আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৪০ || বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৪০তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে বর্ষাকালীন সৌন্দর্যের ফটোগ্রাফি নিয়ে। এবারের প্রতিযোগিতার টপিক এককথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। কারণ বর্ষার সময় প্রকৃতির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। নদ-নদী, খাল-বিল,পুকুর একেবারে পানিতে ভরে পরিপূর্ণ হয়ে যায়। যেদিকে তাকাই সেদিকে পানি থৈ থৈ করে। আমরা জানি বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর বৃষ্টি অনেক কম হয়েছে। যদিও আষাঢ় মাসে কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছিল। তবে শ্রাবণ মাসে বৃষ্টির দেখা পাচ্ছি না। আজকে দুপুরে হালকা বৃষ্টি হয়েছিল। এমন বৃষ্টি হয়েছিল যে রাস্তাও ভালোভাবে ভিজেনি। এই হালকা বৃষ্টির সময় ছাদে উঠে ২/৩ টা ফটোগ্রাফি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।


আসলে প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর কয়দিন ধরে অপেক্ষা করছিলাম ঝুম বৃষ্টি হলে অনেকগুলো ফটোগ্রাফি করবো। কিন্তু সেটা আর হলো না।এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়ও চলে যাচ্ছে। তাই ভাবলাম আর অপেক্ষা না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলি। যাইহোক শত ব্যস্ততার মধ্যেও এই ফটোগ্রাফি গুলো আমি ২/৩ দিনে ক্যাপচার করেছি। কারণ আমি সবসময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে, মনের মধ্যে খারাপ লাগা কাজ করবে। কারণ ফটোগ্রাফি আমার এক ধরনের নেশা। যাইহোক আমি বর্ষাকালীন আকাশ,নদী,বিল,ফুল,নৌকা,প্রজাপতি, কয়েকটি পাখি এবং গুড়িগুড়ি বৃষ্টির সময় আম গাছের পাতা ভেজা অবস্থায় কতটা সুন্দর লাগছিল, সেই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



বর্ষাকালীন আকাশ এবং বিলের ফটোগ্রাফি সমূহঃ


Notes_230726_140342_68e.jpg

Notes_230726_140352_f82.jpg

Notes_230726_140337_c06.jpg

Notes_230726_140348_f7e.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম আজকে সকালে। নাস্তা করার পর ভাবলাম বিলে যাবো ফটোগ্রাফি করতে। আমাদের বাসা থেকে ২০/২৫ মিনিটের মতো লাগে এই জায়গায় যেতে। বর্ষার পানিতে বিল একেবারেই কানায় কানায় ভরে গিয়েছে। বর্ষাকাল ব্যতীত বছরের অন্যান্য সময় এই জায়গাগুলো এমনিতে শুকনো থাকে। প্রচন্ড রোদ ছিল বিধায় আমি বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছিলাম। উপরে নীল আকাশ ও নিচে বিলের পানি এবং চারিদিকে সবুজের সমারোহ, এককথায় দারুণ উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। ফটোগ্রাফি গুলো ক্যাপচার করার পর, আমার কাছে এতো ভালো লেগেছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়।



বর্ষাকালীন বিভিন্ন ধরনের ফুল সমূহঃ

Notes_230726_140407_bf3.jpg

Notes_230726_140403_eef.jpg

Notes_230726_140338_34f.jpg

Notes_230726_162246_8e8.jpg

Notes_230726_140412_86d.jpg

Notes_230726_140341_031.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

সকালে সেখানে যাওয়ার পর, আমি বিলের মধ্যে খুঁজতে থাকি শাপলা ফুল কোথায় আছে। অনেকক্ষণ খুঁজে আমি শাপলা ফুল দেখতে পাই। দেখার পর আমি সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তারপর আরো কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম ধাপে ধাপে। তারমধ্যে কচুরি ফুল এবং ঢেঁড়স ফুল আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আসলে বর্ষাকালীন ফুলগুলো সত্যিই খুব সুন্দর। এই জায়গায় এর আগেও আমি কয়েকবার গিয়েছিলাম। কারণ আমার আব্বু সেখানে একটি জমি কিনেছিল গতবছর এবং কয়েকমাস আগে আমি সেই জমিটা বালু দিয়ে ভরাট করেছিলাম।



বর্ষাকালীন সবজি সমূহঃ

Notes_230726_162252_d04.jpg

Notes_230726_140405_471.jpg

Notes_230726_162250_668.jpg

Notes_230726_162247_abf.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

বর্তমানে যেকোনো সিজনে সবধরনের সবজি পাওয়া যায়। ঢেঁড়স, ডাটা,ধুন্দল, পুঁইশাক এবং কাঁচকলা প্রতিটি সবজি আমার খুব পছন্দ। তাজা সবজি খাওয়ার মজাই আলাদা। তাই ভাবলাম তাজা সবজিগুলো ক্যামেরাবন্দী করে রাখি।



নৌকা,মানুষ, পশুপাখি এবং প্রজাপতির ফটোগ্রাফি

Notes_230726_140410_cb4.jpg

Notes_230726_140355_11e.jpg

Notes_230726_140416_d0b.jpg

Notes_230726_140401_d24.jpg

Notes_230726_140359_e72.jpg

Notes_230726_140357_7b8.jpg

Notes_230726_140346_4ec.jpg

Notes_230726_140353_c52.jpg

Notes_230726_140414_9e0.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই নৌকা দুটি হয়তোবা ভালো নয়। সেজন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে হাঁটাহাঁটি করার সময় নৌকা দুটি আমার চোখে পড়ে। ছোটবেলায় বর্ষার সময় নৌকা দিয়ে বিলের মধ্যে ঘুরতাম বন্ধুদের সাথে। নৌকা দুটি দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। হঠাৎ খেয়াল করলাম একটি প্রজাপতি বসে আছে। তারপর ফটোগ্রাফি করে নিলাম। কারণ প্রজাপতিটি দেখতে বেশ কিউট। প্রজাপতি এবং পাখি গুলোর ফটোগ্রাফি করতে আমার খুব কষ্ট হয়েছে। অন্যান্য ফটোগ্রাফি করতে তেমন একটা কষ্ট হয়নি।



ব্রহ্মপুত্র নদীর ফটোগ্রাফি সমূহঃ

Notes_230726_140428_4df.jpg

Notes_230726_140420_a9d.jpg

Notes_230726_140430_9fa.jpg

Notes_230726_140418_36b.jpg

Notes_230726_140422_b51.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফি গুলো করেছিলাম আজকে দুপুর ১২টার দিকে। বর্ষার পানিতে ব্রহ্মপুত্র নদী একেবারে পরিপূর্ণ। নৌকা দিয়ে কয়েকজন মানুষ পারাপার হচ্ছিল, আর কয়েকজন মানুষ নদীতে গোসল করছিল। নদীর ঐপাড়ে একজন লোক গবাদি পশুকে গোসল করাচ্ছিল। দৃশ্যটি দেখে আমার খুব ভালো লেগেছিল। লাঙ্গলবন্দ বাজারের পাশে একটি ব্রীজ রয়েছে, সেখানে দাড়িয়ে ফটোগ্রাফি গুলো করেছিলাম। আমার বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজের জন্য,যেখানে ট্রলার গুলো থামানো আছে, সেখান থেকে বালু ক্রয় করেছিলাম।



শীতলক্ষ্যা নদীর ফটোগ্রাফি সমূহঃ

Notes_230725_213549_3b9.jpg

Notes_230726_175546_154.jpg

Notes_230725_213546_12e.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

বর্ষার পানিতে শীতলক্ষ্যা নদী একেবারে টইটম্বুর। নবীগঞ্জ ঘাট দিয়ে বিকেল বেলা ট্রলারে করে, চাষাড়া যাওয়ার জন্য যখন শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম, তখন এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। সূর্য তখন একেবারে মাথার উপরে ছিলো। প্রচন্ড রোদ ছিলো সেদিন। তবুও আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে এই ধরনের দৃশ্য দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না।



আম গাছের পাতা এবং গোধূলি বেলার আকাশের ফটোগ্রাফি সমূহঃ

Notes_230726_140424_98c.jpg

Notes_230726_140426_001.jpg

Notes_230725_213209_957.jpg

Notes_230725_213211_97c.jpg


What 3 words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার বাসার ছাদের উপর থেকে। আজকে দুপুরে হালকা বৃষ্টি হওয়ার সময়, আমি ছাদে গিয়েছিলাম কয়েকটি ফটোগ্রাফি করতে। তবে বৃষ্টি একেবারে হালকা হয়েছিল বিধায় ফটোগ্রাফি তেমন করতে পারিনি। হঠাৎ খেয়াল করলাম বৃষ্টির পানিতে ভেজার পর, আম গাছের পাতাগুলো দেখতে খুবই সতেজ লাগছে। গোধূলি লগ্নের ফটোগ্রাফি দুটি করেছিলাম দুইদিন আগে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। আকাশ তখন রক্তিম রং ধারণ করেছিল। গোধূলি লগ্নের দৃশ্য বরাবরই আমাকে মুগ্ধ করে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি কনটেস্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৬.৭.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অনেক কষ্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। ফুল প্রকৃতি নৌকা মাঠঘাট গাছপালা সব অসাধারণ ভাবে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আর তার সবগুলো ফটোগ্রাফি ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু, ফটোগ্রাফি গুলো করতে সত্যিই খুব কষ্ট হয়েছিল। কারণ প্রচন্ড রোদ ছিলো। গরমে পুরো শার্ট ভিজে গিয়েছিল। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে ভাইয়া।আপনি খুব দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ আপু চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ভাবে ক্যাপচার করতে। বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে এতো সুন্দর মন্তব্য পেয়ে সেই কষ্ট অনেকটা দূর হয়ে গিয়েছে। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

ঠিক আপনার মত আমার একই অবস্থা ছিল। যখন প্রতিযোগিতা ঘোষণা করা হয় তখন থেকে আর কোনো দৃষ্টি দেখা পাই না। গতকাল একটু বৃষ্টি হয়েছিল তাই ছাদে যেয়ে কিছু ফটোগ্রাফি করে নিছিলাম। কিন্তু আজকে যখন পোস্ট লিখতে বসলাম তখন খুব ভারি একটা বৃষ্টি হলো তখন ছাদে আর যাওয়া হয়নি। আপনি হালকা বৃষ্টির মধ্যে অনেক সুন্দর ফটোগ্রাফি করলেন অনেক ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

হালকা বৃষ্টি এবং প্রচন্ড রোদে ফটোগ্রাফি গুলো কয়েকদিনে করেছিলাম। ৩৪ টা ফটোগ্রাফি শেয়ার করেছি। যাইহোক এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আরে ভাই আমি তো বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আর প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারলাম না। বলেন তো বর্ষার ফটোগ্রাফি কি আর রোদ্র দিয়ে হয়? তবে আপনি কিন্তু অসাধারন কিছু ফটোগ্রাফি করে প্রতিযোগিতায় অংশগ্রহন করলেন। শুভ কামনা রইল আপনার প্রতি।

ঝুম বৃষ্টি হলে খুব ভালো লাগতো ফটোগ্রাফি করতে। কিন্তু কিছুই করার নেই। যখন যেটা বেশি দরকার, সেটা এমনিতেও পাওয়া যায় না। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

বর্ষাকালের এই অপরূপ দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পেরে আমার অনেক ভালো লাগলো। যেখানে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি ছিল উপস্থিত। পাখি বসে থাকা দৃশ্যটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে, এরকম ফটোগ্রাফি করা বেশ কঠিন।

ফটোগ্রাফি গুলো আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো ভাই। আপনি ঠিকই বলেছেন ভাই, পাখির ফটোগ্রাফি করা সত্যিই খুব কঠিন। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এ প্রতিযোগিতার মধ্যমে খুব চমৎকার চমৎকার কিছু বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফি গুলোও খুব চমৎকার ছিল। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

ফটোগ্রাফি গুলোর এতো প্রশংসা করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।