ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in hive-129948 •  11 days ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও আজকে আমার মনটা খুবই খারাপ। তবুও ভাবলাম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। আসলে কাছের মানুষগুলো যখন হারিয়ে যায় তখন সেই কষ্টটা ভোলা যায় না। আমার খুবই কাছের একজন মানুষ গতকাল রাতে মারা গিয়েছেন। তাই দুদিন থেকে অনেক ব্যস্ততায় সময় কাটছে। তবুও ভাবতাম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20241201_201822.jpg
Device-OPPO-A15
Location


শিশির ভেজা ধানক্ষেত দেখতে সত্যিই অনেক ভালো লাগে। কয়েকদিন আগে যখন গ্রামের বাসায় গিয়েছিলাম তখন শিশির ভেজে ধান ক্ষেতের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আর অনেকগুলো ছবি তুলেছিলাম। সেখান থেকে একটি ছবি আজকে সিলেক্ট করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে শিশির ভেজা ধান ক্ষেতের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর এই সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফিটি উপস্থাপন করলাম।


IMG_20241201_201339.jpg
Device-OPPO-A15
Location


কুমড়ো ফুলের অপরূপ সৌন্দর্য দেখে সকালবেলায় ভাবলাম একটি ছবি তুলে নেই। আজকে সকালে যখন একটু হাঁটাহাঁটি করছিলাম তখন হঠাৎ করে সুন্দর এই কুমড়ো ফুল সামনে চলে এলো। ভাবলাম সুন্দর এই ফুলের ফটোগ্রাফিটি করে ফেলি। যাতে করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর সেই ভাবনা থেকে কুমড়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ফুলের সৌন্দর্য দেখতে সত্যিই দারুণ ছিল।


IMG_20241201_201451.jpg
Device-OPPO-A15
Location


গ্রামে গেলে গ্রামীণ সৌন্দর্য দেখতে ভালো লাগে। গ্রামীণ পথঘাট, মাঠ সবকিছুই দেখতে ভালো লাগে। সকালের হালকা কুয়াশায় গ্রামীণ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগছিল। তাই তো আমি এই গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফিটি করেছিলাম। যাতে করে সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে রাখতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এরকম সুন্দর দৃশ্য গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর সকালের দৃশ্য গুলো দেখতে আরো বেশি ভালো লাগে।


IMG_20241201_201521.jpg
Device-OPPO-A15
Location


প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর প্রকৃতির এই সুন্দর রূপ দেখে আমার অসাধারণ লেগেছিল। আকাশের সৌন্দর্য অনেক ভালো লাগে। আর যদি গাছপালা সেই সৌন্দর্য বাড়িয়ে তুলে তাহলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। সকালবেলায় যখন একটু হাঁটাহাঁটি করছিলাম তখন হঠাৎ করেই এই সৌন্দর্য দেখে ভালো লেগেছিল। তাই ছবি তুলে রেখেছিলাম। এরকম সুন্দর দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে।


IMG_20241201_201633.jpg
Device-OPPO-A15
Location


লাউয়ের সাদা ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। লাউয়ের ফুল সত্যি অনেক সুন্দর হয়। আজকে সকালবেলায় যখন ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম তখন হঠাৎ করে এই ফুলটি দেখেছিলাম আর ছবি তুলেছিলাম। সুন্দর এই ফুল দেখতে অনেক ভালো লাগছিল। সবজির ফুলগুলো সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম নয়। আর এত সুন্দর একটি ফুল দেখেই আমি ছবি তুলেছিলাম। আশা করছি এই ফুলের ছবি সবার ভালো লেগেছে।


বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার এই ফটোগ্রাফি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই তো সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করছেন। ধান গাছ গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর কুয়াশা ঘন পরিবেশটাও খুব দারুন লাগছে। গ্রামীণ পরিবেশ শীতের সময় একটু বেশি সুন্দর হয়।

ধান ক্ষেতের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই ফটোগ্রাফি করেছিলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অসাধারণ ফটোগ্রাফি আপু দেখে এক প্রকারের শান্তি খুঁজে পেয়েছি। বিশেষ করে শীতকালীন এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তবে এখনো দেখতে পায়নি এই দৃশ্যগুলো যেহেতু শহরে আছি। আর আমাদের দক্ষিণ অঞ্চলে শীত একটু কম হয়। তাই শীত আসতেও দেরি হয়। অনেক ভালো লেগেছে ধান গাছের উপর শিশির ভেজা দৃশ্য দেখে।

ঠিক বলেছেন আপু কিছু কিছু দৃশ্য দেখে ভালো লাগে। তাইতো আমি গ্রামের বাসায় গিয়ে শীতের সকালটা দারুন ভাবে উপভোগ করেছি এবং ফটোগ্রাফি করেছি।

আপু আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রথম ফটোগ্রাফি আর তৃতীয় ফটোগ্রাফিটা সব থেকে সুন্দর ছিল। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার।

তিন নম্বর ছবিটা সবথেকে সুন্দর হয়েছে আপু। বাকি ছবিগুলো ভালো লেগেছে। আসলে আপু শীতের প্রকৃতি একটু অন্যরকমই হয়। গাছের পাতা ঝরে যায় আবার শিশিরও পড়ে। সব মিলিয়ে অসাধারণ লাগে৷ আপনাএ ছবিগুলি সেই দৃশ্যকেই ধারণ করেছে।

শীতের সকালের দৃশ্যটা দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আর পাতা ঝরে যাওয়া গাছের সৌন্দর্য দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

রেনডম ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক অনেক ভালো লেগে থাকে। কারণ আমি খেয়াল করে দেখেছি এখানে প্রাকৃতিক পরিবেশের সুন্দর ফটোগ্রাফি উঠে আসে। ঠিক তেমনি আপনার ফটোগ্রাফির মধ্যে খুঁজে পেলাম ফসল শীতের কিছু চিত্র।

ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য সুন্দর করে উপস্থাপন করা যায়। তাই তো আমিও নিজের মতো করে চেষ্টা করেছি।

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। প্রাকৃতিক পরিবেশ থেকে ফটো ধারণ করতে আমার কাছে খুব ভালো লাগে। তাই মাঝেমধ্যে আমি যদি সুযোগ পাই আমিও চেষ্টা করি ফটো ধারণ করার জন্য। গাছের নিচ থেকে ধারণ করা ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে।

দারুন দারুন সব দৃশ্যগুলো উপস্থাপন করেছি আপু। প্রকৃতির সৌন্দর্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। কুমড়ো ফুল আর লাউ ফুল খুব ভালো লেগেছে। তাছাড়া সকালের হালকা কুয়াশা মাখা প্রকৃতির ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম আপু।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভাল লাগল। ধানের ফসলের মাঠের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

ফসলের মাঠের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। এরকম দৃশ্যগুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে ভাইয়া।

সত্যি ই আপু কাছের মানুষ মারা গেলে কষ্ট খুব বেশীই হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন।প্রতিটি ফটোগ্রাফি দারুন লাগলো দেখতে।গ্রামীণ সৌন্দর্য সবকিছুকে হার মানায়।ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি।

সত্যি আপু আপন মানুষগুলো হারিয়ে গেলে অনেক বেশি কষ্ট হয়। যাইহোক আপু চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সকাল বেলায় গ্রামের শিশির ভেজা ধানের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। আমিও গ্রামে যাওয়ার প্ল্যান করছি। আশা করি গেলে এরকম সুন্দর প্রকৃতি দেখতে পারব। সবগুলো ফটোগ্রাফি চোখ জুড়ানো। দেখেই ভালো লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপু চলে আসেন গ্রামে। সুন্দর সময় কাটাতে পারবেন। শীতের সময় প্রকৃতি দেখতে ভালো লাগে। আর সময় কাটাতে ভালো লাগে।

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু প্রাকৃতিক সৌন্দর্য সব সময় মানুষের মন কাড়ে।ধান গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার।

আসলে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখতে অসাধারণ লাগছে ।বিশেষ করে মিষ্টি কুমড়ার ফলটি দেখতে বেশি ভালো লাগলো । ধন্যবাদ আপু শুভকামনা রইল।

মিষ্টি কুমড়ার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। আপনি ফুলের জায়গায় ফল লিখেছেন।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। তিন নম্বর ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। গ্রামের দিকে শীতের প্রকৃতিটা খুব সুন্দর লাগে দেখতে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

সুন্দর কোন দৃশ্য দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। তাই তো গ্রামের সুন্দর প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরেছি আপু।

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি মানে অসাধারণ। কুমড়া ফুলের ফটোগ্রাফি এবং লাউ এর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আর ধানক্ষেতের ফটোগ্রাফি ও চমৎকার হয়েছে। তবে গ্রামাঞ্চলে এখন পাকা ধান ক্ষেত আছে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পাকা ধান ক্ষেতগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে।

সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু ঠিক বলেছেন গ্রামের পথঘাট মাঠ সব কিছুই ভালো লাগে। এই যেমন কুয়াশায় ঘেরা শীতের সকালের ফটোগ্রাফি দেখতে পেলাম বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সত্যি আপু শীতের সকালে গ্রামের পথঘাট সব কিছুই দেখতে ভালো লাগে। তাইতো আমি সুন্দর দৃশ্য গুলো ক্যামেরাবন্দি করেছিলাম। আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

গ্রাম বাংলার এই দারুণ দারুণ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শীতের সকালের এই ধরনের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে শীতের সৌন্দর্য দেখতে বেশি ভালো লাগে। তাই অনেকগুলো ফটোগ্রাফি করা হয়েছিল ভাইয়া।

আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। তাছাড়া ধানক্ষেত দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সময় পেলে ছুটে যাই ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। যাইহোক এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। প্রকৃতির সৌন্দর্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে ভাইয়া।

গ্রামে গেলে এমন সব অপরুপ দৃশ্য অবলোকন করা যায়। দারুণ করেছেন আপু ফটোগ্রাফি গুলো। শিশিরভেজা ধান এবং অন‍্যান‍্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

গ্রামে গেলে দারুন সব দৃশ্য গুলো দেখার সুযোগ হয়। শিশির ভেজা ধান ক্ষেত আর প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে।

প্রতিদিনের মতো আজকে আপনি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। শীতের সকালে ধান গাছের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই সুন্দর সব দৃশ্য গুলো দেখে ফটোগ্রাফি করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

অনেক অনেক শুকরিয়া আপু আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছিলো।

আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে বেশ কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছিল শিশির ভেজা সোনালী ধানের ফটোগ্রাফিটা সেই সাথে কুমড়ো ফুলের ফটোগ্রাফিও অনেক ভালো লেগেছে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

গ্রামীণ সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। তাছাড়া শীতকালে তো গ্রামীণ সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক দারুন ফটোগ্রাফি করেছেন আপু। সবগুলো ফটোগ্রাফি ভালো লাগার মত। অনেক দক্ষতার সাথে প্রত্যেকটি ফটো ক্যাপচার করেছেন।সবগুলো ফটোগ্রাফি প্রশংসানিও।