লেভেল টু হতে আমার অর্জন, ১০% বেনিফিশিয়ারি @shy-fox,৫% বেনিফিশিয়ারি @abb-school

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালাম ওয়ালাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাদের প্রফেসর সাহেব আমাদেরকে লেভেল টু এর লেকচার শিট খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং সিকিউরিটি মূলক তথ্য সম্পর্কে অবহিত করেছেন। আমি বিশ্বাস করি যে, যদি কেউ @abb-school এর সকল গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করে তাহলে নিজেকে ১জন আদর্শ মানের ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আমি @mohinahmed, ইতিমধ্যে লেভেল টু এর ভাইভা পরীক্ষা দিয়েছি এবং আজ আমি লেভেল টু এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। আমি ক্লাস থেকে এবং লেকচার শিট স্টাডি করে যা শিখেছি তা নিচে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

20221011_173423.jpg

লেভেল টু এর লিখিত পরীক্ষা :

কী নিরাপত্তা - স্টিমিটে যখন কেউ একাউন্ট ক্রিয়েট করে তখন সেই অ্যাকাউন্টের মালিক সে নিজেই। তখন আমাদেরকে কিছু নির্দিষ্ট কী দেয়া হয় এবং এই কী গুলোর ব্যাপারে আমাদের সঠিক জ্ঞান থাকা আবশ্যক।

পাওয়ার আপ- স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাওয়ার আপ বলতে স্টিম-কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ উন্নীত করাকে বুঝায়।পাওয়ার আপ এর মাধ্যমে নিজেই ভোটিং সাপোর্ট দেয়া যায় এবং কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরি হয়।

ডেলিগেশন - আমার নিজস্ব স্টিম পাওয়ার যদি সাময়িকভাবে কাউকে ধার দিয়ে থাকি যাতে করে সে ব্যবহার করতে পারে এর নামই ডেলিগেশন। আমি চাইলে যেকোনো সময় ডেলিগেশন ক্যানসেল করে আবার ফেরত আনতে পারবো। আমার কাছে যদি অনেক স্টিম পাওয়ার থাকে, কিন্তু সময়ের অভাবে ভালো মানের পোস্ট খুঁজে খুঁজে ভোট না দিতে পারি সেক্ষেত্রে ভালো ডেলিগেশন সার্ভিস খুঁজে ডেলিগেট করে দেওয়াটা উত্তম। যাতে করে তারা ভালো মানের পোস্ট খুঁজে ভোট দিতে পারে, কেননা ব্লকচেইন এর উন্নতির জন্য ভাল ভাল কনটেন্ট এর গুরুত্ব অপরিসীম। তাছাড়া ডেলিগেশনের মাধ্যমে মুনাফার কিছু অংশও আমি পাব। এছাড়া আরও বিভিন্ন কারণে ডেলিগেশন করা হয়ে থাকে।

ওয়ালেট - আমি আমার সমস্ত টাকা-পয়সা যেভাবে ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখি, ঠিক তেমনি স্টিমিট ওয়ালেটে আর্ন করা বা ইনভেস্ট করা এসেট জমা রাখতে পারি।

১। প্রশ্ন : পোস্টিং কী এর কাজ কি?

উত্তর : সোশ্যাল একটিভিটির কাজগুলো এই কী দিয়ে করা হয়ে থাকে।যেমন:
*পোস্ট ও কমেন্ট করা।
*পোস্ট ও কমেন্ট এডিট করা।
*আপভোট ও ডাউনভোট দেওয়া।
*কাউকে ফলো ও আন ফলো করা
*কোন পোস্ট রিস্টিম করা।
*কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

২। প্রশ্ন : অ্যাক্টিভ কী এর কাজ কি?

উত্তর : আর্থিক কাজগুলো এই কী দিয়ে আমি করতে পারব। আমি যদি কোন লেনদেন করতে চাই তাহলে এই কী অবশ্যই প্রয়োজন হবে। এই কী ব্যবহার করে যে কাজগুলো করা যাবে তা নিচে তুলে ধরা হলো :
*ট্রান্সফারের কাজ।
*পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
*SBD Steem কনভার্সন।
*উইটনেস ভোট দেওয়া।
*কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া।
*প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন।
*নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

৩। প্রশ্ন : উনার কী এর কাজ কি?

উত্তর : ব্লকচেইনে আমি যদি আমার মালিকানা প্রমাণ করতে চাই তাহলে এই কী প্রয়োজন হবে। নিম্নোক্ত কাজগুলো এই কী দিয়ে করা হয়ে থাকে:
*উনার,অ্যাক্টিভ ও পোস্টিং কী রিসেট করা যাবে।
*একাউন্ট রিকভার করা যাবে।
*ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যাবে।

৪। প্রশ্ন : মেমো কী এর কাজ কি?

উত্তর : কাউকে এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কী এর ব্যবহার হয়ে থাকে।

৫। প্রশ্ন : মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?

