❝কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস❞ By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস নিয়ে হাজির হয়েছি। এখন তো আমাদের আশেপাশের শুধু কাঁচা আম আর কাঁচা আম। কাঁচা আমে ভরপুর হয়ে গেছে আমাদের চারপাশ। কাঁচা আম দিয়ে মানুষ অনেক কিছু তৈরি করে। তার মধ্যে কাঁচা আমের জুস অন্যতম। খুব অল্প মানুষই পাওয়া যাবে যারা কাঁচা আমের জুস পছন্দ করেনা। আমি কাঁচা আমের জুস খেতে খুব পছন্দ করি। তাই আজকে আপনাদের মাঝে কাঁচা আমের জুস তৈরি করার পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।আমি যেভাবে খুব অল্প সময়ের মধ্যে কাঁচা আমের জুস বানিয়েছি, যে সকল পদ্ধতি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।চলুন তাহলে শুরু করা যাক।

IMG_20220513_142253.jpg

প্রয়োজনীয় উপকরণ
উপাদানপরিমাণ
কাঁচা আম৪টি।
কাঁচা মরিচ২টি (ছোট)।
চিনিপরিমাণমতো।
পানিপরিমানমতো।
IMG_20220513_182916.jpg

প্রথমেই আমি গাছ থেকে চারটি আম পেড়ে ছোট ছোট টুকরা করে কাটালাম।আমগুলো কাটার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।

IMG_20220513_182929.jpg

আমি কাঁচা আমের ঝাল ঝাল জুস খেতে পছন্দ করি। তাই আমি ছোট ছোট দুটি মরিচ নিলাম।

IMG_20220513_182947.jpg

এবার আমগুলো ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম।

IMG_20220513_183003.jpg

এরপর ব্লেন্ডারের মধ্যে পরিমাণমতো পানি দিলাম।

IMG_20220513_183128.jpg
IMG_20220513_183142.jpg

তারপর এরমধ্যে পরিমাণমতো চিনি দিলাম।

IMG_20220513_183115.jpg

অল্প কিছু সময় ব্লেন্ডিং করতে থাকলাম।

IMG_20220513_183155.jpg

অল্প কিছু সময় ব্লেন্ডিং করার পর প্রস্তুত হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল জুস ।

উপস্থাপন👇
IMG_20220513_183257.jpg
আমি আজ আপনাদের মাঝে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস বানিয়ে উপস্থাপন করলাম।কাঁচা আমের যে জুসটি আমি বানিয়েছি, এই জুসের মধ্যে তিন ধরনের স্বাদ পাওয়া যাবে। অর্থাৎ টক-ঝাল-মিষ্টি সব ধরনের স্বাদ এই জুসের মধ্যে পাওয়া যাবে।কাঁচা আমের এই জুস খেতে আমি খুবই পছন্দ করি । আশাকরি আপনাদের সবার আমার জুস বানানোর পদ্ধতি অনেক ভালো লেগেছে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20211206_131715.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে❤️🌹🥰

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও আমি কখন কাঁচা আমের জুস খাই নি।আজ প্রথম দেখলাম। আপনি অনেক সুন্দরভাবে আমের জুস তৈরির পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন যা আমার খুবই ভালো লাগলো। আপনার এই জুস মনে হয় অনেক সুস্বাদু হয়েছে।

ওয়াও দারুণ আমার খুব প্রিয় একটি জুস তৈরি করেছেন আপনি। কাঁচা আমের জুস মানুষের মুখের রুচির পরিবর্তন করে। আর খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রচুর শুনেছি,, তবে এর আগে কখনো খাওয়া হয়নি।দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে।সাথে ফটোগ্রাফিও চমৎকার হয়েছে আর উপস্থাপনাও ভালো ছিল।
শুভ কামনা রইলো

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে ভাই। আমার বাসাতেও কাঁচা আমের টক মিষ্টি জুস তৈরি করা হয় তাতে কোনো প্রকার ঝাল দেয়া হয় না। আপনার জুস তৈরির পদ্ধতি টি দেখে বুঝতে পারলাম কাঁচা মরিচ দিয়ে যেহেতু জুস তৈরি করেছেন সেহেতু কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে এই জুসে। তাই কাঁচা আমের জুসে স্বাদের মাত্রাটাও ভিন্ন রকমের হবে। সুস্বাদু কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয়। কারণ আমরা প্রায়ই এটি তৈরি করে থাকি। বেশিরভাগ দুপুর বেলা খাওয়ার জন্য রেডি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আপনি খুব সুন্দর করেই তৈরি করেছেন।

আমের জুস বেশ পুষ্টিকর এবং এ রমজানে অনেকবার খেয়েছি কাঁচা আম দিয়ে জুস বানিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাঁচা আমের জুস রেসিপি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

ঠিকই বলেছেন ভাইয়া আমের সময় হলে চারিদিকে শুধু কাঁচা আম আর কাঁচা আমই দেখা যায়। আপনি কাঁচা আম দিয়ে খুবই সুন্দর ভাবে টক ঝাল মিষ্টি শরবত তৈরি করেছেন। আমি আম কুড়িয়ে জুস বানিয়ে খেয়েছি তবে কখনো কাঁচা আম দিয়ে এভাবে জুস তৈরি করে খাওয়া হয়নি। কাঁচা আমের জুস তৈরির এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস আমিও এর আগে তৈরি করেছি আসলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। প্রথমে বলবো ভাই আপনার এই জূসটি দেখে তো জিভে পানি ধরে রাখতে পারলাম না, এগুলো অবশ্য একটু লোভনীয় রেসিপি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

আপনি কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুসের রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুসটি খুবই চমৎকার হয়েছে ।এই গরমে এ ধরনের জুস খেলে বেশ ভালই লাগে। খুবই সুন্দর করে আপনি জুসটি তৈরি করেছেন এবং রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস তৈরি করেছেন দারুন হয়েছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন, সত্যি দেখে ভালো লাগলো।

কাচা আম জুস করে খাওয়া হয়নি। কাচা আম ভর্তা খেতেই বেশি ভাল লাগে আমার কাছে। লবণ দিয়ে কাচা আম খেতে আরেক ধরনের মজা আছে।
যাইহোক এই জুসটি বানিয়ে খেতে হবে একদিন। আইডীয়াটি দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই। ভালবাসা নিবেন।

কাঁচা আমের জুস আমি আজও কখনো খাইনি বিশেষ করে হাতে তৈরি করে তো কখনো খাওয়াই হয়নি। আপনি আমাদের মাঝে অনেক ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হবে। আপনার প্রতি শ্রদ্ধা রইলো ভাইয়া আমাদের মাঝে এমন ইউনিক একটা রেসিপি উপস্থাপন করার জন্য।

কাচা আমের শরবত আমারও খুব ভালো লাগে খেতে। কয়েকদিন আগেই খেয়েছিলাম। আপনার শরবত টি খুবই লোভনীয় লাগছে। কালার টা খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। বিশেষ করে সর্বশেষ ফটোগ্রাফি টি খুব দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় শরবত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি কথা বলতে পারি আপনার জুসের রেসিপি দেখে মনটা যেন জুড়িয়ে গেল। কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। যদিও এরকম কাঁচা আমের জুস রেসিপি করে কখনো খাওয়া হয়নাই। তবে একবার ট্রাই করে দেখতে হবে। খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাই আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া,আমি কিন্তু কালকে বলছিলাম, আপনি প্রথম হবেন,আপনি কিন্তু আমারে টিপস দেন নাই,😉😉।যাই হোক আজকের রেসিপি কাচা আমের টক জ্বাল মিষ্টি জুসের ছবি এবং কালার দেখে খেতে ইচ্ছে করছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

কাঁচা আমের জুস পোড়াবাড়ি আমার খুব ফেভারিট দেখেই লোভ হচ্ছে এক্ষেত্রে নিশ্চয়ই ভারী সুস্বাধু হয়েছিল যেহেতু টক-ঝাল-মিষ্টি সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

কাঁচা আমের টক মিষ্টি জুস দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। ইচ্ছে করছে এখনই খেতে নেই। এছাড়া আপনি কাঁচামরিচ দিয়ে জুস তৈরি করেছেন। মনে হচ্ছে খেতে একটু আলাদা স্বাদ হবে। এজন্যই খেতে আরো বেশি করে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া জুস তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি খেয়েছিলাম একবার কাঁচা আমের জুস সত্যি খুব মজার হয়ে থাকে, টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদ পাওয়া যায়। আপনি অসম্ভব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনার কাঁচা আমের জুস দেখে মুখে পানি চলে আসলো। এরকম এক গ্লাস জুস খেলে গরমের মধ্যে খুবই আরাম লাগে। আপনার জুস দেখে লোভ সামলানো মুস্কিল হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি জুসের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু মনি সত্যিই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা কাঁচা আমের জুস খেতে পছন্দ করে না, আমি তো গতকালকেই কাঁচা আমের জুস তৈরি করে খেয়েছি আপু খুবই সুস্বাদু এবং মজাদার লেগেছে, তবে ভাইয়া আপনার জুসের কালার দেখে মনে হইতেছে এগুলো যেন সত্যি সত্যি জুস, আপনার জুস তৈরি করার পদ্ধতিটি আমার খুবই ভালো লেগেছে নেক্সটাইম আপনার মতো করে আমি কাঁচা আমের জুস তৈরি করব ইনশাআল্লাহ।

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। এই গরমে এই ধরনের এক গ্লাস জুস নিয়ে খুবই শান্তি পেতাম। অনেক ভালো লাগলো সুন্দর উপস্থাপন বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

কাঁচা আমের শরবত খুবই মজাদার হয়। আপনি আজকে আমাদের মাঝে আমের টক-ঝাল-মিষ্টি জুস রেসিপি শেয়ার করেছেন দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে।

ভাইয়া আপনার কাঁচা আমের জুস দেখতে অসাধারণ হয়েছে।এমন জুস সামনে থাকলে লোভ সামলানো যায় না। আমার কাছে আমের জুস খেতে খুবই ভালো লাগে।এই গরমের মধ্যে এমন এক গ্লাস ঠান্ডা জুস খেতে পারলে মনে হয় যেন শরীর ঠান্ডা হয়ে যায়। আপনার জুস তৈরির পদ্ধতি খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি খুবই চমৎকার হবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস রেসিপি শেয়ার করেছেন। আপনার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস রেসিপি দেখে বোঝা যাচ্ছে রেসিপি অনেক বেশি ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও! ভাই আপনার কাঁচা আমের জুস দেখে জিভে জল চলে আসছে আমার। আপনার তৈরি জুস দেখেই বুঝা যাচ্ছে খুব মজা হয়েছে। আমি কাঁচা আমের জুস অনেক পছন্দ করি। আপনার রেসিপি খুব ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

আমি দুই দিন আগেই কাঁচা আমের জুস খেয়েছি খেতে দারুন লাগে। আপনি খুবই সুন্দর ভাবে কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস তৈরি উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

গরমের দিন আমের জুস খাওয়া আমাদের শরীরের জন্য একান্তই প্রয়োজন। কারণ শরীরে গরম লাগবে না, শরীর ভালো থাকবে। বেশি রোদ গরম থেকে এসে যদি এক গ্লাস আমের জুস খাওয়া যায় তাহলে শরীরের জন্য বেশ উপকার।

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি জুস😋
অসাধারণ ভাই👌
আমার স্ত্রী এটা পেলে ভীষণ খুশি হতো 😍
ভীষণ পছন্দ করে এই জুস।🤗

আমের কথা শুনলেই জিভে পানি চলে আসে। আপনার তৈরি করা কাঁচা আমের টক ঝাল জুসে এমন সুন্দর একটা কালার এসেছে দেখেই লোভ লেগে গেলো।
আমিও কাঁচা আমের জুস তৈরি করি কিন্তু ঝাল দিয়ে কখনো তৈরি করিনি। মনে হচ্ছে বানিয়ে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ জুস তৈরি করার পদ্ধতি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।