Diy-শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"||

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের খুবই আনন্দের একটি দিন। দেখতে দেখতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির ২ টি বছর পূর্ণ হয়ে গেল। আর আমার বাংলা ব্লগের এই শুভ জন্মদিনে কোন কিছু তৈরি করব না তা কি করে হয়। যদিও শরীরটা খুব একটা ভালো না। তবুও অনেক কষ্টে বিছানায় বসে বসে আমার বাংলা ব্লগের জন্মদিনের উপহার তৈরি করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ":

IMG_20230611_134957.jpg
Device-OPPO-A15
IMG_20230611_134558.jpg
Device-OPPO-A15


দেখতে দেখতে কখন যে দুটি বছর পূর্ণ হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার বাংলা ব্লগের প্রায় শুরুর দিক থেকেই আমার বাংলা ব্লগের সাথে আমার পথ চলা। সময়ের সাথে সাথে আমার বাংলা ব্লগের সাথে আমরা পার করে ফেললাম দুটি বছর। হয়তো সময়টা দ্রুত চলে গেছে। কিন্তু রেখে গেছে অনেক স্মৃতি, ভালো লাগা, আর আনন্দের মুহূর্তগুলো। আমার বাংলা ব্লগের জন্মদিনে আমার তরফ থেকে সুন্দর একটি উপহার তৈরি করার চেষ্টা করেছি। নিজের ভালোবাসা থেকে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। আমার বাংলা ব্লগের বিশেষ এই দিনে বিশেষ কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাইতো আমি ক্ষুদ্র প্রচেষ্টায় কোন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর উপহারটি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. শক্ত কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পোস্টার রং।
৭. তুলি।
৮. পেন্সিল।
৯. পানি।

IMG20230611115524.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230611115838.jpg
Device-OPPO-A15
IMG20230611120039.jpg
Device-OPPO-A15


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রথমে সুন্দরভাবে একটি কাগজ কেটে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230611120150.jpg
Device-OPPO-A15
IMG20230611120425.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে পেন্সিল দিয়ে সম্পূর্ণ লেখাটি লিখে নিয়েছি এবং রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230611120937.jpg
Device-OPPO-A15
IMG20230611121228.jpg
Device-OPPO-A15


লাল রং দিয়ে সুন্দর করে ধীরে ধীরে লেখাটি সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে এলোমেলো হয়ে না যায়।


ধাপ-৪

IMG20230611121257.jpg
Device-OPPO-A15
IMG20230611121320.jpg
Device-OPPO-A15


এবার আমার তৈরি উপহারটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে এবং আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলতে সুন্দর করে গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে কাগজ সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এরপর দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20230611121348.jpg
Device-OPPO-A15
IMG20230611121428.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে দাগ অনুযায়ী কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। যাতে ফুল তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৬

IMG20230611121514.jpg
Device-OPPO-A15
IMG20230611121537.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে ধীরে ধীরে কাগজ কেটে নিয়েছি। এরপর ভাঁজ করে ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230611121623.jpg
Device-OPPO-A15
IMG20230611121651.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ফুলের পাপড়ি গুলো সুন্দর করার চেষ্টা করেছি এবং শেষের অংশে আঠা লাগানোর চেষ্টা করেছি। যাতে খুলে না যায়।


ধাপ-৮

IMG20230611121715.jpg
Device-OPPO-A15
IMG20230611122207.jpg
Device-OPPO-A15


এভাবে সুন্দরভাবে ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230611122506.jpg
Device-OPPO-A15
IMG20230611122639.jpg
Device-OPPO-A15


এবার এই উপহারটি সুন্দর করে তৈরি করার জন্য সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি। পাতা লতা এঁকে নিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20230611122657.jpg
Device-OPPO-A15
IMG20230611122930.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে আকর্ষণীয় হয় এবং সুন্দর হয়।


শেষ ধাপ

IMG20230611122954.jpg
Device-OPPO-A15
IMG20230611123114.jpg
Device-OPPO-A15


এভাবে দুই পাশের অংশে সুন্দর করে ফুল লাগিয়ে নিয়েছি এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230611_125831.jpg
Device-OPPO-A15
IMG_20230611_125346.jpg
Device-OPPO-A15


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির এই শুভদিনে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার শেয়ার করার চেষ্টা করেছি। উপহারটি হয়তো খুবই ছোট এবং সামান্য। কিন্তু ভালোবাসা মিশে আছে অনেক বেশি। এভাবেই যেন আমার বাংলা ব্লগের সাথে আমাদের পথচলা দীর্ঘ হয় এই প্রত্যাশা করি সব সময়। শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"♥️♥️♥️।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিন উপলক্ষে খুবই চমৎকার একটা জন্মদিনের কার্ড তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। কালো রঙের কাগজের গোলাপ ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। কালো রঙের কাগজের গোলাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে একটি ডাই পোস্ট। আসলে দীর্ঘ দিনের পথ চলা সবার সাথে বেশ ভালোভাবে উদযাপন করব আশা করছি দ্বিতীয় বর্ষপূর্তি। আপনি একদম ঠিক বলেছেন আমাদের এই কমিউনিটি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসার সাথে করে উঠেছে।

সত্যি ভাইয়া আমার দীর্ঘদিনের পথ চলা আমার বাংলা ব্লগের সাথে। আর এই বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখতে খুব সুন্দর লাগছে। দুই পাশে ফুল দেওয়ার জন্য কার্ডটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে।তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি কার্ড আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনে সুন্দর একটি উপহার তৈরি করার চেষ্টা করেছি আপু। দুই পাশে ফুল দিয়ে সাজিয়ে তুলার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন ।গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। গোলাপ ফুলটি খুবই সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড উপহার দেয়ার জন্য।

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে সুন্দর একটি উপহার তৈরি করে সবার মাঝে উপস্থাপন করেছি। গোলাপ ফুল গুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি আপু সব সময় বিশেষ কোনো অনুষ্ঠানে গিফট কার্ড তৈরি করেন গিফট কার্ডগুলো আমাদেরকে অনেক ভালো লাগে। আপনি এত দক্ষতা দিয়ে গিফট কার্ড তৈরি করেন সত্যি অসাধারণ হয়। এবারও আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনের সুন্দর একটি কার্ড তৈরি করলেন অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু তৈরি করতে ভালো লাগে। আর উপহার দিতে ভালো লাগে। তাইতো আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনে ছোট্ট একটি উপহার তৈরি করার চেষ্টা করেছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে আপনি চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। আপনার এই উপহার পোস্টে কালো রঙ্গিন কাগজ দিয়ে কালো রংয়ের ফুল না তৈরি করে ওখানে লাল কিংবা গোলাপী রঙের কাগজ দিয়ে ফুল তৈরি করে দিলে আপনার ডাই প্রজেক্টটি দেখতে আরো বেশি সুন্দর লাগতো বলে আমি মনে করি।

বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার ভালো লাগে। তাই তো লাল, কালো রঙের গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছি এবং সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি।