“সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকার হাট” [10% Beneficiary @shy-fox]

in hive-129948 •  2 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের প্রায় শতকরা ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় ২৫ হাজার।গ্রামের প্রায় সকলেই কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি কাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে।এসব গ্রামের মানুষেরা কষিপণ্যসহ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য নির্দিষ্ট দিনে যে উন্মুক্ত স্থানে মিলিত হয় তাকেহ হাট বলে ।এসব হাট হলাে গ্রামের আর্থনীতিক জীবনের প্রাণকেন্দ্র।মূলত দুই, তিনটি অথবা এর অধিক গ্রাম নিয়ে একটি হাট বসে। এই হাটে গ্রামবাসী তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে।হাট প্রতিদিনই বসেনা। সপ্তাহে অন্তত দুই দিন হাট বসে।গ্রামীণ হাট গুলো অনেক ঐতিহ্যবাহী। অনেক আগে থেকে এইসব হাট বসে আসছে। আজ আমি আপনাদের মাঝে আমার গ্রামের হাট সম্পর্কে কিছু বলবো এবং গ্রামের হাটের কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই এটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক.....


IMG_20220808_175048.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly


IMG_20220808_154145.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি গ্রামের নাম নলকা।নলকা গ্রামটি বিশ্ব রোডের পাশে অবস্থিত হওয়ার কারণে এখন বাংলাদেশের অনেকেই নলকা গ্রামটিকে চেনে।নলকা গ্রামের আশেপাশে মোট পাঁচটি গ্রাম নিয়ে নলকা হাট বসে।আমার জন্মের আগে থেকেই নলকার রহাট বসে। আছে শুনেছি প্রায় ৪০ বছর হয়ে গেছে এই নলকা হাটের বয়স।তাই নলকা হট ঐতিহ্যবাহি একটি গ্রামীণ হাটে পরিণত হয়েছে।

IMG_20220808_154235.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_154024.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

সপ্তাহে দু'দিন অর্থাৎ বুধবার এবং শনিবার নলকার হাট বসে।সাড়ে পাঁচ বিঘা জমির ওপর নলকার হাট বসে।এই পাঁচ বিঘা জমি শুধু হাটের জন্যই রাখা হয়েছে। প্রতি বুধবার এবং শনিবার এই পাঁচ বিঘা জমি মানুষেমানুষে এবং শাকসবজিতে পরিপূর্ণ হয়ে ওঠে।হাজার হাজার মানুষ এই গ্রামীণ হাটে কেনাবেচা করতে আসে।নলকার হাট যে বহু পুরাতন এর প্রমাণ বহন করে এই হাটে সুবিশাল অনেকগুলো বড় বড় বটগাছ।এই বটগাছ গুলোর নিচেই মূলত নলকার হাট।

IMG_20220808_154128.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_154118.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আপনারা ছবিতে যে সবজি বিক্রেতা চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচা এই নলকার হাটে প্রায় ৩০ বছর ধরে তার চাষকৃত শাক সবজি বিক্রি করে।তিনি একজন কৃষক। শাক সবজি চাষাবাদ করে তার জীবিকা নির্বাহ করে। যখন সপ্তাহে বুধবার এবং শনিবার আসে তখন সে তার জমি থেকে শাকসবজি তুলে এনে নলকা হাটে বিক্রি করে।

IMG_20220808_154046.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_154058.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_153712.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আপনারা এখন সে কয়েকটি ছবি দেখতে পাচ্ছেন হাটের এই অংশগুলোতে মূলত পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ, রসুন, লবণ বিক্রি করা হয়।এছাড়াও বিভিন্ন ধরনের কাঁচা সবজি বিক্রি করা হয়। কিন্তু মূলত এখানে পাইকারি দামে পেঁয়াজ, রসুন এবং আলু বেশি বিক্রি করা হয়।

IMG_20220808_154108.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_154204.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আর আপনারা এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন নলকা হাটের এই অংশে বিভিন্ন ধরনের কাঁচা সবজি বিক্রি করা হয়।সকালবেলায় কৃষক তার জমি থেকে টাটকা টাটকা শাক-সবজি তুলে এনে দুপুর বেলায় এই হাটে বিক্রি করতে আসে। তাই সকল শাক সবজি খুবই টাটকা থাকে।অধিকাংশ বিক্রেতা তার নিজের চাষকৃত শাকসবজি গ্রামীণ হাটগুলোতে বিক্রি করতে আসে। নিজের শাক সবজি বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তারা বাজার করে আবার বাসায় ফিরে যায়।

IMG_20220808_154000.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

IMG_20220808_153948.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আপনারা ছবিতে এখন যে চাচাকে দেখতে পাচ্ছেন তিনি মূলত প্রায় ২৫ বছর ধরে এই নলকা হাটে বিভিন্ন ধরনের মশলা বিক্রি করে আসছে। সে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন মশলা বিক্রি করে। তার মসলাতে কোন ভেজাল নেই, তাই গ্রামের অধিকাংশ মানুষ তার কাছ থেকেই মসলা কেনে।

IMG_20220808_153649.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

আমাদের নলকা হাটে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। যে খাবারগুলো খেতে খুবই সুস্বাদু হয়। অনেক বছর আগে থেকে এই খাবারগুলো এই হাটে বিক্রি করা হয়। কি কি খাবার বিক্রি করা হয় তা আমি হাতে গুনে বলে শেষ করতে পারবো না। অসংখ্য খাবার এখানে বিক্রি করা হয়। এখানে যারা কেনাকাটা করতে আসে এবং যারা এখানে শাক সবজি বিক্রি করতে আসে তারা হাট শেষে এসব সদাই কিনে বাড়িতে ফিরে যায়, তাদের পরিবারের মানুষগুলোর কাছে।

IMG_20220808_153619.jpg

Device:Poco X2
Click By @mohamad786
https://w3w.co/reproached.motive.doubly

গ্রামের অধিকাংশ হাটগুলোয় নদীর গা ঘেঁষে অবস্থিত।ঠিক আমাদের নলকা হাট ফুলজোর নদীর তীরে অবস্থিত।আজ থেকে প্রায় দশ পনের বছর আগে গ্রামের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। তাই তারা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে গ্রামের হাটগুলোতে আসতে পারতো না। তখন গ্রামের মানুষ বিভিন্ন ধরনের নৌপথ দিয়ে সপ্তাহে একদিন বা দুইদিন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য কিনতে হাটে আসত।কিন্তু আগের মত আর এখন এই নদীপথ ব্যবহার করে কেউ হাটে আসে না। খুব অল্প সংখ্যক মানুষ নৌকা করে এই নদী পথ দিয়ে হেঁটে আসে।

আজ আমি আপনাদের মাঝে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকা হট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবং হাটের কিছু সুন্দর সুন্দর ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই পোস্টটি পড়ে এবং আমাদের গ্রামের হাট সম্পর্কে আপনারা জানতে পেরে খুবই খুশি এবং আনন্দিত হয়েছেন।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকা হাট ❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ, নালকা হাট।

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

বাহা সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকার হাট এর চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। একটা সময় এই রকম হাট ছিল। তবে বর্তমানে এই রকম মজার হাট দেখা যায় না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কিছু ফটো চিত্রের মাধ্যমে বিবরণ আমাদের সাথে তুলে ধরার জন্য।

মাশাআল্লাহ ভাইয়া সুন্দর কিছু বাজারের চিএ তুলে ধরেছেন। সিরাজগঞ্জ জেলার নলকা হাট এর অনেক নাম রয়েছে। অনেক দিন আগে একবার গিয়েছিলাম। এখন দেখে মনে হচ্ছে অনেক টায় পরিবর্তন হয়েছে। আর এরকম হাট শুধু গ্রামের মধ্যেই দেখা যায়। গ্রামে গ্রামের হাট গুলো আসলে অনেক সুন্দর হয় । ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু বাজারের চিএ তুলে ধরার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকার হাট এর চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার বাজার বসে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকায়।সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নলকার হাটের সবুজ সতেজ সবজিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে আপনার ফটোগ্রাফিতে।