আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের সম্মানিত ও আমাদের প্রিয় @rme দাদা ও @tanuja বৌদির অতি আদরের টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্য জন্মদিনের উপহার পুতুল ও বেলুন এর চিত্রটি অঙ্কন করেছি। আশাকরি পুতুল ও বেলুনের চিত্রটি টিনটিন বাবুর অনেক ভালো লাগবে।
🎈"টিনটিন বাবুর জন্মদিনের উপহার পুতুল ও বেলুন":🎈
Device-OPPO-A15
"টিনটিন বাবুর জন্মদিনের উপহার পুতুল ও বেলুন" চিত্রটি আমি টিনটিন বাবুকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছি। আশা করি আমার অঙ্কিত এই সুন্দর চিত্রটি টিনটিন বাবুর অনেক পছন্দ হবে। সুন্দর রঙিন পুতুল ও রঙিন বেলুন গুলো আমি আজ টিনটিন বাবুকে উপহার দিলাম। শুভ জন্মদিন টিনটিন বাবু। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
এই চিত্রটি অঙ্কন করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:
১. সাদা কাগজ।
২. পেন্সিল
৩. রাবার
৪. রং পেন্সিল
৫. কালো কলম
"টিনটিন বাবুর জন্মদিনের উপহার পুতুল ও বেলুন" চিত্রটি অঙ্কনের ধাপসমূহ:
🎈ধাপ-১🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে টিনটিন বাবুর জন্মদিনের উপহার কথাটি কালো কলম দিয়ে লিখে নিয়েছি। এরপর আমি টিনটিন বাবুর জন্য তৈরি পুতুলের চিত্রটির মাথার অংশ এঁকে নিয়েছি। এরপর আমি পুতুলের নিচের অংশ এঁকেছি।
🎈ধাপ-২🎈
Device-OPPO-A15
এবার আমি পুতুলের জামার অংশ খুব সুন্দর ভাবে এঁকেছি। পুতুলের জামা খুব সুন্দর ভাবে অঙ্কন এর ফলে পুতুলটি দেখতে অনেক সুন্দর লাগছে।
🎈ধাপ-৩🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
এবার আমি খুব সাবধানতার সাথে আরেকটি পুতুলের উপরের অংশ এঁকেছি। এবার এই পুতুলটি সুন্দর করার জন্য আবার খুব সুন্দর একটি জামা অঙ্কন করে নিয়েছি।
🎈ধাপ-৪🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
এবার আমি টিনটিন বাবুর জন্মদিনের উপহার রঙিন বেলুন এর সুতা এঁকে নিয়েছি। এরপর আমি খুব সুন্দর ভাবে বেলুন এঁকেছি।
🎈ধাপ-৫🎈
Device-OPPO-A15
এবার আমি পুতুল দুটি দেখতে সুন্দর করার জন্য নাক চোখ মুখ সুন্দর ভাবে এঁকে নিয়েছি।
🎈ধাপ-৬🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
পুতুল দুটি সুন্দরভাবে তৈরি করার জন্য আমি রং পেন্সিলের ব্যবহার করেছি। এবার আমি খুব সাবধানে পুতুল দুটি ধীরে ধীরে রং করার চেষ্টা করেছি।
🎈ধাপ-৭🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
এবার আমি পুতুলের জামা রং করে নিয়েছি। এর ফলে টিনটিন বাবুর জন্য তৈরি পুতুল অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আমি বেলুনগুলো রঙিন করে নিয়েছি।
🎈শেষ ধাপ🎈
Device-OPPO-A15
এবার আমি টিনটিন বাবুর জন্মদিনের উপহার লিখাটি রঙিন করে দেওয়ার জন্য রঙিন পেন্সিলের ব্যবহার করেছি। এরপর আমি চুলের রং কালো করে নিয়েছি। এরপর সম্পূর্ণটি ধীরে ধীরে গারো কালো কালি কলম দিয়ে এঁকে নিয়েছি।
🎈🎈উপস্থাপনা:🎈🎈
Device-OPPO-A15
Device-OPPO-A15
আজ আমি আমাদের সকলের প্রিয় "টিনটিন বাবুর জন্মদিনের উপহার পুতুল ও বেলুন" চিত্রটি টিনটিন বাবুকে উপহার দিচ্ছি। হয়তো এটি একটি সামান্য উপহার। কিন্তু এই উপহারের মাঝে মিশে রয়েছে আমার অনেক ভালোবাসা। আমি অনেক ভালোবাসা ও আদর মিশিয়ে টিনটিন বাবুর জন্য এই উপহারটি তৈরি করেছি। আশাকরি টিনটিন বাবুর এই উপহারটি ভালো লাগবে। টিনটিন বাবুর এই উপহারটি ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।
❣️ধন্যবাদ সকলকে ।❣️
অনেক সুন্দর হয়েছে আপু । আশাকরছি টিনটিন বাবু আপনার এই পোস্টটি দেখে এবং আপনার আর্ট দেখে অনেক আনন্দ পাবে এবং অনেক খুশি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ কি সুন্দর ভাবে টিনটিন বাবুর জন্য উপহার অঙ্কন করেছেন। সত্যি অনেক ভালো লাগলো আপু। শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু অনেক সুন্দর ছিল টিনটিন বাবুর জন্য আপনি অনেক দক্ষতার সাথে নিজের দক্ষতা দিয়ে এটি অঙ্কন করেছেন। যা দেখার মত ছিল আপনার জন্য শুভকামনা রইল। প্রতিটি ধাপে ধাপে সুন্দরভাবে পরিবেশন করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিনটিন বাবু খুব খুশি হবে আশা করছি। দারুন হয়েছে অংকনটি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কার্টুন বানিয়েছে।
খুবই সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit