মুসলমানদের জন্য পবিত্রতম মাস মাহে রমজান🌙 By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

সবাইকে রমজান মোবারক🌙
মুসলমানদের জন্য খুবই পবিত্রময় একটা মাস হাজির হয়েছে।যে মাসে মুসলমানগন রোজা পালন করে থাকে।মুসলমানদের জন্য এই রমজান মাসে খুবই বরকতময় এবং ফজিলতপূর্ণ মাস।রমজান মাসের আজকে প্রথম দিন অর্থাৎ মুসলমানদের আজকে প্রথম রোজা।তাই আমি আজকে আপনাদের মাঝে রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনারা সবাই অনেক ভালো লাগবে।

mosque-7059889_1280.webp

সোর্স

রমজান (রামাদান) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ত্রিশ দিনে হয়ে থাকে। এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর-নারীর উপর সাওম পালন করা ফরজ। তবে কোন কোন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে রোজা পালন করা শিথিল করে দেওয়া হয়েছে। রোজা হল সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এ মাসে মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন। কারণ অন্য মাসের তুলনায় এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়।এই মহা পবিত্র রমজান মাসে মুসলমানগন পাক-পবিত্র হয়ে আল্লাহ তাআলার ইবাদত মশগুল থাকে। এবং আল্লাহ তা'আলা কে সন্তুষ্ট করার জন্য তারা রোজা রাখে এবং আল্লাহর ইবাদত করে থাকে।

muslim-7059888_1280.webp

সোর্স

ধর্মীয় দিক থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে । সকল সৎকাজের প্রতিদান আল্লাহ দশগুণ হতে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন । কিন্তু সাওম এর প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-"সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো"।যেহেতু সাওয়াবের আশায় রোজা পালন করা হয়,সেহেতু আল্লাহ তা'আলা রোজাদারদের পূর্বের সকল গুনাহ মাফ করে দেন।আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তা'আলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন।"রোজা পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সমাজের গরিব মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। তাই আমাদের সকলের উচিত রমজান মাস এলেই রোজা পালন করা এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য রমজান মাসে প্রচুর পরিমাণে ইবাদত-বন্দেগী করা।আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটি রোজার সহিহ্ ভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ।

islam-7077341_1280.webp

সোর্স

রমজান মাস এলেই আমরা বিভিন্ন ধরনের ইফতারির আয়োজন করি।আমরা যারা মুসলমান আছে তাদের জন্য ইফতারি খুবই বরকত পূর্ণ এবং রহমতময় জিনিস। রমজান মাস এলেই আমরা সুবহে সাদিক এর আগে সেহরী খায় এবং সূর্যাস্তের সময় ইফতার করি।ইফতার করার সময় আমরা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে থাকি।রমজান মাসের একটি আলাদা আমেজ তৈরি করে।ইফতার খুবই বরকতময় একটি জিনিস তাই আমরা সবাই আদবের সাথে ইফতার করব এবং আল্লাহ তালার কাছে সন্তুষ্টি অর্জন করব।আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সকল ইবাদত যেন সুষ্ঠুভাবে করতে পারি সেই তৌফিক দান করুক।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পবিত্র মাস মাহে রমজান নিয়ে সুন্দর আলোচনা করেছেন আপনি খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে আসলে আমাদের কাছে এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার মাস ধন্যবাদ ভাইয়া সুন্দর আলোচনা তুলে ধরার জন্য 🌹

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ ভাই রমজান নিয়ে খুব সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা করেছেন আপনি। আমরা মস্লিম ধর্মাবলম্বী এই সম্পর্কে অভিজ্ঞ হলেও অন্য ধর্মের যারা কমিউনিটি তে আছেন তারাও রমজান সম্পর্কে জানতে পারবেন আপনার পোস্ট থেকে। আর সদা সর্বদা সকল ধর্মের মানুষকে সম্মান দেওয়া আমার মুসলিম ভাইদের দায়িত্ব এবং কর্তব্য সেটা খেয়াল রাখতে হবে।
ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে লেখার জন্য।

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পবিত্র মাহেরমজান নিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। মুসলমানদের জন্য এই মাস টি খুব গুরুত্বপূর্ণ একটি মাস।এই মাসে রোজা রাখলে পূবের সকল গুনাহ আল্লাহতালা মাফ করে দিবে।খুব সুন্দর আলোচনা করছেন।ধন্যবাদ ভাইয়া শেয়ার করে পরার সুযোগ করে দেওয়ার জন্য।

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পবিত্র রমজান এর এর শুভেচ্ছা রইল। রমজান মাস নিয়ে আপনি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছেন। পবিত্র এই মাস এর তাৎপর্য অপরিসীম। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুসলমানদের জন্য মাহে রমজান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, মাহে রমজান সম্পর্কে ভাই আপনি বিস্তারিত আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আল্লাহর ফরজ পাঁচটি স্তম্ভের মধ্যে মাহে রমজান একটি, আপনার পোষ্টটি সর্বোত্তম বলে ও শিক্ষণীয় বলে আমি মনে করি, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আমাদের সবার উচিত এই মাসকে সঠিক কাজে লাগানো। আমাদের গুনাহ মাফ করার জন্য এই মাস অনেক গুরুত্বপূর্ণ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। 💞💞

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে প্রথমে রমজানুর মোবারক এর শুভেচ্ছা জানাই। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। পবিত্র রমজান মাস সম্পর্কে সুন্দর ভাবে আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি সুন্দরভাবে আমাদের মাঝে রমযান মাস সমন্ধে তুলে ধরেছেন।মুসলিম উম্মাহ জন্য বড় একটি গুরূত্বপূর্ণ মাস।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মাসের বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।