স্পোর্টস পোস্ট || আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিশাল জয়

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারো স্পোর্টস বিষয়ক একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি সবসময় ক্রিকেট ম্যাচ দেখতে। আপনারা অনেকেই জানেন যে,ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। গতকালকে ভারত এবং আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আমরা জানি আফগানিস্তান টিমে বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছে। তবে এই ম্যাচের আগে প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলে যে, বাংলাদেশ এবং ভারতের চেয়ে ভালো স্পিনারদের আমরা নেটে খেলি। এই নিউজটা দেখে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল।


GridArt_20231012_004607183.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

কারণ এই ধরনের অহংকারী টাইপের কথাবার্তা শুনলে, এমনিতেই মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই রশিদ খান প্রায় সবসময়ই বড় বড় কথা বলে। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের স্পিনাররা আফগানিস্তান টিমকে একেবারে গুঁড়িয়ে দিল। তবুও কিভাবে এইসব কথা বললো শহীদি সেটাই বুঝলাম না। যাইহোক প্রথমে টসে জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের দুই ওপেনার রহমান উল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মোটামুটি ভালোই শুরু করেছিল। তবে দলীয় সপ্তম ওভারে ৩২ রানের মাথায় ভারতীয় পেসার বুমরাহ এর বলে ইব্রাহিম ২২ রান করে ক্যাচ আউট হয়ে যায়। এরপর রহমত শাহ এবং গুরবাজ ছোটখাটো একটি পার্টনারশিপ গড়ে তোলেন। দলীয় ৬৩/৩ রানের মাথায় গুরবাজ এবং রহমত শাহ আউট হয়ে যায়। এরপর অধিনায়ক শহীদি এবং আজমত উল্লাহ দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন।


Notes_231011_223742_c6e.jpg

Notes_231011_223741_9cb.jpg

Notes_231012_004519_593.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

তারা দুইজন রানের চাকা সচল রাখে। দলীয় ৩৫ তম ওভারে ১৮৪/৪ রানের মাথায় আজমত উল্লাহ হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যায়। এরপর মোহাম্মদ নবী এবং শহীদি দলকে আরো কিছুটা এগিয়ে নেয়। দলীয় ২২৫/৫ রানের মাথায় কুলদীপ যাদব এর বলে শহীদি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যায়। তখন ৪৩ ওভারের খেলা চলছিল। এরপর রশিদ খান এবং মুজিব দলকে কিছুটা এগিয়ে নিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান টিম ২৭২/৮ রান করতে সক্ষম হয়। জাসপ্রীত বুমরাহ ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৪ টি মূল্যবান উইকেট তুলে নেয়। জবাবে ২৭৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান দুর্দান্ত শুরু করেন। রোহিত শর্মা একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকে।


Notes_231011_223737_d70.jpg

Notes_231011_223735_325.jpg

Notes_231011_223734_f93.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

আফগানিস্তানের বোলারদের একেবারে তুলোধুনো করে দেয়। মোটকথা কোনো বোলার ই পাত্তা পায়নি রোহিত শর্মার কাছে। রোহিত শর্মার এমন ব্যাটিং অনেকদিন পর দেখলাম। রোহিত শর্মা মাত্র ৩০ বল মোকাবেলা করে ফিফটি তুলে নেয় এবং ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেয়। ভারতীয় দল মাত্র ১২ তম ওভারে ১০০ রান করে ফেলে। যাইহোক ১৯ তম ওভারে দলীয় ১৫৬/১ রানের মাথায় ঈশান ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে যায়। এরপর বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলকে আরো এগিয়ে নিয়ে যায়। দলীয় ২০৫/২ রানের মাথায় ২৬ তম ওভারে রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রান করে রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে যায়। এরপর কোহলি এবং শ্রেয়াস আইয়ার অপরাজিত থেকে দলকে জয় তুলে দেয়। মাত্র ৩৫ ওভারে ২৭৩/২ রান করে ভারত ৮ উইকেটের বিশাল জয় পায়। রোহিত শর্মা ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সবমিলিয়ে ম্যাচটি দারুণ উপভোগ করেছি।


Notes_231011_223732_16e.jpg

Notes_231011_223731_28d.jpg

স্ক্রিনশট - স্কাই স্পোর্টস

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিস্পোর্টস
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১২.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

অবশ্য খেলাটা দেখা হয়নি তবে শুনেছি আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিশাল একটা জয় হয়েছে, আসলে ক্রিকেট খেলায় কে কখন কিভাবে জিতেছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমার কাছে ক্রিকেট খেলাটা ঠিক এমনই মনে হয়। তবে একজন প্লেয়ারের সুন্দর দক্ষতার মাধ্যমে খেলার জয় পরাজয় বেশি নির্ভর করে থাকে।

রোহিত শর্মার ব্যাটিং দেখে মনটা একেবারে ভরে গিয়েছে। যাইহোক পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।