স্বরচিত কবিতা: "শুভ বিবাহ বার্ষিকী"

in hive-129948 •  15 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

আজকের দিনটি আমাদের সবার জন্য বিশেষ। আমার বাংলা ব্লগের প্রিয় ফাউন্ডার @rme দাদা এবং @tanuja বৌদির বিবাহ বার্ষিকীর এই শুভ দিনটি উপলক্ষ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।ভালোবাসা, বিশ্বাস, আর বন্ধুত্বের যে মধুর সম্পর্ক আপনাদের মধ্যে গড়ে উঠেছে, তা আমাদের সবার জন্য একটি প্রেরণা। জীবনযাত্রার প্রতিটি ধাপে আপনারা যেভাবে একে অপরকে সহায়তা করেন এবং একসঙ্গে সামনে এগিয়ে যান, তা সত্যিই প্রশংসনীয়। এই সম্পর্কের বন্ধন যেন আরও মজবুত ও মধুর হয়, এই কামনাই করি।বিবাহ শুধু দুটি হৃদয়ের মিলন নয়, এটি একটি অটুট প্রতিজ্ঞা, একটি যাত্রা যা সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার মধ্যে দিয়ে চলতে থাকে। দাদা এবং বৌদি, আপনারা একসঙ্গে যেভাবে এই যাত্রা করছেন, তা আমাদের সবার কাছে উদাহরণ।

আমাদের ব্লগ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আমরা প্রার্থনা করি, আপনাদের জীবনে সুখ, শান্তি, আর সমৃদ্ধি যেন চিরকাল বিরাজ করে। ভালোবাসার এই বন্ধন যেন কখনো ক্ষীণ না হয় এবং আপনারা একে অপরের পাশে সবসময় থাকেন।আজকের দিনটি আপনারা উদযাপন করুন প্রাণভরে। আমরা সকলেই আপনাদের সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করছি। ভালোবাসার এই যাত্রা যেন আরও রঙিন হয়ে ওঠে এবং পরিপূর্ণ হয় সবার আশীর্বাদে।

আজকের এই বিশেষ দিনে, প্রিয় দাদা এবং বৌদিকে তাদের বিবাহ বার্ষিকীর শুভক্ষণে আমার লেখা একটি ছোট্ট কবিতা উৎসর্গ করছি। ভালোবাসা, শ্রদ্ধা ও অনুপ্রেরণার যে মধুর বন্ধন আপনাদের মাঝে বিরাজমান, তা আমাদের সকলের জন্য উদাহরণ। ভাগ্যক্রমে @rme দাদা কিংবা @tanuja বৌদি, যেকোনো একজন যদি আমার লেখা এই কবিতাটি পড়েন, তবে নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ বলে মনে করব।

1000041360.webp

শুভ বিবাহ বার্ষিকী
মোঃ ফয়সাল আহমেদ

ভালোবাসার সুরে বাঁধা দুটি প্রাণ,
দাদা আর বৌদি—অতুলনীয় মধুর গান।
একটি দিনের স্মৃতি থেকে শুরু হয়েছিল যাত্রা,
আজ সেই বন্ধনের পূর্ণতা হলো আরও এক বর্ষা।

আমার বাংলা ব্লগের তরফ থেকে,
শুভেচ্ছা জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে।
দু’জনের হাতে হাত রেখে হোক জয়গান,
ভালোবাসা থাকুক অটুট, সুরভিত সঙ্গান।

জীবনের প্রতিটি বাঁকে থাকুক সুখের রেশ,
মিলে থাকুক আশা, বিশ্বাস, আর অবশেষ।
ঝড়-ঝাপটা এলে, ভালোবাসা হোক ঢাল,
সব বাধা ভেঙে চলুক জীবন, নতজানু নয় কাল।

এই দিনটির আনন্দ ছড়াক নক্ষত্রে,
দোয়া করি আপনাদের জন্য পূর্ণিমার জ্যোৎস্নায়।
হোক পূর্ণ প্রতিটি স্বপ্ন, মিলুক জীবনের গান,
দু’জন মিলে লিখুক আরও হাজারো গল্পের পৃষ্ঠা অনির্বাণ।

প্রার্থনা করি হৃদয়ের গভীরে,
সুখের আলো ছড়াক আপনাদের ঘরে।
পথচলা হোক মধুর, করুণা হোক ঢেউ,
সেই বন্ধনে থাকুক সবসময় প্রেমের রোশনাই।

আপনাদের নিয়ে লিখি এই ক্ষুদ্র কবিতা,
হৃদয় ভরা শুভেচ্ছা আর ভালোবাসা।
আপনাদের দেখেই আমরা পাই অনুপ্রেরণা,
ভালোবাসার শক্তি যেন হয় অটুট ধ্রুবতারা।

আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা,
আপনাদের জীবনে সবসময় থাকুক আশীর্বাদ।
আপনাদের হাসিতে ভরে উঠুক প্রতিটি ক্ষণ,
আমরা পাশে থাকব, থাকবে আমাদের প্রণাম।

শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় দাদা ও বৌদি,
ভালোবাসার এ গান চলুক অবিরত সুখী।
আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে,
শুভেচ্ছা জানাই, মঙ্গলময় থাকুক আপনাদের জীবন।


শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় দাদা এবং বৌদি!

আমাদের মনের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য রইলো শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা।🌹


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000041366.jpg

দাদা বৌদির বিশেষ এই দিন কে নিয়ে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। বেশ ভালো লিখেছেন আপনি। পুরো কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা লাইন সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা আজকে আমাদের মাঝে উপহার দিলে। সত্যি বলতে আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে দারুন লেগেছে। যে কোন সময় কবিতা পড়তে এমনিতে ভালো লাগে। কিন্তু আজকে অন্যরকম ভালো লাগলো পড়তে। যাইহোক এত সুন্দর কবিতা দাদা বৌদিকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। কবিতা লিখে দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানানোর আইডিয়াটা দারুণ।বেশ ভালো লেগেছে আপনার কবিতাটি ভাইয়া।দাদা-বৌদির প্রতি ভালোবাসা কবিতার প্রতিটি লাইনে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রথমেই দাদা বৌদি দুজনকে অনেক অনেক অভিনন্দন জানাই। তারা দুইজন যেন সব সময় আনন্দে থাকে এবং ভালো থাকে এটাই চাই। আজকে আপনি দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে অসাধারণ একটা কবিতা লিখেছেন। যে কবিতাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপনি এই কবিতার মধ্যে।

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। দাদা বৌদির প্রতি আপনার ভালোবাসার অনুভূতি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রথমে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয় দাদা এবং বৌদিকে। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেল। প্রতি বছর দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকীতে আমরা অনেক আনন্দ করে থাকি। এইবারে ও তার ব্যতিক্রম হবে না আমরা সবাই হ্যাংআউট এ জয়েন করব অনেক আনন্দ করবো। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন যা পড়ে খুবই ভালো লেগেছে।

দাদা বৌদিকে অনেক অনেক অভিনন্দন জানাই বিবাহ বার্ষিকীর জন্য। দুজনে যেন হাসিখুশি ভাবে এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারে এটাই চাই। উনাদের দুজনের বিবাহ বার্ষিকী নিয়ে খুব চমৎকারভাবে কবিতা লিখেছেন আপনি। যে কবিতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে।

প্রথমে দাদা ও বৌদির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল। তাদের এই দিনটি যেন বারবার ফিরে আসে এবং ভালোবাসার বন্ধনে যেন সারাটা জীবন থাকতে পারে। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।