লাইফস্টাইল পোস্ট || বন্ধুদের সাথে মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার অনুভূতি

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে মাওয়া গিয়েছিলাম ইলিশ খেতে। মূলত এই পোস্টের মাধ্যমে সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক গত পরশুদিন মাওয়া যাওয়ার কোনো প্ল্যান ছিলো না আমার। কারণ এমনিতেই বেশ কিছু ঝামেলার কারণে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আমি যখন জোহরের নামাজ আদায় করে বাসায় আসলাম, তখন এক বন্ধু ফোন দিয়ে বলছে মাওয়া যাওয়ার কথা। মূলত ওরা ৩/৪ জন বসে আড্ডা দিতে দিতে এই প্ল্যান করেছে এবং তারপর আমাকে ফোন দিয়ে বললো যাওয়ার কথা। প্রথমে আমার ততোটা ইচ্ছে ছিলো না যাওয়ার, কারণ সবমিলিয়ে বেশ ঝামেলার মধ্যে দিন কাটছে।


20240814_210115.jpg

20240813_191531.jpg

20240813_192221.jpg

20240813_192422.jpg


পরবর্তীতে ওদের জোরাজোরির কারণে রাজি হয়ে যাই। তাছাড়া মাওয়া গিয়ে তাজা ইলিশ এবং ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার মজাই আলাদা। এর আগেও বেশ কয়েকবার মাওয়া গিয়েছিলাম ইলিশ খেতে। যাইহোক এর আগে আমরা যাত্রাবাড়ী দিয়ে গেলেও, এবার প্ল্যান করেছিলাম ৩য় শীতলক্ষ্যা সেতু দিয়ে মোক্তারপুর ব্রিজ হয়ে মাওয়া যাবো। এভাবে যেতে ১.৩০/২ ঘন্টা সময় লাগবে। তাই আমরা একটা গাড়ি ঠিক করে বিকেল ৫টার আগে রওনা দিলাম। গাড়ির ড্রাইভার সেই রাস্তা দিয়ে মাওয়া যায়নি বলে,আমি গুগল ম্যাপ দেখে দেখে তাকে দিক নির্দেশনা দিচ্ছিলাম। কারণ আমিও সেই রাস্তা দিয়ে মাওয়া যাইনি কখনো। যাইহোক রাস্তায় একটু জ্যাম ছিলো বলে শেষ পর্যন্ত সেখানে পৌঁছাতে সন্ধ্যা ৭টা বেজে গিয়েছিল। তারপর আমরা একেবারে মাওয়ার শিমুলিয়া ঘাটের দিকে চলে গিয়েছিলাম।


20240815_124214.jpg

20240815_124138.jpg

20240815_124125.jpg


সেখানে গিয়ে বেশ কয়েকটি হোটেলে ইলিশ দেখতে শুরু করলাম। কিন্তু ইলিশ ততোটা বড় ছিলো না। ডিম ছাড়া ইলিশ ৭০০-৮০০ গ্রাম এবং ডিমওয়ালা ইলিশ ১ কেজি সাইজের ছিলো। কিন্তু সবাই বললো যে ডিম ছাড়া ইলিশ খাবে, তাহলে স্বাদ লাগবে বেশি। শেষ পর্যন্ত একটি হোটেলে দুটি ডিম ছাড়া ইলিশ মাছ পছন্দ হলো। ইলিশ দুটির ওজন হয়েছিল ১.৫ কেজি। প্রথমে সেই লোক ২৬০০ টাকা দাম চাইলো দুটি ইলিশের। আমি তারপর ১২০০ টাকা দাম বললাম। শেষ পর্যন্ত ইলিশ দুটি ১৬৫০ টাকা দিয়ে কিনলাম। তাদের সাথে চুক্তি হচ্ছে ইলিশ কেটে ভেজে দিবে এবং ইলিশের লেজ ভর্তা করে দিবে। কিন্তু সরিষার তেল আমাদেরকে কিনে দিতে হবে। যাইহোক ইলিশ কেটে ভাজা শুরু করলো সরিষার তেল দিয়ে। এরমধ্যে ভাবলাম যে বাড়ির জন্য ইলিশ কিনে নিয়ে যাবো। কিন্তু হোটেলে ততোটা বড় সাইজের ইলিশ ছিলো না বলে, খোঁজ নিয়ে জানতে পারলাম সামনে মাছের বাজার আছে। যদিও রাতের বেলা বাজারে ইলিশ খুব কম ছিলো।


20240813_194321.jpg

20240813_193412.jpg

20240813_193433.jpg

20240813_193437.jpg


পরবর্তীতে বাজারে গিয়ে ইলিশ দেখে ততোটা পছন্দ হয়নি। তাই বাসার জন্য ইলিশ কেনা হয়নি শেষ পর্যন্ত। যাইহোক আমরা দু'জন বাজারে ইলিশ মাছ দেখে ঘাটের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম, এরমধ্যে এক বন্ধু ফোন দিয়ে বললো ইলিশ মাছ ভাজা এবং লেজ ভর্তা হয়ে গিয়েছে। তারপর সেখানে গিয়ে বেগুন ভাজতে বললাম। বেগুন প্রতি পিস ২৫ টাকা করে। আমরা যেহেতু গাড়ির ড্রাইভার সহ মোট ৬ জন ছিলাম, তাই ১২ পিস বেগুন ভাজতে বললাম। যাইহোক সবকিছু রেডি হওয়ার পর আমরা খাওয়া শুরু করলাম। ইলিশ মাছ এবং লেজ ভর্তার স্বাদ এককথায় দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে খাবার খেয়ে সবাই বেশ তৃপ্তি পেয়েছিলাম। যাইহোক খাবার শেষ করে বিল মিটিয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম। সবমিলিয়ে বিল হয়েছিল ২৬৬০ টাকা। তারপর আমরা রাত ৮.৩০ টার দিকে গাড়িতে উঠে রওনা দিয়ে, রাত ১০.৩০ টার দিকে বাসায় পৌঁছাতে পেরেছিলাম। যাইহোক এতো সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।


20240815_124036.jpg

20240815_124019.jpg

20240813_200103.jpg

20240813_202657.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৫.৮.২০২৪
লোকেশনশিমুলিয়া ঘাট,মাওয়া,ঢাকা

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাওয়া ঘাটে গেলে তাজা ইলিশ পাওয়া যায়। তবে দেড় কেজি দুইটি ইলিশ ২৬০০ টাকা দাম চাইলো। চিন্তা করছেন শেষে ১৬৬০ টাকা দিয়ে দিলো। তবে তারা কিন্তুু ভাই টার্গেট মিস করে নাই। লাষ্টে ঠিকই ২৬৬০ টাকা বিল উঠিয়ে দিলো,হা হা হা। ধন্যবাদ।

হ্যাঁ ভাই ওরা বেগুন, ভাত এবং আরও অন্যান্য কিছু দিয়ে ঠিকই ১,০০০ টাকা অ্যাড করে নিয়েছে। তাইতো সর্বমোট ২,৬৬০ টাকা বিল এসেছে।

প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে সবগুলো বেশ সুস্বাদু হয়েছে খেতে। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। বন্ধুদের সাথে মাওয়া গিয়ে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। আমার যদিও কখনো এখানে যাওয়া হয়নি তবে ইচ্ছা রয়েছে যাওয়ার। মুহূর্তগুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

সময় পেলে অবশ্যই মাওয়া যাবেন ইলিশ খেতে। যাইহোক পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাওয়ার মজাই আলাদা। যদিও সেই সুযোগ এখনো কোনদিন হয়নি। তবে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। খাবার গুলো খুবই লোভনীয় লাগছে। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

হ্যাঁ আপু তাইতো সুযোগ পেলে সেখানে চলে যাই ইলিশ খেতে। পোস্টটি পড়ে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

সকলে মিলে এমন বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। তাও যদি পদ হিসেবে থাকে ইলিশ মাছ। তবে লেজ ভর্তা এখানে কোনদিন খাইনি। খাওয়ার ইচ্ছা রইলো। আসলে ইলিশ মাছের এত দাম যে সব সময় খাওয়া হয়ে ওঠেনা। আপনাদের এমন হঠাৎ ঠিক হওয়া ইলিশ টুর দেখে খুব ভালো লাগলো। সকলে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন।

ইলিশ মাছের লেজ ভর্তা খেতে খুবই সুস্বাদু লাগে। আমি বেশ কয়েকবার খেয়েছি। যাইহোক চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুদের সাথে মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার অনুভূতি। আসলে আমিও কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে রেস্টুরেন্টে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম বেশ সুস্বাদু ছিল। বেগুন প্রতি পিস ২৫ টাকা করে শুনে সত্যিই একটু অবাক লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাই ১২ পিস বেগুন ৩০০ টাকা দাম নিয়েছে। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.

@tipu curate

যদিও কখনো এভাবে মাওয়া গিয়ে ইলিশ মাছের ভর্তা কিংবা ভাজা খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি।তবে ইচ্ছে রয়েছে কোন একদিন সেখানে যাওয়ার। সুযোগ পেলে অবশ্যই গিয়ে ঘুরে আসবো। আজ আপনি মাওয়া ঘাটে গিয়ে ভর্তা এবং ইলিশ ভাজা ও সাথে গরম গরম বেগুন ভাজা খাওয়ার দারুন কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভাইয়া।বন্ধুদের সাথে বেশ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

মাওয়া গিয়ে একবার ইলিশ খেলে বারবার যেতে ইচ্ছে করে। কারণ সরিষার তেল দিয়ে তাজা ইলিশ ভাজা খাওয়ার মজাই আলাদা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

ভালোই তো। ২৬০০ টাকার ইলিশ নিলেন ১৬৫০ টাকায়। তাহলে তো দেখছি বন্ধুদের নিয়ে বেশ মজার আনন্দই করেছেন মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে। তবে জীবনে ঝামেলা থাকবেই, আর এমন ঝামেলার মধ্যেও জীবনের জন্য কিছু আনন্দ খুঁজে নিতে হবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

হুম অনেক দামাদামি করে ইলিশ মাছ দুটি কিনেছিলাম। কারণ সেখানে বেশ কয়েকবার গিয়েছি আমি। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

ভাই আপনি বন্ধু দের সাথে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছেন।আর সেই সুন্দর মুহুর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট করার জন্য

আসলেই আমরা মাওয়া গিয়ে দারুণ সময় কাটিয়েছি। যাইহোক পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মাওয়া গিয়ে ইলিশ খাওয়া সে এক অন্যরকম অনুভূতি! আমারও বেশ কয়েক বার যাওয়া হয়েছিলো। ওখানকার লেজ ভর্তার আসলেই বেশ দারুণ স্বাদ! আপমাদের তো দিল্লি নেশ দারুণ করে সালাদ ও দিয়েছে! এমন মাছ ভাজির সাথে মরিচ পোড়া ভেঙে খেতে যে কি মজার ভাই, যারা খায় নি, তারা মিস করেছে।

আসলেই ইলিশ মাছ ভাজার সাথে যদি শুকনা মরিচ ভাজা থাকে, তাহলে দারুণ লাগে খেতে। যারা খায়নি তারা আসলেই মিস করেছে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।