প্রতিযোগিতা-সুই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে এসেছি। "আমার বাংলা ব্লগ" সব সময় নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করে। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে। যদিও এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খুব একটা ইচ্ছে ছিল না। যেহেতু সামনে এক্সাম। তাই অনেকটা ব্যস্ত সময় পার করছি। তবুও কেন জানি মন মানছিল না। বারবার ইচ্ছে করছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। তাই তো সেই ইচ্ছে থেকেই সুই সুতা দিয়ে সেলাই করা কাপড়ের ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।


সুই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20231108_142507.jpg
Device-OPPO-A15
IMG_20231108_095439.jpg
Device-OPPO-A15
IMG_20231108_094658.jpg
Device-OPPO-A15


ছোটবেলায় দেখতাম আম্মু কাপড় কেটে কেটে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করতেন। যদিও তখন খুব ইচ্ছে করত সেই ওয়ালমেট গুলো তৈরি করার। কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। আর সেই ওয়ালমেট গুলো এখনো আমাদের বাসায় আছে। যদিও আম্মুর মত এত ভালো কাজ করতে পারি না। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের মতো করে কাপড় কেটে কেটে সুই সুতো দিয়ে সেলাই করেছি এবং গ্রামীন প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কোন কিছু দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। ইচ্ছে ছিল আরো নতুন কিছু করার। কিন্তু কেন জানি আর করে উঠতে পারছিলাম না। হয়তো ধীরে ধীরে ধৈর্যটাই হারিয়ে যাচ্ছে। এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তাই তো আর শেষ পর্যন্ত বেশি কিছু করতে পারিনি। আসলে সুই সুতো দিয়ে সেলাই করে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলা সত্যি অনেক কঠিন ব্যাপার। আর কাপড় গুলো সুন্দর করে কেটে নিয়ে এরপর সেলাই করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যাইহোক জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লাগবে। তবে এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাপড়।
২. রঙিন কাপড়।
৩. সুই।
৪. সুতো।
৫. পোস্টার রং।
৬. ধান।
৭. কাঁচি।
৮. পেন্সিল।
৯. তুলি।
১০. কার্ডবোর্ড

IMG20231106122918.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20231106123914.jpg
Device-OPPO-A15
IMG20231106123950.jpg
Device-OPPO-A15


সুই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাপড় নিয়েছি। এরপর নিচে একটি কার্ডবোর্ড দিয়েছি। যেহেতু সাদা কাপড়ের উপর এই ওয়ালমেট তৈরি করবো তাই প্রথমে সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।


ধাপ-২

IMG20231106124100.jpg
Device-OPPO-A15
IMG20231106124158.jpg
Device-OPPO-A15


এবার গাছ তৈরি করার জন্য কালো কাপড়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর ধীরে ধীরে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20231106125000.jpg
Device-OPPO-A15
IMG20231106125018.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে গাছের অংশ তৈরি করার জন্য কাপড় কেটে নিয়েছি। এরপর সুই সুতো প্রস্তুত করেছি


ধাপ-৪

IMG20231106125114.jpg
Device-OPPO-A15
IMG20231106125322.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সাদা কাপড়ের উপর গাছগুলো আটকে দেওয়ার জন্য সুই সুতার ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20231106125712.jpg
Device-OPPO-A15
IMG20231106130231.jpg
Device-OPPO-A15


সুন্দর ভাবে ধীরে ধীরে গাছ গুলো আটকে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায়।


ধাপ-৬

IMG20231106130317.jpg
Device-OPPO-A15
IMG20231106132433.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতার অংশ তৈরি করার জন্য সবুজ কাপড় নিয়েছি। এরপর ধীরে ধীরে কাপড় কেটে পাতার আকৃতি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20231106132956.jpg
Device-OPPO-A15
IMG20231106134100.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু পাতা তৈরি করেছি। আর সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20231106134304.jpg
Device-OPPO-A15
IMG20231106134656.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাতাগুলো সেলাই করে আটকে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায়।


ধাপ-৯

IMG20231106134944.jpg
Device-OPPO-A15
IMG20231106135219.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশ তৈরি করার জন্য সবুজ কাগজ কাপড় নিয়েছি। এরপর সুন্দর করে মাপ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20231106135417.jpg
Device-OPPO-A15
IMG20231106135734.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে সেলাই করে কাপড়টা আটকে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে খুলে না যায়।


ধাপ-১১

IMG20231106141742.jpg
Device-OPPO-A15
IMG20231106142120.jpg
Device-OPPO-A15


এবার উপরের দিকের অংশ সুন্দর করার জন্য আরো কিছু কাপড় কেটে নিয়েছি এবং সেলাই করে আটকে দেওয়ার চেষ্টা করেছি। এরপর লাল সূর্য তৈরি করার জন্য কাপড় নিয়েছি এবং গোল দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-১২

IMG20231106142822.jpg
Device-OPPO-A15
IMG20231106143113.jpg
Device-OPPO-A15


এবার সেলাই করে লাল সূর্য টি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর আরো কিছু অংশে সবুজ কাপড় লাগিয়েছি। যাতে করে এই দৃশ্যটি দেখতে ভালো লাগে।


ধাপ-১৩

IMG20231106144147.jpg
Device-OPPO-A15
IMG20231106150838.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার এই দৃশ্যটি সুন্দর করে তোলার জন্য নদীর পাশে কিছু অংশে গ্রামের সৌন্দর্য অর্থাৎ ক্ষেত তৈরি করার চেষ্টা করেছি। এজন্য আমি চিকন করে কালো কাপড় কেটে নিয়েছি।


ধাপ-১৪

IMG20231106151711.jpg
Device-OPPO-A15
IMG20231106153005.jpg
Device-OPPO-A15


এবার কালো কাপড়ের তৈরি অংশগুলো সুন্দর করে সেলাই করে আটকে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১৫

IMG_20231108_095308.jpg
Device-OPPO-A15
IMG20231106154039.jpg
Device-OPPO-A15


এবার আমি আকাশের দিকের অংশের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য রঙের ব্যবহার করেছি। যাতে করে এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।


ধাপ-১৬

IMG20231106154158.jpg
Device-OPPO-A15
IMG20231106154325.jpg
Device-OPPO-A15


আমার তৈরি ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য এবার কিছু ধান নিয়েছি এবং হালকা হলুদ রঙের ব্যবহার করে রাঙিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১৭

IMG20231106154415.jpg
Device-OPPO-A15
IMG20231106155127.jpg
Device-OPPO-A15


এবার ধানগুলো ক্ষেতগুলোর মধ্যে দিয়েছি। যাতে করে মনে হয় যেন ধানগুলো শুকাতে দেওয়া হয়েছে।


ধাপ-১৮

IMG20231106155633.jpg
Device-OPPO-A15
IMG20231106160145.jpg
Device-OPPO-A15


এবার আমার এই ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য ছোট্ট একটি কুঁড়েঘর তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে কাপড় সুন্দর করে কেটে নিয়েছি। এরপর হালকা রঙের ব্যবহার করে কুঁড়েঘরটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১৯

IMG20231106160413.jpg
Device-OPPO-A15
IMG20231106161007.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো সুন্দর করার জন্য কালো রঙের ব্যবহার করেছি। যাতে করে গাছের পাতাগুলো দেখতে ভালো লাগে এবং ওয়ালমেট দেখতে সুন্দর হয়।


শেষ ধাপ

IMG_20231106_162901.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের কাজ করার চেষ্টা করেছি এবং কাপড় দিয়ে তৈরি করা ওয়ালমেট সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার পেছনের দিকে একটি সুতো লাগিয়ে দিয়েছি এবং ওয়ালে ঝুলিয়ে দিয়েছি।


উপস্থাপনা:

IMG_20231108_133634.jpg
Device-OPPO-A15


সুই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। যদিও ইচ্ছে ছিল অন্য কিছু করার। তবে কেন জানি আর শেষ পর্যন্ত করতে পারছিলাম না। আসলে কোন কিছু দেখতে যে রকম সহজ মনে হয় করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। আর কতটা সময় লাগে। তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওহ অসাধারণ। আপু আপনি আজকে শেয়ার করেছেন সুই সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা দৃশ্য। আসলে এত সুন্দর একটা ইউনিক পোস্ট এই প্রথম দেখলাম। সত্যি প্রথমে দেখে মনে করছিলাম যে হয়তো এটা জলরঙ্গে আঁকা ভুল করে আপনি সুই সুতার কথা উল্লেখ করেছেন কিন্তু পরে আপনার পোস্ট পড়ে এবং দেখে বুঝতে পারলাম আসলেই সুই সুতা দিয়ে এমন সুন্দর দৃশ্য তৈরি করা হয়েছে। সত্যি পোস্টটি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া।আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো। দেখতে অনেকটা জল রঙের আর্টের মতই লাগছিল।

আপনার এরকম একটা ইউনিক আইডিয়া দেখে সত্যি অনেক মুগ্ধ হয়েছি। সামনে এক্সাম হওয়ার কারণে ব্যস্ত সময় পার করছেন, তবুও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লেগেছে। সুঁই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন, এটার আইডিয়া বেশ দারুন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যস্ততার মধ্যেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ব্যস্ততার মাঝেও প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

ওয়াও আপনার ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি একদম ইউনিক ভাবে আপনার ওয়ালমেট তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার তৈরি পদ্ধতি এবং ওয়ালমেটের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

আমার ওয়ালমেট দেখে আপনার ভালো লেগেছে এবং ইউনিক লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুশি হয়েছি আপু। চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার। ধন্যবাদ আপু।

পুরাই আউটস্ট্যান্ডিং আপু! সুই সুতা দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করলেন! কাজটি শেষ করতে অনেক সময় লেগেছে, দেখেই বুঝা যাচ্ছে। আমিও আপনার মতো ছোটবেলায় দেখতাম আম্মা সুই সুতা দিয়ে নকশা তৈরি করতো বিভিন্ন ডিজাইনের! আপনার ওয়ালমেটটি কিন্তু দারুণ হলো আপু

সুই সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। ছোটবেলায় এগুলো অনেক দেখতাম। নিজে নিজে কখনো করা হয়নি। প্রথমবার করেছি ভাইয়া।

বাহ, আপনার তৈরি আজকের প্রতিযোগিতার পোস্ট দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম আপু। এত সুন্দর একটি আইডিয়া কোথায় পেলেন আপু। কাপড় দিয়ে বেশ চমৎকার একটি দৃশ্য তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে অনেক সময় লেগেছে তৈরি করতে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই খুশি হয়েছি। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি। মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

ওয়াও!!! একদম ইউনিক আইডিয়া নিয়ে আপনি সুই সুতায় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আমি জানতাম আপু আপনি কোন ইউনিক কিছু নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন । খুবই চমৎকার হয়েছে কাপড় দিয়ে তৈরি ওয়ালমেটটি।আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি, এবারের প্রতিযোগিতায় খুব ভালো একটা অবস্থান পাবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপু আমি ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

আপনার এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আজকে দেখতে পেলাম। আমার মনে হয় না এভাবে সেলাই সুতো ব্যবহার করে এর আগে কেউ কোনদিন ওয়ালমেট তৈরি করেছে। আপনার এই ইউনিক চিন্তা ধারা আমার কাছে খুবই পছন্দ হয়েছে।

আমার এই পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু দেখতে পেয়েছেন জেনে সত্যিই ভালো লাগলো। মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। আর আপনাদের মন্তব্যগুলো পেলে আরও বেশি ভালো লাগে ভাইয়া।

অনেক পরিশ্রমের একটি কাজ আছে আপনি আমাদের মাঝে করে দেখিয়েছেন। কনটেস্টের অংশগ্রহণটা আমার কাছে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে সিট কাপড় জাতীয় জিনিস দিয়ে এমন চিত্র তৈরি করেছেন সেলাইয়ের মাধ্যমে। সত্যিই অনেক মেধা আর দক্ষতার বিষয় এ গুলো।

মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। তাই তো একটু চেষ্টা করেছি ভাইয়া। সেলাই এর মাধ্যমে সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৭ এর জন্য শুভকামনা জানায়।ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার তৈরি করা ওয়ালমেটের ডেকোরেশন আপনার ভালো লেগেছে এবং উপস্থাপন ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনিও চেষ্টা করবেন আপু। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।

কেমন হয়েছে মানে। এক কথায় অসাধারন। আর কি বলেন আপু দুনিয়া উৎচ্ছন্নে যাক তাই বলে আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন না। আপনাকে ছাড়া কি প্রতিযোগিতা সম্পূণ হয়, বলেন তো আপু? এই যে আপনি একটি ভিন্ন ধরনের ওয়ালমেট নিয়ে প্রতিযোগিতায় আসলেন এটা ও তো অনেক। শুভ কামনা রইল আপনার জন্য।

সত্যিই আপু এবার চাইছিলাম না প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তবে শেষ পর্যন্ত করেই ফেললাম। আপনার এত সুন্দর মন্তব্য দেখে অনেক ভালো লাগলো আপু।

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করলেন আপু। আমার কাছে আপনার ওয়ালেট টি অনেক ইউনিক লেগেছে। কারণ আপনি সুই সুতো দিয়ে সেলাই করে কাপড় দিয়ে তৈরি করলেন। অনেক কষ্ট হয়েছে আপনার ওয়ালমেট তৈরি করতে। তাছাড়া এই ওয়ালমেট অনেক দিন থাকবে খুব সহজে নষ্ট হবে না। অসাধারণ ভালো লাগলো দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। আসলে কোন কিছু তৈরি করতে গেলেই বোঝা যায় কতটা সময় লাগে। তবুও চেষ্টা করেছি আপু।

সুই সুতোয় সেলাই করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে খুবি ভালো লাগছে আর ধাপ গুলো দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

সুই সুতোয় সেলাই করে দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি শিখতে পেরেছেন জেনে খুশি হলাম ভাইয়া।

আপনার আইডিয়া দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে সুই সুতো দিয়ে এত সুন্দর করে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি সত্যি অসাধারণ হয়েছে। আসলে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। আপনার সামনে এক্সাম আছে তারপরও আপনি খুব চমৎকার করে এই ওয়ালমেট বানিয়েছেন। এবং অনেকগুলো ধাপ দিয়ে ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

নতুন কিছু করতে ভালো লাগে। তাই চেষ্টা করেছি ভাইয়া। আমার আইডিয়া আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

নিঃসন্দেহে এই প্রতিযোগিতায় আমার দেখা এটাই সেরা ওয়ালমেট। কাপড় দিয়ে কিভাবে এমন সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন আর সবশেষে চমকটা ফুটিয়ে তুলেছেন। দেখে একদম পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম আপু।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি এত সুন্দর করে প্রশংসা করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি ভাইয়া।

আপনি সুই সুতোয় এবং কাপড় দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি দেখে সত্যিই অসাধারণ লাগলো। আসলে আপু চেষ্টা করলে অনেক সুন্দর কিছু করা যায় তা আপনার পোস্ট দেখে বোঝা গেল। সত্যি বলতে আপনার ওয়ালমেট তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ওয়ালমেট শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এবং ওয়ালমেট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।