আর্ট-রং তুলিতে নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং||

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। সময় পেলে মাঝে মাঝে পেইন্টিং করি। যদিও ভালো পেইন্টিং করতে পারিনা। তবুও অবসর সময়ে ছোট ছোট পেইন্টিং গুলো করতে আমার বেশ ভালো লাগে। তাই তো আজকে আমি নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


রং তুলিতে নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং:

IMG_20230626_124336.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। নদীর পাড়ের প্রকৃতি আর খোলা হাওয়া ভীষণ ভালো লাগে। তাইতো রং তুলির ছোঁয়ায় নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করার চেষ্টা করেছি। যদিও ভালো পেইন্টিং করতে পারি না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় রং তুলির ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে এই পেইন্টিং কেমন লেগেছে। তবে আমি চেষ্টা করেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230625175125.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230625175502.jpg
Device-OPPO-A15
IMG20230625175627.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে আমি হালকা ভাবে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230625175800.jpg
Device-OPPO-A15
IMG20230625175912.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে নীল রং দিয়ে আকাশ এবং নদীর চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230625180025.jpg
Device-OPPO-A15
IMG20230625180401.jpg
Device-OPPO-A15


এবার ছোট্ট একটি ঘর অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর রঙ দেওয়ার চেষ্টা করেছি। এবার নিচের দিকের অংশে নদীর পাড়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230625180728.jpg
Device-OPPO-A15
IMG20230625180942.jpg
Device-OPPO-A15


নদীর পাড়ের অন্যান্য কিছু অংশ কালো রং দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং ঘরের চারপাশের অংশ রং করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230625181041.jpg
Device-OPPO-A15
IMG20230625181250.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে বেড়া তৈরি করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230625181505.jpg
Device-OPPO-A15
IMG20230625181716.jpg
Device-OPPO-A15


এবার একটি গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে নদীর পাড়ের সৌন্দর্য আরো বেশি সুন্দর হয়।


ধাপ-৭

IMG20230625181804.jpg
Device-OPPO-A15
IMG20230625181927.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে আবারো সুন্দরভাবে বেড়ার চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230625182014.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর একটি চাঁদ অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। এভাবেই অন্যান্য অংশের কিছু কাজ করে এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230626_125050.jpg
Device-OPPO-A15


রং তুলিতে নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে নতুন কিছু পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। রং তুলি ছোঁয়ায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার জন্য আমি রং তুলি দিয়ে কিছু আঁকাআঁকি করার চেষ্টা করি। হয়তো আপনাদের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবুও মাঝে মাঝে চেষ্টা করি বিভিন্ন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

nice post i will come back to read later on

রং তুলি দিয়ে নদী এবং পাহাড়ের দারুণ একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের পরিবেশের পাশে একটা বাড়ি বিষয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে।

রং তুলি দিয়ে নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। এরকম সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি বাড়ি তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

আপু আপনি এত সুন্দর পেইন্টিং করার পরেও যদি বলেন যে, পেইন্টিং আপনি খুব একটা ভালো পারেন না, এটা তো মানতে পারবো না। নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যের পেইন্টিং অসাধারণ ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া আমি চেষ্টা করি নিজের মতো করে পেইন্টিং করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

রং তুলি দিয়ে নদীর পাড়ে সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপু আপনি খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন। আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে যেটা আমরা গ্রাম্য পরিবেশে বাস্তবে রূপে দেখতে পাই।

রং তুলি দিয়ে নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে এই দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে গ্রাম্য পরিবেশ দেখতে বেশি ভালো লাগে।

খুবই সুন্দর আর্ট করতে পারেন আপু আপনি। নদীর তীর প্রাকৃতিক সৌন্দর্য আপনি খুব সুন্দরভাবে আর্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে। রং দিয়ে অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আমি জানিনা কতটুকু আর্ট করতে পারি। তবে আপনার মন্তব্য করে ভীষণ ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য রংতুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

কে বলেছে আপনি সুন্দর পেইন্টিং করতে পারেন না! আপনি তো অসাধারণ অসাধারণ পেইন্টিং করেন। আর এগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকের টাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপু আপনার মন্তব্য করে সত্যিই অনেক ভালো লাগলো। ক্ষুদ্র প্রচেষ্টায় কোন কিছু করার চেষ্টা করি। আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আর্ট-রং তুলিতে নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং অসাধারণ হয়েছে। এতো সুন্দর চিত্র অংকন করেছেন যা দেখে খুবি ভালো লাগছে আমার। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

আপু আপনার পেইন্টিং সবসময়ই দারুণ হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। সত্যি বলতে নদীর পাড়ের সৌন্দর্যের পেইন্টিং দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। বিশেষ করে কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া। ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করেছি। নতুন কিছু করতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপু আপনি খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আপু আপনার পেইন্টিং সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই পেইন্টিং আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। এভাবেই মন্তব্য করে উৎসাহ দিবেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।

পোস্টার রং এবং অন্যান্য উপকরণের সমন্বয়ে নদীর পাড়ের খুবই সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন আপনি। নদীর পাড়ে খুবই সুন্দর একটি ঘরের চিত্র অংকনটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। খুবই সমস্যা চমৎকার একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

রং তুলির ছোঁয়ায় নতুন কিছু করতে ভালো লাগে। নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।