উত্তর : মাস্টার পাসওয়ার্ড হচ্ছে একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী, যেটা আমি একাউন্ট খোলার সময় জেনারেট করে পেয়েছিলাম। মূলত সবগুলো কী তৈরি করা হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। এই পাসওয়ার্ডটিকে দাবা খেলার মন্ত্রীর সাথে তুলনা করা হয়েছে, সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে এই পাসওয়ার্ড হচ্ছে সবগুলো কী এর মাথা। একাউন্ট রিকভার করতে চাইলেও এই পাসওয়ার্ড লাগবে।

৬। প্রশ্ন : মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর : মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান নিচে তুলে ধরা হলো :
*ডায়েরিতে লিখে রাখব।
*খাতায় লিখে দলিলের মত করে সংরক্ষণ করে রাখবো।
*পাসওয়ার্ডগুলো জিমেইল একাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন করে গুগল ড্রাইভে রেখে দিব।
*প্রিন্ট আউট করে সুরক্ষিত জায়গায় রেখে দিব।
*পাসওয়ার্ড সম্বলিত কী এর পিডিএফ ফাইল এনক্রিপ্ট করে পেনড্রাইভে রেখে দিব।

৭। প্রশ্ন : পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর : পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাওয়ার আপ এর মাধ্যমে স্টিম পাওয়ার বৃদ্ধি পায়। যদি আমার ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার থাকে তাহলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড অর্জন করতে পারব। পাওয়ার আপ এর মাধ্যমে আমার ভোটের ভ্যালু বৃদ্ধি পাবে। স্টিমিট প্লাটফর্মে দ্রুত উন্নতি করতে চাইলে এবং প্রোফাইলের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ একান্ত জরুরী।

৮। প্রশ্ন : পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর : প্রথমে ওয়ালেটে অ্যাক্টিভ কী দিয়ে লগ ইন করতে হবে। তারপর স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কয়েকটি অপশন দেখতে পাবো। এরপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে এমাউন্টের ঘরে এমাউন্ট লিখে পাওয়ার আপে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে। পাওয়ার আপ সম্পন্ন হয়ে গেলে যত এমাউন্ট পাওয়ার আপ করবো তত এমাউন্ট স্টিম ব্যালেন্স থেকে কমে যাবে এবং স্টিম পাওয়ার ব্যালেন্স বেড়ে যাবে।

৯। প্রশ্ন : সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তর : ৩ দিন পর।

১০। প্রশ্ন : মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর : কাউকে লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয়ে থাকে তাকে মেমো ফিল্ড বলে।লিকুইড স্টিম উইথড্র করতে চাইলে এক্সচেঞ্জেবল সাইট আমাদেরকে একটি মেমো দেয় সেটি এখানে বসাতে হয়। কারণ সেই এক্সচেঞ্জ সাইটে অনেকেই লিকুইড স্টিম পাঠাবে, আর সেটা ভেরিফিকেশন করার জন্যই তারা প্রত্যেক ইউজারকে আলাদা মেমো দিয়ে থাকে।

১১। প্রশ্ন : ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?

উত্তর : ৫ দিন পর।

১২। প্রশ্ন : ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর : ৩০০ এস.পি।

আমার লেভেল টু এর লিখিত পরীক্ষা এই পর্যন্তই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এবং স্টাডি করে যতোটুকু বুঝতে পেরেছি সেগুলো আলোচনা করলাম। কোন ভুল ত্রুটি হলে আশা করি ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও একদিন এমন পোস্ট দিয়েছিলাম। ভালো উত্তর দিয়েছেন। বাকি লেভেল গুলোর জন্যে শুভ কামনা রইল।

শুভকামনা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

লেভেল দুই হতে আপনি অনেক কিছু শিখেছেন এবং আমাদের কাছে উপস্থপনা করেছেন খুব সুন্দর হয়েছে অভিনন্দন আপনাকে।এগিয়ে যান

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আমরা একদিন এভাবে লিখিত পরীক্ষা দিছি ।আপনি অনেক ভাল্ভাবে লেভেল ২ এর লিখিত দিয়েছেন ।খুব শীঘ্রর পরবর্তী লেভেল যেতে পারবেন।আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

এত কষ্ট করে পোস্টটি পড়ার জন্য এবং পরবর্তী লেভেলের জন্য আমাকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মেমো ফিল্ডের কাজ আরেকটু গুছিয়ে লিখুন। বাকি সব উত্তর ভালো দিয়েছেন।

ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

লেভেল টু এর বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের পাসওয়ার্ডের সিকিউরিটি কিংবা পাসওয়ার্ড সম্পর্কে এই লেভেলে অনেক কিছুই জানা যায়। এগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষাটা বেশ ভালোই দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

জি আপনি ঠিকই বলেছেন লেভেল টু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কী এবং পাসওয়ার্ড এর সিকিউরিটি সম্পর্কে খুব ভালোভাবে জানা যায় । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

এবিপি স্কুলের ক্লাস থেকে আপনি লেভেল টু ক্লাস গুলো অনেক ভালোভাবে বুঝেছেন। তাই অনেক ভালোভাবে উত্তরগুলো দিয়েছেন।
দোয়া করি যেন পরবর্তী লেভেলগুলো অনেক ভালো করে পার করে আসতে পারেন

জি আমাদের প্রফেসর সাহেব লেভেল টু এর ক্লাসে আমাদেরকে লেকচার শিট খুব ভালোভাবে বুঝিয়েছেন। সেজন্য উত্তরগুলো এভাবে দিতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তী লেভেল গুলোর জন্য আমাকে শুভকামনা জানানোর জন্য।