শুভ জন্মদিন মানহা||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজ "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত ও আমাদের সকলের প্রিয় @tangera আপুর বড় মেয়ে মানহার জন্মদিন। প্রথমেই মানহাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে একজন বড় আপু পেয়েছি। আপুর বড় মেয়ে মানহার জন্মদিনে তাকে জন্মদিনের উইশ করতেই আজকের এই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


শুভ জন্মদিন মানহা:

IMG_20221114_190522.jpg
Device-OPPO-A15


আমাদের সকলের প্রিয় তানজিরা আপুর বড় মেয়ে মানহাকে আপনারা হয়তো সকলেই চেনেন। আপুর বিভিন্ন পোস্টের মাধ্যমে মামনিকে আমরা দেখেছি। মানহা মামনি খুবই শান্ত প্রকৃতির। তানজিরা আপু উনার নিজের পোস্টে বেশ কয়েকবার মানহার ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। কয়েকদিন আগে যখন আপুর পোস্ট পড়ে জানতে পারলাম মানহা মামনির জন্মদিনের কথা তখন সিদ্ধান্ত নিলাম মামনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর। কিন্তু কি করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ভেবে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ করে মাথায় এলো তার জন্য জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করার। এরপর ঝটপট এই শুভেচ্ছা কার্ডটি তৈরি করে ফেললাম। যদিও মামনির কাছে এই উপহারটি খুবই সামান্য। তবে মামনির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সব সময় থাকবে। সে যেন একজন ভালো মানুষ হয় এই প্রত্যাশা করি সব সময়। সবচেয়ে বড় কথা সে যেন তার মায়ের মত একজন ভালো মনের মানুষ হয় এই দোয়া করি সবসময়। জন্মদিনের কার্ড তৈরীর প্রয়োজনীয় উপকরণ ও পদ্ধতি নিচে তুলে ধরলাম।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।
৭. পেন্সিল।

IMG20221114145241.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20221114145317.jpg
Device-OPPO-A15
IMG20221114145443.jpg
Device-OPPO-A15


এই সুন্দর বার্থডে কার্ড তৈরি করার জন্য প্রথমে রঙিন কাগজ নিয়েছি। এরপর মাপ অনুযায়ী সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20221114145557.jpg
Device-OPPO-A15
IMG20221114145705.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজ নিয়েছি ভেতরের অংশে লাগানোর জন্য। এরপর মাপ অনুযায়ী কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20221114145744.jpg
Device-OPPO-A15
IMG20221114145815.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজটি নীল রঙের রঙিন কাগজের উপর সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20221114150108.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের উপরের অংশের ডিজাইন করার জন্য এবং কেটে নেওয়ার জন্য সুন্দরভাবে পেন্সিল দিয়ে একে নিয়েছি। যাতে করে কাটতে সুবিধা হয়।


ধাপ-৫

IMG20221114150212.jpg
Device-OPPO-A15
IMG20221114150346.jpg
Device-OPPO-A15


এবার কাছে দিয়ে সুন্দরভাবে দাগ অনুযায়ী কেটে নিয়েছি। খুব সাবধানতার সাথে কেটে নিয়েছি। যাতে করে এলোমেলো না হয়ে যায়।


ধাপ-৬

IMG20221114150841.jpg
Device-OPPO-A15
IMG20221114150928.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজ নিয়েছি প্রজাপতি তৈরি করার জন্য। প্রজাপতি তৈরির জন্য কাগজটি সুন্দরভাবে ভাঁজ করেছি। এরপর পেন্সিল দিয়ে প্রজাপতির আকৃতি অংকন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20221114151034.jpg
Device-OPPO-A15
IMG20221114151226.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে প্রজাপতিটি সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20221114151358.jpg
Device-OPPO-A15
IMG20221114151421.jpg
Device-OPPO-A15


এবার আরও একটি ছোট্ট প্রজাপতি তৈরি করে নিয়েছি। দুটি প্রজাপতি তৈরি হয়ে গেলে একটির উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৯

IMG20221114151512.jpg
Device-OPPO-A15
IMG20221114151753.jpg
Device-OPPO-A15


এবার প্রজাপতি সুন্দরভাবে কার্ডটির উপর লাগানোর জন্য আঠা ব্যবহার করেছি। কার্ডটির উপরে প্রজাপতি সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১০

IMG20221114152222.jpg
Device-OPPO-A15
IMG20221114152527.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছি।


শেষ ধাপ

IMG20221114153909.jpg
Device-OPPO-A15


এবার আমি প্রজাপতি দেখতে সুন্দর করার জন্য মাঝের অংশে ছোট ছোট পুঁথি লাগিয়ে নিয়েছি। এরপর অন্যান্য কিছু অংশের কাজগুলো করে এই সুন্দর কার্ডটি সম্পূর্ণরূপে তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20221114_185647.jpg
Device-OPPO-A15


মানহা মামনির জন্মদিনের শুভেচ্ছা কার্ডটি তৈরি করা হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করেছি। সেই সাথে আমার পক্ষ থেকে মামনির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই মামনির জন্য অনেক অনেক দোয়া করবেন সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে বেড়ে ওঠে এবং একজন ভালো মানুষ হয়ে সকলের পাশে দাঁড়ায়।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ দুদিন আগেই দেখেছি তাঞ্জিরা দিদির মেয়ের জন্মদিন উপলক্ষ্যে শপিং করছিলেন। খুব ভালো লাগলো বোন যে তুমি পুচকের জন্মদিন উপলক্ষ্যে এত সুন্দর একটা কার্ড বানিয়েছো। পেপার কাটিংটা বেশ সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আইডিয়া টা।

জ্বী আপু আমিও আপুর পোষ্টের মাধ্যমে মানহার জন্মদিনের কথা জানতে পেরেছিলাম। তাই তো মামনিকে সুন্দর একটি কার্ড তৈরি করে উপহার দিলাম। আপু আমি চেষ্টা করেছি পেপার কাটিং সুন্দরভাবে করার জন্য।

আপু মানহার জন্মদিনে আপনার তৈরি করা জন্মদিনের উপহারটি অনেক সুন্দর হয়েছে। যদি ও আপনার চেষ্টা ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার উপহারটি যেমন ই হোক না কেন, মানহা যে অনেক খুশি হবে এটা বলা যায়।

আমার তৈরি করা জন্মদিনের কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। সত্যি বলতে উপহার যাই হোক না কেন মনের মাঝে তার প্রতি ভালোবাসা সবচেয়ে বড় ব্যাপার।

তানজিরা আপুর মেয়ে মানহার জন্য আপনি খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। জন্মদিনে এত সুন্দর একটি কার্ড পেলে আর কিছুই লাগেনা। কালার খুব চমৎকার চয়েজ করেছেন তাই বেশি আকর্ষণীয় লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই সম্পূর্ণ কার্ড টি বানিয়েছেন।

সত্যি আপু আপনার মন্তব্যের মাধ্যমে উৎসাহ পেলাম। আসলে কারো জন্মদিনে কিছু উপহার দিতে পারলে খুবই ভালো লাগে। তাই আমার তরফ থেকে ছোট্ট এই উপহার মানহাকে দেওয়ার চেষ্টা করেছি।

আমিও মানহাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তানজিরা আপুর পোস্ট পড়ে আমি নিজেও জানতে পেরেছিলাম ওনার বড় মেয়ের জন্মদিন। তার উপলক্ষে তিনি কেনাকাটাও করেছিলেন। কিন্তু আজকে আপু আপনি বেশ দারুন একটা উপহার দিয়েছেন। রঙিন কাগজের তৈরি কার্ড গুলো দেখতে ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই মানহা আপনার উপহারটা সাদরে গ্রহন করবে।

জ্বী আপু কয়েকদিন আগে তানজিরা আপুর পোস্ট পড়ার মাধ্যমে মানহার জন্মদিনের কথা জানতে পেরেছিলাম। তাই তো মানহা মামনির জন্য ছোট্ট এই উপহার তৈরি করেছি।

তানজিরা আপুর‌ মেয়ে মানহার জন্মদিনের শুভেচ্ছা কার্ডটি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। বেশ ইউনিক কার্ড দেখতে পেলাম।ডাইটি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ধাপগুলো দেখে যে কেউ ডাইটি প্রস্তুত করতে সক্ষম হবে।কালার কম্বিনেশন দারুন ছিল। ধন্যবাদ আপনাকে আপু রঙিন কাগজের ডাইটি আপনাকে শেয়ার করার জন্য

আপু আমি চেষ্টা করেছি আমাদের মানহা মামনির জন্য সুন্দর একটি কার্ড তৈরি করে তাকে উপহার দেওয়ার জন্য। আমার তৈরি করা কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আপু মানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য দারুন একটি কার্ড বানিয়েছেন আপনি । মানহা দেখে নিশ্চয়ই খুশি হবে, এত সুন্দর উপহার পেলে কে না খুশি হয় । আমি তো ভুলেই গিয়েছিলাম আজ ওর জন্মদিন । আপনার কার্ডটি দেখে মনে পড়ে গেল সত্যিই তো আজই তো ওর জন্মদিন । বেশ ভালো লাগলো আপনার কার্ডটি দেখে । খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।

মানহার জন্মদিনে সুন্দর একটি কার্ড তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করতে আমারও খুবই ভালো লেগেছে। আশা করছি মানহা অনেক খুশি হবে। আপু আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

মানহার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার তৈরি কার্ডটি অনেক চমৎকার হয়েছে আপু।

মানহা মামনির জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এই সুন্দর কার্ডটি তৈরি করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

ওয়াও আপু খুবই চমৎকার একটি কার্ড বানিয়ে সারপ্রাইজ দিয়েছো।অনেক হ্যাপি হয়েছি, আমার মেয়ে দেখেও খুবই খুশি হয়েছে। অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল তোমার জন্য।

আমার তৈরি জন্মদিনের কার্ডটি দেখে মামনি খুশি হয়েছে জেনে সত্যিই ভালো লাগলো আপু। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল মামনির জন্য। শুভ জন্মদিন মামনি।♥️♥️♥️

ওয়াও খুব সুন্দর একটি জন্মদিনের উপহার তৈরি করছেন। যে কেউ খুশি হবে এত সুন্দর উপহার পেলে।মানহার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আপু আমি চেষ্টা করেছি মানহাকে খুশি করার জন্য। সুন্দর একটি কার্ড তৈরি করতে আমার ভালো লেগেছে। আশা করছি সে অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

মানহার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আপনার তৈরি কার্ডটি অনেক সুন্দর হয়েছে আপু। মানহা যেন একজন সত্যিকারের মানুষ হয়ে উঠে এ কামনা করি।

জি আপু মানহার জন্মদিনে এতটুকুই প্রত্যাশা করি সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। আসলে ভালো মানুষ হওয়া খুবই জরুরী। ধন্যবাদ আপু।

তানজিরা আপুর মেয়ে মানহার জন্মদিনের জন্য
খুব সুন্দর একটি কার্ড আপনি তৈরি করেছেন। আপনার কার্ডের কালারটিও খুব সুন্দর ছিল।আশা করছি আপনার কার্ডটি দেখে মানহা অনেক খুশি হবে।

আপু আমি চেষ্টা করেছি মানহার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করার। আমার তৈরি করা কার্ডের কালার আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমিও আশা করছি মানহা মামনি অনেক খুশি হবে।

জি আপু আমরা জানি তানজিরা আপু দুইজন কিউট কিউট মামুনি আছে। আজকে তাহলে মানহার জন্মদিন। আমাদের সবার পক্ষ থেকে মামুনির জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনি তো অনেক সময় দিয়ে খুব সুন্দর ভাবে তার জন্মদিনের কার্ডটি তৈরী করেছেন। দেখে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

একদম ঠিক বলেছেন ভাইয়া আমরা সবাই জানি তানজিরা আপুর দুইটি মেয়ে আছে। তারা দুজনই ভারী মিষ্টি দেখতে। তাই তো মানহা মামনির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ ভাইয়া।

মানহার জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ জন্মদিন।

জন্ম দিনের শুভেচ্ছা বাণী খুব চমৎকার ভাবে পাঠিয়েছেন আপনি। দেখে খুব ভালো লাগলো। আপনার তৈরি বার্থডে কাড অসাধারণ হয়েছে। খুব চমৎকারভাবে তৈরি করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

মানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে শুভেচ্ছা বাণী মানহাকে পাঠিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।

আপুর পোস্ট দেখেছিলাম, মেয়ের জন্মদিনের কেনাকাটা। যাই হোক মানহা মামনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপু আপনার কার্ডটিও দারুন ছিল। অনেক ধন্যবাদ আপু।

আমিও দেখেছিলাম আপু তানজিরা আপু উনার মেয়ের জন্মদিন উপলক্ষে কেনাকাটা করেছেন। সেখান থেকেই জানতে পেরেছি মামনির জন্মদিনের কথা। তাইতো এই কার্ডটি তৈরি করে তাকে শুভেচ্ছা জানালাম।

মানহা শুভ জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা।
তানজিনা আপুর বড় মেয়ের জন্মদিনে উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কার্ড বানিয়েছেন। সত্যি অসাধারণ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কার্ড বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্মদিনের উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড শেয়ার করার জন্য।

আপু আপনি অনেক সুন্দর ভাবে মানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেখে ভালো লাগলো। আমিও চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি কার্ড তৈরি করে মানহা মামনিকে শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ আপু।

আপু ভালই হল আপনার পোষ্টের মাধ্যমে তাইঙ্গা আপুর বেবি মানার জন্মদিন কথা জানতে পারলাম। আপনি খুব সুন্দর করে একটি কাঠের মাধ্যমে তাকে উইশ করেছেন। আমি দোয়া করি মানহার জন্মদিন শুভ হোক এবং আগামী পথ চলাও সুন্দর হোক।