পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।এই সুবিশাল সমুদ্র সৈকতকে বাংলাদেশের পর্যটক কেন্দ্রের প্রাণ বলা হয়।কারণ কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বাংলাদেশ পর্যটক কেন্দ্র দেশি এবং বিদেশি কোটি কোটি টাকা আয় করছে।যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিবছর লক্ষ লক্ষ দেশ বিদেশের মানুষ ভ্রমন করতে আসে।কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।আমি মনে করি কক্সবাজার সম্পর্কে আপনাদের এত কথা বলার কোন দরকার নেই, কারন আপনারা সবাই কক্সবাজার সম্পর্কে অনেক কিছু জানেন। |
---|
Device:Poco X2
দীর্ঘ ১৫ ঘণ্টা জার্নি করে সকাল দশটার দিকে কক্সবাজার যাওয়ার পর আমি ঐদিন আর কোথাও ঘুরতে যাইনি।দীর্ঘ সময় জার্নি করার পর শরীর একদম ক্লান্ত হয়ে গেছিল তাই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম।সকাল ঘুম থেকে উঠলাম কারণ সকালের সমুদ্র দেখতে আমার খুবই ভালো লাগে।সকাল সাতটার দিকে আমি সমুদ্রসৈকতে গেলাম। বিচে যাওয়ার পর সমুদ্র পাড়ের বাতাস এবং সমুদ্রের ভয়ঙ্কর গর্জন অনুভব করতে থাকলাম।আমার বড় আপুর বাসা থেকে কলাতলী বিচ একদম কাছে হওয়ায় আমি কলাতলী বিচে গিয়েছিলাম।বিচে অনেকখন থাকার পর প্রচন্ড রোদের কারণে আমি সকাল নয়টার দিকে বাসায় ফিরে আসলাম।
Device:Poco X2
![]() | ![]() |
---|
Device:Poco X2
সকালে নাস্তা করার পর আমি, আমার বড় আপু এবং দুলাভাই সমুদ্রে গোসল করার জন্য বাসা থেকে বের হলাম।সকাল ১১ টার দিকে আমরা সমুদ্রে গোসল করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম।প্রচন্ড রোদের মধ্যে আমরা সমুদ্রে গোসল করতে গেলাম।কলাতলী বিচে যাওয়ার সাথে সাথে অনেকগুলো ক্যামেরাম্যান আমাদের ঘিরে ধরল। তারা বলতে থাকলো আসুন স্যার ছবি তুলে দেই।তাদের কথা না শুনে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎ করে একজন ক্যামেরাম্যান এসে আমাদের একটি ছবি দেখালো।সে দূর থেকে আমার একটি ছবি তুলেছিল। সেই ছবিটি দেখানোর জন্য এসেছে।তার তোলা ছবিটি দেখে আমি সন্তুষ্ট হলাম। এবং শিওর হলাম যে সে ভালো ভাবে ছবি তুলতে পারবে।তো তাকেই ছবি তোলার জন্য ঠিক করলাম। সে বলল প্রতি ছবি ৫ টাকা করে।তারপর অনেক জোড়া জোড়ি করে আমি তাকে প্রতিছবি দুই টাকা করে দিতে চাইলাম এবং অবশেষে সে রাজি হলো।
![]() | ![]() |
---|
Device:Poco X2
Device:Canon EOS 250D
আমাদের ছবি ওঠা শুরু হয়ে গেল। ক্যামেরামান ভাইয়া আমাদেরকে বিভিন্ন ধরনের স্টাইল দেখাতে থাকলো। আর আমরা ঐভাবে ছবি উঠতে থাকলাম।কিন্তু সাবধান, ওখানকার ক্যামেরাম্যানরা বিভিন্ন ধরনের স্টাইল দেখিয়ে অনেক গুলো ছবি তুলে ফেলে। পরে বলে এতগুলো ছবি হয়েছে এত টাকা দিতে হবে।তখন তারা এমন একটা এমাউন্ট বলে যে কেউ হতবাক হয়ে যায়।তাই সবাই খুব সতর্কতার সাথে ছবি ওঠবেন।
Device:Canon EOS 250D
প্রথমেই আমি সমুদ্রপাড়ের সামনে বালুর উপরে ছবি ওঠতে থাকলাম।প্রচন্ড রোদের তাপে বালু একদম গরম হয়ে গেছে, তাই ওখানে আমি ভালোভাবে ছবি ওঠতেই পারলাম না।তাই আমি বালুর উপর পবেশিক্ষণ ছবি না ওঠে সেখান থেকে চলে আসলাম।
Device:Canon EOS 250D
Device:Canon EOS 250D
সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম, সমুদ্রের পাড়ে যদি শুয়ে থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে না পারি তাহলে কি চলে।তাই আমি একটা চেয়ার ভাড়া নিলাম। প্রতি ঘন্টায় ৩০ টাকা করে।আমি সেখানে শুয়ে বসে কিছুক্ষণ ছবি ওঠার পর সেখানে আমি আমার বড় আপুকে বসে রেখে আমি সমুদ্রের পাড়ে গোসল করতে নামলাম।
Device:Canon EOS 250D
আমি তো সাঁতার পারি না সেজন্য আমি সমুদ্রে নামার আগে একটি টিউব ভাড়া করলাম।টিউবের ভাড়া ঘণ্টাপ্রতি ৫০ টাকা করে।টিউব ভাড়া করার পর আমি টিউবের সাথে কয়েকটি ছবি উঠলাম।
Device:Canon EOS 250D
অবশেষে আমি সমুদ্রের নোনা পানিতে নামলাম।অসংখ্য মানুষ সমুদ্রে গোসল করতে এসেছে।কত মানুষ হয়েছে তা গোনার মতো না।সমুদ্রে প্রচন্ড ঢেউ এর কারণে একজনের শরীরের সাথে আরেকজন ধাক্কা খাচ্ছে।তাই আমি খুব সতর্কতার সাথে সমুদ্রের পানিতে নামলাম।
Device:Canon EOS 250D
সমুদ্রে গোসল করতে এসেছি সমুদ্রের পানি দিয়ে খেলা না করলে হয় নাকি।তাই আমি প্রথমেই সমুদ্রে নেমে সমুদ্রের পানি দিয়ে খেলা করতে লাগলাম।আমার যে কতই ভালো লাগতেছিল তা মুখে বলে প্রকাশ করা সম্ভব না।
![]() | ![]() |
---|
Device:Canon EOS 250D
Device:Canon EOS 250D
Device:Poco X2
দীর্ঘ চার ঘণ্টা সমুদ্রের পানিতে থাকার পর আমি দুপুর তিনটার দিকে সমুদ্রের পানি থেকে উঠে আসলাম।হাজার হাজার মানুষ সমুদ্রে গোসল করতে এসেছিল তারা অনেকেই সমুদ্র থেকে উঠে হোটেলে যেতে থাকলো।৪ ঘন্টার মতো সমুদ্রের পানিতে থাকার পর আমারও ভালো লাগতেছিল না তাই আমি বাসায় চলে আসলাম।
Device:Poco X2
Device:Poco X2
Device:Poco X2
বাসায় গিয়ে ফ্রেশ পানি দিয়ে গোসল করলাম। গোসল করে দুপুরের খাওয়া-দাওয়া করে নিলাম।তারপর বিকেলবেলায় সমুদ্রের পারে আবার আসলাম। কারণ সন্ধ্যাবেলায় যদি সমুদ্রপাড়ের সূর্য অস্ত যদি নাই দেখতে পারি তাহলে সমুদ্রের পাড়ে এসে কি লাভ।আমি তো সূর্য অস্ত দেখতে এমনিতেই পছন্দ করি। আবার সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখতে তো আমার আরো বেশি ভালো লাগে।আমি এক ধ্যানের সমুদ্রের দিকে তাকিয়ে থাকলাম।এবং সূর্যাস্ত দেখতে থাকলাম। আস্তে আস্তে সূর্য সমুদ্রের ভিতর অস্ত যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পানির মধ্যে সূর্য মিশে যাচ্ছে।
Device:Poco X2
Device:Poco X2
আস্তে আস্তে সূর্য সমুদ্রের পানিতে মিশে গেল। সূর্য অস্ত গিয়ে চারপাশ লালচে আকার ধারণ করল।এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। অনেকেই তো এরকম একটি দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে এসে সমুদ্রের পাড়ে সূর্য অস্ত দেখে।সূর্য অস্তমিত যাওয়ার মুহূর্ত সম্পন্ন দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর যখন চারপাশ কালো হয়ে গেল তখন আমি আবার বাসায় ফিরে আসলাম।
Device:Poco X2
Device:Poco X2
বাসায় ফিরে এসে বড় আপু, দুলাভাই এবং তার পরিবারের সাথে অনেক আড্ডা এবং মজা করলাম।সবার সাথে বাসায় অনেকক্ষণ মজা করার পর রাত ১১ টার দিকে আমরা সবাই রাতের খাবার খেলাম।রাতের খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে রাত ১২ টার দিকে সমুদ্রের পাড়ে রাতের দৃশ্য উপভোগ করতে আসলাম।রাতের বেলায় সমুদ্রপাড়ের ভয়ঙ্কর গর্জন শুনতে আমার খুবই ভালো লাগে।তাই আমরা সবাই মিলে রাতের বেলায় সমুদ্রের ভয়ঙ্কর গর্জন শুনতে এবং আকাশে চাঁদ দেখার জন্য সমুদ্রের পাড়ে আসলাম।এছাড়া আরো দেখলাম অনেকে ফানুস উড়াচ্ছে।যা দেখে আরো বেশি ভালো লাগলো।সমুদ্র পাড়ে অনেকক্ষণ আমরা সবাই হাঁটাহাঁটি করার পর রাত দুই টার দিকে আমরা সবাই বাসায় ফিরে আসলাম।এভাবে সমুদ্রের পাড়ে একটা সম্পন্ন দিন অতিবাহিত করলাম।
Device:Poco X2
তো ঐদিন অনেকক্ষণ সমুদ্রের পানিতে থাকার ফলে আমি আবারো প্রচন্ড জ্বর এবং ঠান্ডা হয়ে অসুস্থ হয়ে গেলাম।ওষুধ খাওয়ার ফলে এবং আপুর সেবা-যত্ন করার ফলে আমি খুব অল্পসময়ের মধ্যেই আবার সুস্থ হয়ে উঠলাম।
ক্যামেরা | রেডমি পোকো x2 |
---|---|
ধরণ | ❝কক্সবাজার ভ্রমন❞ 🏖️🏝️ |
ক্যমেরা মডেল | Canon EOS 250D |
মেবাইল | Poco X2 |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ভাই কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে কিছু দিনের মধ্যেই। আপনার ভ্রমণকাহিনি পড়ে ও দেখে খুব ভালো লাগলো। কক্সবাজার যাওয়ার ইচ্ছা আরো প্রবল হলো। আপনি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিতো দেখছি দারুন একটা জায়গায় ঘুরে ফেলেছেন। আমি তো আপনার পুরো পোস্ট দেখতে দেখতে অবস্থা খারাপ। এত বড় পোস্ট করেছেন তার সাথে এত দারুন দারুন ফটোগ্রাফি। আসলে কক্সবাজারের জায়গার এত সুন্দর জায়গা আর কোথাও হতে পারেন। কক্সবাজার এত সুন্দর ফটোগ্রাফি করা যায় বলার বাহিরে। এত সুন্দর ভ্রমণকাহিনী শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটা খুব বড় হয়ে গেছে।আসলে কক্সবাজার গিয়েছিলাম তো তাই ছবি অনেকগুলো উঠেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসবের ভ্রমণকাহিনীর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুবই দর্শনীয় স্থানটিকে বেছে নিয়েছেন। কক্সবাজার পর্যটন কেন্দ্র হওয়ার কারণে অনেকেই সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করে। আর আপনি তো আপনার আপুর ফোন পেয়ে তার বাসায় গিয়েছেন। এবং সেইসাথে কলাতলী বিচে গিয়ে গোসল করার সাথে সাথে অনেক অনেক ফটোগ্রাফি করেছেন। আর সেই ফটোগ্রাফি গুলো আজ আপনার প্রতিযোগিতার অংশ হিসেবে কাজ করবে। খুবই ভালো লাগলো আপনার উৎসবের ভ্রমণকাহিনী পড়ে। আশা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সফল হবে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি জায়গায় ভ্রমন করেছেন। আমার কখনো যাওয়া হইনি কক্সবাজার। কিন্তু ইচ্ছা আছে যাওয়ার। কিন্ত একদিন অবশ্যই যাবো। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যেন খুব শীঘ্রই কক্সবাজার ভ্রমণ করতে পারেন সেই দোয়াই রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তুমি একা একাই গেলে আমাকে নিয়ে গেলে না। কক্সবাজার যাওয়া আমার স্বপ্ন আসলে তোমার টাইটেল দেখে যেতে দেখলাম বেশ মজা করেছো এবং কক্সবাজার তো অনেক ভালো লাগার মতো জায়গা।তোমার ছবিগুলো দারুন ভাবে ফুটে উঠেছে এবং সুন্দর সুন্দর দৃশ্য তুমি তো বেশ ভালো লাগলো। আশা করি খুব ভালো একটি পজিশনে থাকবে তুমি। শুভেচ্ছা রইল তোমার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর পরের বার গেলে তোমাকে নিয়ে যাবোনি বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ-পরবর্তী আনন্দ-উৎসব খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। আপনার কক্সবাজার ভ্রমণ দেখে খুব ভালো লাগলো। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত খুব সুন্দর ভাবে অবলোপন করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে। এত সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভ্রমণ কাহিনী টা বেশ দারুণ ছিলো ৷ অনেক মজার এবং দারুণ একটি জায়গায় ভ্রমণ করে এসেছেন ৷ এবং ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে ৷ আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অভিনন্দন জানায় উৎসবের ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার এই উৎসবের ভ্রমণ খুব সুন্দর হয়েছে। সমুদ্রপাড়ের অনুভূতি গুলো আসলে বলে প্রকাশ করার মতো না। আপনার ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে এত সুন্দর ভাবে আপনি তা আমাদের মাঝে তুলে ধরেছেন তা আসলে বলার ভাষা রাখে না। খুব চমৎকার সময় কাটিয়েছেন তার বলার অপেক্ষাই নেই। এত সুন্দর সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি আপু। মাস্তি আর মাস্তি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি অনেক সুন্দর সময় কক্সবাজার সমুদ্রসৈকতে কাটিয়েছেন। প্রতিটি ছবির দুর্দান্ত ছিল ভাইয়া। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ভ্রমণ কাহিনীর পোস্ট পড়ে। আপনার জন্য শুভকামনা রইল। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো।আসলেই বৃহতম সমুদ্র সৈকত কক্সবাজার বাজারে ঈদ উপলক্ষে, তাহলে তো কোন কথাই নাই। বেশ মজা করেছেন মনে হচ্ছে। টিউব ভাড়া ৫০ টাকা করে,জ্বর নিয়ে ও অনেক মজা করেছেন।ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশে সুন্দরতম জায়গা গুলোর মধ্যে কক্সবাজার অন্যতম। কক্সবাজার আমারও অনেক ভালো লাগে আমি তিন বার গিয়েছি এখানে আবারো যেতে ইচ্ছা করে। আপনি খুব সুন্দর ভাবে আপনার ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি কক্সবাজার চলে গেছেন।চারপাশের পরিবেশ তো অনেক সুন্দর লাগছে। আমি পুরো পরিবার সহ গত বছর কক্সবাজার গিয়েছি কক্সবাজারের সৌন্দর্যের মত এত সুন্দর আমার চোখে আর কোথাও পড়িনি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজা। এর সৌন্দর্য যে কতটা অসীম তা শুধু বাংলাদেশ পর্যন্ত নয় সারা বিশ্বের মাঝে খ্যাত।সমুদ্র সৈকতের প্রতিটি ফটোগ্রাফি এত চমৎকার দেখাচ্ছে যে আমার একটি করছে আমি এখনই উড়ে চলে যাই। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশের সুন্দর জায়গা গুলোর মধ্যে কক্সবাজার একটি। এখানে গেলে মন ভালো না হয়ে পারে না। মনে হচ্ছে আপনার ভালুক জ্বর। হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই চলে যায়। যাই হোক ঈদের পরে বোন দুলাভাইয়ের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলে সব ধরনের অসুখ পালিয়ে যায় 😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজার ভ্রমণে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাথা তুলে ধরেছেন খুবই ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ-কাহিনী আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত অসুস্থতা নিয়ে তারপরেও এত লম্বা সময় জার্নি করে গেলেন কিন্তু দেখে তো মনে হচ্ছে মজা ঠিকই করেছেন🤪।যাইহোক ফটোগ্রাফি গুলা দুর্দান্ত ছিল🖤।আর শুভেচ্ছা রইলো আপনার জন্য প্রতিযোগিতায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি জায়গায় যাওয়ার পরে কোনো অসুস্থতায় কিছুই মনে হয়না। মাস্তি আর মাস্তি। 🤘
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকদিন আগে গিয়েছিলাম। দারুন মুহুর্ত উপভোগ করেছিলাম খুব ভালো লাগে সমুদ্রের তীরে গেলে মনটা ভালো হয়ে যায় ।আপনার উপভোগ্য মুহূর্ত দারুন ছিল আপনার ভ্রমণ কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। আসলে কক্সবাজার জায়গাটা অনেক বেশি সুন্দর। আপনি এখানে আপনার দুলা ভাই এবং বোনের সাথে খুবই ভালো সময় কাটিয়েছেন তা কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ভ্রমণ কাহিনীর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলাম অনেক দিন হলো। সমুদ্রের কাছে গেলে সকল ক্লান্তি, অবসাদ দূর হয়ে যায়। অনেক ফ্রেশ লাগে সেখানে।
কন্টেস্ট এ অংশগ্রহণ করার লক্ষ্যে আপনি ঈদ পরবর্তী সমুদ্র সৈকত এ ভ্রমণ এর কাহিনি টি অনেক সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ভ্রমণের ফটোগ্রফি দেখতে পেলাম। তবে এই গরমের সময়ে কক্সবাজার কখনো যাওয়া হয়নি। কারণ গরমে নাকি তেমন একটা মজা হয় না। তবে আপনাদের কে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে মজা করে, তারপর ফিরে এসেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ঠান্ডা থেকে সুস্থ হয়ে কক্সবাজার ভ্রমণ এককথায় দারুণ। ভ্রমণের জন্য সমুদ্র বীচ এর চেয়ে আর ভালো কী হতে পারে। দারুণ উপভোগ করেছেন কক্সবাজার ভ্রমণটা। বিশেষ করে শনিবার সকালের প্রথম ছবিতে আকাশ এবং বালুচর যেন একই রুপ ধারণ করেছে। কিছু ছবি ক্যামেরার এবং কিছু ছবি আবার ফোন দিয়ে তোলা। সবমিলিয়ে অসাধারণ। হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা। অসাধারণ ছিল আপনার উৎসবের ভ্রমণটা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা গিয়েছি কিন্তু কক্সবাজার যাওয়া হয়নি। উৎসব মূখর পরিবেশে সমুদ্রের পারে কিছু মূহুর্ত ভালই ছিল। সমুদ্র মানেই তো বিশালতা। আমার ছোট্ট অভিজ্ঞতায় যা পেয়েছি সেটি হল এই বিশালতার সামনে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়েছিল। সত্যি খুবি সুন্দর একটি স্থানে আপনি ভ্রমন করেছেন। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরের বর্ণনাকে সুন্দর দিয়েই বলতে হয় সুন্দর ভাষাই কইতে হয়, সুন্দর করে লিখতে হয়, হাতে সুন্দর করে দেখতেও হয়, তা না হলে সুন্দর এর বর্ণনা, কি করে জাগবে। আমি মন্তব্য থেকে পিছু হটে গেলাম। দোয়া করি বিচারকেরা আপনার পোষ্টের রায় দেউক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতার জন্য আপনি দারুন একটি পোস্ট করেছেন ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনা টা ছিল খুব অসাধারণ। আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে প্রতিযোগিতায় কিছু একটা হবে না আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ভাইয়া। যদিও আপনি ঈদের দুদিন আগে থেকে অসুস্থ ছিলেন তারপরও ঈদের দিনে কক্সবাজার ভ্রমণ করতে চলে গেলেন ঘটনাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে সত্য কথা বলতে এমন সুযোগ বারবার আসেনা আর যখনই আসে আমাদের সেগুলো কে মিস করা ঠিক না। আপনি খুবই সুন্দর ভাবে সুযোগের সদ্ব্যবহার করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের সব থেকে দৃশ্যমান জায়গা হলো কক্সবাজার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভ্রমনে আসে।তবে আফসোস দেশে থেকেও এখনো সেখানে ভ্রমন করতে পারি নাই।আপনার ভ্রমন টা দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ঈদের সময় এমনিতেই অনেক আনন্দ হয় তার মধ্যে আপনি আবার কক্সবাজার গিয়ে মনে হচ্ছে এই আনন্দটা কে আরো বাড়িয়ে তুলেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কক্সবাজারের মত এমন জায়গায় গেলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। আমিও একবার সেখান থেকে ঘুরে এসেছি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে কক্সবাজার একটি। আমার কাছে সেখানে অনেক ভাল লাগে। সেখানকার কফি খেতে খুবই ভালো লাগে। আপনার মধ্য রাতের অন্ধকারের দৃশ্য অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit