আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে গল্প লিখতে অনেক ভালো লাগে। তাই গল্প লেখার চেষ্টা করি। আজকে আমি একটি নতুন গল্প আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
অপূর্ণতার গল্প:

Source
আজ বহু বছর পর অপর্ণা আর সজীব মুখোমুখি। ভার্সিটির ক্যাম্পাসের সেই দুরন্ত অপর্না এখন নিস্তব্ধ হয়ে গেছে। হালকা কাজল কালো চোখ যেন তার বড্ড বেশি মায়ায় ভরা। সজীব অপলক দৃষ্টিতে আজও অপর্ণা কে দেখছে আর মনে মনে ভাবছে জীবনটা এমন না হলেও পারতো। অপর্ণা বড্ড বেশি চঞ্চল স্বভাবের ছিল। অপর্ণার চঞ্চলতা, অপর্ণার হাসি, আনন্দ, সবকিছুতেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো সজিব। বড্ড বেশি ভালোবেসেছিল তাকে।
অপর্ণা যখন ইউনিভার্সিটির ক্যাম্পাস দাপিয়ে বেড়াতো তখন সজীব তাকে তার ভালোবাসায় আঁকড়ে ধরতো। মেয়েটা বড্ড বেশি মায়াবী ছিল। যার মায়ায় পড়ে সজীব তাকে ভালোবেসেছিল। কিন্তু হঠাৎ একদিন সেই মায়াবিনী খাঁচায় বন্দী হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়া তার জন্য কঠিন হয়ে পরলো গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে অপর্ণা। বাবা যে তার ভীষণ রাগী। সজীবের কথা জেনে গিয়েছিল তারা। মুসলিম পরিবারের ছেলে হয়ে অপর্ণার বাবা-মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস ছিল না সজীবের।
অপর্ণা অপেক্ষায় ছিল হয়তো সজীব তাকে নিতে আসবে। হয়তো তার বাবা-মায়ের কাছে তাকে ভিক্ষে চাইবে। সময় যেতে লাগলো অপেক্ষার প্রহর যেন আরো বেশি কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। অপর্ণার অপেক্ষার প্রহর শেষ হলো না। অবশেষে বাধ্য হয়ে অপরিচিত একজনকে বিয়ে করতে হলো। অপর্ণা তার বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে সবটা মেনে নিয়েছিল। সে মেনে নিতে বাধ্য হয়েছিল। নিজেকে মানিয়ে নিয়েছিল। জীবনটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। জীবনের অপূর্ণতার মাঝেও পূর্ণতা খুঁজেছিল।
অন্যদিকে সজীবের গল্পটা একেবারেই আলাদা। সজীব অপর্ণাকে সত্যিই অনেক ভালোবাসতো। অপর্ণার প্রতীক্ষার প্রহর হয়তো শেষ হয়েছিল। কিন্তু অপর্ণা জানতেও পারেনি। সজীব অপর্ণার বাবার কাছে হাত পেতে তাকে চেয়েছিল। অনেক অনুরোধ করেও কোন কাজ হয়নি। সজীবের ভালোবাসা হার মেনে গিয়েছিল। ধর্মের বেড়াজাল তাদের দুজনের ভালোবাসাকে শেষ করে দিয়েছিল। অপর্ণার বাবা নিরুপায় ছিলেন। নিজের সমাজ, ধর্ম সবকিছুর থেকে ভালোবাসাকে প্রাধান্য দিতে পারেননি।
আজ অনেক বছর পর চলার পথে অপর্ণা সজীব মুখোমুখি। কিন্তু তাদের মুখে কোন কথা নেই। নীরবতা ভেঙে সজীব প্রথমে বলেছিল কেমন আছো অপর্ণা? অপর্ণার মুখের কোণে বিষন্নতার হাসি আর ছোট্ট করে বলেছিল হয়তো ভালো আছি। তাদের দুজনের হৃদয়ে হয়তো ঝড় বয়ে যাচ্ছিল। তাদের অপূর্ণতার গল্প গুলো হৃদয়ে তোলপাড় হচ্ছিল। এভাবেই হয়তো হাজারো অপূর্ণতার গল্প হৃদয়ের মাঝে জমা রয়ে যায়। আর শেষ হয়ে যায় ভালোবাসা। হারিয়ে যায় প্রিয় মানুষটি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1904169011325370382?t=DPgmn84GMeegyo2aCwG3Vw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit