আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে,প্রতি শুক্রবার রাতে আপনাদের মাঝে কৌতুক পোস্ট শেয়ার করতে চেয়েছিলাম।গত সপ্তাহেও কৌতুক শেয়ার করেছিলাম।তার-ই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আপনাদের মাঝে হাজির হলাম কৌতুকের ২য় পর্ব নিয়ে।আজকে আপনাদের মাঝে মোট পাঁচটি কৌতুক শেয়ার করব।আশাকরি কৌতুক গুলো পড়ে আপনারা অনেক মজা পাবেন।তাই আপনাদেরকে আমার শুক্রবারের কৌতুক স্পেশাল পোস্টে স্বাগতম জানাচ্ছি।
কৌতুক ১: স্কুলের বুদ্ধিমান বালক
একদিন স্কুলের শিক্ষক ছাত্রদের বললেন, "তোমাদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান?"
তখন এক ছাত্র দাঁড়িয়ে বলল, "স্যার, আমি বুদ্ধিমান।"
শিক্ষক জিজ্ঞাসা করলেন, "ঠিক আছে, বল তো, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে?"
ছাত্র বলল, "স্যার, সেটা আমি জানি না, কিন্তু আমি শুনেছি, যে ব্যক্তি এই প্রশ্ন করে, সে-ই সবচেয়ে বুদ্ধিমান!"
শিক্ষক হেসে বললেন, "তুমি সত্যিই বুদ্ধিমান!"
কৌতুক ২: চিকিৎসকের অদ্ভুত ওষুধ
এক বৃদ্ধ চিকিৎসকের কাছে গেলেন এবং বললেন, "ডাক্তার সাহেব, আমার স্ত্রী কানে খুব কম শুনছে।"
চিকিৎসক বললেন, "আপনি বাড়ি গিয়ে ১২ ফুট দূর থেকে স্ত্রীকে কিছু বলুন, যদি না শোনে, তাহলে ৬ ফুট কাছে গিয়ে বলুন।"
বৃদ্ধ বাড়ি গিয়ে ১২ ফুট দূরে থেকে স্ত্রীকে ডাকলেন, "খাবার প্রস্তুত?"
কোনো উত্তর পেলেন না। ৬ ফুট কাছে গিয়ে আবার বললেন, "খাবার প্রস্তুত?"
তখন স্ত্রী বললেন, "আমি তো তিনবার বললাম, খাবার প্রস্তুত!"
কৌতুক ৩: কম্পিউটারের মজার জবাব
একজন বাচ্চা তার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজ করতে করতে তার মা'কে বলল, "মা, আমার কম্পিউটার বলে ওর অনেক কাজ আছে।"
মা অবাক হয়ে বললেন, "কেন বলছে?"
বাচ্চা বলল, "কারণ যখনই আমি কোনো কিছু খুলতে চাই, ও বলে 'ওয়েটিং ফর রেসপন্স'।"
মা হেসে বললেন, "ওহ, তাহলে কম্পিউটারও তোমার বাবার মতো আলসেমি করছে!"
কৌতুক ৪: অদ্ভুত নাম
একবার এক গ্রামে একটি নতুন বাচ্চার জন্ম হল। গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ল নাম ঠিক করতে। একজন প্রস্তাব দিল, "বাচ্চার নাম 'রাত্রি' হোক।"
আরেকজন বলল, "না, 'দিন' বললেই ভালো হবে।"
তৃতীয়জন হাসতে হাসতে বলল, "অবশ্যই, কিন্তু বাচ্চাটির নাম 'ছুটি' হওয়া উচিত।"
প্রথম জন অবাক হয়ে বলল, "কেন?"
তৃতীয়জন উত্তর দিল, "কেননা, 'ছুটি' পেলে তো সবাই সুখী হয়!"
কৌতুক ৫: বাবা ও বাবার ট্যুইস্ট
একদিন ছেলে তার বাবার কাছে জানতে চাইলো, “বাবা, তুমি জানো না যে আমাদের দেশের জনপ্রিয় খেলাগুলির মধ্যে কোনটা সবচেয়ে জনপ্রিয়?”
বাবা চিন্তা করলেন এবং বললেন, “বেটা, আমি মনে করি ফুটবল!”
ছেলে বললো, “নাহ, বাবা, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ‘মা, আমি কোথায়?’!”
বাবা অবাক হয়ে বললেন, “এটা আবার কেমন খেলা?”
ছেলে হেসে বললো, “মা আমাকে সারাক্ষণ জিজ্ঞাসা করে, ‘তুমি কোথায়?’ আর আমি প্রতিবার নতুন নতুন জায়গার নাম বলি।”
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/mohamad786FA/status/1827026904932909131?t=YPMKL22WsYwq02YLB8_cAQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit