"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৫২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করা নিয়ে। আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময়ই খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বরাবরের মতো এবারও একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি সবসময় চেষ্টা করি যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে হার জিত কোনো ব্যাপার নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়। আসলে আমাদের জন্যই সব সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কিন্তু আমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করি, তাহলে আয়োজন কখনোই সফল হবে না।


যাইহোক ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা দোকান থেকে কার্ড কিনে প্রিয়জনকে উপহার দিয়ে থাকি। তবে প্রিয়জনের জন্য যদি নিজেই কার্ড তৈরি করা যায়, তাহলে এর চেয়ে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। প্রিয়জন বলতে শুধু স্ত্রী বা প্রেমিকাকেই বুঝায় না বরং মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব কিংবা আত্নীয় স্বজনকেও ভালোবাসা দিবসে কার্ড উপহার দেওয়া যেতে পারে। যাইহোক আমি বিভিন্ন রঙের কাগজ এবং রঙিন গ্লিটার টেপ ও আরও কিছু উপকরণ দিয়ে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি করেছি। কার্ডটি আকর্ষণীয় করে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। কার্ডটি তৈরি করার পর আমার নিজের কাছেই বেশ ভালো লেগেছিল দেখতে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে, এমন কার্ড তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। যাইহোক আমি কিভাবে কার্ডটি তৈরি করলাম, সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি

GridArt_20240204_110604093.jpg

GridArt_20240203_061144738.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • রঙিন কাগজ
  • সাদা কাগজ
  • গ্লিটার রঙিন টেপ
  • লাল জেল পেন
  • কালো মার্কার পেন
  • হলুদ মার্কার পেন
  • পোস্টার রং
  • তুলি
  • কম্পাস
  • পেন্সিল
  • রাবার
  • কাঁচি
  • আঠা


প্রস্তুত প্রণালী নিম্নরূপ:


প্রথম ধাপ


GridArt_20240204_113912547.jpg

প্রথমে একটি ছেলে ও মেয়ে একে অপরকে ধরে রয়েছে, এমন আকৃতি এঁকে নিলাম পেন্সিল দিয়ে। তারপর কালো মার্কার দিয়ে দাগ গুলো গাঢ় করে ফুটিয়ে তুললাম এবং কাঁচি দিয়ে দাগ অনুযায়ী কেটে নিলাম। এরপর কালো মার্কার দিয়ে ভরাট করে নিলাম।



দ্বিতীয় ধাপ


GridArt_20240204_115011044.jpg

এই পর্যায়ে সাদা কাগজ চিত্রের মতো খন্ড খন্ড করে কেটে, প্রতিটি কাগজের খন্ডের দুই পাশে ভাজ করে, সিঁড়ির মতো তৈরি করে নিলাম।



তৃতীয় ধাপ


GridArt_20240204_115450973.jpg

তারপর কালো কাগজের একটি পেজ এক ভাজ করে,একটি সাদা কাগজ এক ভাজ করে, কালো কাগজের ভিতরে সাদা কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর সিঁড়ি গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।



চতুর্থ ধাপ


GridArt_20240204_120729683.jpg

তারপর লাল কাগজ সিঁড়ির মাপ অনুযায়ী বানিয়ে,সিঁড়ি গুলো একটু উপরের দিকে উঠিয়ে, আঠা দিয়ে লাল কাগজটি সিঁড়ির সাথে লাগিয়ে নিলাম। তারপর লাল কাগজ দিয়ে বড় একটি লাভ প্রতীক তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং সিঁড়ির পাশে একটি ল্যাম্প পোস্ট এঁকে কালো মার্কার দিয়ে গাঢ় করে নিলাম। তারপর ছেলে এবং মেয়ের আকৃতি সিঁড়ির উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে তারা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে।



পঞ্চম ধাপ


GridArt_20240204_121935504.jpg

এই পর্যায়ে রঙিন গ্লিটার টেপ দিয়ে কার্ডের ভিতরে বর্ডার এর মতো তৈরি করে নিলাম এবং সিঁড়ির মধ্যে কিছুটা ডিজাইন করে নিলাম। তারপর চিত্রের মতো করে গাছ এঁকে, বিভিন্ন জায়গায় ছোট ছোট লাভ প্রতীক এঁকে ভরাট করে নিলাম এবং ইংরেজিতে লাভ ইউ লিখে নিলাম ডিজাইন করে।



ষষ্ঠ ধাপ


Notes_240204_113636_0af.jpg

Notes_240204_113639_d90.jpg

Notes_240204_113638_07d.jpg

Notes_240204_113659_4d5.jpg

এভাবেই কার্ডের ভিতরের অংশ তৈরি করে নিলাম এবং বিভিন্নভাবে ছবি তুলে নিলাম।



সপ্তম ধাপ


GridArt_20240204_123717177.jpg

এই পর্যায়ে কার্ডের উপরের অংশ তৈরি করার জন্য, প্রথমে লাল কাগজের মধ্যে পেন্সিল এবং কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর বৃত্তটি দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে,লাল কাগজের মধ্যে পেন্সিল দিয়ে গোলাপ ফুলের মতো এঁকে নিলাম। এরপর পাপড়ি গুলোর দাগ অনুযায়ী কেটে, পেঁচিয়ে আঠা লাগিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম। একইভাবে আরো অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে নিবো।



অষ্টম ধাপ


GridArt_20240204_123758629.jpg

এই পর্যায়ে কার্ডের উপরের অংশে বড় একটি লাভ প্রতীক আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং লাভ প্রতীকের উপরে সবগুলো গোলাপ ফুল আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর ডিজাইন করে দুটি টুকরো কাগজ কেটে নিলাম এবং ইংরেজিতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখে নিলাম। এরপর গোলাপ ফুল গুলোর উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।



নবম ধাপ


Notes_240204_113629_811.jpg

এই পর্যায়ে রঙিন গ্লিটার টেপ দিয়ে, কার্ডের উপরের চারপাশে বর্ডার দিয়ে নিলাম। যাতে করে কার্ডটি দেখতে বেশ আকর্ষণীয় লাগে।



সর্বশেষ ধাপ


Notes_240204_113622_050.jpg

GridArt_20240204_110604093.jpg

Notes_240204_113620_d11.jpg

এরপর কার্ডের উপরে সাদা পোস্টার রংয়ের অনেক গুলো ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম। আর এভাবেই সম্পূর্ণ কার্ডটি তৈরি করে নিলাম। কার্ডটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। এই কার্ডটি তৈরি করে রেখে দিয়েছি ভ্যালেন্টাইন্স ডে তে আমার ওয়াইফকে উপহার দেওয়ার জন্য।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকার্ড তৈরির প্রতিযোগিতা
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৪.২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড বানিয়েছেন। আপনার এত সুন্দর কার্ড দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই একটা দিন আমরা প্রিয়জনকে দোকান থেকে কিনে কত ধরনের কার্ড উপহার দেই। কিন্তু দোকান থেকে না কিনে এভাবে যদি নিজের হাতে বানিয়ে কিছু দেওয়া হয় তাহলে তারা সবচেয়ে বেশি খুশি হবে। আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

কার্ডটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ তে অংশগ্রহণের জন্য সুন্দর একটি কার্ড বানিয়েছেন ভাইয়া। কার্ডটি অনেক সুন্দর হয়েছে। এরকম কার্ড তৈরি করতে প্রচুর সময় ও ধৈর্য্য লাগে। আপনি ধাপ গুলো অনেক সহজ করে বর্ণনা করেছেন।তাই বানানোর পদ্ধতি বুঝতে অনেক সহজ হয়েছে। ভ্যালেন্টাইনের দিনে আপনার বঊ কার্ডটি পেয়ে সত্যি খুশি হবে। ধন্যবাদ আপনাকে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

হ্যাঁ আপু আমিও আশাবাদী, আমার ওয়াইফ এই কার্ডটি পেলে ভীষণ খুশি হবে। যাইহোক কার্ডটি দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি করে আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্ট তৈরি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় প্রয়োজন হয়েছিল পোস্টি তৈরি করতে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, কার্ডটি তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। যাইহোক কার্ডটি দেখে সুন্দর ও সাবলীল ভাষার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

ওয়াও সত্যি অসাধারণ ভাই ৷ আপনার হাতের দক্ষতা বেশ চমৎকার তা বলতেই হবে ৷ না হলে কি এতো সুন্দর কার্ড ডিজাইন করা যায় ৷ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড টি দেখার মতো প্রিয় মানুষকে দিলে অনেক খুশি হবে তা নিশ্চিত ৷
যা হোক অসংখ্য ধন্যবাদ ভাই দারুন একটি কার্ড ডিজাইন শেয়ার করার জন্য ৷

আমিও আশাবাদী এই কার্ডটি প্রিয়জনকে দিলে খুব খুশি হবে। যাইহোক কার্ডটি দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন আপনি ভাইয়া। ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।আইডিয়াটা একদমই ইউনিক ছিল।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।অনেক শুভকামনা রইল কনটেস্ট - ৫২ তে আপনার জন্য ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

কার্ড তৈরির প্রতিটি ধাপ একেবারে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। যাইহোক কার্ডটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনের জন্য চমৎকার কার্ড তৈরি করেছেন। দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কার্ডটি দেখে বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

হ্যাঁ আপু এই কার্ডটি তৈরি করতে অনেক সময় লেগেছে। যাইহোক কার্ডটি দেখে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করছে। আপনি ৫২ তম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন আপনার জন্য রইলো অগ্রিম শুভেচ্ছা রইলো ভাই। আপনার তৈরি ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজ গুলা করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।

হ্যাঁ ভাই, এই ধরনের কাজ করতে অবশ্যই প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যাইহোক কার্ডটি দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

সু স্বাগতম ভাই।

Posted using SteemPro Mobile

প্রিয় মানুষও নাই, এমন কার্ড তাকে দেয়াও হবে না, 😁। যাক আপনার কার্ডটি কিন্তু সুন্দর হয়েছে ভাইয়া। আপুকে দিলে খুশি হবে দেখবেন। তবে কাজটি করতে যে আপনাকে বেগ পেতে হয়েছে সেটা বুঝা যাচ্ছে।

ভাই প্রিয়জন না থাকলে পরিবারের সদস্যদেরকে কার্ড তৈরি করে উপহার দিবেন। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান,আজকে আপনি আমাদের মাঝে কনটেস্টে অংশগ্রহণ করেছেন এবং ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন। আর এই শুভেচ্ছা বা ভালবাসার কাজ ছিল অসাধারণ। আর এভাবেই ভালোবাসা টিকে থাক সারা জীবন।

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক কার্ডটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

ওরে বাবা যেমন চমৎকার এবারের প্রতিযোগিতার থিম ঠিক তেমনি চমৎকার ছিল আপনার অংশগ্রহণ। এত দুর্দান্ত একটা কার্ড তৈরি করেছেন নিঃসন্দেহে প্রিয়তমার পছন্দ হয়ে যাবে এরকম ভালোবাসার একটা কার্ড।

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক কার্ডটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। অবশেষে আপনি বেশ সুন্দর ভ্যালেন্টাইন কার্ড তৈরি করে নিলেন। আপনার তৈরি করা কার্ড আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার তৈরি করা কার্ডটি দেখে আপনার ভীষণ ভালো লেগেছে, জেনে সত্যিই বেশ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর করে একটা কার্ড তৈরি করেছেন। এই সপ্তাহের প্রতিযোগিতা আসলেই অনেক সুন্দর ছিল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করবে অনেকেই। সবার কাছ থেকে সুন্দর সুন্দর কার্ড দেখতে পাবো। আর আপনার কাছ থেকে এত সুন্দর একটা কার্ড দেখতে পেরে ভালোই লাগলো। অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে এটাকে দেখতে।

হ্যাঁ আপু এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর কার্ড দেখতে পাবো। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অনেক সুন্দর একটা কার্ড তৈরি করেছেন। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করলেন অনেক নিখুঁতভাবে। যেটা দেখে বুঝতে পারতেছি এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। কার্ডের কালারটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে যেটা দেখতেও সুন্দর লাগতেছে। কার্ডের ওপরের অংশে গোলাপগুলো এত সুন্দর ভাবে তৈরি করে বসানোর কারণে আরও সুন্দর লাগতেছে।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, কার্ডের উপরের অংশে থাকা গোলাপ গুলোর জন্য, কার্ডটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে এতগুলো গোলাপ তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। যাইহোক কার্ডটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনেক অভিনন্দন। ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা যে কোনো একজনকে কেন্দ্র করে হয় না। ভালোবাসা বাবা মা ভাই বোন সবার জন্যই থাকে।ভালোবাসা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আমার সাথে একমত পোষণ করার জন্য এবং কার্ডটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।আপনি প্রিয়জনের জন্য খুব চমৎকার একটি কার্ড করলেন।দেখতে খুব সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই কার্ডটি শেয়ার করার জন্য।

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক কার্ডটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি করেছেন সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক সময় এবং ধৈর্য সহকারে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

হ্যাঁ ভাই এই কার্ডটি তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। যাইহোক কার্ডটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

এবারের এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই ভাইয়া। বেশ কিছু উপকরণের মাধ্যমে আপনি খুব সুন্দর একটি ভ্যালেন্টাইনস ডে কার্ড তৈরী করেছেন। ধাপগুলি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার তৈরি এই কার্ডটি। নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে তে আপনার ওয়াইফ আপনার থেকে এই কার্ডটি গিফট হিসেবে পেয়ে অনেক খুশি হবে। 🧡

হ্যাঁ আপু আমিও আশাবাদী, আমার ওয়াইফ ভ্যালেন্টাইন্স ডে তে কার্ডটি পেয়ে ভীষণ খুশি হবে। যাইহোক গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া বেশ কষ্ট করে অসাধারণ একটি ভ্যালেন্টাইন স্পেশাল কার্ড বানিয়েছেন প্রতিযোগিতার জন্য। তবে ভাইয়া, প্রতিযোগিতার একটি রুলস মনে হয় বাদ গিয়েছে। সম্ভব হলে একটু চেক করে ঠিক করবেন। আপনি প্রিয় জনের নাম বা নামের অক্ষর দেন নি কার্ডে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আপু আমার ওয়াইফ এর নামের প্রথম অক্ষর লিখতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। গতকাল রাতে অন্যান্য অংশগ্রহণকারীদের পোস্ট দেখে মনে পরেছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে, আমার চাচাতো ২ শ্যালিকা গতকালকে নাকি এই কার্ড সহ, আগের তৈরি করা কিছু অরিগ্যামি নিয়ে গিয়েছে তাদের বাসায়। তাই কার্ডটি এনে তারপর ঠিক করে এডিট করতে হবে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।