আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম এক গুচ্ছ অনু কবিতা নিয়ে, যা বিভিন্ন বিষয়ে লেখা। কবিতা আমার অনুভূতির এক বিশেষ প্রকাশ, যেখানে আমি নিজের ভাবনা ও মনের কথা সহজ ও সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। জীবনের নানা দিক, যেমন ভালোবাসা, প্রকৃতি, সময়, মানুষ এবং তাদের পরিবর্তন—এসব বিষয় নিয়ে এই কবিতাগুলো লেখা হয়েছে। প্রতিটি কবিতার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি একটি বিশেষ অনুভূতি বা ভাবনা ছড়িয়ে দিতে, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। কবিতা লেখার মাধ্যমে আমি নিজের মনের অস্থিরতা, আনন্দ এবং দুঃখের নানা রঙের প্রকাশ ঘটাতে চেয়েছি। আশা করছি, এই অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে শুরু করি...
মোঃ ফয়সাল আহমেদ
কোথায় হারালে বলো পাবো তোমায়,
কোথায় খুঁজলে বল পাবো তোমায়,
তোমাকে ছাড়া আমি তাল মাতাল,
পথ চেয়ে থাকি তোমার খোঁজে।
যত দূরেই যাও, কোথায় হারাও,
আমার হৃদয়ে তোমারই আলো।
এ পথের মাঝে আমি অপেক্ষা করি,
একদিন তুমি আসবে, আশায় থাকি।
ভালোবাসা মানুষকে হাসায়,
ভালোবাসা মানুষকে কাঁদায়,
হাসি কান্নার মাঝে যেন ভালোবাসা,
ভালোবাসা যেন এক রহস্য ঘেরা।
অন্তরে আঁধার, আবার আলো,
ভালোবাসা যেন এক অদ্ভুত চলা,
হৃদয়ে বাসে শান্তি আর দুঃখ,
তবুও ভালোবাসা সবার জন্য সুখ।
প্রকৃতির মাঝেই খুঁজে পাই সুখ,
প্রকৃতির মাঝেই যত শান্তি,
তাইতো প্রকৃতির মাঝে
লুকিয়ে থাকে ভালো থাকার মন্ত্র।
পাহাড়, নদী, বৃক্ষের ছায়া,
সবই যেন শান্তির গান গায়।
প্রকৃতির মাঝে হারিয়ে গেলে
মন পায় এক অমল আনন্দের বেলা।
সময় বদলায়, অবস্থান বদলায়,
পরিস্থিতি বদলায়,
সেই স্রোতে বদলে যায় মানুষও,
বদলে যায় মানুষের স্বভাব।
যখন থাকে সুখ, তখন হাসি,
দুঃখে বদলে যায় চেহারা,
এভাবেই সময়ের স্রোতে,
বদলে যায় মানুষের মনোভাব।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতাগুলি দারুন লিখেছেন ভাই। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে লেখার জন্য পড়তে আরও বেশি ভালো লাগতেছে। ভালোবাসা, প্রকৃতির রূপ এবং সময়ের পালাবদল সহ ভিন্ন ভিন্ন অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। অনু কবিতার লাইন গুলি দারুন ছিল। সব মিলিয়ে আপনার প্রত্যেকটি অণু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। একদম ঠিক বলেছেন, ভালোবাসা মানুষকে হাসায় আবার সেই ভালোবাসায় মানুষকে কাঁদায়। কথাটির সাথে আমি একেবারেই একমত। বাকি অনু কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। ভালোবাসা কেন্দ্রিক সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে আপনি অনেক সুন্দর করে প্রতিটা অনু কবিতা লিখেছেন। আমার কাছে কবিতা লিখতে এবং কবিতা পড়তে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে সবগুলো অনু কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বেশ সুন্দর সুন্দর চারটা কবিতা লিখেছেন আমার মত। তবে আপনার লাস্টের কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম বাস্তব কথাকে কেন্দ্র করে লেখা আপনার কবিতার লাইন। একদম সত্য কথা তুলে ধরেছেন এই কবি। অনেক ভালো লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে এই কবিতা গুলো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর এই একগুচ্ছ অণুকবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একটা ভালো মাধ্যম। সজন আপনার কবিতাগুলো সবার থেকে অন্যরকম হয়ে এবং কথাগুলো দারুন হয়। আজকেও তোর ব্যাচ একটু নয় আপনার অনু কবিতাগুলো পড়ে আমার মন ভালো হয়ে গেল। প্রশংসা করে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit