বর্ষার শেষে কোন এক দিনে,তারিখ ঠিক এখন আমার মনে নাই। সেদিন এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল।বিকেল ৪ টা থেকে এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। যথা সময়ে দুই দল ফুটবল মাঠে এসে উপস্থিত হয়েছিল।আসলে ফুটবল মাঠ বলতে গ্রামের চড়ার মধ্যে বড় একটি ক্ষেতে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।সেখানে এসে যথা সময়ে আমরা উপস্থিত হয়েছিলাম।ফুটবল খেলার রেফারিং এর দায়িত্বে ছিলন আমাদের গ্রামের সবচেয়ে ভালো খেলোয়াড় কুদ্দুস কাকা।এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নলকা গ্রামের চেয়ারম্যান সিদ্দিক কাকা।আমাদের দলের গোলকিপার হিসেবে ছিল আমার চাচাতো ভাই শফি,আর ক্যাপ্টেন ছিলেন আমার ফুফাতো ভাই আরিফ ভাই।আমাদের দলটি অনেকটা আমাদের আত্মীয়দের নিয়ে করা হয়েছিল। কারণ দলে আমার সব চাচাতো, ফুফাতো ভাইরা ছিল আর আমার কিছু বন্ধু ছিল।আমরা সবাই এক দলে ছিলাম তাই আমাদের অনেক ভালো লাগতে ছিল। আমরা অনেক খুশি ছিলাম।এবং খুব মনোযোগ দিয়ে আমরা খেলার জন্য খেলার মাঠে উপস্থিত হয়েছিলাম।আমাদের একটাই উদ্দেশ্য ছিল যেভাবে হোক আমরা এই ম্যাচ জিতবই।বিকেল চারটা বাজার একটু আগে রেফারি মাঠের মাঝখানে ফুটবলটির রাখলেন।এবং চারটা বাজার সাথে সাথে রেফারির বাঁশি বাজানোর মধ্য দিয়ে ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছিল।শুরু হয়ে গেল গ্রামের কাদামাখা কৃষি জমিতে ফুটবল ম্যাচ।
শুরু থেকেই আমরা অনেক ভালো খেলতে ছিলাম।ভালো খেলতে খেলতে প্রতিপক্ষ টিমের এক বড় ভাই ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় আমাদের জালে তারা গোল দিয়ে বসল।আমাদেরকে গোল দিয়ে তারা উল্লাসে মেতে উঠল।আমরা পিছিয়ে গেলাম ০-১ গোলে।একটি গোল খাওয়ার পরে আমরা আরো ভালোভাবে খেলা শুরু করলাম। আমরা ডিফেন্সের দিক বেশি মনোযোগ দিলাম এবং এটাকিং মোডে বেশি করে যাচ্ছিলাম।ম্যাচের ২০ মিনিটের মাথায় আমাদের টিমের একটি গোলের সুযোগ হয়েছিল। কিন্তু আমাদের টিমের ক্যাপ্টেন আরিফ ভাই সেই গোলটি করতে ব্যর্থ হয়েছিল।এরপর আমরা আরও অ্যাটাকিং মোডে গেলাম।এক পর্যায়ে আমাদের দলের ক্যাপ্টেন আরিফ ভাই বল কাটাতে কাটাতে প্রতিপক্ষ গোলবারের সামনে আমাকে বল পাছ দিল।সাথে সাথে আমি বলে শর্ট দিয়ে একটি গোল করে ফেললাম।আমি গোল করে উল্লাসে মেতে উঠলাম।এত বড় একটি ম্যাচে আমি গোল করতে পেরে অনেক ভালো লাগলো।১-১ গোলের সমতা নিয়ে আমাদের প্রথমার্ধের খেলা শেষ হল।১৫ মিনিট বিশ্রাম নেওয়ার পর শুরু হয়ে গেল দ্বিতীয় আর্ধের খেলা। দ্বিতীয় আর্ধের শুরুতেই আমাদের দলের রকি ভাই প্রতিপক্ষ জালে আরো একটি গোল দিয়ে দিল।এর মধ্য দিয়ে আমরা ২-১ গোলে এগিয়ে গেলাম।এরপর আমরা ২০ মিনিট দুই দলই অনেক ট্রাই করেছি গোল দেওয়ার জন্য,কিন্তু কোন দলই গোল করতে পারেনি।ম্যাচের শেষের দিকের সময়টা অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়।এই উত্তেজনাপূর্ণ সময় আমাদের দলের ক্যাপ্টেন আরিফ ভাই দুর্দান্ত খেলার মধ্য দিয়ে প্রতিপক্ষের জালে আরও একটি গোল করে বসল।এর মধ্য দিয়ে আমরা ৩-১ গোলে এগিয়ে গেলাম।এরই মধ্য দিয়ে আমাদের টিম নলকা কিংস জয় লাভ করল।আমাদের টিমের খেলোয়াড়াসহ আমাদের পাড়ার লোকেরা আনন্দে মেতে উঠল।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Twitter Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্মৃতি জাগানীয়া সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনার লেখা পড়ে ছোট বেলার অনেক কথা মনে পড়ছে। কর্দমাক্ত মাঠে ফুটবল খেলে আপনারা জিতেছেন এবং সে জয়ে আপনি এক গোল করেছেন। অবশ্যই ভাল লাগার। দশ বছর আগের হলেও এসব স্মৃতি ভোলা যায়না। শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রায় দশ বছর আগে ঘটে যাওয়া আপনাদের গ্রামের এই ফুটবল ম্যাচের কথা জেনে বেশ ভালো লাগলো ভাই। কৈশোর জীবনে আমিও বৃষ্টির সময়টাতে এরকম অনেক ফুটবল ম্যাচ এনজয় করেছি । আপনার এই ঘটনাটি পড়ার সময় সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল । এই ম্যাচটিতে শেষ পর্যন্ত যে আপনারাই বিজয়ী হয়েছিলেন সেটা জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit