আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মানেই ভাষা দিবসের মাস। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করেছে। একুশে ফেব্রুয়ারির এই দিনটির সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের শৈশব স্মৃতি গুলো অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে একুশে ফেব্রুয়ারি এই দিনটিতে আমরা অনেক সুন্দর ভাবে উদযাপন করতাম। এখনো আমরা এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে নিজেদের মতো করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং সারাজীবন করব। তাই আজ আমি একুশে ফেব্রুয়ারি ও শৈশব স্মৃতি নিয়ে কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি।
একুশে ফেব্রুয়ারি ও শৈশব স্মৃতি:
Source
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি" এই লাইন দুটোর মাঝে মিশে রয়েছে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এই বিশেষ দিনটি উদযাপন করি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। এজন্য আমরা অনেক আনন্দের সাথে এই দিনটি উদযাপন করি। যারা ভাষার জন্য শহীদ হয়েছে তারা সারা জীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং তাদের জায়গা সবসময়ই আমাদের হৃদয়ের মাঝে থাকবে। তাদের এই আত্মত্যাগের মাঝেই আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি। ছোটবেলা থেকেই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জেনে আসছি। যখন এই বিশেষ দিনটি আসে তখন আমার ছোটবেলার সেই শৈশব স্মৃতি গুলো মনে পড়ে যায়। মনে পড়ে যায় বইয়ে পড়া সেই রফিক, সালাম, বরকত, জব্বার ও আরো অন্যান্য ভাষা শহীদদের কথা। ভাষা দিবস মানেই হচ্ছে সেইসব ভাইয়ের রক্ত মাখা হাসি মুখ। যে ভাষা শহীদ ভাইয়েরা তাদের বুকের রক্ত ঝরিয়ে এই দেশের ভাষাকে পুরো বিশ্বের কাছে স্বীকৃতি দিয়ে গেছেন।
Source
একুশে ফেব্রুয়ারি মানেই সেই প্রভাত ফেরীর গান। একুশে ফেব্রুয়ারি মানেই ভাষার জয়গান। একুশে ফেব্রুয়ারি মানেই বাঙালির আত্মত্যাগ। এই একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির যত জল্পনা-কল্পনা। একুশে ফেব্রুয়ারি মানে হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারি মানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এই একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের কল্পনার শেষ নেই। এই বিশেষ দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাঙালির জন্য এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে বলে বোঝানোর মত নয়। এই দিনটির জন্যই আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। যখন ওই হায়নার দল আমাদের মায়ের ভাষা কেড়ে নিয়েছিল তখন আমরা অসহায়ের মত ছিলাম। নিজের মায়ের ভাষাকে হারিয়ে আমরা যেন মুখের ভাষাই হারিয়ে ফেলেছিলাম। ইতিহাস থেকে উঠে আসা কথাগুলো আমাদের হৃদয়ে কাঁটার মতো বিঁধে। সেই হায়নাদের নির্মম অত্যাচার, মায়ের ভাষা কেড়ে নেওয়া সবকিছুই যেন নির্মমতার শীর্ষে ছিল। তবুও আমরা আমাদের আত্মত্যাগের মাধ্যমে এই ভাষাকে ফিরে পেয়েছি। আর এই ভাষাকে ফিরে পেতে যারা তাদের জীবন দিয়েছে তারাই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। তারা তাদের মায়ের ভাষাকে রক্ষা করেছে। নিজের মাতৃভাষাকে রক্ষা করতে নিজের জীবন দিয়েছে। তারাই বাঙালির বীর সন্তান।
Source
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার জন্য আমরা যখন প্রভাত ফেরীতে যেতাম তখন অন্যরকম এক দেশ প্রেম মনের ভিতর সঞ্চার হত। সেই সময় গুলো অনেক সুন্দর ছিল। শৈশব আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। সেই সাথে হারিয়ে গেছে সেই অনুভূতি গুলো। শৈশবের সেই প্রভাতফেরী, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও ফুল নিবেদন সবকিছুর সাথেই মিশে রয়েছে আমাদের শৈশবের অনেক স্মৃতি। হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর প্রভাতফেরীতে যাওয়া হয়না বা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় না। কিন্তু একুশে ফেব্রুয়ারি এই দিনটি এলেই মনে পড়ে যায় পুরনো সেই সৃতি গুলো। যখন স্কুল জীবনে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য যেতাম তখন ফুল সংগ্রহ করতাম এবং খুবই শ্রদ্ধার সাথে সেই ফুলগুলো শহীদ মিনারে দিতাম। আজও দেখি সেই ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা এই বিশেষ দিনটি উদযাপনের জন্য দুই দিন আগে থেকেই ফুল সংগ্রহ করে। আসলে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা থেকেই এই কাজগুলো করে। তাদের মাঝে ছোট থেকেই যে ভালোবাসা তৈরি হচ্ছে ভাষা শহীদদের প্রতি তা সারা জীবন থাকবে। আসলে আমাদের শৈশব গুলো একই রকম। শৈশব স্মৃতি গুলো আজও মনে পড়ে।
Source
সময়ের পরিবর্তনের সাথে সাথে হয়তো আমাদের জীবনের চলার পথের পরিবর্তন হয়েছে। কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং এই বিশেষ দিনটি উদযাপন করার সেই চেষ্টা আজও রয়ে গেছে। ছোটবেলা থেকেই যাদেরকে এই হৃদয়ের মাঝে জায়গা দিয়েছি এবং শ্রদ্ধার জায়গা দিয়েছি তারা সারা জীবন আমাদের সকলের অন্তরে শ্রদ্ধার জায়গায় থাকবে। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা হয়তো বলে শেষ করার মত নয়। কিন্তু তাদের এই আত্মত্যাগের মাঝেই আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি। তারা তাদের জীবন দিয়েছে বলেই আমাদের মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্র ভাষায় পরিণত হয়েছে। তাদের এই আত্মত্যাগ ও সাহসিকতা চিরজীবন তাদেরকে বাঁচিয়ে রাখবে প্রতিটি বাঙালির অন্তরে। তাদের এই কাজের মাধ্যমে তারা চিরজীবন বেঁচে থাকবে সকলের অন্তরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করা। আসলে ভাষা দিবসের এই দিনটিতে আমরা আমাদের মাতৃভাষাকে নিজের করে পাওয়ার আনন্দ উদযাপন করি।
Source
যখন এই দিনটি আসে তখন আমার বার বার মনে পড়ে যায় সেই শৈশবের স্মৃতি গুলো। খুব ভোরে ঘুম থেকে ওঠা। এরপর খালি পায়ে ফুল হাতে নিয়ে স্কুলে যাওয়া। এরপর প্রভাত ফেরী ও সকলে মিলে ফুল নিবেদন এই দিন গুলো খুবই মনে পড়ে। একুশে ফেব্রুয়ারি মানে হচ্ছে বাঙালির বিশেষ দিন। প্রত্যেকটি বাঙালির এই বিশেষ দিনটি সম্পর্কে ধারণা রয়েছে এবং ছোটবেলা থেকেই সকলের মাঝে মাতৃভাষা দিবসের জ্ঞানের চর্চা করা হয়। মাতৃভাষা দিবসের পিছনে হয়তো অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যে ইতিহাস গুলো এখনো অনেকের কাছে অজানা। আমরা যদি সঠিকভাবে সেই ইতিহাস গুলো উপলব্ধি করতে পারি তাহলে আমরা এই দিনটি সম্পর্কে আরও সঠিক ধারণা পাবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলে নিজের মত করে উদযাপন করি এবং শ্রদ্ধাভরে সব ভাষা শহীদদের স্মরণ করি।
Source
আমরা সারা জীবন সেই বীর সন্তানদেরকে মনে রাখব যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে মায়ের ভাষা ফিরিয়ে দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা আজীবন থাকবে। তাদের এই আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি আমাদের মুখের ভাষা। আমরা পেয়েছি বাংলা ভাষা। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শৈশব নিয়ে আজ আমি আমার মনের অগোচরে লুকানো কিছু কথা ও অভিব্যক্তি প্রকাশ করেছি। আশা করছি আমার এই লেখা কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপু আপনার পোষ্টটি দেখে আমার শৈশবের কথা কিছু মনে পড়ে গেল। এই দিনটাতে আমি বেশ ঘুরাফেরা করতাম প্রতিটি শহীদ মিনারে গিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসতাম। সত্যি অনেক সুন্দর লিখেছেন আপু। আপনার পোষ্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একুশে ফেব্রুয়ারির সাথে মিশে আছে আমাদের অনেক শৈশব স্মৃতি। আমার এই পোস্ট পড়ে আপনার শৈশব স্মৃতির কথা মনে পড়ে গেছে এটা জেনে খুবই ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন আপু, আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি। এই দুটি লাইনেই অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের রক্ত ঝরানো স্মৃতি জড়িয়ে আছে। আপনি অনেক সুন্দর করে আপনার শৈশবের স্মৃতি গুলো আমাদের মাঝে ব্যাখ্যা করে গেছেন। ঠিক তেমনি আমরা যারা বাঙালি ভাষা শহীদ স্মরণে প্রতিটি মানুষেরই শৈশবের স্মৃতি মনে আটকে আছে। হয়তো কেউ অনেক সুন্দর করে প্রকাশ করতে পারে, আবার কেউ পারে না। যাইহোক আপনি ঠিকই বলেছেন আমরা একুশে ফেব্রুয়ারীতে অনেক আনন্দ অনেক মজা করতাম যা স্মৃতির পাতায় আজীবন থেকে যাবে। কেউবা গান করে কেউ হাম কেউবা নাথ কেউবা নাচ করে কেউ বা দৌড়ে কেউ বা পাগলের সং সেযে, সত্যিই স্মৃতি গুলো অসাধারন ছিল। এবং আজকে আপনার পোস্টটি পড়ে পুনরায় মনে করিয়ে দিলেন পুরনো স্মৃতি। আর আমাদের সাথে এত সুন্দর করে আপনার মনে বাভ গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া একুশে ফেব্রুয়ারির বিভিন্ন স্মৃতি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিশেষ করে শৈশবের স্মৃতি গুলো আজও আমাদের মনে স্মৃতির পাতায় আছে। আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একুশে ফেব্রুয়ারির শৈশব স্মৃতির কথা না বললেই নয়। খুব সুন্দর অনুভূতি ফিল করতাম একুশে ফেব্রুয়ারির আগের দিন রাতে। কতো কি করবো সেটা ভাবতে ভাবতে রাত পেরিয়ে যেতো। আপনার গল্পটি পরে ছোট বেলার কথা মনে পরে গেলো। ধন্যবাদ আপু আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এই পোস্ট পড়ে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেল এটা জেনে ভালো লেগেছে আমার। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একুশে ফেব্রুয়ারি আমরাও ঠিক আপনার মতো করেই ছোটবেলায় উদযাপন করতাম। আপনার এই পোস্ট টি পড়ে সত্যি অনেক ভালো লাগলো আপু আপনার এই পোষ্টের মাধ্যমে ছোটবেলার অনেক স্মৃতি গুলো আবার জেগে উঠেছিল। আপনি খুবই চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।আপনার একুশে ফেব্রুয়ারি ও শৈশব স্মৃতির কথা পড়ে আমার নিজের শৈশবের কথা মনে হলো।আপনার মত করে আমিও করতাম শৈশবে।অতীত স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বিনম্র শদ্ধা জানাই ভাষা শহীদদের । আপনার শৈশব স্মৃতির মত আমারও বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে এই একুশে ফেব্রুয়ারী কে নিয়ে। সত্যি মনের ভাব প্রকাশ করছি বাংলা এটা ভাবলেই খুব ভাল লাগে অথচ এই ভাষার জন্য কত সংগ্রাম করতে হয়েছে কত প্রান ঝড়ে গেছে অকালে। তাদের ঋন কখনই শোধ করতে আমরা পারবো না। ধন্যবাদ আপু । ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit