ট্রন জামাকরণ।

in hive-129948 •  11 months ago 

আজ - ২৬শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, বসন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




20230408_145148_0000.png



আপনারা নিশ্চয় জানেন ট্রন বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে নির্ভরযোগ্য একটি কয়েন। বর্তমানে কয়েনমার্কেটক্যাপ র‍্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১১ তম। আশা করা যায় অচিরেই এটি দশের ভিতরে চলে আসবে। ট্রন ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি অত্যন্ত লাইট ওয়েট এবং এর ফি লেস ট্রানজেকশন। যেহেতু বলাই যায় ট্রনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই আমি চিন্তা করলাম, আগামী প্রতি সপ্তাহে ১০০ ট্রন করে জমাবো। যদিও গত বছর এই উদ্দেশ্যটি গ্রহণ করা হয়েছিল তবে সাময়িক সময়ের জন্য সেটি আর চলমান রাখা হয়নি। তবে নতুন করে আবারো এ উদ্যোগে শামিল হয়েছি।আমার লক্ষ্য ২০২৪ সালের ডিসেম্বর মাসের আগে যাতে আমার ট্রন ওয়ালেটে ২,৫০০ ট্রন জমা হয়।

যাইহোক আমি ট্রন স্টেকিং এর ৫ম সপ্তাহে ১০০ ট্রন আমার পার্সোনাল ওয়ালেটে জমা করছি এবং স্ক্রীনশট গুলো আপনাদের সাথে শেয়ার করছি।

ধাপ-১ঃ


আমার ট্রন ওয়ালেট এড্রেস এর স্ক্রিনশট।

ধাপ-২ঃ


বাইনান্স এক্সচেঞ্জ সাইট থেকে আমার পার্সোনাল ট্রন ওয়ালেটে ট্রন পাঠানোর স্ক্রীনশট।

1000024852.jpg

ধাপ-৩ঃ


ট্রন জমা করার পুর্বে আমার ট্রন ওয়ালেটের স্ক্রীনশট।

1000024866.jpg

ধাপ-৪ঃ


জমাকৃত ট্রন স্টাকিং এর স্ক্রিনশট।

1000024865.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি বেশ ভালো একটি উদ্যোগ নিয়ে প্রত্যেক সপ্তাহে ১০০ ট্রন জমা করছেন দেখে বেশ ভালো লাগলো। ট্রন কয়েন সম্পর্কে আপনার কাছ থেকে বেশ ভালো ধারণা পেলাম ভাই। কয়েনমার্কেটক্যাপ র‍্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১১ তম। আপনি এই বছরের মধ্যেই ২৫০০ ট্রন জমা করার উদ্যোগ নিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

বরাবরের মতো এই সপ্তাহেও ১০০ ট্রন স্টেকিং করেছেন,যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনি ইতিমধ্যেই সর্বমোট ১২০০ ট্রন স্টেকিং করে ফেলেছেন। আশা করি এই ডিসেম্বরের মধ্যে আপনি খুব সহজেই ২৫০০ ট্রন স্টেকিং করতে পারবেন। ট্রন টোকেনের ভবিষ্যৎ নিঃসন্দেহে খুবই ভালো। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

ভাইয়া আজকে আপনার ট্রন জমানোর পঞ্চম পর্বে ১০০ ট্রন জমানো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি আগামী দিনেও আপনার এই ট্রন জমানোর ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile