নাটক রিভিউ-গহনা||

in hive-129948 •  yesterday 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে একটি করে নাটক রিভিউ শেয়ার করার চেষ্টা করি। আজকেও আমি একটি নাটক রিভিউ শেয়ার করবো। আশা করছি সকলের ভালো লাগবে।


IMG_20241203_205257.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামগহনা
প্রযোজকনাজমুল হক ভূঁইয়ান
পরিচালনাশাহ্ মোঃ রাকিব
অভিনয়েইয়াস রোহান, তানজিন তিশা ও আরো অনেকে
দৈর্ঘ্য৪৯ মিনিট
মুক্তির তারিখ২৮ নভেম্বর ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • ইয়াস রোহান (আরিফ)
  • তানজিন তিশা (তানিয়া)
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-12-03-17-56-58-08.jpg
Screenshot_2024-12-03-17-57-53-80.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই সবাই আরিফের জন্য অপেক্ষা করছে। আরিফ বিদেশ থেকে ফিরবে। এরপর আরিফ বিদেশ থেকে ফিরে আসে। মূলত আরিফের চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। আর বিয়ের জন্য সে দেশে এসেছে। আর তার চাচাতো বোনের বিয়ের সকল দায়িত্ব নিজে নিয়ে নেয়। এমনকি বিদেশ থেকে দশ ভরি গহনা আনবে এই কথা দিয়ে দেয়। সবাই অনেক খুশি ছিল। কারণ বিয়েটা খুবই ধুমধাম করে হতে চলেছে। আরিফ বাসায় ফিরে অনেক খুশি হয়ে যায়। আর সবার সাথে দারুন সময় কাটাতে থাকে। অন্যদিকে তানিয়া এবং আরিফের আগে থেকে একটি সম্পর্ক ছিল। তাই তারা একসাথে হয়ে দারুণ কিছু সময় কাটাতে থাকে।


Screenshot_2024-12-03-18-03-06-09.jpg
Screenshot_2024-12-03-18-11-42-79.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


দীর্ঘদিন প্রবাসে থাকার পর আরিফ যখন দেশে ফিরে আসে তখন সবার সাথে সুন্দর সময় কাটায়। এমনকি তার ভালোবাসার মানুষ তানিয়ার সাথেও দারুন সময় কাটায়। দারুন ভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। ধীরে ধীরে বিয়ের সময় প্রায় ঘনিয়ে আসে। আরিফের চাচা চাচি বারবার গহনাগুলো দেখতে চাচ্ছিল। কিন্তু আরিফ বারবার বলছিল সে বিয়ের সময় দিয়ে দিবে। এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। আরিফ তার চাচাতো বোনের বিয়ের আয়োজন ভালোভাবে করার জন্য নিজের সঞ্চয়ের সব টাকা খরচ করার চেষ্টা করে। এমনকি তার কাছের মানুষদের কাছ থেকেও টাকা ধার করে যাতে করে তার বোনের বিয়ে খুবই ভালোভাবে হয়।


Screenshot_2024-12-03-18-26-02-94.jpg
Screenshot_2024-12-03-18-29-18-14.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে আরিফ খেয়াল করে দেখে তার ব্যাগে কোন গহনা নেই। এটা দেখে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর বিষয়টি সবাই জেনে যায়। সবাই যখন বিষয়টি জানতে পারে তখন আরিফের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আরিফের বোন থেকে শুরু করে চাচা চাচি সকলে আরিফকে বলে সে তাদেরকে ঠকিয়েছে আর মিথ্যা কথা বলেছে। সে আসলে কোন গহনা আনতে পারেনি। এটা শুনে আরিফের খুবই খারাপ লাগে। কারণ সে তার বোনের জন্য গহনা এনেছিল। কিন্তু এয়ারপোর্টে কারো সাথে তার ব্যাগ বদল হয়ে গেছে। আরিফ কিছুতেই কাউকে বোঝাতে পারছিল না সে কোন প্রতারণা করেনি। পরিবারের মানুষদের কাছে আরিফ একদম নিচু হয়ে গিয়েছিল।


Screenshot_2024-12-03-18-32-58-98.jpg
Screenshot_2024-12-03-18-35-28-86.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


গহনা গুলো দিতে না পারার কারণে আরিফের চাচা চাচি এবং বোন সকলে তাকে অপমান করতে শুরু করে। আরিফ আবারো গহনা কেনার জন্য অনেক চেষ্টা করে বিদেশি গহনা কেনার। কিন্তু কোথাও পায়না। অবশেষে আরিফের ভালোবাসার মানুষ তানিয়া নিজের গহনা আরিফের হাতে তুলে দেয় আর বলে সে যেন এই গহনাগুলো তার বোনকে দিয়ে দেয়। তানিয়া আরো বলে আরিফ তার ভালোবাসার গহনা। সময় করে সে যেন তাকে আবারও গহনা তৈরি করে দেয়। এই কথা বলে তানিয়া সব গহনাগুলো আরিফের হাতে তুলে দেয়। আরিফ কি করবো কিছুই বুঝতে পারছিল না। আরিফের এই বিপদের সময় তার প্রিয় মানুষটি একমাত্র তাকে বুঝতে পেরেছিল। এমনকি তাকে বিশ্বাস করেছিল।


Screenshot_2024-12-03-18-40-31-16.jpg
Screenshot_2024-12-03-18-44-36-58.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


সবার বদলে যাওয়া আরিফকে খুবই কষ্ট দেয়। তাই সে বিদেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন কি সে টিকেট করে ফেলে। আরিফ যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হচ্ছিল তখনই একটি লোক সেখানে আসে। আর সেই লোকটি বলে আসলে তার সাথেই আরিফের ব্যাগ বদল হয়েছিল। আর গহনা গুলো ফেরত পেয়ে সবাই বুঝতে পারে তারা ভুল করেছে। আরিফ আগেই অনেক কষ্ট পায়। কারণ তার কাছের মানুষগুলোই তাকে বুঝতে পারেনি। আরিফ মন খারাপ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সবাইকে বিদায় জানায়। আসলে সে অনেকটা কষ্ট নিয়েই আবারো প্রবাসে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-12-03-18-44-50-47.jpg
Screenshot_2024-12-03-18-44-58-01.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


এই নাটকটিতে আসলে একজন প্রবাসীর জীবনের কষ্ট গুলোই তুলে ধরা হয়েছে। যখন কেউ আত্মীয়-স্বজন কিংবা পরিবার পরিজনদের হাতে অর্থ কিংবা দামি গহনা তুলে দিতে পারে তখন তারা সবাই তাকে ভালোবাসে। কিন্তু যখন তাদের চাহিদা পূর্ণ করতে পারে না তখন সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর সবার আসল চেহারা সামনে চলে আসে। এই নাটকটিতেও তেমনটা হয়েছে। নাটকটি সত্যিই অনেক শিক্ষনীয় ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

  ·  yesterday (edited)

একজন প্রবাসী জীবনের কষ্টের কাহিনী তুলে ধরে খুব সুন্দর একটি নাটক, যার নাম গহনা।নাটকটি কিছুদিন আগে আমি দেখেছিলাম।দেখে মোটামুটি ভালই লাগেছে।আজকে আপনার করা নাটকের রিভিউ পড়ে নাটকের খুঁটিনাটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারলাম।

একদম ঠিক বলেছেন ভাইয়া এই নাটকের মাধ্যমে একজন প্রবাসীর জীবনের কষ্ট তুলে ধরা হয়েছে। আর গল্পটি দারুন ছিল।

অনেক সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করলেন আপু। নাটক রিভিউটি দেখে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত শেয়ার করলেন। আমার বাংলা নাটক গুলো সব সময় দেখতে বেশ পছন্দের। অনেক ধন্যবাদ আপু সুন্দর নাটক রিভিউটি শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

নাটক রিভিউ পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই নাটকটি সত্যিই দারুন ছিল। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।

আপু আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন।ইয়াশ রোহানের নাটক গুলো মাঝে মাঝে দেখা হয়।যদিও এই নাটকটি এখনো দেখি নাই তবে চেষ্টা করবো দেখার জন্য। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

সময় পেলে নাটকটি দেখবেন ভাইয়া। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। আর নাটকের গল্পটি সত্যিই দারুণ।

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। আসলে এই ধরনের নাটক দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই নাটকের মধ্যে শিক্ষনীয় এবং বিভিন্ন ধরনের দিক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

এই নাটকটি সত্যিই অনেক দারুন ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই রিভিউ শেয়ার করেছি ভাইয়া।

বাস্তবিক এবং সত্য একটা বিষয় অনেক সুন্দর করে এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। আসলে প্রবাসীদের জীবনটাই এরকম হয়ে থাকে। আত্মীয় স্বজনদেরকে ভালো কিছু দিতে পারলে সে সবার কাছেই ভালো। আর যদি না দিতে পারে তাহলে সবার আসল রূপ সামনে চলে আসে। আমার কাছে নাটকের কাহিনীটা অনেক ভালো লেগেছে।

এই নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আসলে প্রবাসীদের জীবনের কষ্টটা সত্যিই অনেক বেশি।

আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। একদম সত্য যখন কেউ বিদেশ থাকে তখন যেনো তার সাথে সবার টাকা পয়সা কিংবা দামি গহনার সম্পর্ক থাকে। কিন্তু যখন সে এই চাহিদা গুলো পূরণ করতে না পারে তখন তারা কেউ আর পাশে থাকতে চায় না। যাই হোক সব মিলিয়ে আপনার রিভিউ পড়ে ভালো লাগলো। শিক্ষনীয় নাটক দেখতে খুব ভালো লাগে।

ঠিক বলেছেন আপু কেউ যখন বিদেশ থাকে তখন সবাই তার কাছ থেকে টাকা পয়সা আশা করে। কিন্তু সত্যিকার অর্থে তাকে কখনো ভালোবাসে না।

"গহনা" নাটক আমার দেখা হয়নি। তবে আপনার পোস্ট পড়ে সম্পূর্ণ ধারণা পেলাম। প্রবাসীদের জীবন সত্যিই খুব কষ্টের। দেশে টাকা পাঠাতে পারলে প্রবাসী ভাই সব সময় সবার কাছে ভালো থাকে। আত্মীয়-স্বজন পরিবার-পরিজন সবাই তখন তার আপন মানুষ হয়। সত্যি বলতে প্রবাসী মানুষদেরকে টাকার মেশিন মনে করে। যাইহোক চমৎকার নাটকটি রিভিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

এই নাটকের মাধ্যমে প্রবাসীদের জীবনের কষ্ট খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। নাটকটি দারুন ছিল ভাইয়া। সময় পেলে দেখবেন।