“পেন্সিলের সাহায্যে একটি কিউট মেয়ের চিত্রাংকন” By mohamad786 [10% @shy-fox]

in hive-129948 •  2 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে আরও একটি চিত্রাংকন নিয়ে এসেছি।যখন একটু সময় পাচ্ছি তখনই অল্প সময়ের মধ্যে কিছু চিত্রাংকন করার চেষ্টা করছি।আজ আমি আপনাদের মাঝে কিউট একটি মেয়ের চিত্রাংকন নিয়ে উপস্থিত হয়েছি।এই চিত্রাংকনটি খুবই সহজ।অল্প সময়ের মধ্যেই এটি অঙ্কন করা যাবে। এই চিত্রাংকনের প্রত্যেকটা ধাপ এখন আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক।

Picsart_22-09-16_12-53-32-306.jpg

Picsart_22-06-19_17-14-20-812.jpg

New Doc 09-16-2022 14.29.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • ইউনি-ফাইন সাইন পেন (লাল)

Picsart_22-06-19_17-36-37-094.jpg
CamScanner 09-16-2022 12.39.jpg

প্রথমেই সাদা কাগজে একটি মেয়ের মুখমণ্ডল অংকন করার জন্য ছোট্ট একটি বৃত্ত আঁকলাম।

CamScanner 09-16-2022 12.40.jpgCamScanner 09-16-2022 12.40 (1).jpg

এরপর মেয়েটির মাথার উপর একটি ঝুঁটি আঁকলাম। এবং মেয়েটির নাক, চোখ এবং ঠোট আঁকলাম।

CamScanner 09-16-2022 12.41.jpg

এবার মাথার চুল গুলো ভালোভাবে আঁকলাম এবং একটু গাঢ় করে দিলাম।এবার দেখতে আরো সুন্দর লাগছে।

CamScanner 09-16-2022 12.41 (1).jpgCamScanner 09-16-2022 12.42.jpg

এবার মেয়েটির গলা বডির অংশবিশেষ এবং জামার অংশবিশেষ ও দুই হাত আঁকলাম।

CamScanner 09-16-2022 12.42 (1).jpgCamScanner 09-16-2022 12.42 (2).jpg

তারপর জামার নিচের অংশ আঁকার জন্য উপর থেকে নিচ পর্যন্ত এভাবে মোট সাতটি দাগ দিলাম।

CamScanner 09-16-2022 12.42 (3).jpgCamScanner 09-16-2022 12.43.jpg

মেয়েটির জামা আঁকার জন্য নিচের দিক যে সাতটি দাগ দিয়েছে যে দাগগুলোর এবার তার নিচে নিচে লাভ আঁকলাম।

CamScanner 09-16-2022 12.44.jpg

পরিশেষে মেয়েটির দুই পায়ে দুটো জুতা আঁকলাম। আর দাগ গুলো হালকা গাঢ় করে দিলাম। আর এরই মধ্য দিয়ে চিত্রাংকনের প্রথম অংশ এখানেই শেষ করলাম।

CamScanner 09-16-2022 12.44 (1).jpgCamScanner 09-16-2022 12.45.jpg

এবার জামার উপরের অংশে লাল কালারের ইউনি-ফাইন সাইন পেন দিয়ে লাল রং করলাম। এবং নিচের সাতটি লাভে সবগুলোতেই লাল কালার করলাম।আর এরই মধ্য দিয়ে একটি কিউট মেয়ের চিত্রাংকন এখানেই শেষ করলাম।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

IMG_20220916_125055.jpg

আজ আমি আপনাদের মাঝে কিউট একটি মেয়ের চিত্রাংকন উপস্থাপন করলাম।এই চিত্রাংকনের প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আমার কাছে অঙ্কিত কিউট মেয়েটিকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আশাকরি আপনাদের সকলেরও কাছে অনেক পছন্দ হয়েছে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝পেন্সিল এর সাহায্যে একটি কিউট মেয়ের চিত্রাংকন❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দারুন ভাবে পেন্সিল আর্ট করেছেন। এড্রেস পড়া সুন্দর একটি বাচ্চা মেয়ের দৃশ্য ফুটে উঠেছে। এতে আপনার চমৎকার মেধার পরিচয় ঘটেছে। খুবই ভালো লাগলো, আশা করি পরবর্তীতে এমন আরো অনেক কিছু অঙ্কন করে দেখাবেন।

আপনার মত আমিও যখনই সময় পাই তখনই চিত্রাংকন করতে বসে যাই। চিত্রাঙ্কন করতে আসলে একটু আলসেমি লাগে আবার বসলে করে ফেলা যায় ।আপনি খুব সহজেই সুন্দর একটি মেয়ের পেন্সিল আর্ট করেছেন আপনি বললেন এটি সহজ আমার কাছে দেখেও সহজই মনে হচ্ছে ।দারুন লাগলো আমার কাছে কিউট মেয়েটিকে। মেয়েটির ড্রেসটিও খুব চমৎকার হয়েছে।

ওয়াও ভাইয়া পেন্সিল দিয়ে একটি মেয়ের চিএাংকন চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছিল অনেক কঠিন তবে আপনার ধাপগুলি পড়ে দেখলাম সহজে আর্ট করা যাবে।মেয়েটার মাথায় ঝুঁটি আঁকাতে সৌন্দর্য আরো বেড়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক ভালো ছিল।ধন্যবাদ

চিত্র অংকন করা একটি শিল্প। আপনি খুব সুন্দরভাবে পেন্সিল দিয়ে একটি কিউট মেয়ের চিত্র অংকন করেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

চমৎকার একটি কিউট মেয়ের চিত্র অঙ্কন করেছেন আপনি। চিত্রাংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। লাল রং ব্যবহার করাতে চিত্রটি আরো বেশি ফুটে উঠেছে। চিত্রাংকনের ধাপগুলো সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

image.png

আপনার চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি পেন্সিল এর সাহায্যে এত সুন্দর একটি কিউট মেয়ের চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে দ উপস্থাপন করেছেন অসাধারণ হয়েছে।

পেন্সিলের ছোঁয়ায় এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন সত্যিই প্রশংসার দাবিদার। মেয়েটি দেখতে আসলেই কিউট হয়েছে এবং চিত্র অঙ্কনের কালার কম্বিনেশন দেখতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

খুবই সুন্দর পেন্সিলের সাহায্যে একটি কিউট মেয়ের চিত্রাংকন করেছেন আপনি। আমিও মাঝে মাঝে ছবি আঁকি। আপনি খুব সহজেই চিত্রাংকনের ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করেছেন ‌। ধন্যবাদ আপনাকে ।

ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি কিউট মেয়ের ছবি এঁকে ফেললেন। আমি যদি এমন আঁকতে পারতাম, খুব ভাল লাগতো। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছেন। ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনি অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন। এটা দেখতে অনেক অসাধারণ লাগছে। এই চিত্রাংকনটি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমি তো প্রথমে ভেবেছিলাম এই চিত্রাংকনটি করতে আপনার বেশ সময় লেগেছে। এরপর জানতে পারলাম আপনি খুব কম সময়ে চিত্রটা অঙ্কন করেছেন। জামার কালার কম্বিনেশন টা অনেক ভালো লেগেছে। অনেক কিউট ছিল এই মেয়েটি দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি চিত্রাঙ্কন।