আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ভুলোনা আমায়। এই নাটকটি ২.৫ বছর আগে রিলিজ হয়েছে। এই নাটকটি বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল। এই নাটকটি মূলত একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | ভুলোনা আমায় |
---|---|
রচনা | সোহেল রানা শ্রাবণ এবং জাকারিয়া সৌখিন |
পরিচালনা | জাকারিয়া সৌখিন |
অভিনয়ে | মুশফিক আর ফারহান,কেয়া পায়েল এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ৭ই মে ২০২২ |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ১০ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায় নাটকের নায়ক মুশফিক আর ফারহান এবং নাটকের নায়িকা কেয়া পায়েল এর আত্নীয়ের বিয়ে হচ্ছে। সেই বিয়ের অনুষ্ঠানে তারা বেশ মজা করছে বিভিন্ন বিষয় নিয়ে। তো বিয়ের অনুষ্ঠানে কেয়া পায়েলকে দেখে,ফারহান ভীষণ পছন্দ করে ফেলে। তাদের বাসা মোটামুটি কাছাকাছি অবস্থিত। তো বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর,ফারহান কেয়া পায়েলকে দেখার জন্য বারবারই কেয়া পায়েল এর কাছে ছুটে যায়। এমনকি তাদের বাসায় পর্যন্ত চলে যায়। তো ধীরে ধীরে কেয়া পায়েলও ফারহানকে ভালোবাসতে শুরু করে। যদিও ফারহানকে তার বন্ধু বেশ কয়েকবার নিষেধ করেছে কেয়া পায়েল এর সাথে সম্পর্কে জড়াতে। কারণ কেয়া পায়েল এর বাবা চেয়ারম্যান এবং তার বাবা ও ভাই খুবই ডেঞ্জারাস মানুষ। তারা নিজেদের স্বার্থের জন্য মানুষ মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তবে ফারহান কারো কথায় কান না দিয়ে, কেয়া পায়েলকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। যাইহোক কেয়া পায়েল এর বান্ধবীও বুঝে যায়, কেয়া পায়েল যে ফারহানকে ভালোবাসে। তবে কেয়া পায়েল মন থেকে ফারহানকে ভালোবাসলেও,তার বাবা এবং ভাইয়ের জন্য সাহস করতে পারতো না। কারণ সে আগে থেকেই জানতো,এই সম্পর্ক তার বাবা এবং ভাই কখনোই মেনে নিবে না। তবে কেয়া পায়েল শেষ পর্যন্ত সব চিন্তা ভাবনা বাদ দিয়ে, মনের কথা ফারহানকে খুলে বলে। তারা একে অপরকে বলে যে,কখনোই কাউকে ভুলে যাবে না এবং সবসময় একে অপরের পাশে থাকবে। তো একদিন জোসনা রাতে ফারহান ও কেয়া পায়েল বাহিরে ঘুরাঘুরি করে এবং সেদিনই তারা ধরা পড়ে যায়। অর্থাৎ কেয়া পায়েল এর ভাই তাদেরকে দেখে ফেলে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তারপর কেয়া পায়েল এর বাবা ফারহানকে ওয়ার্নিং দেয় এবং বলে যে আর কখনোই কেয়া পায়েল এর সামনে না আসতে। কিন্তু ফারহান এবং কেয়া পায়েল তবুও লুকিয়ে লুকিয়ে দেখা করার চেষ্টা করে। এক পর্যায়ে কেয়া পায়েলকে বাসায় বন্দি করে রাখা হয়। তারপর ফারহান তার মা বাবার সাথে আলোচনা করে, কেয়া পায়েল এর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এরপর কেয়া পায়েল এর বাবা ফারহান এবং তার বাবাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। এরপর কেয়া পায়েল এর বান্ধবীর মাধ্যমে, কেয়া পায়েল এবং ফারহান চিঠি আদান প্রদান করে এবং বলে যে তারা দু'জন পালিয়ে যাবে। কারণ কেয়া পায়েল এর বিয়ে অন্য জায়গায় ঠিক করা হয়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
এই নাটকটি একেবারে বাস্তবসম্মত একটি নাটক। কারণ বাস্তবে এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। কেয়া পায়েল এর পরিবার ধনী ছিলো এবং ফারহানের পরিবার ধনী ছিলো না বলে,এই সম্পর্ক কেয়া পায়েল এর বাবা মেনে নেয়নি। তবে এটা মোটেই উচিত নয়। ছেলে মেয়েদের সুখের কথা প্রতিটি পরিবারের ভাবা উচিত। আসলে পৃথিবীতে অর্থ সম্পদ-ই সবকিছু না। ভালোবাসা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। কেয়া পায়েল এবং ফারহান নিজেদের জীবন বাজি রেখে একে অপরকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের ভাগ্য সহায় হয় না। এতো কষ্টের পরেও তাদের মিলন হয় না। নাটকের শেষের দৃশ্য দেখে ভীষণ কষ্ট লেগেছে আমার। যাইহোক সবমিলিয়ে ফারহান এবং কেয়া পায়েল এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। নাটকটি দেখে আমার খুব ভালো লেগেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১২.১২.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলোনা আমায় নাটকটি কয়েকবার দেখা হয়েছে। নাটকটির গল্প লোকেশন এবং গান জাস্ট অসাধারন ভাই। আপনি চমৎকার ভাবে নাটকটির রিভিউ তুলে ধরেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি খুবই সুন্দর। এমন নাটক বারবার দেখতে ইচ্ছে করে। যাইহোক রিভিউ পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলোনা আমায় নাটকটি অনেক সুন্দর একটি নাটক। এই নাটকটি আমি প্রায় তিন-চার মাস আগে দেখেছিলাম। নাটকে ভীষণ সুন্দর। নাটকের গান আমার কাছে অনেক পছন্দের। আজ আপনার রিভিউ করে খুব ভালো লাগলো। নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু নাটকের গানটি খুবই সুন্দর। যাইহোক রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলনা আমায় মনে হয় কোন একটা সিনেমার নাম। আর সিনেমাটা সম্ভবত আমি দেখেছি। যাইহোক ভুলনা আমায় নাটকটা বেশ দারুন রোমান্টিক। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর নাটক রিভিউ দেখে। আপনার জন্য কিছুটা দেখার সুযোগ পেলাম নাটকটার বিশেষ বিশেষ অংশ। আবারো চেষ্টা করবো সম্পূর্ণ দেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের রোমান্টিক নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। যাইহোক রিভিউ পড়ে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফারহান এবং কেয়া পায়েলের নাটক আমার কাছে খুব ভালো লাগে। তারা দুইজন প্রত্যেকটা নাটক অনেক সুন্দর ভাবে করে থাকে। তাদের অভিনয় অনেক সুন্দর হয়। এই নাটকের কাহিনীটা অনেক বেশি ভালো ছিল। আমার কাছে পুরো কাহিনীটা অসম্ভব ভালো লেগেছে। সময় পেলে আমি ভাবছি নাটকটা দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফারহান এবং কেয়া পায়েল এর জুটি একেবারে পারফেক্ট মনে হয় আমার কাছে। যাইহোক রিভিউ পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক রিভিউ পড়ে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আজ আপনি ভুলনা আমায় নাটকের খুব সুন্দর রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। নাটকটি দেখতে খুবই সুন্দর আমি বেশ অনেক আগে নাটকটি দেখেছিলাম। নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। কেয়া পায়েল ও ফারহানের নাটক দেখতে আমি অনেক পছন্দ করি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে নাটক রিভিউটি করেছেন। নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মতো আমিও ফারহান এবং কেয়া পায়েল এর নাটক দেখতে খুব পছন্দ করি। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit