প্রতিযোগিতা-সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি||

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রতিযোগিতা মানেই দারুন কিছু। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই বর্ষাকাল কে কেন্দ্র করে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্ষাকালের অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তাইতো বর্ষাকালের অপরূপ সৌন্দর্য নিজের মতো করে উপস্থাপন করার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করতেছি আমার তৈরি করা সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি সবার ভালো লাগবে।


সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি:

IMG_20240710_113830.jpg
Device-OPPO-A15
IMG_20240709_225653.jpg
Device-OPPO-A15
IMG_20240709_213828.jpg
Device-OPPO-A15
IMG_20240710_003410.jpg
Device-OPPO-A15


বর্ষার রিমঝিম শব্দ যখন কানে বাজে তখন মন আনন্দে নেচে ওঠে। আর বর্ষার সেই রিমঝিম শব্দের মাঝে হারিয়ে যেতে ভালোই লাগে। প্রকৃতি ফিরে পায় হারানো সৌন্দর্য। বর্ষাকাল মানেই চারপাশে জল থৈথৈ। বর্ষাকাল মানেই একগুচ্ছ কদম ফুলের অপার সৌন্দর্য। বর্ষাকালে ছাতা নিয়ে বেরিয়ে পরার মজাই আলাদা। বর্ষাকাল মানেই নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য। বর্ষাকালের সেই অপরূপ সৌন্দর্য হয়তো তুলে ধরা সম্ভব নয়। তবুও আমি নিজের মতো করে বর্ষাকালের অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। বর্ষাকালের কদম ফুল দেখতে অনেক ভালো লাগে। কদম ফুলের সৌন্দর্য যেন প্রকৃতির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। বর্ষাকালের একগুচ্ছ কদম ফুল হৃদয়ের মাঝে ভালোবাসা জাগায়। বর্ষাকালের শীতলতা অনুভূতি গুলো বদলে দেয়। ক্লে দিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার খুব একটা নেই। তাই প্রথমে একটু সমস্যায় পরতে হয়েছিলাম। এরপর নিজের মতো করে শেষ করার চেষ্টা করেছি। বিশেষ করে কদম ফুলগুলো তৈরি করতে গিয়ে অনেকটা সময় লেগেছে। প্রায় পাঁচ ঘণ্টা সময় নিয়ে কাজটি করতে হয়েছে। কোন কিছু দেখতে যতটা সহজ লাগে আসলে ততটা সহজ নয়। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর দৃশ্যটি ফুটিয়ে তুলেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।
২. সুপারি পাতার প্লেট।
৩. রং।
৪. আঠা।

IMG20240709163140.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240709163557.jpg
Device-OPPO-A15
IMG20240709163647.jpg
Device-OPPO-A15


এই দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য প্রথমে আমি সুপারি পাতার প্লেট নিয়েছি। এরপর কালো রং ব্যবহার করার প্রস্তুতি নিয়েছি।


ধাপ-২

IMG20240709164351.jpg
Device-OPPO-A15
IMG20240709164453.jpg
Device-OPPO-A15


সম্পূর্ণ অংশে কালো রঙের ব্যবহার করেছি। এরপর প্লেটের চারপাশে কমলা রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240709164946.jpg
Device-OPPO-A15
IMG20240709171452.jpg
Device-OPPO-A15


এবার কমলা রঙের ব্যবহার করা হয়ে গেলে হালকা হবে সাদা রং দিয়ে মেঘের অংশ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240709171625.jpg
Device-OPPO-A15
IMG20240709171814.jpg
Device-OPPO-A15


এবার গাছ তৈরি করার জন্য ক্লে নিয়েছি আর সুন্দর করে গাছের নিচের দিকের অংশ তৈরি করেছি।


ধাপ-৫

IMG20240709172137.jpg
Device-OPPO-A15
IMG20240709173145.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের অন্যান্য অংশ তৈরি করেছি আর সুন্দর করে ডালপালাগুলো তৈরি করেছি।


ধাপ-৬

IMG20240709173815.jpg
Device-OPPO-A15
IMG20240709174402.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে ব্যাঙের ছাতা তৈরি করার জন্য ক্লে নিয়েছি। আর সুন্দর করে মাপ অনুযায়ী বসিয়ে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240709174827.jpg
Device-OPPO-A15
IMG20240709175207.jpg
Device-OPPO-A15


এবার ব্যাঙের ছাতার সৌন্দর্য বাড়িয়ে তুলেছি। আর নিচের দিকে কিছু ঘাস তৈরি করেছি।


ধাপ-৮

IMG20240709175224.jpg
Device-OPPO-A15
IMG20240709175351.jpg
Device-OPPO-A15


এবার গাছের কিছু পাতা তৈরি করার প্রস্তুতি নিয়েছি।


ধাপ-৯

IMG20240709175615.jpg
Device-OPPO-A15
IMG20240709175747.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে সুন্দরভাবে সবুজ পাতা তৈরি করেছি। কদম গাছের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ধীরে ধীরে ধীরে পাতাগুলো তৈরি করেছি। এরপর গাছের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।


ধাপ-১০

IMG20240709180339.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বেশ কিছু পাতা তৈরি করেছি। আর ডালপালা গুলো বৃদ্ধি করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20240709175828.jpg
Device-OPPO-A15
IMG20240709180653.jpg
Device-OPPO-A15


এবার হলুদ ক্লে নিয়েছি আর সুন্দর করে গোল গোল করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১২

IMG20240709181006.jpg
Device-OPPO-A15
IMG20240709181607.jpg
Device-OPPO-A15


কদম ফুল গুলো সুন্দর করার জন্য বিভিন্ন অংশে ক্লে গুলো লাগিয়ে নিয়েছি। এরপর সাদা ক্লে চিকন চিকন করে কদম ফুলের উপরের অংশে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৩

IMG20240709182258.jpg
Device-OPPO-A15
IMG20240709182913.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কদম ফুলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ক্লে ব্যবহার করেছি।


ধাপ-১৪

IMG20240709184731.jpg
Device-OPPO-A15
IMG20240709190251.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করেছি। আর সুন্দর করে গাছের ডালে লাগিয়ে দিয়েছি।


ধাপ-১৫

IMG20240709190459.jpg
Device-OPPO-A15
IMG20240709190929.jpg
Device-OPPO-A15


ফুলগুলো লাগানো হয়ে গেলে দেখতে পেলাম কদম ফুল গুলো শুকিয়ে গেছে। তাই আঠা দিয়ে আবারো সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১৬

IMG20240709191125.jpg
Device-OPPO-A15
IMG20240709191312.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশে কিছু কাজ করার জন্য ক্লে ব্যবহার করেছি। আর সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-১৭

IMG20240709191748.jpg
Device-OPPO-A15
IMG20240709192009.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে একটি মেয়ের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১৮

IMG20240709195646.jpg
Device-OPPO-A15
IMG20240709201759.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে ছাতা তৈরি করেছি। আর রাস্তা তৈরি করে এই সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছি।


শেষ ধাপ

IMG20240709203359.jpg
Device-OPPO-A15
IMG_20240710_003833.jpg
Device-OPPO-A15


এবার বৃষ্টির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ক্লে দিয়ে সুন্দর করে বৃষ্টি তৈরি করার চেষ্টা করেছি। এরপর হালকা করে পানির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এভাবে আমি ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য তৈরীর কাজ শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20240710_113908.jpg
Device-OPPO-A15
IMG_20240709_213812.jpg
Device-OPPO-A15
IMG_20240710_102911.jpg
Device-OPPO-A15


বর্ষাকাল মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বর্ষাকাল মানেই অন্য রকমের ভালোলাগা। বর্ষাকাল মানেই কদম ফুলের সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হওয়া। আর বর্ষাকালের সেই সৌন্দর্য নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি। ক্লে দিয়ে এই ধরনের কাজ করতে অনেক ভালো লেগেছে। ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছিলাম। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলা।ম আপনার ডাই পোস্ট আমার অনেক ভালো লেগেছে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুপারি পাতার প্লেট এবং ক্লে ব্যবহার করে বর্ষাকালের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।

প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে অসাধারণ বর্ষাকালীন প্রতিচ্ছবি অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার এই অংকন করা ক্ষেত্রে সুপারি পাতার প্লেটটা সুন্দর করে সাইজ করে নিয়ে প্রথমে কালো রং দিয়ে ছেয়ে নেওটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি বর্ষাকালীন প্রতি ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আমি চেষ্টা করেছি বর্ষাকালীন অপরূপ সৌন্দর্য তুলে ধরার। অনেক ধন্যবাদ আপু।

আমার কাছে আপনার করা ক্লে দিয়ে ডাই পোস্ট টা খুবই ইউনিক লেগেছে।সুপারি পাতার প্লেটে বানিয়েছেন এমন দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে।আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ।

ক্লে দিয়ে সুন্দর করে এই দৃশ্যটি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ওয়াও বেশ ভালো লাগলো আপনার। সৃজনশীল বুদ্ধি থেকে আপনি আগে আমাদের মাঝে সুপারি পাতার প্লেটে ক্লে দিয়ে বর্ষাকালের প্রতিচ্ছবি তৈরি করেছেন বেশ দক্ষতার সহিত আপনি নিখুঁতভাবে আমাদের মাঝে দিয়ে ভরসা কালের প্রতি ছবি শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি ভাইয়া। সুপারি পাতার প্লেটের উপর বর্ষাকালের চিত্র উপস্থাপন করার চেষ্টা করেছি। বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন ভাইয়া।

প্রথমেই জানাই প্রতিযোগিতার জন্য শুভকামনা। আপনি চমৎকার সুন্দর পদ্ধতিতে সুপারির গাছের প্লেটে বর্ষাকালীর প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে। ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যে খুব সুন্দর হয়েছে। কদম ফুল গুলে বেশি সুন্দর লাগছে।ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে পোস্টটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি আপু। বর্ষাকালীন অপরূপ সৌন্দর্য নিজের মত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

