জেনারেল রাইটিং-বৃদ্ধ বয়সের অসহায়ত্ব||

in hive-129948 •  6 hours ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই কোন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি। আজকে হঠাৎ করেই একটি বিষয় বারবার মনের মাঝে উকি দিয়ে যাচ্ছিল। আর সেই ভাবনা থেকেই একটি টপিক নির্ধারণ করেছি আর সেই বিষয় নিয়ে লিখবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


বৃদ্ধ বয়সের অসহায়ত্ব:

old-man-2687112_1280.jpg

Source


বয়স বাড়ার সাথে সাথে মানুষের অসহায়ত্ব অনেক বেশি বেড়ে যায়। বৃদ্ধ বয়সের অসহায়ত্ব সত্যি অনেক বেশি কঠিন। আর সেই শেষ বয়সের অসহায়ত্ব অনেক বেশি কষ্টদায়ক। অনেক সময় হয়তো তাদের চারপাশে অনেক মানুষের সমাগম থাকে কিন্তু ভেতরে ভেতরে অসহায়ত্ব তাদেরকে শেষ করে দেয়। মাঝে মাঝে তারা এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু তাদের অসহায়ত্ব তাদের ভেতরটাকে শেষ করে দেয় আর বারবার কষ্ট দেয়।


যখন মানুষ বৃদ্ধ হয় তখন সংসার, পরিবার, কিংবা আত্মীয়-স্বজন সবার কাছেই অনেকটা বোঝার মত হয়ে যায়। হয়তো সবার ক্ষেত্রে তেমনটা হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম লক্ষ্য করা যায়। আসলে বৃদ্ধ হওয়ার সাথে সাথে তাদের আপন মানুষগুলো তাদের থেকে দূরে সরে যেতে শুরু করে কিংবা তাদেরকে গুরুত্বহীন মনে করে। সময়ের সাথে সাথে তাদের গুরুত্ব যেমন কমে যায় তেমনি তাদের অসহায়ত্ব আরো বেড়ে যায়। আর সেই অসহায়ত্ব সত্যি অনেক বেশি কষ্টের।


শেষ বয়সে যখন তারা হাসি আনন্দে বেঁচে থাকতে চায় ঠিক তখনই তার নিজের সংসারেই সে বোঝা হয়ে যায়। তার নিজের আপন মানুষগুলোর কাছেই সে অপ্রয়োজনীয় হয়ে যায়। আসলে সমাজের এই বাস্তব চিত্রগুলো দেখে মাঝে মাঝে হৃদয় কেঁপে ওঠে। সমাজের এই বাস্তবতা সত্যিই অনেক বেশি ভয়ংকর। অনেক বেশি কষ্টদায়ক। বয়স বাড়ার সাথে সাথে বয়সের ভারে যখন বৃদ্ধ মানুষটি একদম হেলে পড়ে ঠিক তখনই যেন কাছের মানুষগুলো তাকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে।


সময়ের সাথে সাথে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার জীবনের সম্বলগুলো ক্ষীণ হয়ে আসে। কিংবা তার উপার্জন শূন্য পর্যায়ে চলে যায়। আর তখন সে পারে না কারো কাছে হাত পাততে আবার পারেনা নিজের অসহায়ত্বের কথা বলতে। এই কষ্টটা বলে বোঝানোর মত নয়। আসলে বৃদ্ধ বয়সে যারা তার সম্বল হওয়ার কথা ছিল তারা হয়তো তাকে দূরে ঠেলে দেয়। কিনবা তাদের অবহেলায় সেই বৃদ্ধ মানুষটি একাকীত্ব বরণ করে নেয়।


বৃদ্ধ বয়সের অসহায়দের কথা যখন আমরা চিন্তা করি তখন সত্যিই অনেক খারাপ লাগে। হয়তো কোন এক সময় সে সবার প্রিয়জন ছিল। নিজে দুহাতে উপার্জন করেছে আর সবার জন্য খরচ করেছে। যাদেরকে সে শেষ বয়সের সম্বল মনে করত তারাই তাদের শেষ বয়সে এসে সেই বৃদ্ধ মানুষটিকে অবহেলা করতে শুরু করেছে। যেই মানুষটি দুহাতে খরচ করে নিজের সন্তানদের বড় করেছে সেই সন্তানরাই হয়তো কোন একটা সময় গিয়ে বাবা-মাকে বোঝা মনে করছে। আসলে বৃদ্ধ বয়সের অসহায়ত্বের কথা চিন্তা করলে হৃদয় কেঁদে ওঠে। বৃদ্ধ বয়সে অসহায়ত্ব অনেক বেশি কষ্টদায়ক।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-03-01-20-20-42-87_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-01-20-24-14-22.jpg

Screenshot_2025-03-01-20-26-52-52.jpg

IMG_20250301_203436.jpg

যে মানুষটা অর্থ উপার্জন করে একসময় পুরো সংসার চালাতো এমনকি সবার কাছেই প্রিয় ছিলো ।ঠিক সেই মানুষটাই সময়ের পরিবর্তনে জীবনের শেষ লগ্নে গিয়ে অনেকটা অসহায়ত্বের জীবন কাটায়। যদিওবা শেষ বয়সে গিয়ে আনন্দে থাকতে চায় কিন্তু প্রকৃতপক্ষে সে পরিবারের কাছে বোঝা হয়ে যায়। যাইহোক আমাদের উচিত বৃদ্ধ মানুষদেরকে শেষ বয়সে তাদের ইচ্ছাগুলো পূরণ করে দেওয়া। আপু দারুন লিখেছেন আপনি।

বৃদ্ধ বয়সে সমাজে এই বাস্তবতা দেখলে সত্যি আশ্চর্য হয়ে যায়। বৃদ্ধ মানুষকে অনেক মানুষ পছন্দ করে না। এরা একসময় পরিবারের বোঝা হয়ে যায়। কিন্তু সবাই এটা ভাবে না যে আমাদেরও একদিন বৃদ্ধ হতে হবে। আমরা যদি সচেতন হই বৃদ্ধ বাবা মাকে যদি উপযুক্ত সম্মান মর্যাদা দিয়ে তাহলে আর কোন বৃদ্ধ ব্যক্তির কষ্ট হবে না। আর বৃদ্ধ বয়সে অসহায় তো সত্যি অনেক বেশি কষ্টদায়ক। গুছিয়ে কথাগুলো লিখেছেন আপু ধন্যবাদ।