আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রায় ১৮ মাস ধরে কাজ করছি। এই কমিউনিটির সবাই বেশ সাপোর্টিভ এবং আমরা একটি পরিবারের মতোই এখানে মিলেমিশে সবাই কাজ করছি। এই কমিউনিটিতে আমি সবসময় কাজ করে যেতে চাই। এই কমিউনিটিতে আমরা বাংলা ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি,সর্বোপরি মন খুলে বাংলা ভাষায় ব্লগিং করতে পারি। এতো চমৎকার একটি কমিউনিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় @rme দাদার কাছে আমরা চিরকৃতজ্ঞ।
ক্যানভা অ্যাপ দিয়ে তৈরি
Best Author
বেস্ট অথর হিসেবে আমি মনোনীত করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত এডমিন @hafizullah ভাইকে। কারণ উনি বেশিরভাগ সময় সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট করে থাকেন,তাই উনার পোস্ট পড়লে সমসাময়িক অনেক ঘটনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। উনার বাস্তব সম্মত পোস্টগুলো পড়তে আমার সবসময়ই খুব ভালো লাগে। সত্যি বলতে উনার পোস্টগুলো পড়ে আমি প্রতিনিয়ত ভীষণ অনুপ্রাণিত হই। উনি মাঝে মধ্যে বেশ ইউনিক কিছু রেসিপি শেয়ার করে থাকেন। তাছাড়া উনার কবিতা গুলো পড়লে তো সবসময়ই মুগ্ধ হয়ে যাই। একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কবিতা লিখেন উনি।
Best Contributor to the Community
বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে আমি মনোনীত করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদাকে। কারণ উনি বিশাল এমাউন্ট এর বিনিয়োগ করে রেখেছেন, নিঃস্বার্থভাবে শুধুমাত্র ইউজারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের কমিউনিটির ইউজাররা যাতে পোস্ট করতে আরও উৎসাহিত হন,সেজন্য shy-fox, abb-school, amarbanglablog থেকে নিয়মিত কিউরেশন সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দাদা যতই অসুস্থ থাকেন না কেনো, যতই ব্যস্ত থাকুক না কেনো, তিনি বিন্দুমাত্র কাজের প্রতি অবহেলা করেন না। বরং তিনি সবসময় কমিউনিটির কাজকে টপ প্রায়োরিটি দিয়ে থাকেন। আমাদের কমিউনিটি সবসময়ই কোয়ালিটি পোস্টে সাপোর্ট করে থাকে। তারই ফলস্বরূপ আমাদের কমিউনিটির ইউজাররা প্রতিনিয়ত ভালো মানের পোস্ট শেয়ার করে চলেছে। এতে করে স্টিমিট প্লাটফর্ম দিনদিন আরও সমৃদ্ধশালী হচ্ছে। তাছাড়া স্টিমিট প্লাটফর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিনিয়ত আমাদের কমিউনিটির ইউজাররা তাদের পোস্ট ফেসবুক এবং টুইটারে শেয়ার করে যাচ্ছে। এতে করে দিনদিন স্টিমিট ইউজার বৃদ্ধি পাচ্ছে এবং সামনে আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আসলে দাদার অবদানের কথা লেখা শুরু করলে সহজে শেষ হতে চায় না। যেহেতু সংক্ষেপে লিখতে বলা হয়েছে, তাই সংক্ষেপে লেখার চেষ্টা করলাম।
Best Community
আমি নিঃসন্দেহে বলতে পারি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হচ্ছে সেরা কমিউনিটি। তাই @amarbanglablog কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে মনোনীত করছি। কেনো আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে মনোনীত করলাম, তার কয়েকটি প্রধান কারণ নিচে উল্লেখ করলাম :
abb-school :- মূলত আমরা যারা এই প্লাটফর্মে ব্লগিং করছি তারা একেবারেই অদক্ষ ছিলাম ব্লগিং এর ব্যাপারে। প্রতিটি ইউজারকে পাঁচটা লেভেল পাশ করে এই কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হতে হয়। আমাদের কমিউনিটির সম্মানিত এডমিন/মডারেটররা আমাদেরকে খুব যত্নসহকারে প্রতিটি লেভেলে ক্লাস করিয়েছে এবং পরীক্ষা নিয়েছে। আমাদেরকে সিকিউরিটি কী এর গুরুত্ব,কন্টেন্ট নির্বাচন, পোস্টের মার্কডাউন সহ আরও অনেক কিছু খুব ভালোভাবে শিখিয়েছে। যাতে করে আমরা মানসম্মত ব্লগ তৈরি করতে পারি এবং আমাদের ব্লগিং ক্যারিয়ারে অনেক উন্নতি করতে পারি। তথাপি স্টিমিট প্লাটফর্মকে আরও সমৃদ্ধ করতে পারি সবাই মিলে।
