আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব গল্প শেয়ার করবো। গত সপ্তাহে এই গল্পের তৃতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে চতুর্থ পর্ব শেয়ার করতে যাচ্ছি। গত পর্বে আপনারা পড়েছিলেন,শিহাব একজন ফকির বাবার সন্ধান পেয়েছে তার এক বন্ধুর মাধ্যমে। তো শিহাব তার সেই বন্ধুর সাথে একদিন সেই ফকির বাবার কাছে গেলো। কারণ তার সেই বন্ধু ফকির বাবার বেশ সুনাম করেছে। সে একেবারে গ্যারান্টি দিয়ে শিহাবকে বলেছিল, শিহাবের মনের ইচ্ছা অবশ্যই ফকির বাবা পূরণ করতে পারবে। তারপর শিহাব ফকির বাবাকে সবকিছু খুলে বললো। অর্থাৎ সুমির ব্যাপারে সবকিছু বললো।
তারপর ফকির বাবা বেশ কিছুক্ষণ ধ্যানে বসেছিল। এরপর ফকির বাবা শিহাবকে একটি তাবিজ দিলো এবং নিয়ম কানুন বলে দিলো। শিহাবকে বললো, যে গাছে কোনো পাতা নেই এবং শুধুমাত্র একটি ডাল আছে, সেই গাছে তাবিজটা বেঁধে দিতে। একটি ডাল ওয়ালা গাছে তাবিজটা বেঁধে দিলে,বাতাস আসলে গাছের ডাল এবং তাবিজটা বেশি নড়বে। অর্থাৎ তাবিজটা যতবার নড়বে, ততবার নাকি শিহাবের কথা মনে পড়বে সুমির হা হা হা। আসলে শিহাব তখন প্রচন্ড আবেগপ্রবণ ছিলো, তাই যা বলেছে সেটাই বিশ্বাস করেছে। যাইহোক শিহাব সেদিন ফকির বাবার কাছ থেকে তাবিজ নিয়ে বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার আগে তার বন্ধুকে বলে যায়, এমন গাছ দ্রুত খুঁজে বের করতে।
শিহাব তো বাসায় গিয়ে সেই মুডে ছিলো। কারণ সে মনেপ্রাণে বিশ্বাস করেছিল ফকির বাবার কথা একেবারে সত্যি হবে। অর্থাৎ সুমিও দুর্বল হয়ে যাবে শিহাবের প্রতি। শিহাব স্বপ্ন দেখতে শুরু করেছে সুমির সাথে চুটিয়ে প্রেম করবে এবং সুমিকে সারাজীবনের জন্য নিজের করে পাবে। পরের দিন শিহাবের বন্ধু একটি গাছ খুঁজে বের করলো। সেই গাছে কোনো পাতা নেই এবং শুধুমাত্র একটি ডাল রয়েছে। অর্থাৎ বলতে গেলে মরা একটি গাছ। তবে গাছটি তেমন লম্বা না। তো শিহাব এবং তার বন্ধু তাবিজ নিয়ে সেই গাছের সামনে গেলো এবং গাছটি দেখে শিহাব তার বন্ধুকে বললো,সেই গাছে উঠে তাবিজটা বেঁধে দিতে। কারণ সেই গাছে বড় বড় কালো পিঁপড়া ছিলো।
কিন্তু শিহাবের বন্ধু শিহাবকে বললো, তোর নিজের হাতে তাবিজটা বেঁধে দিতে হবে। শিহাব তো বেশ টেনশনে পড়ে গেলো। কারণ গাছে উঠার অভ্যাস তার নেই বললেই চলে। কারণ সে হাতেগোনা কয়েক বার গাছে উঠেছিল। তাছাড়া সেই গাছে যেহেতু ডালপালা নেই, তাই এমন গাছে উঠা আরও বেশি কঠিন। কিন্তু শিহাবের হাতে কোনো অপশন ছিলো না বলে,শেষ পর্যন্ত বাধ্য হয়ে শিহাব অনেক কষ্টে সেই গাছে উঠলো। তারপর তাবিজটা বেঁধে শিহাব গাছ থেকে নেমে পড়লো। এরপর তারা দু'জন বাসায় চলে গেলো এবং শিহাব অপেক্ষা করতে লাগলো সুমি কখন তাকে ভালোবাসার কথা বলবে। যাইহোক এরপর আর কি কি হলো,সেটা পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। (চলবে)
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২৮.২.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটা বেশ মজার আর বাস্তবতার ছোঁয়া আছে।শিহাবের আবেগপ্রবণ মনোভাব, ফকির বাবার কথায় অন্ধ বিশ্বাস, আর এক ডালওয়ালা গাছে তাবিজ বাঁধার দৃশ্য সবকিছুই কল্পনায় স্পষ্টভাবে ভেসে উঠলো। বিশেষ করে, কালো পিঁপড়ার ভয় পেয়ে বন্ধুকে গাছে ওঠানোর চেষ্টা করার অংশটা হাস্যকর লাগলো। পরবর্তী পর্বে কী হয়, সেটা জানার কৌতূহল তৈরি হলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে শিহাব তখন প্রচন্ড আবেগপ্রবণ ছিলো, তাই যা বলেছে সেটাই বিশ্বাস করেছে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit