ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in hive-129948 •  13 hours ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে গ্রামের সুন্দর সব দৃশ্য গুলো দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20250223_203336.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীণ প্রকৃতি মানে অন্যরকমের সৌন্দর্য। গ্রামীণ রাস্তাঘাট, গাছপালা সব কিছুই দেখতে অনেক ভালো লাগে। সকাল বেলায় যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ করে এই সুন্দর গাছগুলো চোখে পড়ে গেল। এই গাছগুলোর দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে শীতের প্রকৃতির ফটোগ্রাফি করা হয়েছিল। আর আজকে যখন সুন্দর প্রকৃত দেখছিলাম তখন মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।


IMG_20250223_203435.jpg
Device-OPPO-A15
Location


কৃষক যখন মাঠে কাজ করে তখন তারা অনেক যত্ন সহকারে কাজ করে। আসলে তাদের কাজ করার দৃশ্যগুলো দেখতেও অনেক ভালো লাগে। আমিতো ফটোগ্রাফির মাধ্যমে কৃষকের কাজ করার সুন্দর মুহূর্ত টাই তুলে ধরার চেষ্টা করেছি। যদিও দূর থেকে ফটোগ্রাফি করা হয়েছে। তবে বাস্তবে এই দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই ভালো লাগার দৃশ্যগুলো দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি।


IMG_20250223_203306.jpg
Device-OPPO-A15
Location


সকালের আকাশ একদম স্বচ্ছ এবং সুন্দর থাকে। যখন গাছের ডালপালাগুলো দেখতে পাওয়া যায় তখন আকাশের সৌন্দর্যটা অন্যরকমের লাগে। সকালের প্রকৃতিটা এতটাই স্নিগ্ধ ছিল যে দারুন সময় কাটিয়েছি। আর সকালের সৌন্দর্য উপভোগ করেছি। সত্যি কথা বলতে এরকম পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে। আর দারুন সময় কাটাতেও ভালো লাগে। তাই আমি সুন্দর এই দৃশ্যটির ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20250223_203149.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীণ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আসলে মাঠের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। সবুজ মাঠ আর সুন্দর প্রকৃতি দেখতে খুবই ভালো লেগেছিল। ফসলের মাঠে ছোট ছোট চারা গাছ গুলো দেখতে অনেক ভালো লাগছিল। এই সুন্দর সবুজ মাঠের ফটোগ্রাফি করেছিলাম আর আজকে সুযোগ পেয়ে এই সুন্দর ফটোগ্রাফি গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে গ্রামের দিকে এই দৃশ্যগুলো অনেক দেখা যায়। আর এই দৃশ্যগুলো বাস্তবে দেখতে বেশি ভালো লাগে।


IMG_20250223_203214.jpg
Device-OPPO-A15
Location


বসন্তের আগমনে বিভিন্ন রকমের ফুলের আগমন ঘটে। যেহেতু সকালের প্রকৃতিতে ততটা উজ্জ্বলতা ছিল না তাই ফুলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তবে বাস্তবে এই ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। আমার তো ইচ্ছে করছিল আরো বেশ কিছু ফটোগ্রাফি করতে। কিন্তু ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্য খুব একটা তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তবুও চেষ্টা করেছি ফটোগ্রাফিটি করার।


ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করি। আর আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলেও ভালো লাগে। আপনার আজকের এই রেনডম ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো খুবই দারুন ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর দেখতে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য।

Screenshot_2025-02-23-21-32-45-93_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-23-21-35-18-15.jpg

Screenshot_2025-02-23-21-36-25-24.jpg

Screenshot_2025-02-23-21-33-16-48_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

গ্রামীণ পরিবেশে গিয়ে ফটোগ্রাফি করতে আমার ও ভীষণ ভালো লাগে। আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশী ভালো লেগেছে আমার।

গ্রামীন পরিবেশের এই ফটোগ্রাফি গুলো দেশের খুবই ভালো লাগলো আপু। গ্রামীনপরিবেশের সৌন্দর্য দেখলেই মনটা করা যায়। অনেকদিন পরে আপনার পোষ্টের মাধ্যমে শিমুল ফুল দেখতে পেলাম। বর্তমান সময়ে এই ফুল আর দেখতে পাওয়া যায় না বললেই চলে।

গ্রামবাংলার এই অপূর্ব মুহূর্তগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। শিমুল ফুলের লাল রঙ যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। আপনার পোস্টের মাধ্যমে এতদিন পর এই সৌন্দর্য আবার দেখতে পেলাম, যা এখন খুব কমই চোখে পড়ে। ধন্যবাদ এমন দৃষ্টিনন্দন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনার গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফিগুলো সত্যিই খুবই মনোরম এবং প্রেরণাদায়ক! প্রকৃতির এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার আপনার অনুভূতি সত্যিই অসাধারণ। মাঠের সবুজ, গাছপালা, কৃষকের পরিশ্রম এবং সকালের মৃদু আলো সব কিছু মিলিয়ে একটি দারুণ শান্তির অনুভূতি সৃষ্টি হয়। সত্যি, গ্রামীণ জীবন এবং প্রকৃতি অনেক সুন্দর, যা বাস্তবে দেখতে অনেক ভালো লাগে। আপনি যেভাবে প্রতিটি মুহূর্তকে ক্যাপচার করেছেন, তা যে কোনো ফটোগ্রাফির প্রতি ভালোবাসাকে আরও গভীর করে তোলে। আপনার এই কাজের জন্য প্রশংসা জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমি বরাবর বলে থাকি যে গ্রাম বাংলার ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা এই গ্রাম বাংলার ফটো দেখলে আমি যেন এই ফটো গুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। এত সুন্দর সুন্দর গ্রাম বাংলার ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

গ্রামীণ প্রকৃতির দৃশ্যগুলোই অন্যরকম হয়। উপভোগ করার মতো। আপনার ফটোগ্রাফি দেখে উপভোগ করতে পারলাম। ভালো লেগেছে আপনার রেনডম ফটোগ্রাফিগুলো।

আপনার আজকের শেয়ার করা সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। আপু তবে শহরে এই ধরনের দৃশ্য গুলো শহরে‌ দেখা যায় না। বিশেষ করে গ্রামের পরিবেশে অনেক দেখা যায়। অনেক বেশি উপলব্ধি করা যায় এমন দৃশ্য গুলো। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য

গ্রামীন প্রকৃতির অসাধারণ সব সৌন্দর্য তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। গ্রামীন পরিবেশ আমিও অনেক পছন্দ করি। গ্রামীন এই শান্ত শীতল পরিবেশ একেবারে মনটা শান্ত করে দেয়। কি সব মাঠে কাজ করছে সঙ্গে সবুজের স্নিগ্ধতা অসম্ভব ভালো লাগলো। বসন্তের আগমনে গাছপালা সেজে উঠেছে। ফটোগ্রাফিতে খুব সুন্দর বসন্তের আগমনের সচিত্র অর্থাৎ শিমুল ফুল দেখতে পেয়ে খুব ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

আপু এটা সত্যি কথা বলেছেন গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। আমিও এ ধরনের ফটোগ্রাফি মাঝেমধ্যে শেয়ার করি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আসলেই গ্রামীণ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। তাইতো গ্রামে গেলে ইচ্ছেমতো ফটোগ্রাফি ক্যাপচার করতে ইচ্ছে করে। যাইহোক ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।