বর্ষাকালীন সময়টা আমার অনেক পছন্দের। সুপারি পাতার প্লেটের উপর কালার করে, আপনি তার মধ্যে অনেক সুন্দর করে বর্ষাকালীন সময়ের প্রাকৃতিক দৃশ্যটা ক্লে দিয়ে তৈরি করেছেন। যেটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কদম ফুল ব্যাঙের ছাতা এসব কিছু দেওয়ার কারণে আরো বেশি সুন্দর হয়েছে বিষয়টা। কালারফুল এবং মনোমুগ্ধকর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বুঝতে পারতেছি প্রচুর সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন।

বর্ষাকাল সবারই অনেক প্রিয়। বর্ষাকালে প্রকৃতি নতুনভাবে সেজে উঠে। আর প্রকৃতির সুন্দর রূপ তুলে ধরতে ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

সুপারি পাতার প্লেট এর ওপর খুব সুন্দর দৃশ্য অংকন করেছেন ক্লে ব্যবহার করে। খুবই সুন্দর লাগছে আপনার প্রাকৃতিক দৃশ্যটা দেখতে। মাশরুম এবং কদম ফুল গুলো আরো বেশি ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল আপু। ‌

সুপারি পাতার প্লেটের উপরে সুন্দর করে এই দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কদম ফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

সুপারি পাতার প্লেটে অনেক সুন্দর ভাবে আপনি আজকে একটা দৃশ্য তৈরি করে দেখিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি পোস্ট দেখতে পেরে। আশা করবো প্রতিযোগীদের মধ্যে আপনিও বিজয়ী তালিকায় থাকবেন।

সুপারি পাতার প্লেটে বর্ষাকালীন অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

এর আগে দেখেছিলাম আপনি সুপারি পাতার প্লেটের উপর অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করেছেন। যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আজকে আপনি সুপারি পাতার প্লেটের উপরে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য ক্লে দিয়ে তৈরি করে ফেলেছেন। বিষয়টা দেখে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার এই সুন্দর আইডিয়াটা অনেক বেশি ইউনিক ছিল। আপনার এই আইডিয়া দেখলে সবাই অনেক মুগ্ধ হয়ে যাবে। আমি তো এই সুন্দর দৃশ্যটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম।

সুপারি পাতার প্লেটের উপর কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই ক্লে দিয়ে সুন্দর কিছু করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে খুবই চমৎকার একটি বর্ষাকালে প্রতিচ্ছবি তৈরি করেছেন। বিশেষ করে আমার ভালো লেগেছে সুপার গাছের পাতা দিয়ে তৈরি প্লেটের উপরে এটি আপনি তৈরি করেছেন বলে। তৈরি করার ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনি বেশ সুন্দর করে সুপারি পাতার উপর ক্লে এবং রঙ ব্যবহার করে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আপু। বর্ষার সৌন্দর্য এর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কদম ফুল। কদম ফুল যেন আবেগ! আমার কাছে আপনার এই উপস্থাপনা ভীষণ ই ইউনিক লেগেছে, ভীষণ ই ভালো লেগেছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো আপু।

সুপারি পাতার প্লেট এবং ক্লে ব্যবহার করে সুন্দর করে বর্ষাকালের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আপু। কদম ফুল গুলো তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।ক্লে দিয়ে খুবই ইউনিক একটি দৃশ্য অংকন করেছেন আপু।বেশ সুন্দর ভাবে কদম ফুল তৈরি করেছেন।আপনার তৈরি করা দৃশ্য টি দেখতে দুর্দান্ত লাগছে।অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

প্রতিযোগিতার জন্য সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে আর এত সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

বাহ খুবই সুন্দর হয়েছে আপু। আপনি এখানে সুপারি পাতার প্লেট ব‍্যবহার করেছেন। দারুণ হয়েছে আপনার তৈরি বর্ষাকালের প্রাকৃতিক দৃশ‍্য টা। ক্লে দিয়ে চমৎকার করেছেন কাজটা। প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

বাপরে বাপ দেখেই তো মাথা ঘুরে গেল। দারুন একটি পোস্ট করেছেন আপু । পোস্টটি খুব নিখুঁত হয়েছে এবং একেবারে ইউনিক হয়েছে। খুব সুন্দর ভাবে এবং যত্ন নিয়ে আপনি পুরো পোস্টটি তৈরি করেছেন । শুভকামনা রইল আপনার জন্য ।

আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। চেষ্টা করেছি সুন্দর কিছু করার। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

ক্লে দিয়ে অসাধারণভাবে বর্ষাকালের দৃশ্য তৈরি করেছেন আপনি। আপনার দৃশ্যটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। খুবই ক্রিয়েটিভ চিন্তা চেতনার প্রকাশ করলেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বর্ষাকালীন প্রকৃতির সৌন্দর্য নিজের মত করে তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

সুপারি পাতার প্লেটে বর্ষাকালের দারুন একটি প্রতিচ্ছবি তৈরি করেছিলেন আপু । দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।সত্যিই চমৎকার ছিল আপনার কাজটি। তখনই ভেবেছিলাম আপনি নিশ্চয়ই কোন একটি পজিশন লাভ করবেন ।ধন্যবাদ আপনাকে।

সুপারি পাতার প্লেটের উপর করা বর্ষাকালের সৌন্দর্য আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ।