বেগুনের আচার তৈরির রেসিপি।

in hive-129948 •  3 years ago  (edited)

আজ- ১৮ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের বেগুনের আচার রেসিপি শেয়ার করব।




1659426198293.jpg

কেমন আছেন সকলে? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্চে বেগুনের আচার তৈরির ।

আপনারা হয়তো অনেকেই জানেন না যে বেগুন দিয়ে ও আচার তৈরি করা যায়। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এই আচারটি অন্য যেকোনো আচারের মতই খুবই সুস্বাদু। যেকোনো বিরিয়ানি, পালাও কিংবা খিচুড়ির সাথে এই বেগুনের আচারটি বেশ ভালো মানায়। আমাদের চট্টগ্রামে বিভিন্ন বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠানে চাটনি হিসেবে অনেক সময় এই বেগুনের আচারটি ব্যবহার করা হয়।

ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ে এই আচার তৈরি করা যায়। এছাড়াও এই আচারের আরেকটি সুবিধা হল এটিকে রোদে শুকানো কোন ঝামেলা নেই। একেবারে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেকদিন ভালো থাকে এবং যখন ইচ্ছা তখন নিয়ে খাওয়া যায়। আর এই বেগুনের আচার এর টেস্ট এতটাই যে এটি খাওয়া সময় বোঝার কোন উপায় নেই যে এটা বেগুন দিয়ে তৈরি।

প্রয়োজনীয় উপকরণঃ


  • বেগুন।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেতুল ।
  • পাঁচফোড়ন।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • চিনি।
  • হলুদের গুঁড়া।
  • তেজপাতা।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে একটি বেগুন নিয়ে নিব। এরপর বেগুনটিকে নিচের ছবির মত করে মিডিয়াম সাইজের কেটে নিব।

ধাপ-২ঃ


  • এরপর কেটে নেওয়া বেগুনের মধ্যে হলুদ মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব।

IMG_20220730_175658.jpg

ধাপ-৩ঃ


  • এরপর বেগুন গুলোকে হালকা তেলে ভালোভাবে ভেবে নিব। বেশ ভালো করে ভাজতে হবে তা না হলে বেগুনের কাঁচা গন্ধ থেকে যাবে।

IMG_20220729_181639.jpg

ধাপ-৪ঃ


  • বেগুন গুলো যখন নরম এবং কিছুটা পোড়া পোড়া হয়ে যাবে তখন এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিব।

IMG_20220801_212739.jpg

ধাপ-৫ঃ


  • এরপর অন্য একটি পাত্রে সরিষার তেল গরম করে দিব। তেল গরম হয়ে গেলে এরমধ্যে প্রথমে তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিব।

IMG_20220729_182702.jpg

ধাপ-৬ঃ


  • এরপর এতে আদা বাটা রসুন বাটা, মরিচের গুঁড়া লবণ ও হলুদ গুড়া দিয়ে দিব। এবার ভালোভাবে কিছুক্ষণ এই মসলা গুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে নিব।

IMG_20220729_182814-01.jpeg

ধাপ-৭ঃ


  • এরপর তেতুলের টক এবং চিনি এর মধ্যে দিয়ে দিব।

IMG_20220729_180814.jpg

IMG_20220729_182833-01.jpeg

ধাপ-৮ঃ


  • এরপর পূর্বের ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিব।

IMG_20220729_182924-01.jpeg

IMG_20220729_183142-01.jpeg

ধাপ-৯ঃ


  • এরপর কে যেখানে আচার গুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে নিব।

IMG_20220729_184706-01.jpeg

ধাপ-১০ঃ


  • বেশ কিছুক্ষণ পর যখন দেখব আচারগুলো ঘন এবং গাঢ় হয়ে এসেছে তখন বুঝতে হবে আচার টি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে।

ধাপ-১১ঃ


IMG_20220729_184959-01.jpeg

IMG_20220729_185144-01.jpeg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আচার এর কথা শুনে জিভে চলে এলো ভাইয়া। ইউনিক একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন। বেগুনের আচার এই প্রথম দেখলাম। নতুন একটি রেসিপি তৈরি করা শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

বেগুনের আচার দিয়ে পেয়ারা মাখার কথা যেদিন শুনেছিলাম সেদিন থেকেই মনে মনে ভাবছিলাম বেগুনের আচার কি করে তৈরি করে। আসলে বেগুনের আচার কখনো খাওয়া হয়নি আমার। আজকে এই রেসিপি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আসলে বাসায় অন্য তেমন কোন আচার ছিল না তাই ভাবলাম বেগুনের আচার দিয়ে পেয়ারা-মাখা টা তৈরি করি। সত্যি বলতে বেগুনের আচার দেওয়ার কারণেই কিন্তু পেয়ারা মাথার টেস্ট অন্য লেভেলের হয়েছে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



বেগুন দিয়ে আচার তৈরি ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। কারণ বেগুন শুধু রান্না করে খেতেই দেখেছি কিন্তু বেগুন দিয়ে আচার তৈরি করা এই প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে এরকম বেগুনের আচার মনে হয় খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগবে। দারুন রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

এই আচারটা একটু মিষ্টি স্বাদের হওয়ায় খিচুড়ি কিংবা যে কোন খাবারের সাথে খেতে মজা লাগে ।

বেগুনের আচার😋😋
সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি প্রস্তুত করেছেন এভাবে কখনো রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়নি তবে আপনার প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে পর্যবেক্ষণ করলাম খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল। তবে এই ধরনের খাবার খিচুড়ি ভাতের সাথে খেতে আমার মনে হয় সবথেকে বেশি সুস্বাদু লাগবে।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

সম্পুর্ণ ইউনিক একটি রেসিপির সন্ধ্যান পেলাম আপনার আজকের এই পোস্টের মাধ্যমে।
আমার মনে হচ্ছে এটি খেচুড়ির সাথে বেশ মজা করে খাওয়া যাবে। তবে ভাইয়া তেতুলের টক দেওয়ার সময় কিভাবে দিয়েছিলেন এটা ক্লিয়ার হতে পারলাম না। তেতুল গুলো কি পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর চটকিয়ে ছাকনি দিয়ে ছেকে দিয়েছেন। নাকি অন্য কোন ভাবে।

তেতুল গুলো কি পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর চটকিয়ে ছাকনি দিয়ে ছেকে দিয়েছেন।

হ্যাঁ এভাবেই। তবে, আমি এখানে ছাকনি দিয়ে ছেঁকে নেয় নি এমনি শুধুমাত্র বিচিগুলো ফেলে দিয়েছি।

বেগুনের আচারে রেসিপিটি আমি ও একদিন রান্না করেছিলাম। খেতে খুবই ভালো লেগেছিল। আপনার রেসিপিটিও দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাই এই আচারটি খেতে আসলেই মজা।

অনেক রকমের আচার খেয়েছি কিন্তু কখনো বেগুনের আচার খাওয়া হয়নি। আসলে বেগুনের আচারটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছে। আমার কাছে সম্পূর্ণ একটি নতুন একটি রেসিপি। আপনার রেসিপি দেখি শিখে নিয়েছে। অবশ্যই বেগুনের আচার বানিয়ে একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার ও খুব ভালো লাগবে।

ভাইয়া আপনার তৈরি বেগুনের আচার দেখে তো জেগে জল চলে এসেছে। আপনার এই রেসিপিটি না দেখলে জানতে পারতাম না যে, বেগুনের ও আচার তৈরি করা যায়। দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। এমন নতুন ধরনের একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

মজাদার একটি বেগুনের আচার তৈরির রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আপনার মত করে এরকম ভাবে কখনো বেগুনের আচার তৈরি করে খাওয়া হয়নি। ইউনিক ধরনের বেগুনের আচার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

বেগুন দিয়েও যে আচার বানানো যায় সেটা আজ প্রথম জানলাম। দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। পাচঁ পড়ন দিছেন মজা হবেই। যাক এক বার বাসায় ট্রাই করবো।

আসলে ভাইয়া বেগুন দিয়ে যে আচার তৈরি করা যায় এটা আমি কখনোই ভাবিনি এবং দেখিওনি। আজকে আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং নতুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন। আসলে চট্টগ্রামে বিয়ে বাড়িতে বেগুনের চাটনি খেতে দেওয়া হয় এটাও জানা ছিল না। আজকে আপনি খুবই মজাদার রেসিপি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করলেন। আপনার রেসিপির পরিবেশন দেখে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ।

বেগুন সহজলভ্য হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে বাড়িতে এই বেগুনের আচার দাওয়া হয়।

এই আচার বিয়ে বাড়িতে অনেকবার খাওয়া হয়েছে।অসম্ভব পছন্দের এই আচার আমার।

আমারও খুব ভালো লাগে খেতে।

সত্যিই ভাই বেগুনের আচার কখনো খাওয়া হয়নি ।আজ নিজেও আমি ভোট বেগুন নিয়েছি ভাজি করে খাওয়ার জন্য। আপনার রেসিপিটি আমার অনেক পছন্দ হয়েছে ।একদিন নিজেও চেষ্টা করব বাসায় বেগুনের আচার তৈরি করে খেতে।

আজ তো রীতিমত চমকে দিলেন ভাই। জীবনেও বেগুনের আচারের কথা শুনি নি। বেশ ভালো ভাবে দেখলাম রেসিপিটা। অসাধারন লাগলো এক কথায়। খেতে কেমন হবে এটাই বার বার ভাবছি শুধু।

একটু মিষ্টি মিষ্টি স্বাদের এবং কিছুটা আমের আচারের মতো খেতে। এবং অন্যরকম একটা ঘ্রাণ আছে ।

বেগুনের আচারের নাম শুনেছি,কিন্তু কখনো খাওয়া হয়নি।ভাইয়া রেসিপি দেখে জিভে জল আটকানো মুশকিল হয়ে গিয়েছে।রিস্টিম করে রেখে দিলাম,এক সময় বানাবো।ধন্যবাদ আপনাকে।

বেগুনের আচার আমার কখনো খাওয়া হয়নি। আজকে প্রথম এই রেসিপি দেখলাম ভাইয়া। তবে এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছে। আমি অবশ্যই বাসায় এই মজার রেসিপি তৈরি করার চেষ্টা করব ভাইয়া। লোভনীয় এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।❤️❤️

বেগুনের আচার বাহ্ বাহ্ দারুন আগে কখনো শুনি নি। অনেক টাই ইউনিক মনে হচ্ছে জীবনে অনেক আচার খেয়েছি কিন্তু বেগুনের আচার তো খাওয়া হয়নি ।আপনার রেসিপিটি দেখে ভালো লাগলো প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করেছেন ।আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন ধন্যবাদ।

বেগুনের আচার তৈরির রেসিপিটি বেশ ইউনিক একটি রেসিপি। আপনার পোস্টটি দেখে আজকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। অনেক সুন্দরভাবে ১১ টি ধাপের মাধ্যমে আপনার সুন্দর রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।

ভাইয়া আমি এই প্রথম এমন একটি রেসিপির নাম শুনলাম। কখনো বেগুন দিয়ে আচার তৈরি করা যায় জানা ছিল না। আপনার এই রেসিপি দেখে আমার কাছে খুব ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। আপনার এই আচার দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আচারের কালার দারুন হয়েছে। ধন্যবাদ এত ইউনিক ও সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আরে ভাইয়া আমি তো পুরাই অবাক। বেগুনের আচার 🤔🤔!! বেগুন দিয়ে যে আচার বানানো যায় এ সম্পর্কে আমার কোন ধারনাই ছিল না। আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু ও জানে না। আপনার কাছ থেকে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি শিখে নিলাম। আমি অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখব। আমার তো দেখে জল চলে আসলো এবং এটি এখন টেস্ট করে দেখতে ইচ্ছে করছে।

বিভিন্ন অনুষ্ঠানে গেলে বেগুনের আচার দেখি, আর সেখানে খেয়েছিলাম। তবে কখনো নিজেদের বানানো হয়নি। আপনার রেসিপিটি দেখে ইচ্ছে জাগল ঘরে বানিয়ে খাবার।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদায়।

বেগুন দিয়েও যে আচার তৈরি করা হয় তা আজ প্রথম জানতে পারলাম। দেখে তো মনে হচ্ছে বেগুনের আচার খেতে খুবই সুস্বাদু। বেগুনের আচার তৈরির এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ নতুন ধরনের লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই ভিন্ন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া সেদিন পেয়ারা মাখা রেসিপি টা দেখার পর বেগুনের আচার নিয়ে আমার বেশ একটা কৌতুহল ছিল। আপনি আজকে আমার সেই কৌতুহল মিটিয়ে দিলেন। বেগুনের আচার দেখে আমার খেতে ভীষণ লোভ হচ্ছে। কারণ এই আচার আমি জীবনে প্রথম দেখলাম। আপনি অত্যন্ত চমৎকার করে পুরো প্রক্রিয়া শেয়ার করেছেন। সুস্বাদু বেগুনের আচার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

জীবনেও বেগুনের আচার নাম টিও শুনিনি। নামটা দেখেই চমকে গেলাম । ভাবতে লাগলাম বেগুনেরও আচার হয়। আর আপনি তো বানিয়েই ফেললেন। খেতে ইচ্ছা করছে খুব। বেগুনের আচার বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য । ভালো থাকবেন ভাইয়া।

ভাইয়া, এই রেসিপির অপেক্ষায় ছিলাম।আসলে আচারের কথা শুনলেই জিভে জল চলে আসে।আর আমার তো নতুন কিছু দেখলে খুবই ভালো লাগে।খুবই সুন্দর হয়েছে আচারটি আমি নিশ্চয়ই চেষ্টা করবো বাড়িতে এটি।ধন্যবাদ ভাইয়া।

বেগুন ভর্তা,ভাজি খেয়েছি কিন্তু বেগুনের আচার তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে জিহ্বায় জল চলে আসছে ভাই।এই বেগুনের আচার রেসিপি গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে ভাই। ইউনিক রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আহ্ কি দেখালেন 🤤
এতো লোভনীয় একটি রেসিপি। নিঃসন্দেহে খিচুড়ি পোলাও এগুলোর সাথে জমে যাবে।
শিখে নিলাম কিন্তু ভাই।

সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি সন্ধান পেলাম ভাইয়া। বেগুনের আচার তৈরির প্রসেস গুলো পড়ে বেগুনের আচার তৈরির নিয়ম গুলো শিখে নিলাম ভাইয়া। বেগুনের আচার তৈরির বিষয়ে ৭ নম্বর ধাপে তেতুল এবং চিনি দেওয়ার বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আমার জন্য সম্পূর্ণ নতুন এবং লোভনীয় একটি পোস্ট উপহার দেয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।