পুরস্কার বিতরণঃ প্রতিযোগিতা -৫৭ || ( শেয়ার করো তোমার ঘুড়ি বানানোর দক্ষতা )

in hive-129948 •  9 months ago 

আজ - ২১ শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



Contest-Cover_Results3.png

Banner Credit - @hafizullah

শেয়ার করো তোমার ঘুড়ি বানানো দক্ষতা এই কনটেস্ট টিতে আমরা মোট ২১ জন পার্টিসিপেন্ট পেয়েছি । সবাই অত্যন্ত দক্ষতার সাথে ঘুড়িগুলো বানিয়েছেন । সত্যি বলতে আমরা এতটা আশা করি নাই । কেননা এই প্রতিযোগিতায় শুধুমাত্র লিখা ভিত্তিক ছিল না ।
এখানে প্রথমে ঘুড়ি বানিয়ে , তারপর ঘড়ি উড়িয়ে , এরপর ঘুড়ি বানানোর প্রতিটি স্টেপ দিয়ে পোস্টটি করতে হয় । যেটা আসলে সত্যিই অনেক কষ্টের । তবুও যে পরিমাণ সাড়া আমরা আপনাদের থেকে পেয়েছি , তা সত্যি ই অনেক। যারা প্রতিযোগিতাই অংশগ্রহন করেছেন , সকল কে ধন্যবাদ ।

যাইহোক বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি তাদের মন খারাপ করার কোন কারণ নেই, কারণ সামনে আরও অনেক অনেক কন্টেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের মাঝে।তাই হাল ধরে থাকুন, অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।

আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।

ABB Contest 57 - Winner List
RankUser IDPost LinkPrize
1st@kibreay001Post Link35 Steem
2nd@razuan12Post Link25 Steem
3rd@tuhin002Post Link20 Steem
4th@bristy1Post Link14 Steem
5th@jahidulislam01Post Link12 Steem
6th@emranhasanPost Link10 Steem
7th@jamal7Post Link9 Steem
Special prize@mohinahmedPost Link15 Steem
ABB Contest 57 - Prize distribution list

image.png

This contest is sponsored by @abb-featured

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বেশ ভালো লাগে তাই তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এবারে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। বিজয়ী দেরকে পুরস্কৃত করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো।অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এই প্রতিযোগিতা বেশ ইউনিক ছিল। আসলেই অনেক মজা করেছি এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। আপনারা যে এত দারুন একটা বিষয় আমাদের মাঝে দিয়েছেন আমরা অনেক আনন্দিত। অনেক প্রতিযোগিতা ছিল। প্রতিটা ইউজার বেশ সুন্দর ঘুরে বানিয়েছে এবং আমি দ্বিতীয় স্থান অবস্থান করে আমার ভীষণ ভালো লাগতেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে করার জন্য। ভবিষ্যতেও আরো সুন্দর সুন্দর কনটেস্ট আমরা আপনাদের কাছ থেকে চাই।

যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও যারা পুরষ্কৃত হয়েছে সবাইকে অভিনন্দন। সবার জন্য শুভকামনা রইলো।

অভিনন্দন সকল বিজয়ীদের, দারুণ আয়োজনে দারুণ সকল অংশগ্রহণ ছিলো এবার। আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই ভিন্ন কিছু।

যারা ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছেন এবং যাদের পুরস্কার বিতরণ করলেন সবার জন্য অভিনন্দন। বেশ ভালো একটি প্রতিযোগিতার আয়োজন ছিল। সবার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ঘুড়ি দেখতে পেয়েছি। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি নাই বলে একটু দুঃখিত। কারণ ঘুড়ি আমি তৈরি করতে জানিনা তাই। অনেক ভালো লাগলো আপনি সবাইকে পুরস্কার বিতরণ করে দিলেন।

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশাকরি আগামীতে আরোও নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন দেখতে পারবো।

যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আমি ভাইয়াদের দেখেছি ঘুড়ি উড়াতে কিন্তু নিজে কখনো ঘুড়ি বানানো হয়নি আর ঘুড়ি উড়ানোর তেমন কোনো স্মৃতিও নেই। সেজন্য এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে দেখে ভালো লাগলো।

বরাবরের মতো এবারও দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ঘুড়ি দেখতে পেয়েছি। আমাদের কমিউনিটির অনেকেই বেশ ক্রিয়েটিভ এবং মোটামুটি সব বিষয়ে পারদর্শী। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য এবং বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এই কনটেস্টের ২১ জন অংশগ্রহণকারীর মধ্যে সবাই খুব দক্ষ। তাদের প্রদর্শন দেখে আমরা সত্যিই অবাক হয়ে গেছি। এই প্রতিযোগিতায় লিখা ছিল না মাত্র, একটা ঘুড়ি বানানোর প্রতিটি পদক্ষেপ বিস্তারিত উল্লেখ করা হয়েছিল। তবে, সকলকে ধন্যবাদ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিজয়ীদের জন্য অশেষ শুভেচ্ছা। যারা বিজয়ী হতে পারেননি, তাদেরকে উদাসীন থাকার কিছু কারণ নেই। আগামীতে আরও অনেক অনেক প্রতিযোগিতা আসছে, সুতরাং তাদেরকে উত্সাহিত থাকা দরকার। শীঘ্রই পরবর্তীতে আপনার

