রেসিপি-লাউ চিংড়ি রেসিপি||

in hive-129948 •  6 hours ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। লাউ চিংড়ি খেতে সবাই কমবেশি পছন্দ করে। তাই আজকে আমি লাউ চিংড়ির মজার একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


লাউ চিংড়ি রেসিপি:

IMG_20241018_142423.jpg
Device-OPPO-A15


লাউ চিংড়ি সবার অনেক পছন্দের একটি খাবার। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। শীতের আমেজ এখন সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে বেশ ভালোই ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এই সময় লাউ চিংড়ি খেতে কিন্তু দারুন লাগে। যখন একটু ঠান্ডা পড়ে তখন লাউ চিংড়ির এইটা অন্যরকমের টেস্ট হয়। আর খেতে ভালো লাগে। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করলে বেশি ভালো লাগে। তবে আমার কাছে যেহেতু একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল তাই সেগুলো দিয়ে লাউ চিংড়ি রান্না করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
চিংড়ি৪ পিস
লাউ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG_20241018_141213.jpg

IMG20241017152028.jpg


ধাপসমূহ:


ধাপ-১

IMG20241017153750.jpg

IMG_20241018_141252.jpg


লাউ চিংড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাউ গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের খোসাটা রেখে দিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন।


ধাপ-২

IMG20241017153908.jpg

IMG20241017154031.jpg


এবার একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি।


ধাপ-৩

IMG20241017154103.jpg

IMG20241017154120.jpg


এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজনীয় মসলাগুলো দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা বাটা এবং রসুন দিয়েছি। এরপর নেড়েচেড়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20241017154136.jpg

IMG20241017154149.jpg


এবার মসলা গুলো সুন্দর করে ভুনা করে নিয়েছি। এরপর মাছ গুলো এর মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৫

IMG20241017154202.jpg

IMG20241017154216.jpg


এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিয়েছি।


ধাপ-৬

IMG20241017154237.jpg

IMG20241017154311.jpg


চিংড়ি মাছগুলো আরো ভালোভাবে ভুনা করার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। আর সুন্দর করে ভুনা করে নেওয়ার জন্য কিছুক্ষণ রান্না করেছি।


ধাপ-৭

IMG20241017154616.jpg

IMG20241017154635.jpg


কিছুক্ষণ রান্না করার পর যখন চিংড়ি মাছগুলো ভুনা হয়েছে তখন আমি লাউ গুলো এর মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৮

IMG20241017154647.jpg

IMG20241017154654.jpg


কেটে রাখা লাউগুলো চিংড়ি মাছ ভুনার মধ্যে দিয়েছি আর নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি।


ধাপ-৯

IMG20241017154738.jpg

IMG20241017155148.jpg


কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে লাউ চিংড়ি বেশ ভালোভাবে ভুনা করে নিয়েছি।


ধাপ-১০

IMG20241017155216.jpg

IMG20241017160708.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর আরো কিছুটা সময় রান্না করেছি। এভাবেই এই মজার খাবারটি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20241018_142643.jpg
Device-OPPO-A15


লাউ চিংড়ি রান্না করার পর কিছুটা সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। লাউ তরকারি ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। আর লাউ চিংড়ি খেতে দারুন হয়েছিল। গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা লাউ চিংড়ি খেতে দারুন লাগে। আমি খুব সহজেই এই রেসিপি তৈরি করেছিলাম। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ঠিক বলেছেন আপু শীতের সময় লাউ চিংড়ি খেতে অনেক মজা লাগে। এবার মনে হচ্ছে শীত একটু আগেই পড়ছে। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল অনেকদিন হলো লাউ চিংড়ি খাওয়া হয়নি। কালারটা বেশ দারুন এসেছে। ধন্যবাদ আপু সুস্বাদ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত লোভনীয় লাউ চিংড়ি রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের লাউ চিংড়ি রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই লাউ চিংড়ি রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।

ভীষণই লোভনীয় একটি রেসিপি। যদিও আমাদের বাড়িতে এইভাবে রান্না হয় না তবুও আপনার রেসিপিটি দেখে আমার ভীষণ ভালো লাগলো।

লাউ চিংড়ি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এই রেসিপির পরিবেশনে আমার কাছে দারুন লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

লাউ চিংড়ি খেতে আমি বড় ভালোবাসি। চিংড়ি ছাড়া লাউ আর চিংড়ি দিয়ে লাউয়ের মধ্যে অনেক তফাৎ। আপনি ভীষণ সুন্দর করে লাল চিংড়ি রান্না করে পোষ্টের মাধ্যমে যেন আমাদের পেট ভরিয়ে দিলেন। ছবিতে এবং ধাপে ধাপে উপস্থাপনায় রান্নাটি সকলের কাছে ভীষণ সহজ হয়ে গেল। অনেক ধন্যবাদ এমন একটি প্রিয় পদকে রেসিপি হিসাবে ব্লগে দেওয়ার জন্য।

লাউ চিংড়ি লোভনীয় একটি রেসিপি। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। পরিবেশনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। লোভনীয় রেসিপিটি ধাপে ধাপে বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও আপু আপনি আজকে লাউ চিংড়ি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে চমৎকার লাগছে। চিংড়ি মাছ আমি অনেক বেশি পছন্দ করি যেকোন ভাবে খাইতেই আমার কাছে ভালো লাগে। লাউ চিংড়ি রেসিপি তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।