জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, যখন আমরা মনে করি সবকিছুই যেন আমাদের বিপক্ষে যাচ্ছে। পরিশ্রম করেও ফল পাচ্ছি না, চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, ভালো থাকার ইচ্ছা থাকলেও মনের ক্লান্তি আমাদের পিছনে টেনে রাখছে। কিন্তু আসল সত্য হলো, এই দুঃসময়গুলোই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। এগুলো আমাদের আরও ধৈর্যশীল করে তোলে, আরও শক্তিশালী করে তোলে।আমাদের চারপাশে তাকালে দেখতে পাবো, কেউ সুখী, কেউ দুঃখী; কেউ সম্পদের পাহাড় গড়ছে, কেউ দু'মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। সমাজে বৈষম্য থাকবেই, কিন্তু তার মানে এই নয় যে, আমরা কেবল দুঃখের গল্পই শুনব। বরং এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। ভালো সময়গুলো উপভোগ করা যেমন দরকার, তেমনই খারাপ সময়গুলো থেকেও শিক্ষা নেওয়া জরুরি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো ইতিবাচক থাকা। কারণ, আমাদের দৃষ্টিভঙ্গিই ঠিক করে দেয় আমরা কেমন জীবন কাটাব। একই পরিস্থিতি কারো জন্য আশীর্বাদ হতে পারে, আবার কারো জন্য দুর্ভাগ্যের কারণ হতে পারে।জীবনকে সুন্দর করতে হলে আমাদের ছোট ছোট সুখ খুঁজে নিতে হবে। কখনো পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানো, কখনো প্রিয়জনের হাসিমুখ, কখনো বা কোনো অপরিচিত মানুষের সাহায্যে এগিয়ে আসা—এসবই আমাদের জীবনের সুখের উপলক্ষ হতে পারে।
অন্যদিকে, দুঃখ কিংবা ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতাও আমাদের থাকতে হবে। ব্যর্থতা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুনভাবে শুরু করার জন্য এটি একটি সুযোগ। আমাদের বিখ্যাত ব্যক্তিদের দিকে তাকালে দেখতে পাবো, তারা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল না ছেড়ে আবার উঠে দাঁড়িয়েছেন।
তাই, জীবন ভালো-মন্দের মিশেলে এক অপূর্ব ভ্রমণ। এখানে কষ্ট থাকবে, আনন্দও থাকবে। আমরা যদি ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে পারি, তবে একসময় আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। আমাদের একটাই কাজ, ভালো সময়ের জন্য অপেক্ষা না করে, বরং প্রতিটি মুহূর্তকেই যথাসম্ভব সুন্দর করে তোলা।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
জীবন মানেই মূল্যবান সময়। আর এই জীবনের স্কুল লাইফ থেকে সুস্থ থাকা সময় পর্যন্ত আরো বেশি মূল্যবান। এ মূল্যবান সময়ের মধ্যে আমাদের জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট আসতে পারে সেগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। আর সেই থেকে শিক্ষা নিতে হবে। আপনার চমৎকারভাবে আপনার পোস্ট লিখেছেন পড়ে ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকের পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের বাস্তবতা এবং তার ভালো-মন্দ মিশ্রণকে খুব সুন্দরভাবে তুলে ধরে। জীবনে সুখ এবং দুঃখের পালাবদল একে পরিপূর্ণ করে তোলে। প্রতিটি মুহূর্তের মধ্যে আমরা যদি ধৈর্য্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজের মনোবল শক্তিশালী রাখতে পারি, তাহলে জীবনের সকল সংগ্রাম ও কষ্টের মাঝেও আমরা সেই সৌন্দর্য খুঁজে পেতে সক্ষম হব। জীবন কখনো একরঙা নয়, তার সব দিকেই রয়েছে শেখার সুযোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাগুলো একদম মন ছুয়ে গেছে। একদম বাস্তব কথা গুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। আসলেই আমাদের ছোট ছোট সুখ খুজে নিতে হবে এবং সুখ, দু:খ মিলিয়েই জীবনকে চালাতে হবে।ব্যার্থ না হলে সফল হওয়া যায়না আমরা সবাই জানি।পরিশ্রম সফলতার চাবিকাঠি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো -মন্দ মিলিয়েই আমাদের জীবন।এই ছোট জীবনটা সবকিছু নিয়েই কেটে যায়। শুধু সুখ যেমন থাকবে না তেমনি সারাজীবন কষ্টেও কেউ কাটাবে না।খুব সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কথা লিখেছেন ভাই। আমাদের জীবনটা ঠিক এমনই। ছোট্ট এই জীবনটা সুখ-দুঃখ নিয়েই গঠিত। সুখের পর দুঃখ আসবে দুঃখের পর সুখ। আর এর মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে অনেকবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তব একটি বিষয় নিয়ে আজকের পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। ভালো-মন্দ, আনন্দ-দুঃখ নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। জীবনে যেমন কষ্ট রয়েছে তেমনি রয়েছে আনন্দ। জীবনের প্রতিটা মুহূর্ত কে উপভোগ করতে হবে। জীবনে আসা প্রতিটি পরিস্থিতিকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে ব্যর্থ হলে ব্যর্থতাকে হারিয়ে আবার সফলতার সন্ধান করতে হবে। জীবন সুন্দর। চমৎকার একটি পোস্ট শেয়ার করে নেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি আমাদের জীবনে যেমন ভালো সময়ের প্রয়োজন আছে ঠিক তেমনি খারাপ সময়েরও প্রয়োজন আছে। খারাপ সময় আমাদেরকে অনেক কিছুরই শিক্ষা দিয়ে যায়। অনেক অভিজ্ঞতা হয় আমাদের যেটা ভালো সময়ের জন্য বা ভালো সময় অতিবাহিত করার সময় অনেক কাজে লাগে। খারাপ সময়ে আমাদের কে আপন কে পর সেই মানুষগুলোকে চেনা যায় কোনটা ভালো কোনটা ঠিক সেটা বুঝতে পারি সেজন্য ভালো খারাপ জীবনে দুটোই প্রয়োজন। আপনার আজকের পোস্টটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এই বিষয়টা প্রতিনিয়ত বলি। ভালো মন্দ মিলিয়ে হচ্ছে মানব জীবন। এই জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে। সফলতা থাকবে ব্যর্থতা থাকবে। তবে অল্পতে হতাশ হলেই চলবে না। মনের মধ্যে জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে জীবনের চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অনেক ভালো লেগেছে আপনার সুন্দর মূল্যবান লেখাগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন কোন কাজে পরিশ্রম করেও ফল পায় না তখন সত্যি ভীষণ খারাপ লাগে। ইচ্ছে করে আর কিছুই করবো না। তবে বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে আবারো এগিয়ে যেতে হবে । আমাদের এই ছোট্ট জীবনে সব সময় সুখ দুঃখ থাকবেই। আর এই সবকিছু দিয়েই আমাদের চলতে হবে। আমরা যদি শুধু সব সময় ভালোটাই খুঁজি তাহলে দুঃখটা বুঝবো না ।আবার যদি সব সময় দুঃখের মধ্যে থাকি তাহলে ভালোটা বুঝবো না। আপনি সম্পূর্ণ বিষয়টা খুবই সুন্দর ভাবে বুঝিয়েছেন ।খুবই ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাটা কিন্তু একেবারে সঠিক বলেছে ভাই। সত্যি বলতে আমরা কেউই দুঃখ বা কষ্টের সহিত জীবন কাটাতে একেবারেই চাই না। কিন্তু এটা আমাদের মানিয়ে নিতে হবে। জীবনে ভালো খারাপ উভয়ই থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit