প্রতিযোগিতা-তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি|

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করে। আর নতুন নতুন প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন খাবারের রেসিপি শিখতে পারি। সেই সাথে নিজের পছন্দের রেসিপি সবার মাঝে শেয়ার করার সুযোগ পাই। তেমনি আজকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দারুন একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। তেঁতুল মাছের টক ঝাল চপ খেতে দারুন লেগেছে। তাই তো এই মজার রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি।


তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি:

IMG_20230531_165505.jpg
Device-OPPO-A15
IMG_20230531_170052.jpg
Device-OPPO-A15


আমরা বাঙালিরা খেতে বড্ড ভালোবাসি। আর মাছের প্রতি বাঙ্গালীদের আলাদা রকমের ভালোলাগা রয়েছে। মাছ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন খেতে ভালো লাগে। মাছের প্রতি ভালোলাগা থেকে আমরা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করার চেষ্টা করি। তেমনি আজকে আমি মাছ দিয়ে তৈরি করা ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ঝাল এবং টক সব মিলেমিশে যেন নতুন রকমের কম্বিনেশন ছিল। মাছের সাথে টক খেতে বেশ ভালো লাগে। আর যদি টকের সাথে একটু ঝাল হয় তাহলে তো কথাই নেই। তাইতো আমি টক ঝালের মিশ্রণে দারুণভাবে এই মাছের চপ তৈরি করেছি। প্রতিযোগিতায় নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কিছু শেয়ার করতে যেমন ভালো লাগে তেমনি নতুন নতুন খাবার গুলো তৈরি করতেও ভালো লাগে। আর সবার তৈরি করা মজার মজার সব খাবার গুলো দেখে লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে🤭🤭। তাইতো আমিও আমার খুবই পছন্দের একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি তৈরি করেছি এবং এই রেসিপি তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
কাতলা মাছ৪ পিস
তেঁতুলপরিমাণমতো
ব্রেড রুটিপরিমাণমতো
আলু১০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচ২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেলপরিমাণমতো

IMG20230531131659.jpg

IMG20230531131702.jpg

IMG20230531131714.jpg


তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230531131837.jpg

IMG20230531131911.jpg


তেঁতুলের মিশ্রণে মাছের টক ঝাল চপ তৈরি করার জন্য প্রথমে তেঁতুল ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। বাটির মধ্যে পরিমাণ অনুযায়ী পানি নিয়েছি। এরপর তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি। যাতে করে তেঁতুলের গায়ে লেগে থাকা বিচিগুলো আলাদা করা যায়। এবার মিশ্রণটি ঘন করে নেওয়ার জন্য সুন্দর করে হাত দিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এবং মিশ্রণটি ঘন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230531132027_01.jpg

IMG20230531132206.jpg


এবার আমি ব্রেড রুটি গুলো ছোট ছোট করে ছিড়ে নিয়েছি এবং ব্রেডক্রাম তৈরি করার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৩

IMG20230531132313.jpg

IMG20230531132606.jpg


এবার মাছগুলো প্রথমে সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়েছি এবং কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছগুলো ভালোভাবে সেদ্ধ করেছি যাতে কাঁটা ছাড়াতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20230531133044.jpg

IMG20230531133133.jpg


মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবং মাছ ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু এবং মাছ ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230531133228.jpg

IMG20230531133237.jpg


কিছুক্ষণ সময় ধরে আলু এবং মাছ ভালোভাবে মিক্স করে নিয়েছি। যাতে করে চপ তৈরি করতে সুবিধা হয়। এবার এর মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৬

IMG20230531133256.jpg

IMG20230531133305.jpg


মাছের চপ যাতে খেতে ভালো লাগে এজন্য পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি। এরপর রসুন বাটা দিয়েছি। এবার একে একে কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়েছি। এবার সবগুলো একত্রে মিক্স করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230531133511.jpg

IMG20230531133902.jpg


সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর চপের আকৃতি অনুযায়ী সুন্দর করে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230531133957.jpg

IMG20230531134402.jpg


এভাবে ধীরে ধীরে বেশ কিছু চপ তৈরি করে নিয়েছি। যাতে পরবর্তীতে তেলে ভাজতে সুবিধা হয়।


ধাপ-৯

IMG20230531134424.jpg

IMG20230531134434.jpg


এবার এই চপ খেতে যাতে একটু টকটক লাগে এজন্য তেঁতুলের মিশ্রণের মাঝে কিছুটা সময় রেখেছি। তেঁতুলের মিশ্রণ যাতে ভালোভাবে ভেতরে প্রবেশ করে এজন্য সুন্দর করে কোট করে নিয়েছি।


ধাপ-১০

IMG20230531134454.jpg

IMG20230531134544.jpg


এবার আগে থেকে তৈরি করে রাখা ব্রেডক্রামের মধ্যে নিয়েছি। যাতে করে তেঁতুলের মিশ্রণটি ভেতরে থাকে এবং খেতে ভালো লাগে। এবার একটি কড়াই প্রস্তুত করেছি এবং কড়াই গরম হলে তেল দিয়েছি।


ধাপ-১১

IMG20230531134550.jpg

IMG20230531134555.jpg


তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে চপগুলো গরম তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230531134704.jpg

IMG20230531135610.jpg


এভাবে ধীরে ধীরে চপ গুলো ভেজে নেওয়ার চেষ্টা করেছি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে তেলের মধ্যে চপ গুলো ভালোভাবে ভেজে নিয়েছি। যাতে করে খেতে মজার হয়। এভাবে আমি এই মজার চপ রেসিপি তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230531_165206.jpg
Device-OPPO-A15
IMG_20230531_170052.jpg
Device-OPPO-A15


তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। গরম গরম চপ খেতে বেশ ভালো লেগেছিল। মাছের চপ যদি একটু টকটক ফ্লেভারের হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তেঁতুলের অসাধারণ ফ্লেভার আর মাছের চপ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাইতো এই মজার রেসিপি সবার মাঝে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন তো টক ঝাল স্বাদের মাছের চপ।আসলে প্রতিযোগিতা মানেই ভিন্ন ভিন্ন রকম আয়োজন। দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ।শুভ কামনা রইলো।

ঠিক বলেছেন আপু প্রতিযোগিতা মানেই ভিন্ন কিছুর আয়োজন। তবে এবার অসুস্থতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আর এই রেসিপি একদম নতুন লেগেছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

এই চপ খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া। আমার তৈরি করা রেসিপি আপনার কাছে নতুন লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

তেঁতল মাছের টক ঝাল চপ রেসিপি অসাধারণ ছিল বলতে গেলে অনেক ইউনিক হয়েছে। আপনার তৈরি করা চপ দেখে আপু জিভে জল এসে গেছে। এই ধরনের লোভনীয় খাবার দেখলে কি সামলানো যায়? প্রতিযোগিতার আয়োজন করা হলে বেশ ভালো লাগে বিশেষ করে রেসিপির প্রতিযোগিতা। খুব সুন্দর সুন্দর এবং ইউনিক ও মজাদার রেসিপি দেখতে পাই বেশ ভালই লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

তেঁতুল মাছের এই রেসিপি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো আপু। মাঝে মাঝে নতুন নতুন খাবার তৈরি করতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

তেঁতুল মাছের টক ঝাল চপ রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। চপগুলো দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমার তৈরি করা রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো। এই খাবারটি খেতে সত্যি অনেক ভালো হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন ভাইয়া।

বেশ সুন্দর এবং ইউনিক একটি চপ করেছেন আপু। তেতুল দিয়ে যে এত সুন্দর একটি মাছের চপ করা যায় সেটা আজ আপনার পোস্ট দেখে বুঝলাম। মাছের চপ তৈরির প্রতিটি ধাপের সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার প্রতি।

তেতুল দিয়ে এই মাছের চপ খেতে অনেক ভালো লাগে আপু। আপনি একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। ধন্যবাদ আপু।