আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লিখতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে কোন বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে। আসলে কয়েকদিন থেকে মন মানসিকতা খুব একটা ভালো নেই। তাই এলোমেলো সব কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে।
নিজেকে নিয়ে ভাবুন:
![dark-1869803_1280.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRyRcR3Xk9hPdHDdCgRpFBkDuUFmgCWYr4tNWnTMPwzWz/dark-1869803_1280.jpg)
Source
আমরা আমাদের এই বাস্তব জীবনে নানান রকমের কাজে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিড়ে কখন যে আমরা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি বুঝতেই পারি না। হয়তো হতাশা আমাদেরকে গ্রাস করে নেয়। কিংবা হতাশার চাদরে নিজেকে মুড়িয়ে নেই আমরা। আসলে জীবনের বাস্তবতায় আমরা অনেক সময় নিজের অস্তিত্বটুকু বিলীন করে ফেলি। মনে হয় যেন বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। জীবনের বাস্তবতা আর বেঁচে থাকার সমীকরণ সবকিছু মিলে কোন একটা সময় গিয়ে জীবন অসহায় হয়ে পড়ে।
মাঝে মাঝে আমরা জীবনের সমীকরণ মেলাতে গিয়ে জীবনের অর্থ খুঁজে পাই না। বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাই না। কিংবা বেঁচে থাকার কোন মানে খুঁজে পাই না। আসলে জীবনের হিসাবটা বড্ড বেশি কঠিন। আর জীবনের এই বাস্তবতা গুলো যখন সময়ের সাথে সাথে আরও বেশি কঠিন হয়ে যায় তখন নিজেকে মানিয়ে নেওয়া কিংবা বেঁচে থাকাটা দুষ্কর হয়ে পড়ে। বারবার নানা রকম দুশ্চিন্তা এসে হৃদয়ে বাসা বাঁধে। তখন আমরা হারিয়ে যাই কোন গভীর চেতনায় কিংবা হতাশায়।
মাঝে মাঝে আমরা নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই। নিজের ভালো লাগার কিংবা খারাপ লাগার দিকগুলো নিয়ে কখনো ভেবে দেখি না। সমাজের বাস্তবতায় কখন যে নিজেকে হারিয়ে ফেলি কিংবা নিজেকে বিলীন করে ফেলি বুঝতে পারি না। আসলে নিজেকে নিয়ে ভাবা উচিত। সবার কথা আমরা তো সব সময় ভাবি। মাঝে মাঝে যদি নিজের কথা ভাবি তাহলে নিজের অস্তিত্বটুকু খুঁজে পাবো। তখন হয়তো কোন একটা সময় নিজেকে উপলব্ধি করতে পারব। তা না হলে বেঁচে থাকাটা বড্ড বেশি ইচ্ছে হীন হয়ে যাবে।
জীবনের এই ভালো থাকার লড়াই আসলে নিজের জন্য ভালো থাকাটা অনেক বেশি দরকারি। আমরা হয়তো সবাইকে ভালো রাখার লড়াই করি। কখনো নিজে ভালো থাকার লড়াই করি না। সবার কথা ভেবে হয়তো প্রত্যেকটা পদক্ষেপ নেই। কিন্তু নিজের ভালোটা কখনো ভেবে দেখি না। হয়তো নিজেকে নিয়ে ভাবনা আমাদের মনে কখনোই আসে না। তাই তো কোন একটা সময় গিয়ে নিজের অস্তিত্বটুকু হারিয়ে যায়। কিন্তু বেঁচে থাকার জন্য নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমার মনে হয় এই হতাশাগ্রস্থ জীবনে নিজেকে নিয়ে ভাবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব হতাশা, দুঃখ, কষ্ট সবকিছুকে পেছনে ফেলে নিজের জন্য বাঁচা উচিত। নিজেকে সময় দেওয়া উচিত। নিজের মতো করে বাঁচা উচিত। কিংবা নিজের ভালো থাকা টুকু খুঁজে নেওয়া উচিত। হয়তো এভাবে আমরা ভালো থাকতে পারবো। কিংবা ভালো থাকার চেষ্টা করতে পারবো। সবশেষে একটি কথাই বলবো নিজেকে সময় দিতে হবে এবং ভালো থাকতে হবে। ভালো থাকার চেষ্টা করতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1887399750980518059?t=X4TvMM9ly3aERJEu01LPTg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"নিজেকে নিয়ে ভাবুন, এই কথা আমাদের নিজেদের চিন্তা ও অনুভূতিকে গুরুত্ব দিতে শেখায়। আমরা যখন নিজের ভেতরের শূন্যতা, চাওয়া এবং অনুভূতি নিয়ে ভাবি, তখন নিজের প্রকৃত প্রয়োজনগুলো উপলব্ধি করতে পারি। নিজের দিকে একটু মনোযোগ দিলে, আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ও পথ খুঁজে পেতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মউন্নতির দিকে নিয়ে যায়। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সারাদিন এত ব্যস্ত থাকি যে নিজেকে নিয়ে ভাবার বা নিজেকে যত্ন নেওয়ার সময় ঠিকভাবে পায় না। আপনি একদম ঠিক বলেছেন আপু জীবনের এই লড়াইয়ে নিজেকে ভালো রাখা ও সুস্থ থাকাটা খুবই জরুরী। আপনার পোস্ট পড়ে আজকে খুবই ভালো লাগলো আপু। এখন থেকে চেষ্টা করব নিজেকে একান্ত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit