আমার মুঠোফোনের পুরোনো অ্যালবাম ঘেঁটে আজ আপনাদের জন্য কিছু বিশেষ মুহূর্ত তুলে এনেছি। ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি আমার আলাদা টান। ক্যামেরার লেন্সে বন্দী করা প্রকৃতির রং কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ কিছু বিষয়কে অসাধারণ করে তোলার এই যাদু আমাকে সবসময় মুগ্ধ করেছে। এক বছর আগেও আমি যেখানে-সেখানে, যা পেতাম, তার ছবি তুলে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করতাম।কিন্তু ইদানীং ব্যস্ততার চাপে আর আগের মতো ফটোগ্রাফি করা হয়ে ওঠে না। সময় যেন ধীরে ধীরে আমাদের শখগুলোকে দূরে সরিয়ে দেয়।আগে যেখানে ফটোগ্রাফি করতে করতে সময় কেটে যেত, এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে পড়াশোনা আর দায়িত্ব।
তবুও পুরোনো ছবিগুলো দেখলে সেই মুহূর্তগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে।আমার পুরাতন ছবির অ্যালবাম থেকে আজকে আপনাদের মাঝে কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলা আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে ফটোগ্রাফি গুলো এবার উপভোগ করি...
গত বছরের জুলাই মাসে তোলা এই দুটি ছবি আমার নানির বাড়ির স্মৃতি বহন করে। নানির বাড়ি একদম গ্রামের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন তার সমস্ত রূপ মেলে ধরে। বাড়ির সামনেই বিস্তীর্ণ ফসলের জমি এবং তার পরেই সবুজে ঘেরা বিল। নানির বাড়িতে গেলে আমরা সব ভাই-বোন আর মামা-মামী মিলে সেই বিলে সময় কাটাই।বিলের মাঝ দিয়ে বড় বড় বিদ্যুতের টাওয়ার চলে গেছে, যা প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এক ভিন্ন রূপ এনে দেয়। চারপাশে কেবল সবুজের সমারোহ আর শান্তির এক অপূর্ব মেলবন্ধন। এই ছবিগুলো তোলার সময় মন ভরে গিয়েছিল এই সৌন্দর্য উপভোগ করে। নানির বাড়ির এই বিল প্রকৃতির এক নিখুঁত স্বর্গ, যা যে কারোর মনকে মুহূর্তেই মোহিত করবে।
Device:Samsung A33 (5G)
গত বছর কুরবানির ঈদের আগে সিরাজগঞ্জ রোড থেকে তোলা এই দুটি ফটোগ্রাফি। আমি সেখানে আমার ছোট কাকার জন্য অপেক্ষা করছিলাম, যিনি পাবনা থেকে আসছিলেন। সেদিনের আকাশটা ছিল সত্যিই অসাধারণ-নীল আকাশের বুকে ভাসমান সাদা মেঘ যেন প্রকৃতির এক অনন্য উপহার। এই মনোমুগ্ধকর আকাশ দেখেই আমার মন একদম ভরে গিয়েছিল। প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হয়ে অনেকক্ষণ বসে আকাশের এই অপরূপ দৃশ্য উপভোগ করেছিলাম। সেই মুহূর্তগুলো ধরে রাখতে মুঠোফোনে কয়েকটি ফটোগ্রাফিও তুলেছিলাম। প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো আজও আমাকে সেই সময়ের শান্তি আর প্রশান্তির কথা মনে করিয়ে দেয়।
Device:Samsung A33 (5G)
এই দুটি ছবি প্রায় দুই বছর আগে তোলা। একদিন শহরের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে নীল আকাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। হঠাৎ আকাশের একপাশে চোখ পড়ল-দেখি, আকাশে চাঁদ! কিন্তু সময় তখন সকাল ১২টা। দিনের বেলায় আকাশে চাঁদ দেখে আমি সত্যিই বিস্মিত হয়ে গিয়েছিলাম।ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও সেই মুহূর্তটা খুবই আকর্ষণীয় ছিল। এরপর থেকেই খেয়াল করেছি, দিনের বেলায় চাঁদ ওঠার দৃশ্য প্রকৃতির একটি সাধারণ, কিন্তু মুগ্ধকর রূপ। সেই স্মরণীয় মুহূর্তটি ফোনে ধারণ করেছিলাম, যা আজও আমাকে সেই বিস্ময় ও মুগ্ধতার অনুভূতি ফিরিয়ে দিল।
Device:Samsung A33 (5G)
Device:Samsung A33 (5G)
এই ছবিটি তোলা হয়েছিল করোনা লকডাউনের সময়, যখন আমি গ্রামে দীর্ঘদিন ছিলাম। আমার গ্রামের এই জায়গাটি আমার কাছে সবচেয়ে প্রিয়। লকডাউনের সময় যখন কোথাও যাওয়ার সুযোগ ছিল না, আমরা গ্রামের ছোট-বড়, এমনকি বয়স্ক লোকেরাও এই বট গাছের নিচে বসে সময় কাটাতাম। সকাল, দুপুর, এমনকি রাত এগারোটা-বারোটা পর্যন্ত আমরা এখানে গল্প করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লেই এক অদ্ভুত শান্তি আর স্মৃতির জোয়ার বয়ে যায়। বট গাছের সামনের বিশাল পুকুর থেকে আসা ঠাণ্ডা মিষ্টি বাতাস আমাদের আরও বেশি আকর্ষণ করত। এই জায়গাটি আমাদের গ্রামের মানুষের জন্য এক মিলনস্থল হয়ে উঠেছিল। লকডাউনের সময় এখানে বসেই আমরা গ্রামের মানুষের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি করেছিলাম। এই জায়গাটি আমাদের গ্রামবাসীর জন্য সত্যিই অনেক বিশেষ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "পুরাতন ছবির অ্যালবাম থেকে সাতটি ফটোগ্রাফি" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই পুরাতন অ্যালবামের ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত ছিল ভাইয়া। আকাশের সুন্দর চিত্র আপনার ক্যামেরায় ধরা পড়েছে। এজাতীয় প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করে থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার শেয়ার করা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো প্রাকৃতিক দৃশ্যের। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। যাইহোক, আপনার পুরনো অ্যালবামের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্ৰাফী বেশ দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি অনেক গুলো দেখার মত সুন্দর সব ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। এমন দেখার মত বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমি অনেক পছন্দ করি। তবে বেশি ভালো লেগেছে আকাশের সুন্দর চিত্র ফসলের মাঠ ইত্যাদি। যেন বৈচিত্র্যময় সুন্দর্য ধরা পড়েছে এই পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো অ্যালবাম থেকে দারুন ফটোগ্রাফি গুলো আপনি বাছাই করে শেয়ার করলেন। এত সুন্দর ফটোগ্রাফি আপনি ফোনের গ্যালারিতে জমা করে রাখলেন। তবে অনেক ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে। নীল আকাশের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার এই চমৎকার ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। আজকে আপনি বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে এসেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফোটোগ্রাফির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে গেলাম। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। নীল আকাশের সৌন্দর্য খুবই দারুণ। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের শেয়ার করা বেশিরভাগ ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্যের, যা সত্যিই বেশ মনোমুগ্ধকর। প্রাকৃতিক দৃশ্যের ছবি সাধারণত বেশি আকর্ষণীয় হয়, তাই না? আপনার পুরনো অ্যালবামে থাকা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিগুলো দেখে খুব ভালো লাগলো। প্রতিটি ছবি যেন এক একটি শিল্পকর্ম, নিঃসন্দেহে অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আকাশ নীল থাকলে বোধহয় সব ছবি দেখতে অসাধারণ লাগে। আপনার আজকের পোস্ট করা প্রতিটি ছবিতেই আকাশগুলো যেন চোখে পড়ার মতো নীল। এবং ছবিগুলো প্রত্যেকটাই দেখতে ভালো লাগছে তবে আমার সবথেকে ভালো লেগেছে ইলেকট্রিক খুটি সমেত আকাশের ছবিটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আজকের জীবনে ফটোগ্রাফি কতটা সোজা হয়েছে তা বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি গুলো দেখলে বোঝা যায়। আমাদের শৈশবকালে কিন্তু ফটোগ্রাফি এতটা সচরাচর দেখতে পেতাম না। কিন্তু মানুষ এখন তার স্মৃতিগুলো খুব সুন্দরভাবে তাদের নিজেদের মোবাইল ফোনে বন্দি করে রাখে। আজ আপনি কিন্তু দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে অ্যালবাম যতই পুরনো হোক না কেন স্মৃতিগুলো সব সময় আমাদের কাছে নতুন মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা সময় থাকে যখন নিজের উপর কোনো দায়িত্ব থাকে না। তখন যেখানে খুশি সেখানে যাওয়া যায় আর বিভিন্ন মুহূর্ত উপভোগ করা যায়। কিন্তু যখন দায়িত্ব চলে আসে তখন সেই মুহূর্তগুলো স্মৃতি হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো তারই উদাহরণ। আপনার মোবাইলের পুরোনো অ্যালবাম থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। গ্ৰামীণ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি তুলে খুব সুন্দর একটি অ্যালবাম তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে ফটোগ্রাফির প্রতি আপনার কি রকম পরিমাণের আসক্তিতা রয়েছে। সেই সাথে করোনা কালীন সময়েরও ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফি পোস্ট টি দেখে মনে হচ্ছে কোনো প্রকৃতির সৌন্দর্যে ডুবে রয়েছি আমি। প্রতিটা ফটোগ্রাফির মধ্যেই প্রকৃতির চরম সৌন্দর্য ফুটে উঠেছে। সেইসাথে বর্ণনাগুলো খুবই সামঞ্জস্যপূর্ণ হয়েছে। সবমিলিয়ে আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট দুর্দান্ত হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন তার মধ্যে নীল আকাশ আর সবুজ গাছের কম্বিনেশনে যে ফটোগ্রাফি গুলো রয়েছে সেগুলো বেশি ভালো লেগেছে। পুরনো অ্যালবাম থেকে গত বছরের ক্যাপচার করা বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। মুঠোফোনের সাহায্যে চমৎকার এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি সত্যিই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনার প্রতিটি ছবির অ্যাঙ্গেল এবং কোয়ালিটি অনেক ভালো। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম পুরাতন ছবি আমার কাছেও অজস্র রয়েছে। যেগুলো মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনি দেখছি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আকাশের সৌন্দর্য যেটা খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন ।অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা পুরনো অ্যালবামের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। ভীষণ সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে নীল আকাশের অসাধারণ সুন্দর ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা সব গুলো ছবিই অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরাতন অ্যালবাম থেকে সাতটি দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন যা মুগ্ধ করার মতোই ছিল।প্রকৃতির সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে।আকাশ দেখতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি অনেক সুন্দর করে ছবি গুলো।তুলেছেন।প্রকৃতির অপরুপ চিত্র আপনার ছবির মধ্যে আর সুন্দর হয়ে উঠেছে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে ফোনের পুরানো অ্যালবাম ঘাটলে এইরকম দারুণ সব ছবি পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ভাই। প্রথমটা চমৎকার লেগেছে আমার কাছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit