"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা-৩৬||গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। যদিও ভেবেছিলাম এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না। তবুও অবশেষে অংশগ্রহণ করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টায় ছোট্ট কিছু তৈরি করার চেষ্টা করেছি। যদিও কখনো ক্যান্ডেল তৈরি করা হয়নি। প্রথমবার ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি। তাইতো আমি গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি। আসলে ক্যান্ডেল তৈরি করার অভিজ্ঞতা নেই। প্রথমবার চেষ্টা করেছি। জানি খুব একটা ভালো হয়নি। তবুও গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি:

IMG_20230509_222144.jpg
Device-OPPO-A15
IMG_20230509_184641.jpg
Device-OPPO-A15


এই প্রতিযোগিতায় দারুণ কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু ক্যান্ডেল তৈরি করার অভিজ্ঞতা না থাকার কারণে তেমন কিছু তৈরি করা হয়নি। তবুও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না তা কি করে হয়। তাই তো ক্ষুদ্র ভাবে নিজের প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে ভীষণ খারাপ লাগে। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি। দেখতে খুব একটা ভালো হয়নি। তবে প্রথমবার এই ক্যান্ডেল তৈরি করতে ভালোই লেগেছে। আশা করছি দ্বিতীয়বার ট্রাই করলে আরো ভালো ভাবে ক্যান্ডেল তৈরি করতে পারবো। এই ক্যান্ডেল তৈরি করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। যেগুলো সম্পর্কে আগে খুব একটা জানতাম না। আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা মূল কথা নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল বিষয়। তাইতো আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্যান্ডেল তৈরি করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. গোলাপ ফুল ও পাতা।
২. মোম বাতি।
৩. বাল্ব।
৪. চকলেট বক্স।
৫. সুতা।
৬. রং।

IMG20230509132029.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230509132206.jpg
Device-OPPO-A15
IMG20230509132310.jpg
Device-OPPO-A15


গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করার জন্য প্রথমে মোমবাতি গুলো ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি। এবার ভেঙে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230509132529.jpg
Device-OPPO-A15
IMG20230509133552.jpg
Device-OPPO-A15


খুব সুন্দর ভাবে ছোট ছোট পিস করে ভেঙে নিয়েছি। এরপর বাটির মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করেছি। এবার হলুদ রং দিয়েছি।


ধাপ-৩

IMG20230509133626.jpg
Device-OPPO-A15
IMG20230509133917.jpg
Device-OPPO-A15


এবার মোম গুলো গলিয়ে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে পানি গরম দিয়েছি। এরপর একটি বাল্বের ভিতরে সুতা রেখেছি এবং মোমবাতি তৈরির জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৪

IMG20230509134032.jpg
Device-OPPO-A15
IMG20230509134127.jpg
Device-OPPO-A15


এবার গরম পানির উপরে মোমবাতির বাটিটি রেখেছি এবং গলিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20230509134226.jpg
Device-OPPO-A15
IMG20230509134305.jpg
Device-OPPO-A15


এবার প্রস্তুত করে রাখা বাল্বের ভেতরের অংশে গলিয়ে রাখা মোমবাতিগুলো ঢেলে দিয়েছি।


ধাপ-৬

IMG20230509134349.jpg
Device-OPPO-A15
IMG20230509135218.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু মোমবাতি প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছি। এজন্য হালকা রঙের ব্যবহার করেছি যাতে কালারটা ভিন্ন রকমের হয়।


ধাপ-৭

IMG20230509135309.jpg
Device-OPPO-A15
IMG20230509141124.jpg
Device-OPPO-A15


এবার এর ভেতরে গোলাপের পাপড়ি ও গোলাপের পাতা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং আরো সৌন্দর্য হয়। এভাবে কিছুক্ষণ রাখার পর বাল্বের ভেতরের মোম গুলো শক্ত হতে শুরু করেছে।


ধাপ-৮

IMG20230509135622.jpg
Device-OPPO-A15
IMG20230509135925.jpg
Device-OPPO-A15


এবার আরো একটি ক্যান্ডেল তৈরি করার জন্য মোম গুলো সুন্দর করে ভেঙে নিয়েছি। এরপর গলিয়ে নিয়েছি।


ধাপ-৯

IMG20230509141206.jpg
Device-OPPO-A15
IMG20230509142003.jpg
Device-OPPO-A15


এবার একটি প্লাস্টিকের প্যাকেটের ভেতর রেখেছি। যাতে করে ক্যান্ডেল তৈরি করতে সুবিধা হয়। উপরের অংশে সুতা দিয়েছি এবং গোলাপের পাতা ও পাপড়ি দিয়েছি। এবার ক্যান্ডেল শক্ত হওয়ার জন্য অপেক্ষা করেছি বেশ কিছুক্ষণ পর ভালোভাবে শক্ত হয়েছে।


ধাপ-১০

IMG20230509142103.jpg
Device-OPPO-A15
IMG20230509142738.jpg
Device-OPPO-A15


আরো কিছুটা সময় রাখার পর ক্যান্ডেল বেশ ভালোভাবে শক্ত হয়েছে।


শেষ ধাপ

IMG20230509142826.jpg
Device-OPPO-A15
IMG20230509142858.jpg
Device-OPPO-A15


এবার বাল্বের ভিতরে করে রাখা গোলাপের সাজে ক্যান্ডেল সুন্দর করে উপস্থাপন করার জন্য বাল্বটি ধীরে ধীরে ভেঙে নিয়েছি এবং ক্যান্ডেলটি বের করে নেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমি গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20230509_221801.jpg
Device-OPPO-A15
IMG_20230509_184534.jpg
Device-OPPO-A15


গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম এই পোস্ট শেয়ার করবো না। আসলে আমার নিজের কাছেই খুব একটা ভালো লাগছিল না। কিন্তু প্রথমবার এত কষ্ট করে এই ক্যান্ডেলগুলো তৈরি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দয়া করে ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটু আগেই আপনার পোস্টটি ফেসবুকে প্রথম দেখেছি তখনই বুঝতে পেরেছিলাম যে বিষয়টি এবং প্রস্তুত প্রণালী সম্পন্ন টাই ইউনিক হবে।। ঠিক এখন পোস্টটি ভিজিট করে এমনটি পেলাম।।
মাঝে মাঝে আপনার এমন ইউনিক আইডিয়া দেখে সত্যিই অবাক হয়ে যায়।।
আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনটাও দারুন ভাবে ফুটেছে।।
আপনার পুরো পোস্টটি দারুন ভাবে উপভোগ করলাম।।

আমার পোস্ট ফেসবুকে প্রথম দেখেছিলেন জেনে ভালো লাগলো। ভাইয়া আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আর ভালোভাবে করতে পারিনি। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে নিজের মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

অভিজ্ঞতা ছাড়াও যে সুন্দর জিনিশ বানানো যায় তা দেখিয়ে দিলেন আপু। ভাবুন একবার অভিজ্ঞতা ছাড়াই এতো সুন্দর হয়েছে। তাহলে অভিজ্ঞতা থাকলে কেমন হতো। সত্যি দারুণ এক প্রজেক্ট করেছেন। শুভেচ্ছা রইলো।

সত্যি ভাইয়া অভিজ্ঞতা ছাড়া মাঝে মাঝে অনেক কিছুই বানানো যায়। তবে আমার তৈরি করা এই ক্যান্ডেল একদমই আমার কাছে ভালো লাগেনি। তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।

আপু প্রথমবারের তুলনায় আপনি খুব ভালো ক্যান্ডেল বানিয়েছেন। আপনার এই গোলাপ ফুলের ক্যান্ডেল দেখতে খুব সুন্দর হয়েছে। এই ডাই প্রজেক্ট বানাতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি আপু প্রথমবার কোন কিছু করতে গেলেই এলোমেলো হয়ে যায়। তবুও চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আমি তো প্রথমে শেয়ার করতেই চাইনি। তারপর ভাবলাম কষ্ট করে যখন তৈরি করেছি যে রকমই হোক না কেন আপনাদের মাঝে উপস্থাপন করি।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। এই প্রতিযোগিতা উপলক্ষে খুবই সুন্দর গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করেছেন আপনি। অনেক সময় দিয়ে এই কাজটি সম্পূর্ণ করেছেন আপনি দেখেই বোঝা যাচ্ছে। অসাধারণ ছিল আপনার আজকের এই দক্ষতা মূলক কাজটি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে প্রতিযোগিতা মানেই নতুন কিছু। এই কাজগুলো আমি কখনোই করিনি। তবুও চেষ্টা করেছি ভাইয়া।

আপু আপনার ক্যান্ডেলটি ধারুন হয়েছে। ইউনিক চিন্তা ভাবনা করেছেন। মোমের সাথে গোলাপের পাপড়ি গুলো দেওয়ার কারনে ধারুন লাগছে। ধন্যবাদ আপু।

আমার তৈরি করা ক্যান্ডেল আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মোমের সাথে গোলাপের পাপড়িগুলো দিয়েছি যাতে দেখতে ভালো লাগে।

অসাধারণ ডাই পোস্ট করেছেন। দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আমার তৈরি করা এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি এই ক্যান্ডেল তৈরি করতে একদমই অভিজ্ঞ নই। তবুও চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। প্রতিযোগিতায় আপনি খুব সুন্দর গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করেছেন। আপনি প্রথম দফায় খুব সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন। দ্বিতীয় বার করলে আরো চমৎকার ভাবে। আপনি ঠিক বলেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ বিজয় হওয়ার জন্য নয় বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে ক্যান্ডেল তৈরি আমাদের মাঝে শেয়ার করেন।

ঠিক বলেছেন ভাইয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আনন্দ অনেক বেশি। আসলে প্রথমবারে কোন কিছুই সফলভাবে করা সম্ভব হয় না। যদি কখনো দ্বিতীয়বার ট্রাই করি তাহলে হয়তো একটু ভালোভাবে করতে পারব।

আসলে আপনার মত আমিও মনে করি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মূল কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল কথা। আপনি প্রথমবার এই ক্যান্ডেল তৈরি করেছেন খুব সুন্দর হয়েছে। দ্বিতীয়বার তৈরি করলে আরো বেশি সুন্দর হবে আমার মনে হয়। আসলে আপনি অনেক দক্ষতা অর্জন করেছেন এই কাজটি করতে গিয়ে দেখে বুঝতে পারছি। শেষের ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করেছেন।

ঠিক বলেছেন আপু প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মূল বিষয় নয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো লেগেছে। আসলে প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবো কিনা সেটা জানিনা। তবে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে।

গোলাপের সাজে খুব সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন। এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

গোলাপের সাজে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। যদিও এই বিষয়গুলো খুব একটা পারিনা। তবুও চেষ্টা করেছি আপু। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু এত কষ্ট করে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মানে অনেক কিছু নিজের অভিজ্ঞতা থেকে সৃষ্টির বিকাশ ঘটানো যায়। আপনি সুন্দর করে গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করেছেন দেখতে অসাধারণ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

অভিজ্ঞতা ছাড়াও এই ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লেগেছে আপু। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

প্রথমে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। প্রথমবার চেষ্টা করেও অসাধারণ ক্যান্ডেল তৈরি করেছেন আপনি। ক্যান্ডেল ডেকোরেশন টা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ক্যান্ডেল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

প্রথমবারে চেষ্টা করে কোনরকমে ক্যান্ডেল তৈরি করেছি। খুব একটা ভালো হয়নি। তবুও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আপু আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

আপনি অনেক সুন্দর সৃজনশীল জিনিস তৈরি করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই ধরনের কিছু তৈরি করতে হলে অনেক সৃজনশীলতা এবং দক্ষতার প্রয়োজন।গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি। অসাধারণ হয়েছে ধন্যবাদ।

নতুন কিছু করতে ভালো লাগে। তবে ক্যান্ডেল তৈরি করার অভিজ্ঞতা কখনোই ছিল না। তাইতো গোলাপের সাজে সুন্দর করে ভিন্ন ধরনের ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছি।

আপু প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আজকে আপনি খুব চমৎকারভাবে গোলাপের সাজে ক্যান্ডেল তৈরি করেছেন। আমি তো আপনার পোস্টটি দেখে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বড় কথা। তবে আপনি প্রথম প্রচেষ্টা অনেক সুন্দর করে মোমবাতি দিয়ে ক্যান্ডেল তৈরি ফেলেছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করলেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আপনার কাছে আমার এই পোস্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

বর্তমান যে প্রতিযোগিতা চলমান রয়েছে এই ধরনের কাজে সবাই তেমন একটা দক্ষ নয় । তবুও নতুন হিসেবে সবাই এত সুন্দর করে ক্যান্ডেল তৈরি করে দেখিয়েছে সত্যিই মুগ্ধ হয়েছি। আপু আপনিও অনেক সুন্দর করে ক্যান্ডেল তৈরি করেছেন যেটার আলোকবর্ষণ অনেক সুন্দর ছিল।

ঠিক বলেছেন ভাইয়া অনেক অভিজ্ঞতা ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়। তবুও আমি প্রথমবার চেষ্টা করেছি। খুব একটা ভালো না হলেও নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া।

আপনার দক্ষতার প্রশংসা না করে পারিনা,এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন।সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে।বেশ সময় নিয়ে কাজটি করেছেন।প্রথমবারেই এতো সুন্দর দ্বিতীয় বার আশা করছি আরও ভালো হবে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

আসলে এই কাজগুলো করার অভিজ্ঞতা আমার একদমই নেই। প্রথমবার চেষ্টা করেছি আপু। যাই হোক আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করেছেন আপনি। গোলাপে তৈরি ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। গোলাপের পাপড়ি দেওয়ার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রতিযোগিতা মানেই ভিন্ন কিছু। যদিও এই প্রতিযোগিতাটি একেবারে ভিন্ন রকমের ছিল। তাই অনেক দক্ষতার সাথে সবাই ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে। আমিও চেষ্টা করেছি আপু।

আপু, আপনি খুবই ইউনিক ভাবে ক্যান্ডেল তৈরি করেছেন। গোলাপ ফুল ও গোলাপ ফুলের পাতা যথার্থ ব্যবহারের ফলে আপনার তৈরি ক্যান্ডেল টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অতি চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছিলাম ইউনিক কিছু করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কতটা পেরেছি জানিনা। তবে আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমে প্রতিযোগিতার জন্য আপনাকে অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতার মাধ্যমে আসলে অনেক ইউনিক ক্যান্ডেল তৈরির আইডিয়া দেখতে পারলাম। গোলাপের সেপে ক্যান্ডল চমৎকার ছিল। এটি বানাতে অনেক কষ্ট হয়েছে আপনার বোঝা যাচ্ছে। কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুন্দর কিছু করার চেষ্টা করেছি। যদিও এই কাজগুলো এর আগে কখনো করিনি। তবে প্রথমবার নতুন অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাই। আপনি খুব সুন্দর গোলাপের সাজে ক্যান্ডেল নিয়ে হাজির হলেন।দারুন লাগছে দেখতে। আপনার উপস্থাপনা ও খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আমার উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো আপু। আসলে নতুন কিছু করতে আমার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ নিজের মতামত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদিও প্রথমবার এই ধরনের প্রজেক্ট তৈরি করেছেন। তবে দেখতে খুব সুন্দর লাগছে আপু। পরের বার অবশ্যই আরও সুন্দর হবে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

অভিজ্ঞতা ছাড়াও যথেষ্ট সুন্দর হয়েছে আপু। আসলে আমাদের কারোরই খুব বেশি একটা অভিজ্ঞতা নেই এই বিষয়ে। তারপরও সবাই যে যার মতো চেষ্টা করছে আর কি।

যাই হোক আমার কাছে তো বেশ ভালোই লাগলো। শুভকামনা রইল আপনার জন্য আপু।

আসলেই আপু আমাদের কারোরই খুব একটা বেশি অভিজ্ঞতা নেই এই বিষয়টাতে। তবুও আপনি সুন্দর একটি কনসেপ্ট দিয়ে মোমবাতি তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে। গোলাপের সাজিয়ে তৈরি ক্যান্ডেলের প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।