দাদা - বৌদির বিবাহ বার্ষিকী নিয়ে আমার অনুভূতি।

in hive-129948 •  last year  (edited)

আজ- ১৯ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল।


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে দাদা - বৌদির বিবাহ বার্ষিকী নিয়ে আমার অনুভূতি শেয়ার করব।




1000002648.jpgছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে আশা করছি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বিশেষ একটি দিন দুইজন মানুষের জন্য এবং সে সাথে আমাদের জন্য। কারণ আপনারা নিশ্চয় জানেন দাদা এবং বৌদি আমাদের প্রত্যেকের জন্য খুবই স্পেশাল। আর আজ দাদা এবং বৌদির শুভ বিবাহ বার্ষিকী। আসলে জন্ম, মৃত্যু এবং বিয়ে । এ বিষয়গুলো সম্পন্ন সৃষ্টিকর্তার উপরে । এখানে আমাদের কারো কোন হাত নেই। তিনি আমাদের প্রত্যেকের জন্যই উপযুক্ত কাউকে ঠিক করে রেখেছেন নিশ্চয়ই।

আর বিয়ে এটি তো সম্পূর্ণই অনিশ্চিত এবং ভাগ্যের উপর নির্ভরশীল। বিয়ে মানে দুইটি মানুষের মধ্যে আত্মার একটি সম্পর্ক এবং পারিবারিক একটি মিলবন্ধন। দুইটি অপরিচিত মানুষ কখনো একসাথে থাকতে পারে না যদি না তাদের মধ্যে আত্মার সম্পর্ক থাকে। দুইটি অপরিচিত পরিবার এই বিয়ের মাধ্যমে একটা আত্মীয়তার সম্পর্কে বাধা পড়ে। আর এই আত্মীয়তার সম্পর্ক থেকে যায় আজীবন। এটি এমন একটি সম্পর্ক যেটা যুগের পর যুগ টিকে থাকে। এই সম্পর্ক যেন পুরোনো হওয়ার নই।

দাদা এবং বৌদির এই জুটিটা সেই শুরু থেকেই আমাকে বেশ মুগ্ধ করে। বৌদি যেরকম শান্ত এবং সুন্দর স্বভাবের একজন মানুষ তার বিপরীতে দাদাও একজন বুদ্ধিমান সৎ এবং অত্যন্ত ভালো একজন মানুষ। এই দুইটি মানুষের মধ্যে সত্যিই অন্যরকম একটি ব্যাপার আছে। সেই শুরু থেকে আমরা দাদা বৌদিকে দেখে আসছি তাদের মধ্যকার সম্পর্কটা সত্যিই অন্যরকম । বৌদিকে আমি যতটুকু চিনি তাতে আমার মনে হয়েছে, খুবই যত্নশীল একজন মানুষ, এমনভাবে তিনি খুব সুন্দর করে এক হাতে যেভাবে পুরো পরিবারটাকে সামলে নিচ্ছেন। ।সত্যিই এটা প্রশংসার দাবিধার।

আমার কাছে বৌদিকে মনে হয় অনেকটা সংসারিক এবং দায়িত্বশীল এবং পরিবারের খুব যত্ন নিতে জানে। দাদার এত সফলতার পেছনে বৌদির অবদান নিতান্তই কম নয়। বৌদি পাশে থেকে দাদার শক্তি প্রেরণা হিসেবে কাজ করে।

সবসময় এটাই চাই দাদা বৌদির এই সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে। বৌদি যেন সব সময় প্রতিটা ক্ষেত্রে দাদার পাশে থাকতে পারে আর দাদা বৌদির ছায়া হিসেবে থাকবে আজীবন এটাই একান্ত কাম্য।

আচ্ছা আমি শুধু ভাবছি দাদা বৌদি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কটা কেমন হবে। তখন দাদা বলবে ওগো শুনছো আমার চশমাখানা দিয়ে যাও দেখিনি, আর বৌদি বলবে আমার যত হয়েছে জ্বালা,, চশমাথানা তো তোমার কপালেই আছে, হি হি।

দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যেন দাদা এবং বৌদির সম্পর্ক যেন আজীবন এমন থাকে, একেবারে জীবন এর শেষ দিন পর্যন্ত ভাল থাকে দুজনে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

সত্যি বলেছেন ভাই দাদা-বৌদির ভালোবাসার এই জুটিটা আমাদের সবাইকে অনেক মুগ্ধ করে। আমরা এমন একটি জুটিকে পেয়ে সত্যি গর্বিত। আমরা সবাই চাই দাদা বৌদির ভালোবাসা এই সুন্দর মধুময় সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। অসংখ্য ধন্যবাদ ভাই দাদা বৌদির শুভ বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য এবং অনুভূতি প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

পড়তে পড়তে শেষের দিকে এসে কিন্তু বেশ জোরেই হেসে দিয়েছি আপনার কল্পনার কথোপকথন পড়ে! আপনার কল্পনা সত্যিই হোক। থুড়থুড় বুড়ো-বুড়ি হওয়ার পরেও দাদা-বৌদির সম্পর্ক এমন ভালোবাসাময় থাকুক, সেই শুভকামনা।

Posted using SteemPro Mobile

প্রথমেই দাদা বৌদি কে অনেক অনেক শুভেচ্ছা জানাই।তাদের জীবনে বার বার আজকের দিনটি ফিরে আসুক।এভাবেই তারা একে অপরের পাশে থেকে যাক আজীবন।শেষের দিকে বেশ ভালোই বললেন ,হাহাহা।আপনার লেখাটি চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

শেষে এসে একটু হাসি পেল ভাই! আসলে বর্তমানে এমন সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক দেখতে পাওয়া যায় না। দাদা ও বৌদি দুজনই শান্ত ও সফট হার্টেট পার্সন! দোয়া করি তাদের ভালোবাসার বন্ধনটা আজীবন অটুট থাকুক 🦋

ভাইয়া আশির্বাদ করবেন এভাবে সারাজীবন যেন আপনাদের দাদার পাশে থাকতে পারি। আপনার পোস্ট পড়ার পর শেষে না হেসে থাকতে পারলাম না। এখনই আপনাদের দাদা তার চশমা খুঁজে পায় না। আমার সারাটা দিন তার পিছনে কেটে যায়। ভাইয়া আপনার পোস্টটি ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

দোয়া করি এভাবেই যেন আপনাদের সম্পর্কটা আজীবন অটুট থাকে।

আসলেই জন্ম, মৃত্যু এবং বিয়ে একেবারে আল্লাহর হাতে। হাসবেন্ড এবং ওয়াইফ এর সম্পর্ক আসলেই মধুর, যদি মন থেকে একে অপরকে ভালোবাসে। আমাদের বৌদি আসলেই বেশ সাংসারিক এবং তিনি পুরো সংসারটা আগলে রেখেছেন। দাদা এবং বৌদির সম্পর্কটা খুবই চমৎকার। দোয়া করি উনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন।

আচ্ছা আমি শুধু ভাবছি দাদা বৌদি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের দুষ্টু মিষ্টি সম্পর্কটা কেমন হবে। তখন দাদা বলবে ওগো শুনছো আমার চশমাখানা দিয়ে যাও দেখিনি, আর বৌদি বলবে আমার যত হয়েছে জ্বালা,, চশমাথানা তো তোমার কপালেই আছে, হি হি।

এটা পড়ে তো আমি হাসতে হাসতে শেষ। দারুণ লিখেছেন ভাই। যাইহোক এতো চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

দাদা এবং বৌদির শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার অনুভূতিগুলি সুন্দরভাবে প্রকাশ করেছেন।দাদা-বৌদিকেও অনেক শুভেচ্ছা রইলো আমার পক্ষ হতে এবং তাদের ভালোবাসা দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকুক সারাজীবন সেটাই প্রত্যাশা করি।ভাইয়া, দাদা-বৌদিকে নিয়ে আপনার বৃদ্ধ বয়সের লেখাটি বেশ মজার ছিল,ধন্যবাদ আপনাকে।