রেসিপি-সিদল দিয়ে কচু শাক রান্না|

in hive-129948 •  6 hours ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার তৈরি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে কচু শাক আমার ভীষণ পছন্দের। তাই বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। আজ আমি সিদল দিয়ে কচু শাক রান্নার একটি মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


সিদল দিয়ে কচু শাক রান্না:

IMG_20250224_123004.jpg
Device-OPPO-A15


শীতল দিয়ে কচু শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যারা উত্তরবঙ্গের মানুষ তারা হয়তো সিদল শুটকির সাথে অনেকেই পরিচিত। এই সিদল শুটকি বিভিন্নভাবে রান্না করা যায়। ভর্তা থেকে শুরু করে বিভিন্ন সবজি দিয়ে রান্না করা যায়। তবে কচু শাক দিয়ে সিদল রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর খুব সহজেই এই রান্নাটি করে ফেলা যায়। এই খাবারটি রান্না করতে যেমন ভালো লেগেছে তেমনি খেতে অনেক ভালো লেগেছে। কচু শাক সবারই অনেক প্রিয়। তাই মাঝে মাঝে বিভিন্নভাবে রান্না করা হয়। আর সিদল দিয়ে রান্না করার পর খেতে অসাধারণ হয়েছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
সিদল১ পিস
কচু শাক২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন কুচি২ চামচ
ধনিয়া গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20250214121620.jpg

IMG20250214121632.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250214121737.jpg

IMG20250214121752.jpg


সিদল দিয়ে কচু শাক রান্না করার জন্য প্রথমে কচু শাক ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি আর পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি।


ধাপ-২

IMG20250214121822.jpg

IMG20250214124215.jpg


এবার পরিমাণ অনুযায়ী রসুন এবং লবণ দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি।


ধাপ-৩

IMG20250214124724.jpg

IMG20250214124813.jpg


কিছুক্ষণ সময় কচুশাক সিদ্ধ করে নেওয়ার পর সুন্দর করে ভর্তার মত করে নিয়েছি।


ধাপ-৪

IMG20250214124942.jpg

IMG20250214124952.jpg


এবার একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ এবং রসুন দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৫

IMG20250214125004.jpg

IMG20250214125155.jpg


এবার এর মধ্যে পরিমান অনুযায়ী সব মসলাগুলো দিয়েছি আর নেড়েচেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250214125214.jpg

IMG20250214125254.jpg


মসলাগুলো ভাজা হয়ে গেলে এবার সিদল শুটকি এর মধ্যে দিয়েছি।


ধাপ-৭

IMG20250214125329.jpg

IMG20250214125336.jpg


এবার এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর নেড়েচেড়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20250214125502.jpg

IMG20250214125606.jpg


এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মসলাগুলো এবং সিদল শুটকি গুলো ভালোভাবে ভুনা করে নিয়েছি।


ধাপ-৯

IMG20250214125622.jpg

IMG20250214125635.jpg


এবার সিদ্ধ করে রাখা কচু শাকগুলো এর মধ্যে দিয়েছি। আর সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি।


শেষ ধাপ

IMG20250214130253.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি আর সুন্দর করে রান্নাটি করে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20250214_134006.jpg
Device-OPPO-A15


কচু শাক যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। তবে সিদল শুটকি দিয়ে রান্না করার পর খেতে খুবই মজা হয়েছিল। গরম ভাতের সাথে এই খাবারটি খেতে দারুন হয়েছিল। এই খাবারের টেস্ট এখনো মুখে লেগে রয়েছে। আশা করছি আমার এই রেসিপি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সিদল শুটকির সাথে আমি খুব একটা পরিচিত না। কখনোই খাওয়া হয়নি এরকম। কচু জিনিসটা শুটকি দিয়ে রান্না করলে আসলেই সুস্বাদু হয়। এই সিদল শুটকি দিয়ে খেতে নিশ্চয়ই আরো সুস্বাদু। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। কালারটা তো বেশ লোভনীয় লাগছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

সিদল দিয়ে কচু শাক রান্নার রেসিপিটি খুব ভালো লাগলো। আসলে এভাবে কখনো রান্না হয়নি কারণ আমাদের এদিকে সিদল একদম নেই বললেই চলে।তবে দেখতে বেশ লোভনীয় লাগছে আর কচুর শাক এমনিতেই আমার অনেক পছন্দের। ধন্যবাদ আপু ভালো থাকবেন ।

অনেকদিন হলো কচুর শাকের রেসিপি খাওয়া হয়না। আপনি দেখছি সিদল দিয়ে খুব সুন্দর করে কচুর শাক রান্না করেছেন। অসাধারণ ছিল আপনার আজকের রেসিপি। আমার খুবই পছন্দ হয়েছে। যেটা সবার কাছেই অনেক পছন্দ হবে ।আমাদের সাথে এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সিদল দিয়ে কচু শাকের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।নিশ্চয় কেঁদে খুবই সুস্বাদু হয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই রান্নাটি গরম ভাতের সাথে দারুণ উপভোগ্য হবে।মজাদার এই রেসিপি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সিদল দিয়ে কচু শাকের মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।নিশ্চয় কেঁদে খুবই সুস্বাদু হয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই রান্নাটি গরম ভাতের সাথে দারুণ উপভোগ্য হবে।মজাদার এই রেসিপি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Screenshot_2025-02-24-13-13-51-38_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-24-13-16-31-46.jpg

Screenshot_2025-02-24-13-17-14-71.jpg

Screenshot_2025-02-24-13-18-05-75_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

সিদল দিয়ে কচু শাক রান্না রেসিপি শেয়ার করেছেন।সিদলের সাথে যে কোন কিছুর মিশ্রণ করে রেসিপি তৈরি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আপনি আজকে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, পরিবেশ ও করেছেন দেখছি।সব মিলিয়ে আপনার রেসিপিটি লোভনীয় হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

সিদল দিয়ে কচুশাক কখনো খাওয়া হয়নি।আসলে কচুশাক আমাদের জন্য অনেক উপকারী। আর সিদল দেওয়াতে বেশি মজা হয়েছিল।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সিদল দিয়ে কচু শাক রান্না রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এত মজাদার আমাদের মাঝে তৈরি করেছেন। গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

সিদল ও কচু শাকের অনন্য সংমিশ্রণে দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।ধাপে ধাপে সুন্দর উপস্থাপনা ও আকর্ষণীয় পরিবেশন সত্যিই মনকাড়া। এমন ইউনিক রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কচু শাক আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন।যদিও সিদল কখনো খাওয়া হয়নি তবে সিদলের অনেক নাম শুনেছি খেতে জানি খুব মজাদার।আপু আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু মজাদার একটি রেসিপি আমাদের মাঝে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।