আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সব সময় নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করে। আর এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি দারুণ ছিল। রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে। মজার মজার সব রেসিপি দেখতে যেমন ভালো লাগে তেমনি নতুন কিছু তৈরি করতেও ভালো লাগে। শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর শাক দিয়ে যদি মজার কোন খাবার তৈরি করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তাইতো আমি নতুন কিছু করার জন্য লাউ শাকের দই ভাপা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
লাউ শাকের দই ভাপা রেসিপি:
লাউ শাক আমার খুবই পছন্দের। আর যদি লাউ শাক ও ছোট মাছের দই ভাপা করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। লাউ শাকের দই ভাপা বেশ কিছুদিন আগে একবার খেয়েছিলাম। খেতে অনেক ভালো লেগেছিল। এবার যখন দেখলাম দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তখন হঠাৎ করেই মাথায় চলে এলো এই রেসিপির কথা। তাইতো লাউ শাক দিয়ে মজার একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। সাথে ছোট মাছ দিয়েছি যাতে খেতে আরো বেশি ভালো লাগে। এই রেসিপি তৈরিতে ছোট মাছ, চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ যে কোন মাছ দিলেই খেতে বেশ ভালো লাগে। লাউ শাকের দই ভাপা তৈরি করতে একটু সময় লাগে। তবে খেতে কিন্তু দারুন লাগে। আর প্রতিযোগিতা মানেই নতুন কিছুর আয়োজন। তাইতো সেই ভাবনা থেকে এই মজার রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
লাউ শাক | পরিমাণ মতো |
ছোট মাছ | ২০০ গ্রাম |
টক দই | পরিমান মত |
সরিষা বাটা | ১ চামচ |
পেঁয়াজ কুচি | ৩ চামচ |
রসুন বাটা | ১/২ চামচ |
জিরা বাটা | ১/২ চামচ |
পাঁচফোড়ন | ১/২ চামচ |
রসুন কুচি | ১/২ চামচ |
কাঁচা মরিচ | পরিমান মত |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
লবণ | পরিমাণমতো |
লেবু | পরিমাণমতো |
সরিষার তেল | ৩ চামচ |
লাউ শাকের দই ভাপা রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
লাউ শাকের দই ভাপা রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাউ শাকের নরম নরম পাতা গুলো নিয়েছি। এরপর আমি লাউ শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
ধাপ-২
এবার ছোট মাছগুলো নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ অনুযায়ী জিরা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, লেবুর রস, লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। এরপর সুন্দর করে মিক্স করে নিয়েছি। যাতে করে ছোট মাছগুলো খেতে ভালো লাগে।
ধাপ-৩
এবার ছোট মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি এবং আবারো ভালভাবে মাখিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়েছি। সরিষা বাটা এবং সরিষার তেল দিলে ছোট মাছগুলো খেতে বেশ ভালো লাগে।
ধাপ-৫
ছোট মাছগুলো প্রস্তুত হয়ে গেলে এবার পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলো নিয়েছি এবং এর মধ্যে ছোট মাছ দেওয়ার চেষ্টা করেছি। এরপর একটি করে কাঁচা মরিচ দিয়েছি।
ধাপ-৬
এবার সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। যাতে করে ছোট মাছগুলো ভেতরে থাকে।
ধাপ-৭
এবার কাঠি দিয়ে সুন্দর করে আটকে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায়।
ধাপ-৮
এবার লাউ পাতা এবং ছোট মাছগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য একটি কড়াই চুলার উপর দিয়েছি এবং কড়াইয়ের উপর একটি ছিদ্র ছিদ্র বাটি বসিয়ে দিয়েছি। এরপর হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর লাউ পাতাগুলো এর উপর দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
ধাপ-৯
এবার ধীরে ধীরে লাউ পাতাগুলো দিয়েছি। এবার লাউ পাতাগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ধাপ-১০
এভাবে কিছুক্ষণ সময় ভাপ দেওয়ার পর লাউ পাতাগুলো সেদ্ধ হয়েছে এবং ভাপানো হয়ে গেছে।
ধাপ-১১
এবার কিছু পেঁয়াজ সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি পরবর্তীতে ব্যবহারের জন্য।
ধাপ-১২
এবার লাউ শাকের দই ভাপা তৈরি করার জন্য অন্য একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর পাঁচফোড়ন এবং রসুন দিয়েছি। পাঁচফোড়ন এবং রসুন দিলে আলাদা রকমের ঘ্রাণ হয়। এবার টক দই দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
ধাপ-১৩
এবার এরমধ্যে টক দই দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ সুন্দর কালার এসেছে।
ধাপ-১৪
এবার ভাব দিয়ে রাখা লাউ শাকগুলো এর মধ্যে দিয়েছি।
ধাপ-১৫
এবার কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি আলাদা রকমের ফ্লেভার আনার জন্য। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
শেষ ধাপ
এবার কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এবং নাড়াচাড়া করার পর লাউ শাকের দই ভাপা প্রায় হয়ে এসেছে। এরপর বেরেস্তা করা পেঁয়াজগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এভাবেই এই মজার রেসিপি তৈরি করেছি।
উপস্থাপনা:
লাউ শাক ও ছোট মাছের দই ভাপা রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে প্রস্তুত করেছি। লাউ শাকের দই ভাপা খেতে দারুন হয়েছিল। মাঝে মাঝে নতুন নতুন খাবার খেতে অনেক ভালো লাগে। আর মজার মজার খাবার গুলো তৈরি করতে ভালো লাগে। শাক দিয়ে অনেক রকমের খাবার তৈরি করা যায়। তবে লাউ শাকের দই ভাপা করলে খেতে অনেক মজার হয়। আপনারা যারা লাউ শাক খেতে পছন্দ করেন তারা এভাবে একদিন এই মজার খাবারটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আপু আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক ইউনিক একটি রেসিপি। এরকম রেসিপি আমি আগে কখনো খাইনি। লাউ শাকর দইপাড়া রেসিপি তৈরি করেছেন দেখে ভালোই লাগলো। দেখেই ভীষণই এমনি মনে হচ্ছে। আমার কাছে তো চমৎকার লেগেছে আপনার রেসিপি। আর প্রতিযোগিতায় সুন্দরভাবে এবং ইউনিটিতে রেসিপি তৈরি করে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই তো ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। দই ভাপা করেছি দইপাড়া নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানেই ইউনিক কিছু দেখতে পাওয়া। আশা করি এটা খেতেও বেশ সুস্বাদু হয়েছে।। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি চেষ্টা করেছি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। ঠিক বলেছেন ভাইয়া "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিযোগিতা মানেই ইউনিক কিছু। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানতাম এমন সুন্দর আর ইউনিক একটি রেসিপি নিয়েই আপনি প্রতিযোগিতায় উড়ে আসবেন। আপনি ছাড়া এমন আইডিয়া কারো মাথা থেকে আসবে না। কিন্তু সমস্যা এক জায়গায় তো আছেই। যেহেতু তৈরিই করলেন, তাহলে আমার জন্য একটু এক্সটা করলেও তো পারতেন। অসাধারন আজকের রেসিপি। আশা করি ফাস্ট ক্লাস ফাস্ট হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি যে বলেন আপু আমার তৈরি করা রেসিপির চেয়ে অন্যদের তৈরি করা রেসিপি গুলো আরো বেশি ভালো হয়েছে। আপনি আমার বাসায় চলে আসেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউ শাকের দই ভাপা রেসিপি কখনো খাওয়া হয়নি। আসলে এটা সত্যি প্রতিযোগিতা মানেই হচ্ছে ইউনিক কিছুর আয়োজন করা। আপনি খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন যেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে রেসিপিটা তৈরি করার ধাপগুলো ও শেয়ার করেছেন। আশা করছি এই প্রতিযোগিতায় আপনি সম্মানজনক একটা স্থান অর্জন করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউ শাকের দই ভাপা একদিন খেয়ে দেখতে পারেন আপু। খেতে অনেক ভালো লাগে। আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি "আমার বাংলা ব্লগের" এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। লাউয়ের শাক দিয়ে এমন দই ভাপা রেসিপি এর আগে কখনো দেখিনি। দেখতে তো অনেক লোভনীয় লাগছে আর খেতে ইচ্ছা করছে আপু। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এই প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি করা রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপি ডেকোরেশন করা সবসময় অনেক সুন্দর হয়।লাউশাক আমার খুব পছন্দ।লাউ শাকের দই ভাপা রেসিপি একদমই ইউনিক লেগেছে আমার কাছে।খুবই লোভনীয় লাগছে রেসিপিটি দেখে।আপনার রেসিপি ফলো করে একদিন বাসায় ট্রাই করবো আপু।আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার রেসিপির ডেকোরেশন আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। লাউ শাকের দই ভাপা আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক রেসিপি দেখা যায়, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। এবারে কিন্তু ইউনিক শাঁকের রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা আমার ভীষণ পছন্দ হয়েছে। বেশি ভালো লেগেছে সবার কাছ থেকেই ইউনিক সব রেসিপি দেখতে পাবো এটার কারণে। যেমন আপনার মাধ্যমেও ইউনিক একটা রেসিপি দেখতে পেয়েছি। এই রেসিপিটা অনেক সময় নিয়ে করেছেন যা দেখে বুঝতে পারছি। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানেই ইউনিক কিছু। আমিও চেষ্টা করেছি নতুন কিছু তৈরি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে কনটেস্ট - ৪৫ এর জন্য শুভকামনা জানায়।রেসিপিটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানেই ইউনিক কিছুর আয়োজন। তাইতো আমিও চেষ্টা করেছি নতুন কিছু তৈরি করে শেয়ার করার। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউ শাকের দই ভাপা ,পুরোই নতুনত্ব একটি রেসিপি ছিল আমার জন্য আপু। লাউ শাক খেতে আমার সত্যিই খুব ভালো লাগে ,তার সাথে আবার আপনি ছোট মাছের সমন্বয়ে ঘটিয়েছেন, যা অসাধারণ কম্বিনেশন ছিল। রেসিপিটি খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে নতুন লেগেছে জেনে ভালো লাগলো। এভাবে একদিন ছোট মাছ দিয়ে লাউ শাকের দই ভাপা করে খেয়ে দেখতে পারেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউ শাকের দই ভাপা আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক মজা হয়েছে। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু একদিন বাসায় লাউ শাকের দই ভাপা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ!! আপু, লাউ শাকের দই ভাপা রেসিপি তৈরি করে আপনি তো একদম তাক লাগিয়ে দিয়েছেন। এমন মজার রেসিপি আগে কখনো দেখিনি, আর তাই কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে একদম নতুন ও ইউনিক একটি রেসিপি শিখে নিতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপু, মজার এই রেসিপিটি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি চেষ্টা করেছি নতুন কিছু করার জন্য। আপনিও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে আপনার কাছে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি রেসিপি ছিল আপু। আসলে এভাবে লাউ পাতা দিয়ে যদি যেকোনো মাছ ভাপা দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। বিশেষ করে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। তবে আপনি লাউ শাকের দই ভাপা করলেন রেসিপিটি ইউনিক ছিল। অনেক ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করলেন। সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু লাউ পাতা দিয়ে যেকোনো ভাপা করলে খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! একদম ভিন্ন রকমের রেসিপি আপু। লাউ শাক আমারও খুব প্রিয়। নরমালি লাউ শাকের সাথে আলু দিয়ে রান্না করে খাওয়া হয়। তবে ছোট মাছের কম্বিনেশন এ এভাবে খাওয়া হয়নি। খেতে মনে হয় মজা হয়েছে আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলু দিয়ে লাউ শাক খেতেও অনেক ভালো লাগে। তবে এভাবে একদিন ছোট মাছ এবং দই দিয়ে ভাপা করে খেয়ে দেখতে পারেন ভাইয়া। আশা করছি ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু লা ও অনেক খাওয়া হয়েছে এবং লাভের ডাটা অনেক খায়ছে কিন্তু লাউ এমন শাকের দই ভাপা রেসিপি কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার এই রেসিপিটি মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। আপনার রেসিপিটি দেখেও ভালো লাগলো আরো ভালো লাগলো আপনি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বানানোর ব্যাপারে একটু সতর্ক হবেন। না হলে নিজের রেপুটেশন অনেকটা খারাপ হয়ে যাবে। যাই হোক ভাইয়া আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে যখন লাউ শাকের দই ভাপা নাম শুনলাম তখনই রেসিপিটা দেখার প্রতি আলাদা একটা আগ্রহ জন্ম নিল। পুরোপুরি রেসিপি দেখার পরে বুঝতে পারলাম । তাছাড়া সাথে আরো ছোট মাছ যুক্ত করেছেন যাইহোক পরিবেশন করা রেসিপি দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে আসলে এই রেসিপি সম্পর্কে আমার বিন্দু পরিমাণ কোন আইডিয়া নেই যদি খেতে পারতাম তাহলে টেস্ট সম্পর্কে বুঝতে পারতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টক দইয়ের ফ্লেভার আর ছোট মাছ মিলে লাউ শাক খেতে খুবই ভালো লেগেছিল। যদি ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে করা হয় তবুও খেতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit