর আগে থেকেই আমি অনলাইন ইনকাম শব্দটার সাথে পরিচিত এবং অনলাইনে ইনকামের মাধ্যমে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছি। আমাদের এই কমিউনিটিতে আরো অনেক সদস্য আছেন যারা বহু পুরনো এবং অনেক আগে থেকেই স্টিমিট ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনলাইন আর্নিং করেছেন।

এবারের কনটেস্ট টি তাই একটু ব্যাতিক্রম ই বলতে গেলে। আমরা এবারের কনটেস্টের বিষয় নির্ধারণ করেছি , শেয়ার করো তোমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।

আশা করছি প্রত্যেকে তাদের প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা সুন্দরভাবে বর্ণনা করে পোস্টে লিখবেন। তবে একটি বিষয় লক্ষ রাখবেন যে ওয়েবসাইট বা এপস থেকে প্রথম ইনকাম পেয়েছেন অবশ্যই তার লিংক দেওয়ার চেষ্টা করবেন।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা পোস্টে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর বার বার এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ০৬ ই সেপ্টম্বার , ২০২৩ ইং, সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-43, #online-earnig এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৭ ই সেপ্টম্বর , ২০২৩ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর @abb-featured

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সত্যি ভাইয়া এমন প্রতিযেগিতার আয়োজন না করলে হয়তো অনলাইন এর ইনকাম করার অনুভূতি গুলো কখনো প্রকাশ করা হতো না। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য।

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে কিছু কিছু অনুভূতি হয়তো কখনো শেয়ার করা হয়ে ওঠে না। আশা করছি এবার আমরা সবার অনুভূতিগুলো জানতে পারবো। জীবনে প্রথম উপার্জন করার মাঝে আলাদা রকমের অনুভূতি আছে। আশা করছি সেই অনুভূতিগুলো সবাই তুলে ধরবে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

এবারের প্রতিযোগিতার বিষয়টা একটু ভিন্ন রকম লাগলো। তবে ভিন্ন রকম একটি প্রতিযোগিতা দেখে বেশ ভালো অনুভূতি হয়েছে। সত্যি বর্তমানে অনেকেই অনলাইনে ইনকাম করছে। সবার কাছ থেকে প্রথম অনলাইন ইনকামের বিষয়গুলো জানতে পেরে ভালই লাগবে। এখানে অনেকেই রয়েছে খুবই অভিজ্ঞ এবং অনেক আগে থেকে অনলাইনে ইনকাম করে। আশা করছি সবার কাছ থেকে তাদের অভিজ্ঞতা গুলো জানতে পারবো।

আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন রকম আয়োজন। এবারের প্রতিযোগিতা বরাবরের মতো চমৎকার হয়েছে। অবশ্যই অংশগ্রহণ করবো। সবার চমৎকার চমৎকার পোস্ট গুলো পড়ার অপেক্ষায় রইলাম।

আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই নতুনত্ব। এবার সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সকলে অনলাইনে প্রথম ইনকামের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

আসলে ভাই অনলাইন ইনকামের কথা যদি মাথায় আসে শুধুমাত্র আমার স্টিমেটের কথাই মনে পড়ে আসলে আমি এর আগে কখনো কোন প্লাটফর্মে কাজ করিনি এখানে প্রথম কাজ করি। তবে প্রত্যেক বারের থেকে এবার কারো প্রতিযোগিতাটা বেশ ইউনিক একটি প্রতিযোগিতা। আসলে স্টিমেট সম্পর্কে নিজের মনের অনুভূতি শেয়ার করতে পারব জেনে বেশ ভালো লাগলো। অনলাইন থেকে প্রথম ইনকামের টাকা কিভাবে ব্যয় করেছিলাম অবশ্যই শেয়ার করব । অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগ মানে নতুন কিছুর আয়োজন। সত্যি এবারের প্রতিযোগিতা একটু ভিন্ন ধরনের। অনলাইনের মাধ্যমে ইনকাম করার অভিজ্ঞতা আসলে অন্য রকম। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এবারের প্রতিযোগিতার বিষয়টি আমার কাছে খুবই দারুণ লাগলো। কারণ হচ্ছে অনলাইন থেকে আয়ের অভিজ্ঞতা জানতে পারো। পাশাপাশি আমিও আমার প্রথম অনলাইন থেকে আয়ের অভিজ্ঞতা শেয়ার করবো।

দারুণ একটা প্রতিযোগীতার আয়োজন করছেন।কনটেস্ট টি একটু ভিন্ন রকম তবে আমার কাছে খুব ভালো লাগছে।আশা করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

এবারের প্রতিযোগিতার বিষয় অনেকটাই ব্যাতিক্রম। স্টিমিট ব্যতীত অন্যান্য প্লাটফর্ম থেকেও ইনকাম করার সুযোগ রয়েছে । তবে স্টিমিট থেকেই প্রথম ইনকাম করার সুযোগ হয়েছিল আমার।আর যারা অনেক আগে থেকে অনলাইনে ইনকাম করেছেন ,তাদের সকলের অভিজ্ঞতা জানতে পারবো এই প্রতিযোগিতার মাধ্যমে।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকটা সদস্যের প্রথম অনলাইন উপার্জনের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারব।

আমার বাংলা ব্লক এর ৪৩ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার ইচ্ছা ও আমার অনুভূতি শেয়ার করতে পারব। তাই এই প্রতিযোগিতা আমি অবশ্যই অংশগ্রহণ করব।

আসলে এবারের প্রতিযোগিতার বিষয়টি একেবারেই ব্যতিক্রমধর্মী হয়েছে । দারুন হয়েছে এবারের প্রতিযোগিতার বিষয় । আসলে প্রথম ইনকাম সবার জীবনেই একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে । এবারের প্রতিযোগিতার মাধ্যমে সবার অনুভূতিগুলো জানতে পারবো । বেশ ভালো লাগবে ধন্যবাদ।

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনলাইনের ইনকামের কথাগুলো শুনতে পাবো।অন্যরকম একটি অনুভূতির কথা। জীবনের প্রথম উপার্জনের অনুভূতিটাই অন্যরকম থাকে সবার। চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। সবার দারুণ পোস্টগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিনিয়ত চমৎকার চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তাছাড়া অনেক কিছু শিখার সুযোগ হয়। তবে এবারের ভিন্ন ধরনের প্রতিযোগিতার জন্য অনেক বেশি ভালো লাগলো। এর মাধ্যমে আমরা জানতে পারবো অনলাইনে প্রথম ইনকামের অভিজ্ঞতা সম্পর্কে। অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ইউনিক একটি প্রতিযোগিতা দেখতে পেরে খুবই খুশি হলাম। এরকম ভিন্ন ধরনের প্রতিযোগিতা দেখলে আমার ভালো লাগে। সবাই নিজের ইনকামের অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করবে তা জানতে পারবো এটা দেখেই ভালো লাগলো। কারণ সবাই নিজের প্রথম কষ্টের ইনকামের গল্পটা শেয়ার করবেন। আমিও চেষ্টা করব আবার অনুভূতিটা শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন আবারো করার জন্য।

দারুণ একটি ব্যতিক্রমধর্মী বিষয় নির্বাচন করেছেন ভাইয়া।অনলাইনে প্রথম ইনকামের অনুভূতিগুলো আসলেই ভিন্ন ধরনের হয়ে থাকে।এতে সকলের জীবনের নানা অভিজ্ঞতা ফুটে উঠবে।চেষ্টা করবো ব্যস্ততার মাঝেও শেয়ার করার জন্য।ধন্যবাদ ভাইয়া।

দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।যেখানে অনলাইন প্লাটফর্মে সকলের বাস্তব জীবনের অনলাইন প্লাটফর্মে ইনকাম এর বিষয়টি সম্পর্কে জানতে পারবো। নিজের অভিজ্ঞতার শেয়ার করতে পারব যেখান থেকে অনেক কিছু শেখার জন্য জানার আছে ‌।

বাহ দারুন একটি বিষয় নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনেক মানুষের প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবো। আশা করছি এবার নতুন কিছু অনলাইন ইনকামের সাইট সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ।

এক কথায় অসাধারণ একটি চিন্তা চেতনা। 👌
দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ভাই। সত্যি বলতে অনলাইনে ইনকাম শুরু হয়েছে অনেক আগে থেকেই যদিও খুব সামান্য উপার্জন হতো, তারপরও সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা শেয়ার করবো।

খুবই দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার। প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। প্রতিযোগিতার মাধ্যমে সবার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা বা, অনুভূতি সম্পর্কে জানতে পারবো। সবাই নিশ্চয় নিজের ইনকামের অভিজ্ঞতা চমৎকার ভাবে উপস্থাপন করবে। এতো চমৎকার প্রতিযোগিতার আয়োজন করাই শ্রদ্ধেয় দাদাসহ সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সুন্দর একটি প্রতিযোগিতা। এবার আমি অংশ গ্রহণ করবো করবোই ইনশাল্লাহ। আশা করি এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই আমাদের প্রথম অনলাইন ইনকামের প্রথম অনুভূতির কথা গুলো বেশ ভালো ভাবেই উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানে একদম ভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন। আর এই আয়োজনকে সব সময় আমরা সাদরে গ্রহণ করে থাকি। তাই এবারের প্রতিযোগিতায় সকলের ভিন্ন রকমের অনুভূতি গুলো জানতে পারবো। কেননা প্রথম অনলাইনে ইনকামের অভিজ্ঞতা কার কেমন সেটা হয়তো আমরা কখনো জানতে পারতাম না। শুধুমাত্র এই প্রতিযোগিতার মাধ্যমে সেই সব ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতিগুলো জানতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আহ এমন একটা প্রতিযোগিতার অপেক্ষায় ছিলাম যেনো। আসলে রেসিপির প্রতিযোগিতা গুলো আমার জন্য পার্টিসিপেট করা অনেক কষ্টকর হয়ে যায়। কারণ রান্না পারিনা যে। আর ডাই প্রজেক্ট গুলা অফিসে থাকার কারণে করা হয়না। এবার যেহেতু লেখার এক প্রতিযোগিতা পার্টিসিপেট করবোই করবো।

আমার বাংলা ব্লগ মানে নিয়মিত কনটেস্ট এবং নিয়মিত ভিন্ন ধরনের প্রতিযোগিতা। গত সপ্তাহে বেশ সুন্দর একটি প্রতিযোগিতা ছিল। এই সপ্তাহের প্রতিযোগিতাও আমার কাছে আরো ভালো লেগেছে। অনলাইনে প্রথম টাকা তুলে কে কি করেছে এই বিষয়টি আমরা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জানতে পারবো। সব মিলে খুব সুন্দর একটি প্রতিযোগিতা।

Posted using SteemPro Mobile

বেশ আবেগপ্রবণ ব্যাপার ভাই এটা, তবে আমি খুব আশাবাদী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবারের টপিকটা বেশ ভালো হয়েছে।

খুবই চমৎকার একটা বিষয়ের উপর এই প্রতিযোগিতাটি
।এর মাধ্যমে আমরা অনেকের কাছ থেকে বিভিন্ন অনলাইনে ইনকামের বিষয়ে জানতে পারবো। এতে আমাদের জ্ঞানের পরিধি ও বৃদ্ধি পাবে। আমি ও চেষ্টা করবো প্রতিবারের মতো এবারও এই প্রতিযেগিতায় অংশ গ্রহন করতে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও শিক্ষনীয় একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@razuahmed/or-or-b62f89cb1560f

Posted using SteemPro Mobile

নতুন প্রতিযোগিতা মানেই মনের মধ্যে আলাদা একটি আকর্ষণ তৈরি হওয়া। দারুন একটি প্রতিযোগিতা অবশ্যই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

আমার অংশগ্রহণ- https://steemit.com/hive-129948/@mohinahmed/3q73kv-or-or

একদম ভিন্ন রকম একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে অনেকের অনেক রকম গল্প পড়তে পারবো। আশা করছি একেক জন একেক রকম গল্প এই প্রতিযোগিতা শেয়ার করবে। ধন্যবাদ এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

আমার অংশগ্রহণ: https://steemit.com/hive-129948/@rex-sumon/4xkcer-or-or

আমার অংশগ্রহণ :- https://steemit.com/hive-129948/@bijoy1/or-or-ace6a1899b22c

আমার অংশগ্রহণঃ https://steemit.com/hive-129948/@haideremtiaz/3nak5s-or-or

আবারো আরও একটি অসাধারণ প্রতিযোগিতা দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। আমি তো হঠাৎ করে দেখে ভাবতেছিলাম কিসের আবার প্রতিযোগিতা দিয়ে দিল। যাইহোক সুন্দর অনুভূতিগুলো আমার লিখতে অনেক ভালো লাগে। এবারেও আবার সুযোগ পেয়ে গেলাম নিজের আরেকটি অনুভূতি শেয়ার করার জন্য। নিজের কাছে সবচেয়ে বেশি বড় আরেকটি কারণ হচ্ছে নিজেই ইনকাম করা। আর সেই ইনকাম নিয়ে লিখব এটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগলো। চেষ্টা করব ভাইয়া এবারেও প্রতিযোগিতায় সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। আর আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করেছেন দেখে।

আমার অংশগ্রহণঃ

https://steemit.com/hive-129948/@samhunnahar/6kccfv-or-or

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@shuvo35/4idazb-or

আমার অংশ গ্রহণ

https://steemit.com/hive-129948/@parul19/6s9ehn-or-or

[প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ] (https://steemit.com/hive-129948/@kibreay001/78a3gi)

আমার অংশগ্রহন

https://steemit.com/hive-129948/@hiramoni/3tynrm-or

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ -

https://steemit.com/hive-129948/@pujaghosh/2nbygn-or-or-or-or

আমার অংশগ্রহণ - https://steemit.com/hive-129948/@mostafezur001/5kgg4q-or-or

  ·  last year (edited)

আমার অংশগ্রহণ 👇

https://steemit.com/hive-129948/@rayhan111/4wbhpa

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

পোস্টের লিঙ্ক

আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/5zrvbv-or-or

চলমান প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@jibon47/uhewc-or-or

আমার অংশগ্রহণ 😊

https://steemit.com/hive-129948/@roy.sajib/58ksrf

আমার অংশগ্রহন -- https://steemit.com/hive-129948/@shimulakter/zptmd-or-or-or-or

আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@tania69/4yx6bx-or-or

https://steemit.com/hive-129948/@rahimakhatun/jzuun-or-or

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ || আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।

আমার অংশগ্রহণ: https://steemit.com/hive-129948/@ripon40/5bliay-or-or

আমার অংশগ্রহণ লিংক:-

https://steemit.com/hive-129948/@limon88/03b4468f4ecd7

আমার অংশগ্রহণ:-

https://steemit.com/hive-129948/@ah-agim/645x6p

আমার অংশগ্রহণ-https://steemit.com/hive-129948/@bristychaki/92bdba4eedb0a