আসলে প্রতিটা প্রতিযোগিতা তেই অংশগ্রহণ করার চেষ্টা করি। যাই হোক এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা তুলে ধরে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন।

ছোটবেলা যেহেতু কখনো ঘুড়ি তৈরি করা হয়নি তাই ঘুড়ি তৈরি করার কোন অভিজ্ঞতা নেই। এজন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে দেখে ভালো লাগলো ভাইয়া।

আমি সবার ঘুড়ি গুলো দেখেছি। সবাই অনেক সুন্দর সুন্দর ঘুড়ি বানিয়েছে। আর যাদেরকে পুরষ্কার দেওয়া হয়েছে সবাই যোগ্য ছিল। আশা করি এর মাধ্যমে মেম্বাররা প্রতিযোগিতার প্রতি আরো বেশি আগ্রহ পাবে। ধন্যবাদ ভাইয়া।

আসলেই এবারের প্রতিযোগিতা টি ছিলো একেবারেই যেন চিন্তার বাহিরে! অনেকেই জীবনে প্রথম বারের মতোন চেষ্টা করেছেন। অনেকেই বা বহুবছর পরে ঘুড়ি বানালেন। ২১ জন পার্টিসিপ্যান্ট করেছেন, বিষয় টি ও বেশ ভালো লেগেছে । বিগত কয়েকটি প্রতিযোগিতা অনুযায়ী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেক বেশি ই হয়েছে। তাদের থেকে বিজয়ীদের মাঝে সম্মানী বিতরণ করা সম্পন্ন হয়েছে দেখে ভালো লাগলো। বিজয়ী সহ সকল অংশগ্রহণকারী দের শুভকামনা ও ভালোবাসা।

প্রচন্ড গরমে সবাই অতিষ্ঠ। দারুন একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এই সময় ঘুড়ি উড়তে দেখতে পাই। ছোটবেলা অনেক ঘুড়ি উড়িয়েছি ঘুড়ি উড়ানো নেশা ছিল। স্কুল থেকে এসে ঘুরে নিয়ে মাঠের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করতাম। এই ধরনের প্রতিযোগিতা গুলো সত্যিই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি দেখতে পেয়েছি। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ব্যস্ততার কারণে এই বারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে এই বারের প্রতিযোগিতার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘুড়ি দেখতে পেয়েছিলাম। যাইহোক রেজাল্ট পাবলিশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি চালু হওয়ার কয়েক মাস পর থেকেই আমি এখানে কাজ করার জন্য জয়েন করেছিলাম। আসলে প্রথম থেকে অনেক কনটেস্টে জয়েন করেছিলাম কিন্তু কখনোই প্রথম পুরস্কার পাওয়া হয়নি তবে এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পেয়ে নিজের কাছে বেশ ভালো লাগছে। আসলে এই অনুভূতি কারো কাছে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পুরস্কার বিতরণ করে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঘুড়ি বানানোর দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত ইউজারগণ পুরস্কার বিজয়ী হিসেবে মনোনীত হয়েছেন আমি তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি আগামী দিনেও এরকম সুন্দর সুন্দর আরো প্রতিযোগিতার আয়োজন করবে আমার বাংলা ব্লগ কমিউনিটি।

এবারে প্রতিযোগিতাটা আসলেই অনেক দারুন ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সকলে আমাদের ছেলেবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই অনেক পরিশ্রম করেছেন। আর তাদের মধ্য থেকে যারা বিজয় হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন।

ছোটবেলায় অনেক ঘুড়ি বানিয়েছি। এ প্রতিযোগিতাটা দেখে ইচ্ছে করছিল অংশগ্রহণ করতে কিন্তু সময়ের অভাবে তা আর হয়ে ওঠেনি। যাইহোক ধন্যবাদ আপনাদেরকে যারা প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর আপনাদেরকে অভিনন্দন জানাই যারা এই প্রতিযোগিতায় বিজয় লাভ করেছেন।

এবারের প্রতিযোগিতা টা সত্যিই অসাধারণ ছিল। বলতে গেলে একদম নতুন একটি অভিজ্ঞতা। তবে প্রতিযোগিতায় উইনার হতে না পারলেও কিন্তু বেশ আনন্দ করেছিলাম। এবারে যারা যারা প্রতিযোগিতায় উইনার হয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন।

এবারের ঘুড়ি তৈরির প্রতিযোগিতাটা বেশ মজার ছিল। আর অংশগ্রহণ করেছি হিসেবে একটা অভিজ্ঞতাও হলো।বিজয়ী হতে পেরে তো অনেক বেশি খুশি ছিলাম।এবারের আয়োজনটা একদম ভিন্নরকম ছিল। ধন্যবাদ ভাইয়া,প্রতিনিয়ত এত সুন্দর কন্টেস্টের আয়োজন করার জন্য।