Weekly Hangout Program :- প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯ টা বাজে আমাদের কমিউনিটির হ্যাংআউট প্রোগ্রাম শুরু হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এডমিন মডারেটরদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট জানতে পারি। প্রতিটি ইউজারের পুরো সপ্তাহের কাজের ফলাফল জানানো হয় এই প্রোগ্রামে সুপার একটিভ লিস্ট ঘোষণার মাধ্যমে। তাছাড়া বিনোদন পর্বে অনেকেই গান গেয়ে বা কবিতা আবৃত্তি করে সবাইকে বিনোদন দিয়ে থাকে। মোটকথা সবাই পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকে হ্যাংআউট প্রোগ্রামের জন্য। সবমিলিয়ে এটা হচ্ছে আমাদের প্রাণের প্রোগ্রাম।
Best Blogger and Founder Choice :- মূলত যারা সুপার একটিভ লিস্টে থাকে,তাদের মধ্য থেকে ১২ জনকে নমিনেশন দেওয়া হয় ব্লগার অফ দ্যা উইক এর জন্য। এরপর যাদের পোস্ট কোয়ালিটি, কমেন্ট এর স্কোর এবং ডিসকর্ড এক্টিভিটি ভালো, তাদের মধ্য থেকে সেরা ৩ জনকে ব্লগার অফ দ্যা নির্বাচিত করা হয় এবং পুরষ্কৃত করা হয়। তাছাড়া আমাদের প্রতিষ্ঠাতা যেকোনো একজন ইউজারকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করেন নিজের ইচ্ছে অনুযায়ী। সেটা তিনি নির্বাচিত করেন অবশ্যই ইউজারের কাজের উপর ভিত্তি করেই। এতে করে সবাই আরো বেশি আগ্রহী হয় ভালো মানের পোস্ট করতে।
Comment Monitoring Report:- এই রিপোর্টের মাধ্যমে ইউজারদের পুরো সপ্তাহের কমেন্ট এর মান, সংখ্যা এবং স্কোর প্রকাশ করা হয়। কমেন্ট এর মধ্যে ভুল থাকলে এবং কোনো সমস্যা থাকলে পরামর্শ হিসেবে রিমার্কস এর মধ্যে লিখে দেন এডমিন মডারেটররা। এতে করে সবাই যার যার সমস্যা বুঝতে পারে এবং পরবর্তীতে ভুলভ্রান্তি শুধরে কমেন্ট এর মান উন্নত করতে পারে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ৭.১২.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Twitter Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মনোনয়ন পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনি ঠিক বলেছেন হাফিজুল্লা ভাইয়া সব সময় সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। উনার কবিতা গুলো পড়লে অনেক ভালো লাগে। আর আমাদের দাদার তুলনা হয় না। তিনি সব সময় নিঃস্বার্থভাবে আমাদেরকে সাপোট দিয়ে থাকেন।আর আমার ব্লগ আমাদের মাতৃভাষায় লেখার সুযোগ করে দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনার মনোনয়ন পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু উনার কবিতাগুলো এবং বিভিন্ন ধরনের লেখা পড়তে ভীষণ ভালো লাগে। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ হাফিজ উল্লাহ ভাই সব সময় সম সাময়িক বিষয় নিয়ে পোস্ট করে থাকে। যেটা থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে । আসলে জীবনের বাস্তবতা সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত। আবার বাংলা ব্লগ কমিউনিটি সত্যিই সফল একটা কমিউনিটি যেটা ধারাবাহিকতা ধরে রেখেছে। সকল কৃতিত্ব দাদার যার মহৎ উদ্যোগের মাধ্যমে আজকের এই সফলতা আমাদের সহযোগিতায় আরো সুন্দর হবে সেটাই প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই আমাদের দাদা অনেক বড় মাপের একজন মানুষ। তিনি সবসময় আমাদের কমিউনিটি তথাপি স্টিমিট প্লাটফর্মের উন্নতির ব্যাপারে ভাবেন এবং ইউজারদেরকে নিয়ে ভাবেন। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার লিখেছেন আপনি বেস্ট অথর হাফিজুল্লাহ ভাইকে দিলেন অনেক ভালো লাগলো। সব সময় ভালো লাগে হাফিজ ভাই বাস্তবতা নিয়ে অনেক সুন্দর লিখেন সেই সাথে কবিতা গুলো দারুণ হয়। তাছাড়া দাদার কথা কি আর বলব দাদা তো আমাদের সবার সেরা একজন। যিনি প্রতিনিয়ত চোখের ঘুম হারাম করে ইউজারদের জন্য সব সময় চিন্তা করে যাচ্ছেন। কিভাবে ইউজারদের ভালোভাবে সাপোর্ট দেওয়া যায়। কিভাবে ভালোভাবে কমিউনিটিতে ইউজারেরা কাজ করতে পারে সেই চিন্তায় প্রতিনিয়ত চিন্তা করে থাকেন। আপনি আজকে আপনার মনোনয়ন শেয়ার করলেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমাদের দাদা ইউজারদের নিয়ে অনেক ভাবেন। দাদার প্রশংসা যত করবো ততই কম হয়ে যাবে। যাইহোক এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit