আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু তৈরি করতে বেশি ভালো লাগে। তাই আমি সুন্দর একটি চিঠির খামের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
চিঠি দিবসে চিঠির খামের অরিগ্যামি:
প্রথমে সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান সময়ে চিঠি আদান-প্রদান এখন আর খুব একটা দেখাই যায় না। আজকে যেহেতু চিঠি দিবস তাই সোশ্যাল মিডিয়ায় রংবেরঙের চিঠি সামনে পরছিল। এরপর হঠাৎ করে মনে হলো আমি যদি একটি চিঠির খাম তৈরি করি তাহলে বেশ ভালোই হবে। সেই ভাবনা থেকে চিঠি দিবসে চিঠির খামের অরিগ্যামি তৈরি করেছি। কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি চিঠির খামের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
ধাপ সমূহ:
ধাপ-১
চিঠির খামের অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে একটি কাগজ নিয়েছি। এরপর মাঝামাঝি করে হালকা ভাঁজ করেছি।
ধাপ-২
এবার অর্ধেক অংশে ভাঁজ করেছি। আর সুন্দর করে কোনাকুনি ভাবে ভাঁজ করেছি। এবার তিন পাশের অংশে ভাঁজ করেছি।
ধাপ-৩
এবার চিঠির খামটি আরো বেশি সুন্দর করার জন্য আবারো ভাঁজের অংশে নতুনভাবে ভাঁজ করেছি।
ধাপ-৪
এবার ভাঁজের ভেতরে দুই পাশের অংশ লাগিয়ে দিয়েছি। যাতে করে চিঠির খাম খুলে না যায়।
ধাপ-৫
এবার সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে খামটি দেখতে ভালো লাগে।
ধাপ-৬
এবার চিঠির খামটি সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:
কাগজের ভাঁজে চিঠির খাম তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। এই ধরনের চিঠিগুলো ছোটবেলায় অনেক তৈরি করা হতো। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন বান্ধবীদেরকে চিঠি লিখে উপহার দিতাম। আসলে সেই দিনগুলো এখন হারিয়ে গেছে। তবে এখনো মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পরে। তাই আমি সুন্দর একটি চিঠির খাম তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1830256103000830422?t=9H_gxzwEwsPaU0yszQrBmQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে যে চিঠি দিবস এটা আমি জানতামই না। প্রিয় মানুষটার জন্য উড়ো চিঠি পাঠিয়ে দিলেন আপু। তবে আপনি একটা কথা ঠিকই বলেছেন বর্তমান সময়ে চিঠির আদান প্রদান খুবই কম। আপনি আজকে খুব সুন্দর ভাবে ভাঁজ দিয়ে একটি চিঠি সহ চিঠির খাম তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার অরিগ্যামি পোস্ট টি ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিঠি দিবসে দারুণ একটি চিঠি চিঠির খামের অরিগ্যামি করেছেন দারুণ চমৎকার হয়েছে আপু।আপনার প্রিয়োর জন্য উড়ো চিঠিটি ভীষণ চমৎকার হয়েছে। ধাপে ধাপে চমৎকার করে উড়ো চিঠিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাগজ দিয়ে চিঠি দিবসের উপলক্ষে খুব সুন্দর একটি চিঠির খামের অরিগ্যামি বানিয়েছেন। তবে আপনার অরিগ্যামি দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। ধৈর্য ধরে এত সুন্দর একটি অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো চিঠির খামের এই অরিগ্যামিটা। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি দারুন ভাবেই এটা তৈরি করেছেন। চিঠি দিবসে চিঠির খামের অরিগ্যামি, বিষয়টা ভাবতেই ভালো লাগছে। কাগজটার মধ্যে সুন্দর করে লেখাগুলো লেখার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে এটা দেখতে। আপনার এই আইডিয়াটা দারুন ছিল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল বিশ্ব চিঠি দিবস ছিল। এই ইন্টারনেট ইমেইল এর যুগে এই চিঠি টা যেন কোথায় হারিয়ে গিয়েছে। সত্যি বেশ দুঃখজনক ব্যাপার টা। চিঠির খামটা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। খুবই চমৎকার লাগছে দেখতে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিঠি দিবস সম্পর্কে আগের তেমন কোন ধারনা ছিলনা। গতকাল দেখলাম পুরো সোশ্যাল মিডিয়াতে চিঠি দিবস নিয়ে বিভিন্ন পোস্ট। আপনি বিশেষ দিনে বিশেষ কিছু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর একটা চিঠির খাম তৈরি করেছেন। বেশ ভালো লেগেছে আপনার আজকের পোস্ট দেখে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিঠি দিবস উপলক্ষে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি চিঠির খাম তৈরি করেছেন আপু। এখন তো চিঠির আদান-প্রদান নেই বললেই চলে।তারপরও দেখছি সবাই চিঠি দিবস বেশ ভালই আনন্দের সহিত পালন করেছে।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি চিঠির খাম তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit