আজ আমি আবারও আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়েছি। কবিতা আবৃত্তি আমার জন্য এক অনন্য অনুভূতি, যা মনকে গভীরভাবে স্পর্শ করে। কবিতার শব্দগুলোর ভেতর দিয়ে অনুভূতি প্রকাশ করা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।আজকের আবৃত্তির জন্য আমি বেছে নিয়েছি আমাদের সকলের প্রিয় @hafizullah ভাইয়ের লেখা একটি আবেগময় কবিতা "তোমার সঙ্গতায় আমি"। তাঁর লেখা কবিতাগুলো বরাবরই হৃদয়ের গভীরে পৌঁছে যায়, বিশেষ করে আবেগভরা কবিতাগুলো। প্রতিটি শব্দ, প্রতিটি পঙ্ক্তির মধ্যে এক গভীর ভালোবাসা, অনুভূতি ও স্মৃতির ছোঁয়া রয়েছে, যা মন ছুঁয়ে যায়।
এই কবিতাটিও তেমনই অনুভূতির এক মায়াবী জগৎ, যেখানে প্রেম, অভিমান, ভালোবাসা আর একাকিত্বের গল্প লুকিয়ে আছে। আমি নিশ্চিত, এই কবিতা শুনলে আপনাদের মনেও আবেগের ঢেউ জাগবে। চলুন, একসঙ্গে হারিয়ে যাই কবিতার আবেগময় ভুবনে...
কবিতা : তোমার সঙ্গতায় আমি
কবি : @hafizullah ভাই
কবিতা আবৃত্তি : @mohamad786
চলতে চলতে হঠাৎ যদি
তোমার সাথে হয়ে যায় দেখা,
হাসির যাদুতে কি তুমি
নিঃশেষ করে দিবে হৃদয়ের ব্যথা?
বলতে বলতে হঠাৎ যদি
থেমে যায় আমার মুখের কথা,
স্পর্শের ছোঁয়াতে কি তুমি
চঞ্চল করে দিবে স্পন্দনের মাত্রা?
তুমি ছাড়া আমি বড্ড বেশী নিস্তেজ
চঞ্চলতা হারিয়েছি অন্ধকারের গভীরে,
তুমি ছাড়া আমি বড্ড বেশী নির্জীব
ব্যাকুলতা হারিয়েছি হতাশার অভিমুখে।
হাসতে হাসতে হঠাৎ যদি
ভুল করে জড়িয়ে ধরি তোমায়,
আবেগের মমতায় কি তুমি
আগলে নেবে তোমার বুকে আমায়?
হৃদয়ে হৃদয়ে হঠাৎ যদি
ঝড় উঠে আকুলতার বিমল জোয়ারে
ভালোবাসার কোমলতায় কি তুমি
ভাসিয়ে নেবে মুগ্ধতার শেষ কিনারে?
তোমার সঙ্গতায় আমি চঞ্চল বিদ্রোহী
নিস্তেজতা হারিয়ে হই উল্লাসী,
তোমার মুগ্ধতায় আমি বিমল বিলাসী
অন্ধকার মারিয়ে হই বিজয়ী।
কবিতা আবৃত্তি:-
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই, সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাই ঠিক ভাই, আপনার আবৃত্তি শুনে আমার হৃদয়ে এবং মনে আবেগের ঢেউ তৈরি হয়ে গেলো। আপনি ঠিকই বলেছেন হাফিজুল্লাহ ভাইয়ের কবিতা গুলি বরাবরই মনের গভীরে পৌছায়। সেই সাথে আপনার আবৃত্তি ও মনের গহীনে জায়গা করে নিলো। একেবারে মন জুড়ানো আবৃত্তি করেছেন। হাফিজুল্লাহ ভাইয়ের লেখা তোমার সঙ্গতায় আমি কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আবৃত্তি শুনে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি, তা শুনে আমার মন ও হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। আপনি যা বলেছেন, তা একদম সঠিক হাফিজুল্লাহ ভাইয়ের কবিতা সবসময়ই আমাদের মনের গভীরে প্রবেশ করে। আর আপনার আবৃত্তি যেন সেই কবিতার প্রতিটি শব্দের মধ্যে প্রাণ এনে দিলো।হাফিজুল্লাহ ভাইয়ের লেখার সঙ্গে আপনার আবৃত্তি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাফিজ উল্লাহ ভাইয়ের এই কবিতাটি কয়েকদিন আগে পড়েছিলাম আমি। কবিতাটি বেশ সুন্দর। আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতা আবৃত্তি৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে কবিতা আবৃত্তি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পেলাম৷ ভবিষ্যতে আরো এরকম অসাধারণ কিছু আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit